সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হতে চান?
আপনি কি জানেন? প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষ এমন একটি যুদ্ধ যেখানে লাখ মানুষের স্বপ্ন এবং প্রতিভা এক যোগে মেধার লড়াইয়ে অবতীর্ণ হয়। ‘প্রাথমিক শিক্ষক’-শুধু একটি সুযোগ বা একটি পদ নয় , বরং একটি স্বপ্ন এবং এই স্বপ্ন পূরণে প্রয়োজন কঠোর পরিশ্রম, সঠিক পরিকল্পনা ও ধারাবাহিক প্রস্তুতি।স্বপ্ন পূরণের এই পরীক্ষায় জয়ী হতে হলে শুধু পড়াশোনাই নয়, সঠিক কৌশল, সময়ের সঠিক ব্যবস্থাপনা, এবং আত্মবিশ্বাসও গুরুত্বপূর্ণ। কিন্তু, কি জানেন?বেশিরভাগই প্রস্তুতিমূলক ধাপেই হোঁচট খায় একটি সঠিক পরিকল্পনার অভাবে।ফলাফল, তাদের হতাশা ঘিরে ধরে আর দিনশেষে ব্যর্থতা নিয়েই বাড়ি ফেরা লাগে।
তবে চিন্তা করবেন না! সঠিক গাইডলাইন থাকলে আর কৌশলী প্রস্তুতি নিতে পারলে সফলতা আপনার হাতের মুঠোয় আসবে অনায়াসেই। তাই, আপনার পরবর্তী প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় সফল হতে চাইলে,ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন।
যা যা জানতে পারছেন ব্লগটি থেকে,
১.প্রাথমিক শিক্ষক পদে আবেদন করার যোগ্যতা
২.প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাস বিশ্লেষণ
৩.প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় সফলতার জন্য সময়ের সঠিক বণ্টন
৪. বিষয়ভিত্তিক প্রস্তুতি গাইডলাইন
৫.মডেল টেস্টের মাধ্যমে প্রস্তুতি, সফলতার গ্যারান্টি
৬.সুস্থ দেহ-মস্তিষ্ক, সফল প্রস্তুতি
এবার চলুন বিস্তারিত আলোচনায় আসা যাক,
১.প্রাথমিক শিক্ষক পদে আবেদন করার যোগ্যতা
প্রাইমারী শিক্ষক পদে অংশ নিতে হলে, আবেদনের জন্য কী কী যোগ্যতা লাগবে। চলুন তবে জেনে নেয়া যাক সেসব খুঁটিনাটি-
আপনাকে অবশ্যই স্নাতক (সম্মান)/সমমানের ডিগ্রীধারী হতে হবে। আগে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট দিয়ে আবেদন করা গেলেও এখন আর সেই সুবিধাটি নেই। এছাড়াও, আপনার রেজাল্ট হতে হবে দ্বিতীয় বিভাগ/৪ এর স্কেলে ২.৫ এবং ৫ এর স্কেলে ২.৮।
২.প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাস বিশ্লেষণ
সিলেবাস ছাড়া পড়াশোনা আর মাঝনদীতে বৈঠাহীন নৌকা চালানো একই কথা। তাই না? তাই প্রস্তুতির শুরুতে সিলেবাস সম্পর্কে আদ্যপান্ত জ্ঞান রাখতে হবে। তাহলে, চলুন জেনে নেই,প্রাথমিকের
শিক্ষক নিয়োগের সিলেবাস।
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় মূলত এমসিকিউ প্রশ্ন হয় মোট ৭৫ নাম্বারের। কোন কোন বিষয়ের জন্য কত নম্বর বরাদ্দ থাকে এবার তাহলে সেটা জেনে নেয়া যাক-
বিষয়
|
(নম্বর)
|
বাংলা
|
২০
|
ইংরেজি
|
২০
|
গণিত
|
২০
|
সাধারণ জ্ঞান
|
১৫
|
প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর করে পেলেও, প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে ০.২৫ নম্বর।
৩.প্রাইমারি শিক্ষক পরীক্ষায় সফলতার জন্য সময়ের সঠিক বণ্টন
আচ্ছা আপনি হয়তো ভাবছিলেন, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় কোন কোন বিষয় থাকবে তা না হয় জানা গেলো। কিন্তু, কিভাবে প্রত্যেক বিষয়ের জন্য সময় ভাগ করে নেবেন তা বুঝতে পারছেন না। চলুন তবে আপনার এই সমস্যারও একটি সুরাহা করা যাক।
একটি রঙিন কাগজ নিয়ে সেখানে ঝটপট রুটিন লিখে ফেলুন-
- প্রতিদিন কমপক্ষে ৬-৮ ঘণ্টা পড়াশোনা করতেই হবে।
- প্রতি বিষয়ের জন্য কমপক্ষে ২ ঘণ্টা বরাদ্দ রাখতে হবে।
- সকালের জন্য কঠিন বিষয়গুলো রাখুন, আর রাতের জন্য রাখুন তুলনামূলক সহজ বিষয়গুলো।
- এবং এবং এবং! অবশ্যই প্রতি সপ্তাহের শেষে একটি মডেল টেস্ট বা প্রস্তুতিমূলক পরীক্ষা দিন, আপনি পুরো সপ্তাহে যা পড়লেন সেসবের উপর আরকি। এতে করে আপনার কোন কোন বিষয়ে বা টপিকে দুর্বলতা রয়েছে তা আপনি খুব সহজেই চিহ্নিত করে ফেলতে পারবেন।
৪. সাফল্যের জন্য বিষয়ভিত্তিক প্রস্তুতি গাইড
আপনি এই পর্যন্ত জানলেন যে, আপনাকে কী কী বিষয়ের উপর প্রস্তুতি নিতে হবে। এও জানলেন যে, কিভাবে পরিকল্পনা করতে হবে। এবার তবে জেনে নেয়া যাক, কোন বিষয়ের কোন টপিকে দক্ষতা অর্জন করতে হবে-
বাংলা (ব্যাকরণ ও সাহিত্য)
প্রথমেই জানি বাংলার ব্যাপারে-
ব্যাকরণ:
- বাক্যাংশ ও বাক্য কাঠামো
- সহায়ক ক্রিয়া
- এককথায় প্রকাশের নিয়ম
- পূর্ণরূপ
- বাক্য বিভক্তি ও বাক্যের পদের সম্পর্ক
- ব্যাকরণিক শ্রেণীবিভাগের ধরন
- শব্দশুদ্ধি (ভুল বানান এবং সঠিক বানান)
- ধ্বনি বিজ্ঞান (অক্ষর, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ)
- বাগধারা ও মেটাফোর
সাহিত্য:
-
প্রধান সাহিত্য আন্দোলন (রোমান্টিক, রিয়ালিজম, আধুনিক বাংলা সাহিত্য)
- বাংলা উপন্যাসের ইতিহাস
- জনপ্রিয় কবি ও সাহিত্যিকদের ছদ্মনাম, লেখনী শৈলী, প্রধান সাহিত্যকর্ম
- কাব্য রচনার ধরন (গীতিকা, কবিতা, নাটক)
ব্যাকরণ ও সাহিত্যের এই অংশগুলো ভালো করে আয়ত্ত করতে পারলে,বাংলায় মোটামোটি ২০ নম্বরের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে নিতে পারবেন।
ইংরেজি (Grammar and Literature)
ইংরেজি ভাষা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটি অনেকের কাছে কঠিন মনে হতে পারে। তবে সঠিক প্রস্তুতিতে সহজে সফল হওয়া সম্ভব।
এবার আসুন ইংরেজি বিষয়ক প্রস্তুতির খুঁটিনাটি জানি।
ইংরেজি গ্রামারের জন্য এই টপিক গুলো ভালো করে চর্চা করবেন-
● Grammar:
- Clauses (Dependent, Independent)
- Direct-Indirect Speech
- Conditional Sentences (Zero, First, Second, Third)
- Modals and their use
- Question Tags
- Reported Speech
- Phrasal Verbs
- Idioms and Phrases
আরও, যা যা পড়তে পারেন, সে সম্পর্কিত তথ্য পেয়ে যাবেন এখানে।
তবে, আপনারা যারা মুখস্ত বিদ্যায় পারদর্শী তাদের জন্য সুসংবাদ হলো, ইংরেজি গ্রামারের Synonyms & Antonyms, Phrases & Idioms and word Meaning, Appropriate Preposition এই অংশ তিনটি থেকে প্রায় ৭-৮ নম্বর কমন পরতে পারে।
● Literature:
- Shakespeare’s plays (Hamlet, Macbeth, Romeo and Juliet)
- The works of Charles Dickens, George Orwell, and Mark Twain
- Types of literature (Drama, Prose, Poetry)
- Literary terms (Metaphor, Simile, Irony, Allegory)
- Important literary movements (Realism, Romanticism, Modernism)
সাহিত্য অংশ থেকে আসা ১-৩ নম্বর কমন ফেলতে এই টপিকগুলো বার বার চর্চা করুন।
ইংরেজি ব্যাকরণ ও সাহিত্যের ক্ষুদ্র থেকে বৃহৎ যেকোনো সমস্যার সমাধানে ও চাকুরী উপযোগী পরীক্ষার প্রস্তুতিতে আপনাকে ১০০ তে ১০০ ভাগ সাহায্য করতে পারে বিদ্যাবাড়ির CLASSROOM ENGLISH GRAMMAR &
LITERATURE বইটি।
গণিত :
এবার আসি গণিতে। আমাদের অনেকেরই গণিত ভীতি থাকে। সত্যি বলতে, আমরা যতটা গণিতে খারাপ তার চাইতে বেশি খারাপ করি কেবল ভীতির কারণে। অনেকেই আছি, যারা এই ভীতির কারণে গণিত করতেই চাই না। সবার আগে এই ভীতির একটা দফারফা করতে হবে।এর মাধ্যমে প্রস্তুতি নেয়াও হয়ে যাবে।
গণিতের জন্য যেসব টপিকগুলো বেশি বেশি চর্চা করবেন-
পাটিগণিত:
- লাভ-ক্ষতির অংক
- শতকরা মূলধন ও সুদ
- গড় ও অনুপাত
- অঙ্কের প্রাথমিক সূত্র (অঙ্কের সম্পর্ক ও সূত্র)
- গুণফল ও ভাগফল
- মিশ্রণ ও একযোগ সমাধান
বীজগণিত:
- ধারা সম্পর্কিত সমস্যা
- সাধারণত সমীকরণ সমাধান
- অনুপাত ও শূন্যের গাণিতিক সূত্র
জ্যামিতি:
- দুই ও ত্রিমাত্রিক আকার (বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ)
- ক্ষেত্রফল, আয়তন ও কোণসমূহ
- ত্রিকোণমিতিক সূত্র ও কৌশল
- পৃষ্ঠীয় আকার ও তিনটি মাপের সম্পর্ক
- পরিমিতির গাণিতিক বিশ্লেষণ
গণিত ভীতি কাটানোর অন্যতম উপায় বেশি বেশি অনুশীলন করা।এবার চলুন জানি অনুশীলনের নিয়মাবলী-
- প্রথমেই শিখবেন, বেসিক সূত্র। এরপর শর্টকাট পদ্ধতি।
- বেশি বেশি সাধারণ সমস্যাগুলো সমাধান করবেন ও দ্রুত অঙ্ক কষার কৌশল গুলো রপ্ত করবেন।
- আর, প্রতিদিন কমপক্ষে ১০টি অঙ্ক চর্চা করুন।
সাধারণ জ্ঞান (General Knowledge):
এবার আসি, সবচেয়ে সহজ তবুও কঠিন এক বিষয় সাধারণ জ্ঞানের কাছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় সাধারণ জ্ঞানের প্রশ্নগুলোতে ভালো করতে নিচেউল্লিখিত টপিক গুলো বেশ ভালো করে রপ্ত করুন-
বাংলাদেশ বিষয়াবলি:
- ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের ঐতিহাসিক ঘটনা
- বাংলাদেশের সংবিধান,সংসদ
- বাংলাদেশের মূলধন, জনসংখ্যা, অর্থনীতি
- বাংলাদেশ ইতিহাস, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি—এই বিষয়গুলো খুঁটিনাটি শিখে রাখা উচিত। বাংলাদেশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, ঐতিহাসিক স্থান, সাংস্কৃতিক উৎসব ইত্যাদি সম্পর্কিত প্রশ্নও আসে।
- বাংলাদেশের বৈশ্বিক অবস্থান ও উন্নয়ন সম্পর্কিত তথ্য। বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সরকারি খাতে গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের নাম জানতে হবে। এই অংশটি হতে ১০/ ১১ নম্বরের প্রশ্ন আসতে পারে।
আন্তর্জাতিক বিষয়াবলি:
- জাতিসংঘের প্রতিষ্ঠা ও মূল কাজ
- আন্তর্জাতিক সংগঠন (World Bank, IMF, WHO, WTO)
- উল্লেখযোগ্য আন্তর্জাতিক চুক্তি (Paris Agreement, Geneva Conventions)
- বিশ্ব রাজনীতি (USA, China, Russia, India, EU)
- গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দিবস (World Health Day, Earth Day, UN Day)
- বিশ্বের বিভিন্ন দেশের রাজধানী, গুরুত্বপূর্ণ ঘটনা, সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতি ইত্যাদি পড়ুন।
- বিভিন্ন দেশের সাম্প্রতিক রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অবস্থান সম্পর্কে জানুন।
এখান থেকে ৪/৫ নাম্বার কমন পেতে পারেন।
সাধারণ জ্ঞানের উপর ১০০ ভাগ প্রস্তুতি নিতে ও আপনার সময় ও পরিশ্রম বাঁচাতে বিদ্যাবাড়ির পালকে এক্সক্লুসিভ সংযোজন"বিদ্যাবাড়ি
বুলেট নলেজ"।
সাধারণ বিজ্ঞান :
সাধারণ বিজ্ঞানের জন্য নিম্নের কয়েকটা টপিকের উপর প্রস্তুতি নিতে পারলেই হয়ে যাবে।সাধারণত ৪-৫ নম্বরের প্রশ্ন হয়ে থাকে এই অংশটি থেকে।
মানবদেহ ও শারীরবৃত্তীয় ব্যবস্থা:
- মানবদেহের প্রধান অঙ্গপ্রত্যঙ্গ
- রক্ত ও শর্করা সঞ্চালন
- হরমোন ব্যবস্থা ও কার্যাবলী
- রোগ এবং প্রতিরোধ ব্যবস্থা
ভৌত-জৈব বিজ্ঞান:
- পদার্থবিজ্ঞান (পদার্থের মৌলিক গুণাবলী, তাপগতি, মেকানিক্স)
- রসায়ন (অণু, পরমাণু, এসিড-বেস)
- জীববিজ্ঞান (জীবের শ্রেণীবিভাগ, এককোষী ও বহুকোষী জীব)
- প্রাণীজগত ও উদ্ভিজগত পর্যালোচনা
কম্পিউটার ও প্রযুক্তি:
- কম্পিউটারের ধরন ও গঠন
- কম্পিউটার মেমরি, CPU, RAM, ROM
- সফটওয়্যার ও হার্ডওয়্যার
- ইন্টারনেট, ওয়েব ব্রাউজিং, সোশ্যাল মিডিয়া
তথ্যপ্রযুক্তি:
- কম্পিউটার নেটওয়ার্কিং
- ডিজিটাল নিরাপত্তা
- মোবাইল প্রযুক্তি ও স্মার্টফোন
- ক্লাউড কম্পিউটিং
- ডিজিটাল লিটারেসি
৪. মডেল টেস্টে প্রস্তুতি, সফলতার গ্যারান্টি
আপনার প্রস্তুতির আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে বেশি বেশি মডেল টেস্ট দেয়া। পাশাপাশি বিগত বছরের প্রশ্নগুলো সংগ্রহ করে নিজেই সমাধানের চেষ্টা করা।আপনাকে বিসিএস সহ, অন্যান্য সরকারি পরীক্ষার প্রশ্নগুলোও সমাধান করতে হবে। এতে আপনি প্রশ্নের ধরণ সম্পর্কে সম্যক ধারণা তো পাবেনই, সাথে সময়মতো ও সঠিক প্রশ্ন সমাধান শেষ করার মতো আত্মবিশ্বাসও লাভ করবেন।
পরীক্ষার মাধ্যমে নিজের প্রস্তুতি যাচাই ও ঝালাই করে নিতে বিদ্যাবাড়ির Primary Diamond Live Exam Batch টিতে ভর্তি হতে পারেন। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় সফলতা অর্জনের হারে বিদ্যাবাড়ি অপ্রতিদ্বন্দ্বী।
৫. সুস্থ দেহ-মস্তিষ্ক, সফল প্রস্তুতি
মানসিক চাপ এড়িয়ে চলুন। ব্রেনকে নেতিবাচক চিন্তাভাবনা থেকে পুরোপুরি দূরে রাখুন। নিজের উপর আস্থা রাখুন। চাঙ্গা থাকুন।
এর জন্য যা যা করণীয় জেনে নিন
- পজেটিভ মনমানসিকতার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ কিছু শর্ত হচ্ছে স্বাস্থ্যকর খাবার খাওয়া,ইতিবাচক চিন্তাভাবনা রাখে এমন মানুষদের সঙ্গ নেয়া। সময়মতো ঘুমাতে যাওয়া এবং পর্যাপ্ত পরিমাণ ঘুমানো শেষে ঘুম থেকে ওঠা। খেয়াল রাখবেন আপনার ঘুমানোর সময়কাল যেন কোনো ক্রমেই ৮ ঘণ্টার বেশি কিংবা ৬ ঘণ্টার কম না হয়।
- প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে ব্যায়াম করার ভালো অভ্যাস গড়ে তুলুন। কমপক্ষে ১০ মিনিট সময় ব্যায়ামের জন্য বরাদ্দ রাখুন।
- মাথায় যেন বেশি চাপ না পরে সেজন্য পড়ার রুমে ল্যাভেন্ডার/মিষ্টি ঘ্রাণ আসে এমন কিছু ব্যবহার করতে পারেন।পড়ার সময় হালকা মিউজিক (আলফা ওয়েভ) চালু রাখতে পারেন।আলফা ওয়েভ ব্রেনে কর্টিসল হরমোনের উৎপাদনকে নিয়ন্ত্রন করে,সিন্যাপসিসকে শক্তিশালী করে।ফলে, ব্রেন থাকে চাপমুক্ত এবং স্মৃতিশক্তি হয় প্রখর।
বিশেষ পরামর্শ,
এতো এতো পরামর্শ আর উপদেশের শেষে আপনার হয়তো মনে হতে পারে শুরুটা কোত্থেকে করবেন? কোন বই আপনার প্রস্তুতিতে সর্বোচ্চ সহায়তা করবে? হাতে সময় কম থাকলে তো কথাই নেই! বিভিন্ন শ্রেণীর পাঠ্যবই,সহায়ক বই,পত্রিকা ঘেঁটে তথ্য বের করে প্রস্তুতি নেয়া অনেক বেশি সময়সাপেক্ষ আর পরিশ্রমসাধ্য কাজ। আপনার হয়তো এই ভেবেই হতাশা চলে আসছে,হাল ছেড়ে দিচ্ছেন।
এক্ষেত্রে, আপনার পরিশ্রমের বিশ্বস্ত সারথি হতে বিদ্যাবাড়ির রয়েছে বিশেষ আয়োজন প্রাইমারি ডাইজেস্ট প্লাস বইটি।
এছাড়াও ৬ মাসের মধ্যে প্রাইমারীর নিয়োগ পরীক্ষার জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত করে নিতে অংশ নিতে পারেন বিদ্যাবাড়ির প্রাইমারি
স্পেশাল ব্যাচগুলোতে।
পরিশেষে,
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা পদ্ধতি বেশ সহজ হওয়া সত্ত্বেও লাখ লাখ চাকরী পরীক্ষার্থী বার বার ব্যর্থ হচ্ছে সঠিক গাইডলাইনের অভাবে। অপ্রাসঙ্গিক, গুরুত্বহীন/কম গুরুত্বপূর্ণ টপিক/বিষয় এর উপর কঠোর পরিশ্রম করে জ্ঞান অর্জন আর প্রস্তুতি ছাড়া পরীক্ষায় অংশ নিতে যাওয়া প্রায় একই কথা। ২ পক্ষেরই ফলাফল শূন্য হাতে বাড়ি ফেরত আসা।
তাই, আপনি যদি ব্যর্থদের কাতারে নিজেকে না ফেলতে চান তবে কঠোর পরিশ্রম করুন কিন্তু সেটা সঠিক পথ নির্দেশনা অনুসরণ করে।
অতএব, প্রস্তুতি শুরু করুন এখনই এবং নিজের উপর বিশ্বাস রাখুন—আপনার সাফল্য কেবল সময়ের ব্যাপার। মনে রাখবেন, সঠিক গাইডলাইন নিয়ে এগোলে আপনি যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবেন।
বিদ্যাবাড়ির প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য প্রস্তুত বিভিন্ন বই এবং কোর্স গুলোর সাহায্যে আপনি আপনার লক্ষ্য অর্জনে একধাপ এগিয়ে থাকতে পারেন।
আপনার সাফল্যের জন্য শুভকামনা!
এই রকম আরো ব্লগ পড়তে, ক্লিক করুন এখানে।
Comments
সোনিয়া খাতুন
04.03.2025
Great
সোনিয়া খাতুন
04.03.2025
Great