আপডেট:
25 June 2025

২০২৫ সালে প্রাইমারি শিক্ষক হিসেবে চাকরি পাওয়ার স্পেশাল প্রস্তুতি!

২০২৫ সালে প্রাইমারি শিক্ষক হিসেবে চাকরি পাওয়ার স্পেশাল প্রস্তুতি!


২০২৫ সালে প্রাইমারি শিক্ষক হিসেবে চাকরি পাওয়ার স্পেশাল প্রস্তুতি!


আপনার স্বপ্ন কি প্রাইমারি স্কুল শিক্ষক হওয়া? নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন?


তাহলে তো আপনি একেবারে ঠিক প্ল্যাটফর্মে এসেছেন! বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণ তরুণীর স্বপ্ন প্রাথমিক শিক্ষক পদে একটি চাকরি নিশ্চিত করা। আর এর জন্য তারা করছে রাতদিন কঠোর পরিশ্রম। কিন্তু, কেবল পরিশ্রমই কি সফলতা এনে দেয়?


নাহ। সাফল্য অর্জনে দরকার স্মার্ট প্রস্তুতি। 


এবং…একটু খানি ভাগ্যের ছোঁয়া। 


এই ব্লগটিতে আমরা আলোচনা করবো, কীভাবে আপনি আপনার স্বপ্নের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন। এছাড়া, থাকবে প্রাইমারি শিক্ষক নিয়োগ-২০২৫ এ কি কি নতুন আপডেট এলো সে সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা। 


সাথেই থাকছে , ২০২৫ এর প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় নিজের জন্য একটি পদ নিশ্চিতে পূর্ণাঙ্গ প্রস্তুতির গাইডলাইন। যা আপনাকে চাকরির এই ম্যারাথন রেসে আরও এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করবে। 


তাহলে চলুন, শুরু করা যাক। 


(বিঃ দ্রঃ শেষে সবার জন্য সারপ্রাইজ আছে।)  


প্রাইমারি শিক্ষক পদে চাকরি কেন এতো স্পেশাল?


এই প্রশ্নের জন্য সর্বোত্তম উত্তর হচ্ছে- ‘শিক্ষকতা একটি সম্মানিত মহান পেশা’। প্রাইমারি শিক্ষক পদ আপনাকে দেবে ভবিষ্যৎ গড়ার কারিগর হওয়ার সুযোগ। 


সাথে, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চাকরি করে যাওয়ার নিশ্চয়তা তো থাকছেই। এছাড়া আছে-

ভালো বেতন, পদোন্নতিসহ আরও অনেক সুবিধা। 


প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি: পরিশ্রম নাকি ভাগ্য?


একেকটা চাকরির পরীক্ষা যেন একেকটা মনস্তাত্ত্বিক দ্রোহ। এখানে একটি পদের জন্য লড়াই করে শত শত প্রার্থী। প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় এই ঝামেলাটা যেন খানিকটা বেশী-ই। নির্বাচিত হয় কিন্তু সর্বোত্তম জনই। এর মানে এই নয় যে, বাকিরা অযোগ্য। তবে, ঐ নির্বাচিত প্রার্থীর সাথে ঝরে পরা প্রার্থীদের পার্থক্য কি জানেন?


ফুল্প্রুফ প্ল্যানড হার্ড ওয়ার্ক! অর্থ্যাৎ, কেবল গৎবাঁধা অসংখ্য বই, শিটস, নোটস পড়ে গেলেই চলবে না। আপনাকে পড়তে হবে প্ল্যান মাফিক। প্রস্তুতি নিতে হবে স্মার্টলি।   


একটি প্ল্যানমাফিক হার্ড-ওয়ার্ক আপনাকে আপনার স্বপ্ন পূরণের দুয়ারে নিয়ে যেতে পারে। বাংলায় একটি প্রবাদ আছে,‘ উপরওয়ালা তাকেই সাহায্য করে, যে নিজের সাহায্য করে।’


এর অর্থ হচ্ছে, কেবল ভাগ্যের উপর সব না ছেড়ে, নিজের সর্বোচ্চ দিয়ে গন্তব্যে পৌঁছানোর জন্য সৎভাবে পরিশ্রম করবেন। দেখবেই তখন ভাগ্যও আপনার সুপ্রসন্ন হবে। আপনার ৮০% পরিশ্রমের সাথে ২০% ভাগ্যের কম্বিনেশন, আপনাকে পৌঁছে দিতে পারে কাঙ্ক্ষিত গন্তব্যে।


আপনি যদি নিজেকে বাকী প্রতিযোগীদের চাইতে এগিয়ে রাখতে চান, তবে নিচের কিছু টিপস ফলো করুন। 


প্রাইমারি শিক্ষক হওয়ার প্রত্যয়-প্ল্যান করুন 


প্রতিদিনের একটা সাবজেক্টিভ রুটিন বানান। কোন বিষয়টি কখন পড়বেন/ কতক্ষন পড়বেন সেসব লিখে ফেলুন। রুটিন বানানোর কাজটা আমাদের অনেকের কাছে বোরিং লাগে, তাই না?


তাহলে এই কাজটার দায়িত্ব তুলে দিন এআই এর হাতে। এআই এজেন্ট এখন মিনিটের মধ্যেই বানিয়ে দিতে পারে আপনার পারফেক্ট ডেইলি সিডিউল। যে আপনাকে রিমাইন্ডারও দেবে।


এআই এর আরও ক্যারিশমা জানতে চান? তাহলে, চোখ রাখুন বিদ্যাবাড়ি আইটি-তে। 


সঠিক বই বেছে নিন-


আপনার লক্ষ্য আপডেট থাকা, তাহলে ব্যাকডেটেড নোটস/ লেকচার পড়লে হবে?


অবশ্যই না। 


তবে, করনীয় কী?


বই, নোটস, লেকচারস আপনি আপডেট বিষয় গুলোই পড়বেন। সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে তো আপডেট থাকা জরুরী তাই না? 


তবে, প্রশ্নপত্র রিভিশন দেবেন আগের বছরের গুলোই। বিগত বছরের প্রশ্নপত্র সমাধান আপনাকে পরীক্ষার হলে নিম্নে হলেও ৫০% নিশ্চিন্ত রাখবে।  


সর্বশেষ,


রাখতে হবে মনোবল- 


আপনাকে হতাশ হওয়া চলবে না। সিলেবাস, আশেপাশের নেতিবাচক পরিবেশ ইত্যাদি আরও অনেক কারনে আপনার  উপর মানসিক চাপ পরতে পারে। ভেঙ্গে পরতে পারে আত্মবিশ্বাস। কিন্তু, আপনাকে কি করতে হবে জানেন? 


নিজেকে বিশ্বাস করান, আপনি পারবেন। আপনার দ্বারা-ই হবে। দরকার হলে আগের তুলনায় প্রস্তুতির স্পিড আরও ১০% বাড়িয়ে দেবেন। ফোকাস ক্লিয়ার রাখবেন। মনোযোগে ব্যাঘাত ঘটে এমন কোন কাজ করবেন না। ডোপামিন লেভেল-এ এদিক সেদিক হতে দেয়া চলবে না। 


তাহলে, মোটকথা দাঁড়াচ্ছে তিনটি,


প্রথমত, পরীক্ষার যুদ্ধে নামার আগে নেয়া চাই ফুল প্রুফ প্রস্ততি- তবেই হবে জয় নিশ্চিত।

দ্বিতীয়ত, অনেককেই বলতে শুনবেন, মেধাবী না হলে সফলতা আসে না। কথা কিন্তু সত্যি। মেধাবী না হলে সাফল্য লাভ সম্ভব না। এই মেধার ফুয়েল হচ্ছে পরিশ্রম। আর পরিশ্রম হচ্ছে… সাফল্যের চাবিকাঠি! 


তাই, পরিশ্রম করুন।   


তৃতীয়ত, চাকরির প্রতিযোগিতায় এগিয়ে থাকতে নিতে হবে আগাম প্রস্তুতি। সার্কুলারের আশায় বসে থাকা মানে মূল্যবান সময় নষ্ট। যে ব্যাক্তি আপনার চাইতে তিন মাস আগে প্রস্তুতি শুরু করেছে, সে ব্যাক্তি আপনার থেকে তিন মাস এগিয়ে রইলো। 


এখন সিদ্ধান্ত আপনার, পাশ টা যেহেতু করতে হবে, পরিশ্রমও যখন করতে হবে তখন একটু আগে কেন নয়? এতে শেষ মুহূর্তে রিভিশনেরও যথেষ্ট সময় পাওয়া যাবে, তাই না?    


প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২৫: লেটেস্ট আপডেট

এবার চলুন তাহলে জেনে নেই, প্রাইমারি শিক্ষক নিয়োগের সর্বশেষ তথ্যগুলো। 

শূন্য পদ ও পদোন্নতি

  • মোট শূন্য পদ: ১৮,০০০+ (সাধারণ শিক্ষক: ৮,০৪৩+, আরো বাড়তে পারে ১০-১২ হাজার পর্যন্ত; সঙ্গীত, চারুকলা, শারীরিক শিক্ষা: ৫,১৬৬+)।

  • প্রধান শিক্ষক পদ: ৩২,০০০+ ফাঁকা।

  • নতুন পদ: সহকারী প্রধান শিক্ষক পদ ৯,৫০০টি।

  • পদোন্নতি: সহকারী শিক্ষকরা সরাসরি প্রধান শিক্ষক পদে ১০০% পদোন্নতি পাবেন।

পদের পরিবর্তন

  • বিলুপ্ত হয়েছে সহকারী শিক্ষক পদ। এখন থেকে নিয়োগ হবে সরাসরি শিক্ষক পদে।

  • শিক্ষকরা এখন থেকে ১২তম গ্রেডে যোগদান করবেন (আগে ১৩তম গ্রেড ছিলো)।

  • ৪ বছর পর পদোন্নতি পেয়ে ১১তম গ্রেডে উঠবেন। এরপর,

 সিনিয়র শিক্ষক → প্রধান শিক্ষক (১০ম গ্রেড)।

কোটা নীতি

  • নারী, পোষ্য কোটা বাতিল।

  • মেধা কোটা- ৯৩%। নিয়োগ হবে মেধার ভিত্তিতে (নারী-পুরুষ নির্বিশেষে)।

  • ৭% কোটা: মুক্তিযোদ্ধা ৫%, প্রতিবন্ধী ১%, আদিবাসী ১%।

  • নতুন সার্কুলার জুলাই/ আগস্ট ২০২৫-এ আসতে পারে।

পরীক্ষার ধরন

  • প্রিলিমিনারি: ৭৫ নম্বর।

  • ভাইভা: ২৫ নম্বর।

  • মোট: ১০০ নম্বর।

  • পরীক্ষা আগের মতোই বিভাগভিত্তিক হবে।

শিক্ষাগত যোগ্যতা

  • ৩ বছরের স্নাতক/ফাজিল বা ৪ বছরের স্নাতক (সম্মান)/ফাজিল (অনার্স)।

  • সিজিপিএ: ৪ স্কেলে ২.২৫ বা ৫ স্কেলে ২.৮।

কীভাবে প্রস্তুতি শুরু করবেন?

প্রস্তুতি শুরু করার এখনই সময়! প্রতিদিন এক্সপার্ট গাইডলাইন ফলো করে একটু একটু করে  এগোলে অনেক দূর যেতে পারবেন। প্রাইমারি শিক্ষক নিয়োগের প্রস্তুতি সংক্রান্ত কিছু প্র্যাকটিকাল টিপস এখানে দিয়ে দিচ্ছি:

  • একটা রুটিন বানান


প্রতিদিন ৪-৫ ঘণ্টা পড়ার সময় বরাদ্দ রাখুন। এই সময়টা আপনি আর কোন দিকে কান দেবেন না, মন দেবেন না। সোশ্যাল মিডিয়া, মোবাইল সব কিছু থেকে দূরে রাখবেন নিজেকে। শুধুই পড়বেন। বাংলা, ইংরেজি, গণিত, আর সাধারণ জ্ঞান সব বিষয়কে সমানভাবে গুরুত্ব দেবেন।


  • মক টেস্ট দিন


নিয়মিত প্রিলি উপযোগী মক টেস্ট দিন। এতে নিজের প্রস্তুতিও ঝালাই করা হয়ে যাবে, সময় ব্যবস্থাপনাও শিখে যাবেন।  


  • ভাইভার জন্য প্রস্তুত হোন


ভাইভার জন্যও নিয়মিত মক টেস্ট দিন। প্রস্তুতির জন্য নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স পড়ুন। বিগত বছর গুলোতে যারা সফল হয়েছেন তাদের ইন্টারভিউ পড়ুন। অনেক কিছু জানতে পারবেন , শিখতে পারবেন।  

  • ভালোমানের গাইড বই পড়ুন

বাজারে অনেক রকমের গাইড বই আছে। এগুলোর মধ্যে থেকে আপনাকে বেঁছে নিতে হবে বেষ্ট বইটা। যেটা কিনা আপডেট তথ্য সমৃদ্ধ হবে। লেখার শৈলী হবে সহজবোধ্য। যেমন-: বিদ্যাবাড়ি পাবলিকেশন্স কর্তৃক প্রকাশিত প্রাইমারি ডাইজেস্ট প্লাস বইটি।  

সাফল্যের জন্য আমার বোনাস টিপস

গ্রুপ স্টাডি করুন: 

গ্রুপ স্টাডি করুন। গ্রুপ স্টাডিতে অনেক অনেক কঠিন টপিকও আলোচনার মাধ্যমে সহজ হয়ে যায়। তবে এই স্টাডি গ্রুপের সার্কেলের সদস্য হিসেবে তাদেরকেই নিন যারা খুব সিরিয়াস ভাবে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। 

নিজের দুর্বল দিক চিহ্নিত করুন:

আপনার কোন বিষয়ে দুর্বলতা বেশী, কোন বিষয়টি আপনি ভালো পারেন সেই ব্যাপারগুলোতে সম্যক জ্ঞান অর্জন করুন। নিজের উপর এই এক্সপেরিমেন্টটি চালান। এতে আপনি বুঝতে পারবেন, আপনার কোন বিষয়ে কতটুকু দক্ষতা আছে, কোন বিষয়ের জন্য কেমন সময় দেওয়া প্রয়োজন, কোন বিষয়ের জন্য এক্সপার্টদের হেল্প প্রয়োজন ইত্যাদি। 

স্বাস্থ্যের যত্ন নিন:

নিয়মিত ঘুমান, স্বাস্থ্যকর খাবার খান, হালকা ব্যায়াম করুন, মনকে ফ্রেশ রাখুন। ভালো প্রস্তুতির জন্য মন ভালো রাখাটাও বেশ গুরুত্বপূর্ণ।  

ভালো মেন্টরের সাহায্য নিনঃ

একজন ভালো মেন্টর, একজন শিক্ষার্থীর জন্য আশীর্বাদ স্বরূপ। আপনার প্রস্তুতি নেয়া ৭০% সহজ হয়ে যাবে যদি একজন ভালো মেন্টর এর সহচর্য পান। তবে ভাবুন, কেমন হবে যদি একাধিক সুপার-ডুপার টিচারের গাইডলাইনের মাধ্যমে প্রস্তুতি নেয়া যায়! 


বিদ্যাবাড়ি আপনাকে সেই সুযোগটিই করে দিচ্ছে। প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি-২০২৫ এর কথা মাথায় রেখে বিদ্যাবাড়ি নিয়ে এসেছে প্রাইমারি এডভান্সড ডায়মণ্ড লাইভ ব্যাচ। আপনি যদি ক্লাস না করে কেবল পরীক্ষা দিতে চান তবে সেই সুযোগটিও পাচ্ছেন  প্রাইমারি ডায়মন্ড লাইভ এক্সাম ব্যাচ-টিতে। এছাড়াও, এই মুহূর্তে বিদ্যাবাড়িতে ৫৩% ছাড়ে Primary Advance Diamond Live Batch-2 ব্যাচটিতে ভর্তি চলছে। আপনার লক্ষ্য যদি হয় একটি গোছানো প্রস্তুতি, তাহলে বিদ্যাবাড়ির প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতির জন্য চলমান এই ব্যাচটি আপনার জন্যই। 

প্রস্তুতি সংক্রান্ত আরও সাজেশন জানতে চান? তাহলে পড়ে ফেলুন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরিক্ষাঃ সফলতার সেরা গাইডলাইন ব্লগটি। 



সচরাচর আরও যেসব প্রশ্নের উত্তর প্রার্থীরা জানতে আগ্রহী হয়ে থাকেন-


প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিতে কেমন যোগ্যতা থাকা জরুরী?


প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ (৪ স্কেলে ন্যূনতম ২.২৫ এবং ৫ স্কেলে ২.৮) থাকতে হবে। এছাড়াও, প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।"


লিখিত পরীক্ষা আছে কি?


প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষাটি মূলত ২ ধাপে হয়।

প্রথম, এমসিকিউ

দ্বিতীয় এবং শেষ, ভাইভা।

লিখিত কোন পরীক্ষা হয় না।


মৌখিক পরীক্ষায় ২৫ নম্বর কীভাবে বণ্টন করা হয়?  


বিগত একাডেমিক রেজাল্ট, যেমন- এসএসসি, এইচএসসি ও স্নাতকের ফলাফলের ওপর ১০ নম্বর। আর বাকী ১৫ নম্বর পরীক্ষার বোর্ডের হাতে থাকবে। এই নাম্বারটি দেয়া হয় প্রার্থীর ব্যক্তিত্ব, গাঠনিক উত্তর দেয়ার ক্ষমতা, সাধারণ জ্ঞান ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে দক্ষতার ভিত্তি করে।


কোন ৫ টি প্রশ্ন যা সচরাচর প্রাইমারি শিক্ষক নিয়োগ এর মৌখিক পরীক্ষায় করা হয়ে থাকে?


  • আপনি কেন প্রাথমিক শিক্ষক হতে চান? 

  • ক্লাসে বিশৃঙ্খলাকারী ছাত্রদের কীভাবে হ্যান্ডেল করা উচিত? 

  • একজন শিক্ষক হিসেবে বিভিন্ন শিক্ষাসংক্রান্ত নীতিমালা সম্পর্কে আপনি কীভাবে আপডেট থাকবেন?  

  • বাচ্চাদের শিক্ষাক্রমের সাথে তাদের অভিভাবকদের আপনি কীভাবে সংযুক্ত করবেন?

  • ক্লাসে কার্যকর পাঠদানের লক্ষ্যে আপনার কৌশলগুলো কি হতে পারে?


প্রশ্নকারী প্রার্থীর কাছে কেমন গুণাবলী আশা করেন?


ধৈর্য, আগ্রহ, সৃজনশীলতা, জোরালো এবং কার্যকরী যোগাযোগ ক্ষমতা সম্পন্ন প্রার্থী যারা বাচ্চাদের সাথে এবং শিক্ষাদানের নতুন নতুন পদ্ধতির সাথে খাপ খাইয়ে নিতে পারে।


পরিশেষে, 

আপনি শুধু মনে রাখবেন, প্রাইমারি শিক্ষক হওয়ার এই যাত্রায় আপনার সাথে আপনার পরিবারও সামিল আছে। তাই আর সময়ক্ষেপণ না করে আজ থেকেই প্রস্তুতির জন্য নেমে পরুন। আপনার কঠোর পরিশ্রমে গড়া ভাগ্য আপনাকে নিরাশ করবে না যদি আপনার লক্ষ্য নির্দিষ্ট এবং অটুট থাকে।

তাই, হতাশাকে ঝেড়ে ফেলে এগিয়ে যান।

বিদ্যাবাড়ির পক্ষ থেকে আপনার জন্য শুভকামনা।  



Leave A Reply

Already have an account ? Sign in to leave a reply

Comments

Top Categories

BCS

15

Primary

7

NTRCA

5

Digital Marketing

4

Graphic design

2

Technology

1

More Blogs

BCS

৪৯তম স্পেশাল বিসিএস প্রস্তুতি নিয়ে বিশেষ গাইডলাইন

Biddabari |

23 August 2025

৪৯তম স্পেশাল বিসিএস প্রস্তুতি নিয়ে বিশেষ গাইডলাইন

NTRCA

১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার যোগ্যতা ২০২৫ | স্কুল ও কলেজ পর্যায়

Biddabari |

16 August 2025

১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার যোগ্যতা ২০২৫ | স্কুল ও কলেজ পর্যায়

BCS

৪৭তম বিসিএস প্রস্তুতি যেভাবে শুরু করবেন - এক্সপার্ট সাজেশন | Biddabari.

Biddabari |

09 August 2025

৪৭তম বিসিএস প্রস্তুতি যেভাবে শুরু করবেন - এক্সপার্ট সাজেশন | Biddabari.

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই