আপডেট:
05 December 2025

নন ক্যাডার নিয়োগ পরীক্ষার প্রস্তুতি যেভাবে শুরু করবেন

নন ক্যাডার নিয়োগ পরীক্ষার প্রস্তুতি যেভাবে শুরু করবেন


প্রিয় চাকরিপ্রত্যাশী নন ক্যাডার নিয়োগ প্রস্তুতি সংক্রান্ত গাইডলাইনে আপনাদের স্বাগতম। নন ক্যাডার নিয়োগ পরীক্ষার প্রস্তুতি অনেকের কাছেই জটিল মনে হতে পারে, বিশেষ করে যখন প্রতিযোগিতা বেশি এবং সিলেবাস বিস্তৃত। 

মূলত যারা বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হলেও নির্দিষ্ট ক্যাডার পদ পান না, বরং প্রথম বা দ্বিতীয় শ্রেণির অন্য সরকারি পদে নিয়োগ পান, তাদেরই নন-ক্যাডার বলা হয়।

এই নিয়োগ সাধারণত ৯ম থেকে ১৩তম গ্রেডে হয়ে থাকে এবং প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় ভালো করতে হলে প্রয়োজন পরিকল্পিত পড়াশোনা, নিয়মিত অনুশীলন ও টাইম ম্যানেজমেন্ট। 

এই ব্লগে নন ক্যাডার পদ, পরীক্ষা পদ্ধতি, সিলেবাস এবং প্রস্তুতি কৌশল সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন।

ক্যাডার ও নন ক্যাডারের মধ্যে পার্থক্য

ক্যাডার

নন ক্যাডার

বিসিএস পরীক্ষার মাধ্যমে নির্দিষ্ট ক্যাডারে মেধাভিত্তিক নিয়োগ হওয়া প্রার্থীরাই ক্যাডার।

বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হলেও ক্যাডার পদে স্থান না পাওয়া প্রার্থীরা অন্যান্য সরকারি পদে নিয়োগ প্রাপ্ত হলে তাদের নন ক্যাডার বলে। 

ক্যাডারগণ প্রশাসনিক, নীতি নির্ধারণী ও বিশেষায়িত দায়িত্বে নিয়োজিত থাকেন। 

নন ক্যাডার গণ বিভিন্ন মন্ত্রণালয় বা দপ্তরে অফিসার ও সহকারী পর্যায়ের দায়িত্বে নিয়োজিত থাকেন। 

সাধারণত ৯ম গ্রেড থেকে শুরু (মূল বেতন ২২,০০০ টাকা) এবং পদোন্নতির মাধ্যমে উন্নতি।

৯ম, ১০ম, ১১তম গ্রেডে নিয়োগ হতে পারে, গ্রেড অনুযায়ী বেতন কম-বেশি হয়ে থাকে। 

বিসিএস একাডেমি ও অন্যান্য বিশেষায়িত প্রশিক্ষণ; বিদেশে প্রশিক্ষণ সুযোগ।

সংক্ষিপ্ত প্রশিক্ষণ, ক্যাডারদের তুলনায় কম প্রশিক্ষণ সুযোগ।

দ্রুত পদোন্নতি, প্রশাসনিক নেতৃত্বের সুযোগ।

পদোন্নতি ধীর, বেশিরভাগ ক্ষেত্রেই সীমিত পর্যায়ে সীমাবদ্ধ।

সরকারি বাসস্থান, অফিসিয়াল গাড়ি, বিদেশে প্রশিক্ষণ, প্রশাসনিক ক্ষমতা।

কম সুযোগ-সুবিধা, প্রশাসনিক ক্ষমতা কম তবে কাজের স্থায়িত্ব ও নিরাপত্তা থাকে।


নন ক্যাডার এর পদসমূহ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC) মূলত ৯ম থেকে ১৩তম গ্রেড পর্যন্ত বিভিন্ন নন ক্যাডার পদে নিয়োগ প্রদান করে থাকে। এর মধ্যে ৯ম ও ১০ম গ্রেডের জেনারেল পদগুলো সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন।

৯ম গ্রেডের নন ক্যাডার পদসমূহ:

  • সাবরেজিস্ট্রার, নিবন্ধন অধিদপ্তর

  • সহকারী পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

  • সহকারী পরিচালক, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর

  • সহকারী পরিচালক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

  • উপজেলা নির্বাচন কর্মকর্তা, নির্বাচন কমিশন

  • উপজেলা সমাজসেবা কর্মকর্তা, সমাজসেবা অধিদপ্তর

  • প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক

১০ম গ্রেডের নন ক্যাডার পদ:

  • সহকারী রাজস্ব কর্মকর্তা (ARO), জাতীয় রাজস্ব বোর্ড

  • কর পরিদর্শক, জাতীয় রাজস্ব বোর্ড

  • এসএএস সুপারিনটেনডেন্ট, কন্ট্রোলার জেনারেল অব অ্যাকাউন্টস (CGA) কার্যালয়

নন ক্যাডার (জেনারেল) পদের পরীক্ষা পদ্ধতি

নন ক্যাডার (জেনারেল) মূলত বিসিএস এর পরীক্ষা পদ্ধতিই অনুসরণ করে, অর্থাৎ মোট তিনটি ধাপে অনুষ্ঠিত হয়। প্রতিটি ধাপ আলাদা গুরুত্ব বহন করে এবং পর্যায়ক্রমে এগুলো সম্পন্ন করার পরই প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হন।

প্রথম ধাপ: প্রিলিমিনারি পরীক্ষা

প্রিলিমিনারি পরীক্ষায় ১০টি বিষয়ের ওপর ২০০ নম্বরের MCQ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতিটি সঠিক উত্তরে ১ নম্বর এবং ভুল উত্তরে ০.৫ নম্বর কাটা হয়। পরীক্ষার সময়সীমা ২ ঘণ্টা। এই ধাপে উত্তীর্ণ প্রার্থীরাই লিখিত পরীক্ষায় অংশ নিতে পারেন। 

উল্লেখযোগ্য বিষয় হলো, ৩৫তম বিসিএস থেকে প্রিলিমিনারি পরীক্ষা ২০০ নম্বরের করা হয়।

দ্বিতীয় ধাপ: লিখিত পরীক্ষা

প্রিলিমিনারি পাস করার পর প্রার্থীকে ৯০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নিতে হয়। এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ লিখিত পরীক্ষার নম্বরই মূল প্রতিযোগিতায় প্রার্থীর অবস্থান নির্ধারণে প্রভাব ফেলে। সাধারণত ৫০ শতাংশ নম্বর পেলে পাশ করা যায়, তবে চূড়ান্তভাবে নির্বাচিত হতে এর চেয়ে বেশি নম্বর প্রয়োজন হয়।

তৃতীয় ধাপ: ভাইভা বা মৌখিক পরীক্ষা

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হয়। আগের ২০০ নম্বর থেকে ভাইভা নম্বর কমিয়ে ৪৭তম বিসিএস থেকে ১০০ নম্বর করা হয়েছে। পাশ নম্বর ৫০ শতাংশ। ভাইভা বোর্ডে একজন পিএসসি সদস্য, একজন যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তা এবং একজন অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ কর্মকর্তা থাকেন। 

এখানে নির্দিষ্ট সিলেবাস না থাকলেও প্রার্থীর একাডেমিক জ্ঞান, সাম্প্রতিক ঘটনা, ব্যক্তিত্ব, মূল্যবোধ এবং ক্যাডার চয়েজ সম্পর্কিত প্রশ্ন করা হয়।

নন ক্যাডার (জেনারেল) প্রিলিমিনারি পরীক্ষার বিষয় ও নম্বরবন্টন

নন ক্যাডার জেনারেল পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষার বিষয় ও মানবন্টন মূলত বিসিএস পরীক্ষার অনুরূপ। নিম্নে নন ক্যাডার (জেনারেল) প্রিলিমিনারি পরীক্ষার বিষয় ও নম্বরবন্টন দেওয়া হল:

বিষয়

নম্বরবন্টন

বাংলা ভাষা ও সাহিত্য

৩০

ইংরেজি ভাষা ও সাহিত্য

৩০

বাংলাদেশ বিষয়াবলি

২৫

আন্তর্জাতিক বিষয়াবলি

২৫

ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), 

পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা

১০

সাধারণ বিজ্ঞান

১৫

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

১৫

গাণিতিক যুক্তি

২০

মানসিক দক্ষতা

১৫

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন

১৫

সর্বমোট = ২০০ নম্বর


নন ক্যাডার (টেকনিক্যাল) পদের প্রিলিমিনারি পরীক্ষার বিষয় ও নম্বরবন্টন

১১তম, ১২তম ও ১৩তম গ্রেডের টেকনিক্যাল/প্রফেশনাল পদের ক্ষেত্রে যাচিত শূন্য পদে প্রার্থীর সংখ্যা ১০০১ থেকে তদূর্ধ্ব সংখ্যক হলে বাছাই (MCQ) পরীক্ষা গ্রহণ করা হবে। বাছাই (MCQ) পরীক্ষার বিষয়সমূহ, নম্বর বন্টন, পাশ নম্বর ও পরীক্ষার সময় হবে নিম্নরূপ:

বিষয়

নম্বরবন্টন

বাংলা

২০

ইংরেজি

২০

সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি)

২০

প্রাসঙ্গিক টেকনিক্যাল/প্রফেশনাল বিষয়

৪০

সর্বমোট = ১০০ নম্বর

নন ক্যাডার (জেনারেল) প্রিলিমিনারি পরীক্ষার বিষয়ভিত্তিক প্রস্তুতি:

নন ক্যাডার (জেনারেল) প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি: বাংলা

বাংলা ব্যাকরণ অংশের গুরুত্বপূর্ণ টপিক সমূহ:

  • বাংলা ব্যাকরণ অংশের জন্য প্রয়োগ-অপপ্রয়োগ, বানান ও বাক্য শুদ্ধি, পরিভাষা, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, ধ্বনি, বর্ণ, শব্দ, পদ, বাক্য, প্রকৃতি ও প্রত্যয়, সন্ধি ও সমাস, উপসর্গ, কারক ও বিভক্তি, এককথায় প্রকাশ, বাগধারা, ইত্যাদি টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা সাহিত্য অংশের গুরুত্বপূর্ণ টপিক সমূহ:

  • বাংলা সাহিত্যের প্রাচীন ও মধ্যযুগের গুরুত্বপূর্ণ টপিক সমূহ (যেমন-চর্যাপদ, মঙ্গলকাব্য, শ্রীকৃষ্ণকীর্তন, বৈষ্ণব সাহিত্য, জীবনী সাহিত্য, অনুবাদ সাহিত্য, রোমান্টিক প্রণয়োপাখ্যান, আরকান রাজসভায় বাংলা সাহিত্য, উল্লেখযোগ্য পৃষ্ঠপোষক, নাথ সাহিত্য, পুঁথি সাহিত্য, কবিওয়ালা-শাঁয়ের, জঙ্গনামা, মর্সিয়া সাহিত্য, ডাক ও খনার বচন, লোক সাহিত্য, গীতিকা, যুগ সন্ধিক্ষণ ও ঈশ্বরচন্দ্রগুপ্ত, মধ্যযুগের গুরুত্বপূর্ণ সাহিত্যিক ইত্যাদি) ভালোমতো পড়ুন।

  • প্রাচীন যুগের বিভিন্ন কবি যেমন- লুইপা (চর্যাপদের প্রথম পদটি তার লেখা এবং আদি কবি হিসেবে পরিচিত), কাহ্নপা, সরহ পা (সরহপাদ বা রাহুলভদ্র নামেও পরিচিতি ), শবরপা, ডোম্বীপা( ত্রিপুরা বা মগধের রাজা), ভুসুকুপা, কুক্কুরীপা (চর্যার একমাত্র মহিলা কবি) প্রমুখ সম্পর্কে জানুন

  • মধ্যযুগের বিভিন্ন কবি যেমন- বড়ু চণ্ডীদাস (বৈষ্ণব পদাবলীর অন্যতম কবি), বিদ্যাপতি, কৃত্তিবাস ওঝা (রামায়ণের অনুবাদক), শাহ মুহম্মদ সগীর (বাঙালি মুসলিম কবিদের মধ্যে প্রাচীনতম), আলাওল, মুকুন্দরাম চক্রবর্তী (চণ্ডীমঙ্গল রচয়িতা), মালাধর বসু (শ্রীকৃষ্ণবিজয় রচয়িতা) , কোরেশী মাগন ঠাকুর, ভারতচন্দ্র রায় (মঙ্গলকাব্যের শেষ কবি), দ্বিজ কানাই (মনসামঙ্গল কাব্য রচয়িতা), বিজয়গুপ্ত (পদ্মাপুরাণ রচয়িতা), দৌলত উজির বাহরাম খান (জঙ্গনামা রচয়িতা) প্রমুখ এবং তাদের সাহিত্যকর্ম সম্পর্কে জানুন।

অধ্যয়নের উৎস:

  • নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির বোর্ড বই

  • হায়াৎ মাহমুদ- ব্যাকরণ সমগ্র

  • ড. আনোয়ার হোসেন-বাংলা ব্যাকরণ

  • সাহিত্য অংশের অধ্যয়নের উৎস

  • ৫০তম বিসিএস ডাইজেস্ট প্লাস                               

  • professors job solution 

  • বাংলা সাহিত্যের ইতিহাস (বিজন সরকার)

  • MCQ Aid App

নন ক্যাডার (জেনারেল) প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি: ইংরেজি

English Grammar অংশের গুরুত্বপূর্ণ টপিক সমূহ:

  • ইংরেজি সাহিত্য অংশে ভালো করার জন্য অবশ্যই একটি ভালো বই অনুসরণ করতে হবে। সেক্ষেত্রে বাজারে বহুল প্রচলিত বিদ্যাবাড়ির Classroom MCQ English Grammar & Literature বইটি আপনার প্রস্তুতির জন্য অন্যতম সহায়ক হতে পারে।

  • বিসিএস এর সিলেবাস অনুযায়ী গুরুত্বপূর্ণ টপিকগুলো থেকে (যেমন- Noun: Number, Gender, Determiner; Verb, Pronoun, Adjective, Adverb, Preposition, Conjunction, Idioms & Phrases, Clause, Corrections: Tense, Verb, Preposition, Determiner, Gender, Number, Subject-Verb Agreement; Transformation of Sentences: Simple, Complex, Compound Sentence; Voice: Active & Passive Voice; Degree: Positive, Comparative and Superlative Degree ইত্যাদি) Example গুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে।

  • Vocabulary অংশে Meanings, Synonym & Antonyms, Spellings, Use of words as various parts of Speech, Formation of Words by adding prefixes and suffixes ইত্যাদি টপিকগুলোতে ভালো করতে চাইলে বিদ্যাবাড়ির Classroom MCQ English Grammar & Literatureবইটি থেকে নিয়মিত অনুশীলন করুন।    

  • Grammar এর সব Rules পড়ে সময় নষ্ট করার প্রয়োজন নেই। গুরুত্বপূর্ণ টপিক থেকে Example গুলো আগে দেখুন এবং সে অনুযায়ী Rules গুলো পড়ুন।

  • Composition অংশে Paragraph/Letter/Application এর গুরুত্বপূর্ণ অংশ গুলোর নাম জানুন। যেমন- একটি Paragraph এর ৩টি অংশ রয়েছে যেগুলো হল: Topic Sentence, Body, Concluding Remarks। এগুলোর কোনটির কি কাজ বা কোন অংশটি মূল অংশ এগুলো জানুন। আবার একটি letter এর ৬টি অংশ রয়েছে যেগুলো হল:  Heading, Salutation or Greeting, Body, Subscription, Signature of the writer, Superscription or Address। এই অংশগুলো সম্পর্কে জানুন। 


English Literature অংশের গুরুত্বপূর্ণ টপিক সমূহ

  • ইংরেজি সাহিত্যের উল্লেখযোগ্য কবি সাহিত্যিকদের উপাধি সম্পর্কে জানুন (যেমন- Father of English literature//modern poetry /poem, Father of modern drama, Father of English tragedy, Father of modern English Criticism, Father of English dictionary, Epic poet, Heroic poet ইত্যাদি)

  • পরীক্ষায় সরাসরি প্রশ্ন কমন পেতে বিসিএস সহ বিগত সকল সরকারি চাকরির পরীক্ষার Grammar & Literature অংশের প্রশ্নগুলো ব্যাখ্যা সহ পড়ুন।

  • যেহেতু প্রস্তুতির জন্য সময় অনেক কম সেজন্য অতিরিক্ত ও অপ্রয়োজনীয় তথ্যগুলো বাদ দিয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলোতে বেশি মনোযোগ দিন।

  • অল্প সময়ের মধ্যে Grammar & Literature অংশের গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলো সমাধান করতে এবং গুছিয়ে প্রস্তুতি নেওয়ার জন্য বিদ্যাবাড়ির  ৫০তম বিসিএস ডাইজেস্ট প্লাস বইটি অনুসরণ করতে পারেন।


অধ্যয়নের উৎস:

  • Classroom mcQ English grammar and literature

  • Competitive English Grammar

  • Master (Md. Jahangir Alam)

MCQ Aid App




নন ক্যাডার (জেনারেল) প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি: সাধারণ জ্ঞান

বাংলাদেশ বিষয়াবলি অংশের গুরুত্বপূর্ণ টপিক সমূহ

  • বাংলাদেশের আর্থসামাজিক ও রাজনৈতিক ইতিহাস, সংবিধান, সরকার ব্যবস্থা, রাজনীতি, অর্থনীতি ও শিল্প বাণিজ্য, জনসংখ্যা, জনশুমারি, জাতি-গোষ্ঠী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, কৃষিজ সম্পদ, জাতীয় অর্জন, খেলাধুলা, বিশিষ্ট ব্যক্তিত্ব, জাতীয় পুরস্কার, চলচ্চিত্র ও গণমাধ্যম। 

  • সরকার কাঠামো, আইন, শাসন ও বিচার বিভাগসমূহ ও এদের পারস্পরিক সম্পর্ক, রাজনৈতিক দলসমূহের গঠন, ভূমিকা ও কার্যক্রম; সুশীল সমাজ ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সমূহ এবং এদের ভূমিকা ইত্যাদি। 

  • অর্থনৈতিক সমীক্ষা-২০২৪, উন্নয়ন পরিকল্পনা প্রেক্ষিত ও পঞ্চবার্ষিক, জাতীয় আয়-ব্যয়, বাজেট ২০২৫-২৬, রাজস্ব নীতি ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি, জাতীয় রাজস্ব বোর্ড (NBR), পুঁজিবাজার, শেয়ার বাজার, মুদ্রাব্যবস্থা, বাংলাদেশ ব্যাংক, দারিদ্র্য বিমোচন, জনসংখ্যা ও জনশুমারি ইত্যাদি।

অধ্যয়নের উৎস:

আন্তর্জাতিক বিষয়াবলি অংশের গুরুত্বপূর্ণ টপিক সমূহ

  • বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ; বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি; আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক ( সামরিক জোট ও পুলিশ সংস্থা, সামরিক চুক্তি, বিভিন্ন ধরনের অস্ত্র, গণহত্যা সনদ, পরমাণু চালিত সাবমেরিন, বিভিন্ন দেশের মিলিটারি ঘাঁটি ইত্যাদি); 

  • আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি( পরিবেশ সংক্রান্ত দিবস, গ্রিন হাউজ, আবহাওয়া ও জলবায়ু, পরিবেশ দূষণ, এসিড বৃষ্টি, ধরিত্রী সম্মেলন, COP সম্মেলন, রিও কনফারেন্স, পরিবেশ বিষয়ক কনভেনশন ও কূটনীতি ইত্যাদি); 

  • আন্তর্জাতিক সংগঠনসমূহ এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি (জাতিসংঘ, SAARC, ASEAN, OIC,NAM,BIMSTEC, World Bank, IMF, WTO, ADB, IDB, EU, G-7, G-20, G-77, D-8, APEC, OPEC, BRICS,BENELUX, ACU, অর্থনৈতিক বাণিজ্যিক চুক্তি ইত্যাদি)

  • সিভিল সার্ভিসের গোড়াপত্তন এবং যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, জাপান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তান সিভিল সার্ভিসের ইতিহাস ও যাবতীয় তথ্য।

অধ্যয়নের উৎস:

  • বিসিএস ও অন্যান্য চাকরির পরীক্ষার বিগত সালের প্রশ্ন

  • নিয়মিত পত্রিকার পাতা থেকে আন্তর্জাতিক তথ্যসমূহ

  • বিদ্যাবাড়ির বিসিএস ডাইজেস্ট প্লাস বই

  • প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স

ভূগোল অংশের গুরুত্বপূর্ণ টপিক সমূহ

  • বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমানা, পারিবেশিক, আর্থ-সামাজিক ও ভূ-রাজনৈতিক গুরুত্ব অঞ্চলভিত্তিক ভৌত পরিবেশ (ভূ-প্রাকৃতিক), সম্পদের বণ্টন ও গুরুত্ব।

  • বাংলাদেশের পরিবেশ: প্রকৃতি ও সম্পদ, প্রধান চ্যালেঞ্জসমূহ, ভূমি ব্যবহার ও ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন ও পরিবেশের উপর প্রভাব, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের কারণ ও ফলাফল, দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন ধাপ (প্রশমন, প্রস্তুতি, প্রতিক্রিয়া এবং পুনরুদ্ধার)

  • বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন: আবহাওয়া ও জলবায়ুর নিয়ামকসমূহের সেক্টরভিত্তিক (যেমন- অভিবাসন, কৃষি, শিল্প, মৎস্য) স্থানীয়, আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব। 

  • জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিবেশ ও দুর্যোগ সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিভিন্ন চুক্তি ও নীতিমালা ইত্যাদি। 

অধ্যয়নের উৎস:

  • নবম দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ বোর্ড বই

  • বিগত সালের বিসিএস ও অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন

  • বিদ্যাবাড়ির বিসিএস ডাইজেস্ট প্লাস বই

  • জব সল্যুশন ভূগোল (মাসুদ রানা)

নন ক্যাডার (জেনারেল) প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি: গণিত

পাটিগণিত অংশের গুরুত্বপূর্ণ টপিক সমূহ:

সেট ও সংখ্যা, সরল, গড়, লাভ-ক্ষতি, শতকরা, সুদকষা, ক্ষেত্রফল, অনুপাত, সমানুপাত।

বীজগণিত অংশের গুরুত্বপূর্ণ টপিক সমূহ:

বীজগাণিতিক সূত্রাবলি, বহুপদী উৎপাদক, সরল ও দ্বিপদী সমীকরণ, সরল ও দ্বিপদী অসমতা, সরল সহসমীকরণ ইত্যাদি


জ্যামিতি অংশের গুরুত্বপূর্ণ টপিক সমূহ:

রেখা, কোণ, ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য ও বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, পরিমিতি-সরল ক্ষেত্র ও ঘনবস্তু ইত্যাদি

অধ্যয়নের উৎস

  • সাধারণ গণিতের জন্য ৭ম-১০ম শ্রেণির বোর্ড বই

  • Professors (Math)

  • Mp3 ( Math)

  • oracle (Math)

  • MCQ Aid এর সূত্র ভাণ্ডার

নন ক্যাডার (জেনারেল) প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি: মানসিক দক্ষতা

মানসিক দক্ষতা অংশের গুরুত্বপূর্ণ টপিক সমূহ:

  • ভাষাগত যৌক্তিক বিচার অংশে ভাবার্থ অনুধাবন ও সঠিক শব্দ চয়ন, সম্পর্ক ও বিশেষত্ব নির্ণয়, সাংকেতিক বিন্যাস ও পুনর্বিন্যাস, সাদৃশ্য ও বৈসাদৃশ্য বিচার, সিদ্ধান্ত গ্রহণের সামর্থ্য এবং বোধশক্তি বিচার ইত্যাদি

  • সমস্যা সমাধান অংশে- ঘড়ি বিষয়ক অভীক্ষা, সময় (দিন, তারিখ, মাস, বছর) বিষয়ক সমস্যা, নল ও চৌবাচ্চা বিষয়ক সমস্যা, দূরত্ব ও গতি বিষয়ক সমস্যা, নৌকা ও স্রোত বিষয়ক, দূরত্ব ও গতি বিষয়ক সমস্যা

  • স্থানাঙ্ক সম্পর্ক অংশে- দিক নির্ণয়, দূরত্ব নির্ণয়, অবস্থান সংক্রান্ত, চিত্র দেখে চতুর্ভুজের সংখ্যা নির্ণয়, সদৃশ ছবি তৈরি ইত্যাদি

  • সংখ্যাগত দক্ষতা অংশে- যৌক্তিক সংখ্যা, সিরিজ সম্পন্নকরণ, অনুমান ও তাৎক্ষণিক সমাধান

অধ্যয়নের উৎস

নন ক্যাডার (জেনারেল) প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি: দৈনন্দিন বিজ্ঞান

দৈনন্দিন বিজ্ঞান অংশের গুরুত্বপূর্ণ টপিক সমূহ:

  • ভৌত বিজ্ঞান: এটমের গঠন, অ্যাসিড ক্ষার ও লবণ, ভৌত রাশি এবং এর পরিমাপ, চৌম্বকত্ব, তরঙ্গ এবং শব্দ, কার্বনের বহুমুখী ব্যবহার, পদার্থের অবস্থা, পদার্থের ক্ষয়, সাবানের কাজ, ভৌত বিজ্ঞানের উন্নয়ন, তাপ ও তাপগতি বিদ্যা, ইলেকট্রনিক্স, আধুনিক পদার্থবিজ্ঞান, শক্তির উৎস এবং এর প্রয়োগ, নবায়নযোগ্য শক্তির উৎস, পারমাণবিক শক্তি, খনিজ উৎস, শক্তির রূপান্তর, আলোক যন্ত্রপাতি, মৌলিক কণা, আলোর প্রকৃতি, স্থির এবং চল তড়িৎ, ধাতব পদার্থ এবং তাদের যৌগসমূহ, জারণ-বিজারণ,  অধাতব পদার্থ, তড়িৎ কোষ, অজৈব যৌগ, জৈব যৌগ, এক্সরে, তেজস্ক্রিয়তা, তড়িৎ চৌম্বক, ট্রান্সফরমার, ইত্যাদি।

  • জীব বিজ্ঞান: পদার্থের জীববিজ্ঞান-বিষয়ক ধর্ম, টিস্যু, জেনেটিকস, জীববৈচিত্র্য, এনিম্যাল ডাইভারসিটি, প্লান্ট ডাইভারসিটি, এনিম্যাল টিস্যু, অর্গান এবং অর্গান সিস্টেম, সালোক সংশ্লেষণ, ভাইরাস, ব্যাকটেরিয়া, জুলোজিক্যাল নমেনক্লেচার, বোটানিক্যাল নমেনক্লেচার, প্রাণিজগৎ, উদ্ভিদ, ফুল, ফল, রক্ত ও রক্ত সঞ্চালন, রক্তচাপ, হৃৎপিণ্ড এবং হৃদ্‌রোগ, স্নায়ু এবং স্নায়ুরোগ, খাদ্য ও পুষ্টি, ভিটামিন, মাইক্রোবায়োলজি, প্লান্ট নিউট্রেশন, পরাগায়ন ইত্যাদি।

  • আধুনিক বিজ্ঞান: পৃথিবী সৃষ্টির ইতিহাস, কসমিক রে, ব্লাক হোল, হিগের কণা, বারিমণ্ডল, টাইড, বায়ুমণ্ডল, টেকটোনিক প্লেট, সাইক্লোন, সুনামি, বিবর্তন, সামুদ্রিক জীবন, মানবদেহ, রোগের কারণ ও প্রতিকার, সংক্রামক রোগ, রোগ জীবাণুর জীবনধারণ, মা ও শিশু স্বাস্থ্য, ইম্যুনাইজেশন এবং ভ্যাকসিনেশন, এইচআইভি, এইডস, টিবি, পোলিও, জোয়ারভাটা, এপিকালচার, সেরিকালচার, পিসিকালচার, হটিকালচার, ডায়োড, ট্রানজিস্টর, আইসি, আপেক্ষিক তত্ত্ব।, ফোটন কণা ইত্যাদি।

অধ্যয়নের উৎস

  • পদার্থ, রসায়ন এবং জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি

  • ড. মুহম্মদ সিরাজুল ইসলাম – সাধারণ বিজ্ঞান

  • প্রফেসর’স সাধারণ বিজ্ঞান

  • MP3 সাধারণ বিজ্ঞান (Oracle / Professors)

  • শিকড় সাধারণ বিজ্ঞান

  • WBCS / BCS স্ট্যান্ডার্ড সায়েন্স বই 

নন ক্যাডার (জেনারেল) প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি অংশের গুরুত্বপূর্ণ টপিক সমূহ:

  • কম্পিউটার সম্পর্কে মৌলিক জ্ঞান: কম্পিউটার কী, বৈশিষ্ট্য,প্রসেসিং সাইকেল (IPO – Input, Process, Output), ডেটা ও ইনফরমেশন,ডিজিটাল ও অ্যানালগ কম্পিউটার

  • কম্পিউটার সিস্টেম ও উপাদান: হার্ডওয়্যার ও সফটওয়্যার, সিস্টেম ইউনিট, মাদারবোর্ড, CPU, ALU, Control Unit, RAM, ROM, Cache,ইনপুট ডিভাইস,আউটপুট ডিভাইস

  • সিস্টেম সফটওয়্যার: অপারেটিং সিস্টেম,ইউটিলিটি সফটওয়্যার,ডিভাইস ড্রাইভার,ফাইল ম্যানেজমেন্ট

  • অ্যাপ্লিকেশন সফটওয়্যার: ওয়ার্ড প্রসেস্‌র,স্প্রেডশীড,ডাটাবেজ অ্যাপ্লিকেশন,ব্রাউজার

  • অপারেটিং সিস্টেম: Windows,Linux, Mobile OS

  • ইন্টারনেট ও নেটওয়ার্ক: নেটওয়ার্ক ধরন, IP Address,DNS,Internet, WebBrowser,WWW, HTTP/HTTPS

  • ই-মেইল ব্যবস্থা: Email Address Format,CC, BCC,Attachment

  • মাল্টিমিডিয়া: অডিও–ভিডিও ফরম্যাট,ইমেজ ফরম্যাট

  • কম্পিউটার ভাইরাস: ভাইরাস,অ্যান্টিভাইরাস,ওয়ার্ম,ট্রোজান,স্পাইওয়্যার

  • ডাটাবেজ: ডাটাবেজ, DBMS, SQL এর মৌলিক ধারনা


অধ্যয়নের উৎস

  • ৯ম-১০ম ও একাদশ-দ্বাদশ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বোর্ড বই

  • বিসিএস ও অন্যান্য চাকরির পরীক্ষার বিগত সালের প্রশ্ন

  • সর্বশেষ সংস্করণের যেকোনো ভালোমানের গাইড বই

নন ক্যাডার (জেনারেল) প্রিলিমিনারি পরীক্ষায় ভালো করার উপায়:

  • নন-ক্যাডার জেনারেল প্রিলিমিনারি পরীক্ষায় ভালো করতে নিয়মিত পড়াশুনার জন্য লক্ষ্য তৈরি করুন।

  • বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি প্রত্যেকটি বিষয়ের প্রস্তুতির জন্য আলাদা সময় নির্ধারণ করুন।

  • বিগত বিসিএস থেকে নির্ধারিত বিষয়ের প্রশ্নগুলো ব্যাখ্যা সহ পড়ে ফেলুন।

  • ৭ম-১০ম ও একাদশ-দ্বাদশ শ্রেণীর বোর্ড বই থেকে পিএসসির সিলেবাসে যে টপিকগুলো আছে সেগুলো পড়ুন।

  • সাধারণ বিষয়গুলো আরও গুছিয়ে পড়ার জন্য বাজারে বহুল প্রচলিত বিদ্যাবাড়ির  ৪৯তম স্পেশাল বিসিএস ডাইজেস্ট প্লাস (জেনারেল) বইটি অনুসরণ করতে পারেন।

  • পরীক্ষায় ০.৫০ এর নেগেটিভ মার্ক এড়াতে যে প্রশ্নগুলো বেশি রিপিট হয় সেগুলো বেশি উত্তর করার চেষ্টা করুন।

  • আপনার একাডেমিক বিষয়ের উপর সমান গুরুত্ব দিন।

  • পিএসসির ওয়েবসাইট থেকে নিজের একাডেমিক বিষয়ের সিলেবাসটি ভালোমতো দেখে নিন।

  • একাডেমিক বিষয়ের গুরুত্বপূর্ণ টপিকগুলো ভালোমতো আয়ত্ত করুন।

  • কোন টপিকগুলো পড়তে হবে তা জানার পাশাপাশি কোন টপিকগুলো বাদ দিতে হবে এই সম্পর্কে জানুন।

  • নিয়মিত পত্রিকা থেকে সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে ধারণা নিন।

  • একাডেমিক বিষয়ের MCQ প্রস্তুতির জন্য অনার্স ও মার্স্টাসের (কিছু ক্ষেত্রে HSC এর বোর্ড বই) নির্ধারিত বই থেকে পিএসসির সিলেবাসের সাথে মিল রেখে বেসিক বিষয়গুলো খুব ভালোমতো পড়ুন। সাথে বাজারে প্রচলিত ভালোমানের একটি MCQ Based গাইড বই অনুসরণ করতে পারেন।

  • মডেল টেস্ট দেওয়ার মাধ্যমে নিজের প্রস্তুতি যাচাই করুন। এক্ষেত্রে বিদ্যাবাড়ির ৫০তম বিসিএস মডেল টেস্ট বইটি অনুসরণ করতে পারেন।

  • যদি বুঝতে না পারেন যে কীভাবে পড়তে হবে বা কোন টপিকগুলো পড়তে হবে তাহলে বিদ্যাবাড়ির বিশেষ আয়োজন50th Special BCS PRELIকোর্সে ভর্তি হতে পারেন। 

  • এছাড়াও ঘরে বসে থেকেই আপনার একাডেমিক বিষয়ের প্রস্তুতির জন্য স্বল্প খরচে বিদ্যাবাড়ির50th BCS PRILI Batch এ ভর্তি হয়ে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করে তুলুন।



নন ক্যাডার (জেনারেল) লিখিত পরীক্ষার সিলেবাস:
৯ম গ্রেড এবং ১০ম থেকে ১৩তম গ্রেডের নন-টেকনিক্যাল পদের ক্ষেত্রে  লিখিত পরীক্ষার বিষয় ও নম্বরবন্টন নিম্নরুপ:

লিখিত পরীক্ষার বিষয়সমূহ, নম্বর বন্টন, পাশ নম্বর ও পরীক্ষার সময় হবে নিম্নরূপ:

বিষয়

নম্বর

পাশ নম্বর

সময়

বাংলা

৫০

বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান এবং গণিত ও মানসিক দক্ষতা বিষয়ের জন্য আলাদাভাবে ৩০% এবং সামগ্রিকভাবে পাশ নম্বর ৫০%

৪ ঘন্টা

ইংরেজি

৫০

সাধারণ জ্ঞান

৪০

প্রাসঙ্গিক টেকনিক্যাল/প্রফেশনাল বিষয়

৬০

সর্বমোট

২০০


নন ক্যাডার (টেকনিক্যাল/প্রফেশনাল) পদের লিখিত পরীক্ষার সিলেবাস:

বিষয়

টপিক

পূর্ণমান






বাংলা

  • সারাংশ/সারমর্ম

  • পত্রলিখন : ব্যক্তিগতপত্র, আবেদনপত্র, পত্রিকায় প্রকাশনার্থে পত্র, ব্যবসা সংক্রান্ত পত্র, স্মারকলিপি।

  • বঙ্গানুবাদ

  • ব্যাকরণ – ভাষার সংজ্ঞা, ভাষার রূপ, সাধুভাষা ও চলিত রীতির রূপান্তর, দেশি ও বিদেশি শব্দ, ণত্ববিধান ও ষত্ববিধানের সংজ্ঞা ও নিয়মাবলি, দ্বিরুক্ত শব্দ, পদ, ধাতু, উপসর্গ, অনুসর্গ, প্রকৃতি ও প্রত্যয়, যতি বা বিরাম চিহ্ন, শুদ্ধ ও অশুদ্ধ, বাগধারা, বাক্য সংকোচন, প্রতিশব্দ ও সমার্থক শব্দ, প্রায় সমোচ্চারিত শব্দ, একই শব্দের বিভিন্নার্থে প্রয়োগ।






৪০





ইংরেজি

  • Essay (with hints)

  • Letter : Official/Semi-Official/Memorandum/Business Type

  • Comprehension

  • Grammar: Use of verb, Preposition, Voice, Narration, Correction of errors in composition, Use of words having similar pronunciation but conveying different meaning, Use of idioms and phrases. – 10







৪০







সাধারণ জ্ঞান

  • বাংলাদেশ বিষয়াবলি: বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের ভৌগোলিক অবস্থা, জনসংখ্যা, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস, শিল্প ও সাহিত্য, প্রাকৃতিক ও খনিজ সম্পদ, জলবায়ু, পরিবেশ, বাংলাদেশের উন্নয়নে কৃষি, শিল্প, বাণিজ্যের অবদান, উন্নয়ন পরিকল্পনা।

  • আন্তর্জাতিক বিষয়াবলি: বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক, জাতিসংঘ ও এর অঙ্গ সংগঠনসমূহ, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানসমূহ, গ্লোবালাইজেশন, আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থাসমূহ, বিশ্বের বিখ্যাত ব্যক্তি, প্রতিষ্ঠান বা স্থানসমূহ।

  • বিজ্ঞান ও প্রযুক্তি: দৈনন্দিন বিজ্ঞান, বায়ু, মাটি, তাপ, বিদ্যুৎ, আলো, চুম্বক, খাদ্যের উপাদান, জনস্বাস্থ্য, দূষণ, কম্পিউটার।









৪০







গণিত 

ও 

মানসিক দক্ষতা

  • পাটিগণিত: সেট ও সংখ্যা, সরল, গড়, লাভ-ক্ষতি, শতকরা, সুদকষা, ক্ষেত্রফল, অনুপাত, সমানুপাত।

  • বীজগণিত: বর্গ ও ঘন এর সূত্র এবং এর ব্যবহার, ল.সা.গু.গ.সা.গু., উৎপাদকে বিশ্লেষণ, সমাধান, মান নির্ণয় ইত্যাদি।

  • জ্যামিতি: প্রাথমিক ধারণা ও সংজ্ঞা, রেখা, বিন্দু, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ সম্পর্কীয় বিষয়াদি, ক্ষেত্রফল ও বৃত্ত সম্পর্কীয় বিষয়াদি, ত্রিকোণমিতি ইত্যাদি।

  • মানসিক দক্ষতা: Ability to understand language, decision making ability, ability to measure spatial relationship and direction, problem solving ability, perceptual ability etc. -২০








৬০

প্রাসঙ্গিক টেকনিক্যাল/প্রফেশনাল বিষয়

  • তাত্ত্বিক বিষয় (Theoretical)

  • ব্যবহারিক বা প্রায়োগিক বিষয় (Application)


৮০


নন ক্যাডার (জেনারেল) লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক প্রস্তুতি:

নন ক্যাডার (জেনারেল) লিখিত পরীক্ষার প্রস্তুতি: বাংলা

প্রবন্ধ রচনা অংশের গুরুত্বপূর্ণ টপিক সমূহ

  • ২৪’এর ছাত্র-জনতার আন্দোলন;প্রেক্ষাপট ও ভবিষ্যত রাষ্ট্রব্যবস্থা

  • Three zero theory : টেকসই উন্নয়নে এ তথ্যের ভূমিকা 

  • গ্রামীণ ব্যাংক 

  • দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ উন্নয়নে ক্ষুদ্র ঋণের ভূমিকা

  • বৈষম্যরোধে রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা

  • মানবকল্যাণে সামাজিক ব্যাবসা

  • আর্থ- সামাজিক উন্নয়নে/ দারিদ্র্য দূরীকরণে ক্ষুদ্র ঋণের ভূমিকা

  • দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও এর প্রতিকার

  • চতুর্থ শিল্প বিপ্লব ও বাংলাদেশ 

  • বৈশ্বিক ভূ-রাজনীতিতে বাংলাদেশ

  • সাংস্কৃতিক চেতনাবোধ গণবিপ্লব 

  • Blue Economy বা সুনীল অর্থনীতি

  • বাংলাদেশের লোকসংস্কৃতি

  • বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ

  • আত্মকর্মসংস্থান

  • স্বদেশপ্রেম 

  • বাংলাদেশের তৈরি পোশাক শিল্প সমস্যা ও সমাধান

  • বাংলাদেশের পর্যটনশিল্পঃ সমস্যা ও সম্ভাবনা 

  • রোহিঙ্গা সংকটের উদ্ভব ও প্রতিকার

  • তথ্যপ্রযুক্তি ও বাংলাদেশ

  • মুক্তিযুদ্ধের চেতনা ও আমাদের সংস্কৃতি

  • বাংলাদেশের সমাজ কাঠামো পরিবর্তনে মুক্তিযুদ্ধ

  • বাংলাদেশের পরিবেশ সমস্যা এবং সমাধান

  • বাংলাদেশের শিক্ষাব্যবস্থা; সমস্যা ও সমাধান

  • জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশ

  • নারী উন্নয়ন ও ক্ষমতায়ন সা২৪’এর ছাত্র-জনতার আন্দোলন;প্রেক্ষাপট ও ভবিষ্যত রাষ্ট্রব্যবস্থা

  • Three zero theory : টেকসই উন্নয়নে এ তথ্যের ভূমিকা 

  • গ্রামীণ ব্যাংক

  • দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ উন্নয়নে ক্ষুদ্র ঋণের ভূমিকা

  • বৈষম্যরোধে রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা

  • মানবকল্যাণে সামাজিক ব্যাবসা

  • আর্থ- সামাজিক উন্নয়নে/ দারিদ্র্য দূরীকরণে ক্ষুদ্র ঋণের ভূমিকা

  • দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও এর প্রতিকার

  • চতুর্থ শিল্প বিপ্লব ও বাংলাদেশ 

  • বৈশ্বিক ভূ-রাজনীতিতে বাংলাদেশ

  • সাংস্কৃতিক চেতনাবোধ গণবিপ্লব 

  • Blue Economy বা সুনীল অর্থনীতি

  • বাংলাদেশের লোকসংস্কৃতি

  • বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ

  • আত্মকর্মসংস্থান

  • স্বদেশপ্রেম 

  • বাংলাদেশের তৈরি পোশাক শিল্প সমস্যা ও সমাধান

  • বাংলাদেশের পর্যটনশিল্পঃ সমস্যা ও সম্ভাবনা 

  • রোহিঙ্গা সংকটের উদ্ভব ও প্রতিকার

  • তথ্যপ্রযুক্তি ও বাংলাদেশ

  • মুক্তিযুদ্ধের চেতনা ও আমাদের সংস্কৃতি

  • বাংলাদেশের সমাজ কাঠামো পরিবর্তনে মুক্তিযুদ্ধ

  • বাংলাদেশের পরিবেশ সমস্যা এবং সমাধান

  • বাংলাদেশের শিক্ষাব্যবস্থা; সমস্যা ও সমাধান

  • জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশ

  • নারী উন্নয়ন ও ক্ষমতায়ন 

  • মাজিক মূল্যবোধের অবক্ষয় 

সারাংশ/সারমর্ম অংশের গুরুত্বপূর্ণ টপিক সমূহ

  • আমার একার সুখ , সুখ নহে ভাই সকলের সুখ সখা, সুখ শুধু তাই আমার একার আলো সে যে অন্ধকার একসাথে বাঁচি আর একসাথে মরি, এসো বন্ধু, এ জীবন সুমধুর করি।

  • ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা হে রুদ্র, নিষ্ঠুর যেন হতে পারি তথা তোমার আদেশে। যেন রসনায় মম

  • অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণসম দহে।

  • আঠার বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত; একে একে হয় জড়ো এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে বিপদের মুখে এ বয়স অগ্রণী এ বয়স তবু নতুন কিছু তো করে।

  • ‘‘আমি চাই মহত্ত্বের মহৎ পরাণ মুকুতা মাণিক্য নিধি আমারে দিওনা বিধি মেখে নেব মনুষ্যত্ব- শ্রেষ্ঠ উপাদান প্রাণের সাধক আমি, সাধনীয় প্রাণ।’’

  • কোথায় স্বার্গ, কোথায় নরক, কে বলে তা বহুদূর? মানুষের মাঝ স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর। আত্মগ্লানির নরক-অনলে  মোদের তখনই পুড়িতে হয়।

  • কহিল মনের খেদে মাঠ সমতল মাঠ ভরে দেই আমি কত শস্য ফল। পর্বত দাঁড়ায়ে রহে কি  জানি কি কাজ গিরি কহে সব হলে সমতল পারা নামিত কি ঝর্নার সুশীতল ধারা?

  • বহু দিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু  দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর থেকে শুধু দুপা ফেলিয়া একটি ধানের শীষের উপর একটি  শিশির বিন্দু।

  • স্বাধীনতা স্পর্শমনি সবাই ভালোবাসে সুখের আলো জ্বলে বুকে দুঃখের ছায়া নাশে। স্বাধীনতা সোনার কাঠি খোদার সুধা দান দর্পভরে পদানত উচ্চ করি শীর, শক্তিহীনেও স্বাধীনতা আখ্যাদান বীর।

  • বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র নানাভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। শিখছি সে সব কৌতূহলে, সন্দেহ নেই মাত্র।

  • জেগে যারা ঘুমিয়ে আছে তাদের দ্বারে আসি ওরে পাগল, আর কতদিন বাজাবি তোর বাঁশি ঘুমায় যারা মখ্‌মলের ঐ কোমল শয়ন পাতি ভিতর হতে যাদের আগল শক্ত করে আঁটা। ‘দ্বার  খোলো গো’ বলে তাদের দ্বারে মিথ্যা হাঁটা।

  • ঠাঁই নই, ঠাঁই নাই- ছোটো সে তরী আমারি সোনার ধানে গিয়েছে ভরি। শূন্য নদীর তীরে, রহিনু পড়ি-

  • আমরা চলিব পশ্চাতে ফেলি পচা অতীত গিরি-গুহা ছাড়ি খোলা প্রান্তরে গাহিব গীত। রে-নবযুগের স্রষ্টাদল, জোর-কদম চল রে চল।

  • ধানের হাসি মাঠের হাসি চাষির হাসি নয়, চাষির বুকে চিরকালের দুঃখ নদী বয়। শীর্ণ দেহ, জীর্ণ বাস, দীর্ণ দেহখানি সভ্যতাকে বন্দী করে কতিপয়ের হাতে চাষাভুষার কাব্য লিখে লাভ কি হবে তাতে?

  • কহিল মনের খেদে মাঠ সমতল, ‘মাঠ ভরে দেই আমি কত শস্য ফল। পর্বত দাঁড়ায়ের রহে, কি জানি কি কাজ- গিরি কহে, ‘সব  হলে সমভূমি-পারা, নামিত  কি ঝরনার সুশীতল ধারা?’

  • হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে, (অবোধ  আমি!) অবহেলা করি, পর-ধন-লোভে মত্ত, করিনু ভ্রমণ মজিনু বিফল তপে অবরেণ্যে বরি; কেলিনু শৈবালে, ভুলি  কমল-কানন।


ব্যক্তিগতপত্র / আবেদনপত্র / সংবাদপত্র অংশের গুরুত্বপূর্ণ টপিক সমূহ

  • নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়ে আপনার বন্ধুকে একটি পত্র লিখুন।

  • বাংলাদেশের একটি প্রত্নস্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে প্রবাসী বন্ধুর কাছে একটি চিঠি লিখুন।

  • মাদকাসক্তির কুফল সম্পর্কে আগাম সতর্ক করে ছোট ভাইকে একটি পত্র লিখুন।

  • অনলাইন ক্লাসের গুরুত্ব বর্ণনা করে ছোট বোনকে একটি পত্র লিখুন। 

  • সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহারের গুরুত্ব তুলে ধরে বন্ধুর কাছে একটি চিঠি লিখুন।

  • ফেসবুক ব্যবহারের সুফল ও কুফল জানিয়ে ছোট ভাইকে একটি পত্র লিখুন।

  • ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র’ সম্পর্কে আপনার অভিমত জানিয়ে প্রবাসে অধ্যয়নরত বন্ধুকে একটি পত্র লিখুন।

  • বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরে কোনো বিদেশী বন্ধুকে চিঠি লিখুন।

  • অমর একুশে গ্রন্থমেলার বর্ণনা দিয়ে প্রবাসী বাঙালি বন্ধুকে একটি পত্র লিখুন। 

  • দৈনিক সংবাদপত্র পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত করে ছোট ভাইকে একটি পত্র লিখুন।

  • ডেঙ্গু প্রতিরোধকল্পে মশার উপদ্রব নিরসনের জন্য জেলা প্রশাসকের নিকট একটি আবেদনপত্র লিখুন।

  • কোনো একটি প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন পত্র লিখুন। 

  • শীতার্ত এলাকায় শীতবস্ত্র প্রদানের জন্য আবেদন জানিয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নিকট পত্র লিখুন। 

  • মাদককে না বলুন’ শিরোনামে পত্রিকায় প্রকাশের জন্য সম্পাদক বরাবর একটি পত্র লিখুন। 

  • ঢাকা শহরের যানজট নিরসনের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র লিখুন। 

  • ‘সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন চাই’ এই শিরোনামে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র লিখুন।

  • সদ্য নির্মিত ভবনে গ্যাস সংযোগ প্রদানের জন্য যথাযথ কর্তৃপক্ষের বরাবর একটি আবদেনপত্র লিখুন।


অনুবাদ অংশের গুরুত্বপূর্ণ টপিক সমূহ

  • Health is wealth. The sound condition of the body means health. A good health is a guarantee for happiness. A healthy poor man is more happy than a sick wealthy man. A healthy man is an asset to his family. 

  • Parents are the source of our life on the earth. It is they who have brought us in the world. They have brought us up in our childhood. They look after us from our infancy with greater care and love. Without their loving care our existence on earth would be impossible. 

  • Walking is the best suited to all kind of health. Both the young and the old can walk and help their body function as long as they live. On the other hand, gymnastic exercises are the best suited to young people only.

  • In Bangladesh only one person in every four can write. Many people who leave school before they finish class five forget what they have learnt. After ten or fifteen years it  is very easy to forget how to write. 

  • Smoking is very harmful. It is expensive too. It pollutes the environment. Those who smoke cannot live long. So everyone should give up smoking. 

  • It is very difficult to be great. Some qualities are required to become great. Honesty and courage are two of them. People of former times possessed these qualities. Now these qualities are very rare. 

  • There is a proverb, ‘cut your coat according to your cloth.’ We should be satisfied with what we earn in an honest way. In a developing country like ours luxuries of all kind should be avoided. The rich should not forget the pitiable condition of the common people. Some people earn money in the most unfair way. 

  • Truthfulness is the greatest of all virtues in a man’s life. It means the quality of speaking the truth. The true happiness and prosperity of a man entirely depend on it. It enables one’s character and gives one a high position in society. Truthfulness may lead the whole world to peace and happiness. 

  • A good teacher is one of the most important people in any country. Bangladesh need good teacher. A good teacher makes lesson interesting. He keeps pupils and students awake. He also makes them confident. 

  • Patriotism is love and affection for the country. It is a powerful and completely selfless sentiment. A patriot can lay down his life for the welfare of his country. It is the kind of symbol that gives courage and strength to people. But a mere mask of patriotism makes people narrow-minded and selfish. 

  • Knowledge is vaster than ocean. The more we gather knowledge, the more our thirst for it increases. So, any kind of restriction on the pursuit of knowledge is not at all desirable. Everybody has the right to walk freely in the ocean of knowledge. 

  • Cleanliness is a virtue. It is that habit of keeping the body and all other things free from dirts. Without a clean body, one cannot have a pure mind. Cleanliness keeps health. It is also a mark of politeness. Good health keeps mind healthy. 

  • A student is a learner. He must mind his studies first. He should go through with his home work and attend school regularly. A good student reads a lot even outside his prescribed text book. 

  • Books are always to be by your side. Some books make you laugh, some other may give you much pleasure, others again give you knowledge and new ideas. Through books we meet with great souls of the post. 

  • Fisherman work by day and by night. Many fisherman go to fish at night. The night may be dark, cold and stormy. While they are gone to a big river or to the sea their families are anxious for their safe return. 

  • No person can be happy without friends. The heart is formed for love and cannot be happy without the opportunity of giving and receiving affection. But you also cannot find other to love you unless you love them. Love is only to be obtained by giving love in return. You cannot be happy without it.


ব্যকরণ অংশের গুরুত্বপূর্ণ টপিক সমূহ

  • বাংলা অনুবাদ (Translation)

  • বাগধারা

  • অর্থসহ বাক্য রচনা

  • এক কথায় প্রকাশ

  • উপসর্গযোগে শব্দ গঠন

  • বানান শুদ্ধিকরণ

  • ণত্ববিধান / ষত্ববিধান

  • সমার্থক শব্দ

  • যতি বা ছেদ চিহ্ন ও এর ব্যবহার

  • সন্ধিবিচ্ছেদ

  • শব্দযুগলের অর্থ

  • বাক্য সংকোচন

  • বাংলা শব্দগঠন পদ্ধতি

  • সমাস নির্ণয়

  • কারক নির্ণয়

  • প্রতিশব্দ

  • প্রায় সমোচ্চারিত শব্দ

  • কবি সাহিত্যিকদের উল্লেখযোগ্য রচনাবলি

  • চর্যাপদ / শ্রীকৃষ্ণকীর্তন / মর্সিয়া / নাথ সাহিত্য

  • সাধু ও চলিত রীতির সর্বনাম ও ক্রিয়াপদগত পার্থক্য


অধ্যয়নের উৎস

  • ব্যাকরণ ও নির্মিতি — ড. হায়াৎ মামুদ / ড. বিজন সরকার

  • বাংলা ব্যাকরণ ও রচনা — মুহম্মদ আবদুল হাই, মো. আবুল কাশেম, সাইদুল হক

  • বাংলা ব্যাকরণ — রফিকুল ইসলাম

  • BCS বাংলা ব্যাকরণ — মহিউদ্দিন আহমেদ (নন-ক্যাডারের জন্যও খুব সহায়ক)

  • বাংলা সাহিত্য জিজ্ঞাসা — Bijoy Krishna Das / জাকির হোসেন রনি

  • বাংলা সাহিত্যপঞ্জি — শামসুজ্জামান খান

  • Bangla Literature For BCS — রেজাউর রহমান রিজভী

  • প্রবন্ধ, অনুচ্ছেদ, সারাংশ, বিবরণমূলক লেখা অনুশীলন

  • বিগত বছরের প্রশ্ন দেখে অনুশীলন করতে হবে

  • নন-ক্যাডার গত বছরের প্রশ্নব্যাংক

  • মানসম্মত জাতীয় পত্রিকার সম্পাদকীয় (দৈনিক প্রথম আলো, যুগান্তর ইত্যাদি)



নন ক্যাডার (জেনারেল) লিখিত পরীক্ষার প্রস্তুতি: ইংরেজি

Essay অংশের গুরুত্বপূর্ণ টপিক সমূহ

  • Three Zero’s World and Sustainable Development.

  • Mob Justice and Its Consequences in Bangladesh.

  • The Role of Microsoft is Socio-Economic Development. 

  • The Role of Social Business in Human Development. 

  • Currency Depreciation in Bangladesh. 

  • Turning Students from Job Seekers into Job Creators. 

  • Democracy, Development, Corruption Bangladesh Perspective. 

  • Judicial Reform in Bangladesh. 

  • Middle East Conflagration Solution & Peace. 

  • World Refugee Problem. 

  • Alternative Renewable Energy Sources of Bangladesh. 

  • Artificial Intelligence: Blessing or Curse. 

  • Women Entrepreneurship & Empowerment in Bangladesh. 

  • Uses & Abuses of Facebook. 

  • Child Labour in Bangladesh. 

  • Biodiversity and Climate Change. 

  • Liberation war of Bangladesh/Spirit of 1971

  • Globalisation and Bangladesh. 

  • Patriotism.

  • Good Governance in Bangladesh: Critical Issues and Concerns. 

  • Rural Development in Bangladesh.

  • Violence Against Women in Bangladesh : Causes and Remedies. 

  • Garments Industry in Bangladesh: Implications for the Economy.

  • Corruption-free Society. 

  • Global Warming. 

  • Drug Addiction in Bangladesh. 

  • Unemployment problem in Bangladesh. 

  • Environmental Solution: Causes and Remedies. 

  • Democracy and Development. 

  • IT Education in Bangladesh. 

  • Digital Banking Era in Bangladesh. 

  • Sustainable Development Goals (SDG) & Bangladesh. 

  • Public Security and Development. 

  • Road Accident: Causes and Remedies.

  • Development of Information and Communication technology in Bangladesh. 

Comprehension অংশের গুরুত্বপূর্ণ টপিক সমূহ

Comprehension অংশে সাধারণত একটি Passage দেওয়া হয়, যা পত্রিকার কলাম, ম্যাগাজিনের আর্টিকেল বা যেকোনো সাধারণ আলোচনামূলক লেখার অংশ হতে পারে। এখানে মূলত পরীক্ষার্থীর Understanding Skill বা পাঠ-অনুধাবন ক্ষমতা মূল্যায়ন করা হয়। তাই নির্দিষ্ট কোনো বই পড়ে এই অংশে কমন পাওয়ার আশা করা যায় না। ভালো করতে হলে নিয়মিত অনুশীলন, পাঠ–বোধশক্তির উন্নতি এবং পূর্ববর্তী প্রশ্ন বিশ্লেষনই প্রধান উপায়।

Comprehension অংশে ভালো করার কৌশল


  • সময় ব্যবস্থাপনা: এই অংশে অতিরিক্ত সময় দিলে অন্যান্য প্রশ্নের উত্তর দেওয়া কঠিন হয়ে যায়। তাই পরীক্ষার আগে ঠিক করে নিতে হবে যে Comprehension অংশে সর্বোচ্চ কত সময় ব্যয় করবেন।

  • Passage ভালোভাবে বোঝা:

    • উত্তর লেখা শুরু করার আগে Passage কমপক্ষে দুইবার পড়ুন।

    • প্রথমবার সাধারণ ধারণা নেওয়ার জন্য,

    • দ্বিতীয়বার গুরুত্বপূর্ণ তথ্য চিহ্নিত করার জন্য।


  • প্রশ্ন আগে পড়ার কৌশল: প্যাসেজ পড়ার আগে প্রশ্নগুলো পড়ে নিলে আপনার লক্ষ্য পরিষ্কার হয়ে যায়। প্রশ্ন থেকে গুরুত্বপূর্ণ Key Word চিহ্নিত করে Passage-এ সেই অংশ খুঁজে বের করলে উত্তর দেওয়া সহজ হয়ে যায়।

  • Passage থেকে সরাসরি বাক্য কপি নয়: উত্তর দিতে হবে নিজের ভাষায়। এজন্য নিম্নোক্ত গাইডলাইনটি অনুসরণ করুন।

    • Sentence structure পরিবর্তন করতে পারেন

    • Synonym/Antonym ব্যবহার করতে পারেন

    • বাক্যকে Paraphrase করতে পারে


Letter অংশের গুরুত্বপূর্ণ টপিক সমূহ

  • Write a letter to your younger brother explaining the importance of reading English dailies. 

  • Write a letter to your friend telling him about your career plan. 

  • Write a letter to your younger brother advising him to be technologically sound since the world is going through the fourth tech-based industrial revolution. 

  • Write a letter to one of your foreign friends about tourist spots in Bangladesh. 

  • Write a letter to your father informing him about your preparation for the competitive examination. 

  • Write a letter to my younger brother about the demerits of using too many mobile phones. 

  • Write a letter to your friend about your feelings on our National Mourning Day. 

  • Write a letter to your younger brother advising him to read good books. 

  • Write a letter to your friend thanking him/her for the gift he/she sent on your birthday. 

  • Write a letter to your friend describing a street accident you have seen. 

  • Write a letter to your younger brother highlighting the importance of preserving our natural environment. 

  • Write a letter to your friend telling him what you want to do after your examination is over. 

  • Write a letter to your foreign friend how handicraft is creating employment opportunities for underprivileged women in our country.  

  • Write a letter to your friend suggesting how can he/she be a good reader. 

  • Write a letter to your friend describing harmful effects of smoking. 

  • Write a letter to your younger sister about careful use of social media to avoid any unpleasant situation.

  • Write a letter to your younger sister encouraging her to practice handwriting every day. 

  • Write a letter to your younger brother about the good and bad sides of using internet. 

  • Write a letter to your younger brother describing the bad effects of spending too much time on Facebook. 

  • Write a letter to your foreign friend describing the celebration of Pahela Baishakh: The 1st day of Bangla new year. 

  • Write a letter to your friend in Japan narrating the celebration  of International Mother Language Day in Bangladesh. 

  • Write a letter to your friend expressing your personal experiencing of visiting The Liberation  War Museum in Dhaka. 

  • Write a letter to your friend inviting him/her to attend your elder sister’s marriage ceremony. 

  • Write a letter to your younger brother advising to be attentive to his studies. 

  • Write a letter to your friend advising him/her to take of his/her health. 

  • Write a letter to your younger brother making him alert about his addiction to Facebook. 

  • Write a letter to your friend condoling the death of his father. 

  • Write a letter to your friend telling him about your feelings of visiting a place of historical interest. 

  • Write a letter of condolence to your friend at the sudden death of his father. 

  • Write a letter to your younger brother about the detrimental effects of smoking. 

  • Write a letter inviting one of your friends to go on a trip with you to an interesting place. 

  • Write a letter to your father informing him how you reached Dhaka to appear at a recruitment test. 

  • Write a letter to your younger brother advising him to maintain disciplined life. 

  • Write a letter to your friend about the bad effects of smoking. 

  • Write a letter to your friend him/her about your future plan. 

  • Write a letter to your younger brother/sister advising him/her to rad a National Daily. 

  • Write a letter to your friend condoling the death of his father. 

  • Write a letter to your younger brother advising him to avoid abuses of mobile phone. 

  • Write a letter to your friend telling him about a study tour you enjoyed a few days ago. 

  • Write a letter to your younger brother on the importance of physical exercise. 

  • Write a letter to your friend who is in living in the USA, informing him about the Padma Bridge. 

  • Write a letter to your younger brother highlighting the growing importance of good behavior in life. 

  • Write a letter to your younger brother explaining the reasons why he should read the true history of our Liberation War. 

  • Write a letter to your friend describing facts which will lead Bangladesh to a middle income country by 202. 

  • Write a letter to your friend expressing your feeling about Mukti Juddo jadughar that you have recently visited. 

  • Write a letter to younger brother suggesting as much arguments as possible on the debate topic (for or against) ‘Capital punishment should be abolished’. 


Grammar অংশের গুরুত্বপূর্ণ টপিক সমূহ

Use of verb, Preposition, Voice, Narration, Correction of errors in composition, Use of words having similar pronunciation but conveying different meaning, Use of idioms and phrases. 

অধ্যয়নের উৎস:

  • Classroom MCQ English- (Mukul Sir)

  • Wren & Martin – High School English Grammar

  • BD চাকরির প্রস্তুতির জন্য English For Competitive Exams (Professor’s / MP3)

  • Previous Years Question Bank (English)



নন ক্যাডার (জেনারেল) লিখিত পরীক্ষার প্রস্তুতি: গণিত ও মানসিক দক্ষতা

পাটিগণিত অংশের গুরুত্বপূর্ণ টপিক সমূহ

  • বাস্তব সংখ্যা

  • ল.সা.গু ও গ. সা. গু

  • ভগ্নাংশ

  • বর্গ ও বর্গমূল নির্ণয়

  • শতকরা

  • লাভ-ক্ষতি

  • সুদকষা

  • অনুপাত-সমানুপাত

বীজগণিত অংশের গুরুত্বপূর্ণ টপিক সমূহ

  • বীজগাণিতিক সূত্রাবলি ও মান নির্ণয়

  • উৎপাদকে বিশ্লেষণ

  • বীজগাণিতিক ল.সা.গু ও গ.সা.গু

  • সূচক

  • লগারিদম

  • সরল সমীকরণ, সরল সহসমীকরণ ও দ্বিপদী সমীকরণ



জ্যামিতি অংশের গুরুত্বপূর্ণ টপিক সমূহ

  • রেখা ও কোণ

  • ত্রিভুজ

  • চতুর্ভুজ

  • বহুভুজ সংক্রান্ত

  • উপপাদ্য

  • বৃত্ত

  • পরিমিতি

  • ঘনবস্তু

অধ্যয়নের উৎস:

  • Oracle Job Solution (Math Part)

  • Professor’s Job Solution (Math)

  • Jahangir’s Job Solution (Math)

  • Md. Shah Jamal — College Algebra / Geometry / Trigonometry

  • Prof. Anwar Hossain — General Math

  • Munir Chowdhury — Aptitude Test (Math)

  • Saifur’s Math 

মানসিক দক্ষতা এর গুরুত্বপূর্ণ টপিক সমূহ

  • সাংকেতিক বিন্যাস ও পুনর্বিন্যাস

  • সিদ্ধান্ত গ্রহণের সামর্থ

  • দর্পণ চিত্র

  • দূরত্ব ও গতি বিষয়ক সমস্যা

  • নৌকা ও স্রোত বিষয়ক সমস্যা

  • সময় (দিন, তারিখ, মাস, বছর) বিষয়ক সমস্যা

  • ভাবার্থ অনুধাবন ও সঠিক শব্দ চয়ন

  • সাদৃশ্য

  • বোধশক্তি বিচার

  • সরল যন্ত্র সম্পর্কিত

  • অনুমান ও তাৎক্ষণিক সমাধান

  • সম্পর্ক ও বিশেষত্ব নির্ণয়

  • বৈসাদৃশ্য বিচার

  • ঘড়ি বিষয়ক অভীক্ষা

  • যৌক্তি সংখ্যা

  • নৌকা ও গতি বিষয়ক সমস্যা

  • নল ও চৌবাচ্চা বিষয়ক সমস্যা

  • সম্পর্ক ও বিশেষত্ব নির্ণয়


অধ্যয়নের উৎস:

  • Oracle Job Solution — Mental Ability / IQ

  • Professor’s Job Solution — Mental Ability

  • Jahangir’s Job Solution — IQ & Mental Ability


নন ক্যাডার (জেনারেল) লিখিত পরীক্ষার প্রস্তুতি: সাধারণ জ্ঞান

বাংলাদেশ বিষয়াবলির গুরুত্বপূর্ণ টপিক সমূহ

  • সংবিধান: সংবিধান রচনার পটভূমি ও ঘটনাক্রম; মূলনীতি, প্রস্তাবনা, উদ্দেশ্য ও তাৎপর্য; সাংবিধানিক সংস্থা ও পদ; সরকারি/বেসরকারি বিল, অর্থবিল, বাজেট; মৌলিক অধিকার, রাষ্ট্রধর্ম, ধর্মনিরপেক্ষতা সংবিধানের প্রাধান্য; বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংরক্ষণ, জরুরি অবস্থা, নারীর অধিকার, সমতা; ন্যায়পাল, প্রশাসনিক ট্রাইব্যুনাল; বিভিন্ন অধ্যায়–অনুচ্ছেদ, সংশোধনী, তফসিল; সংবিধানের অভিভাবক, ব্যাখ্যাকারক, সংশোধনী বিধান; ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধান, আইন–নির্বাহী–বিচার বিভাগ।

  • ভৌগোলিক অবস্থা: ভৌগোলিক অবস্থান, ভূ-প্রকৃতি, কৌশলগত গুরুত্ব; ভূমিরূপ, নদী, বনাঞ্চল, প্রাকৃতিক পরিবেশ; ব-দ্বীপ পরিকল্পনা: কাঠামো, অর্থায়ন, চ্যালেঞ্জ; সমুদ্র অর্থনীতি ও সমুদ্র বিজয়; বঙ্গবন্ধু দ্বীপ, ভাসানচর, প্রবাল দ্বীপ; সোয়াচ অফ নো গ্রাউন্ড, বিগ-বি, গভীর সমুদ্রবন্দর।

  • ক্ষুদ্র নৃগোষ্ঠী ও জনসংখ্যা: ক্ষুদ্র জাতিসত্তার সামাজিক–অর্থনৈতিক–সাংস্কৃতিক বৈচিত্র্য; মানবসম্পদ উন্নয়ন;ডেমোগ্রাফিক ডিভিডেন্ড—সমস্যা ও সম্ভাবনা; জনসংখ্যা নীতি: লক্ষ্য ও প্রাসঙ্গিকতা; জনশুমারি ২০২২; পরিবার পরিকল্পনা: প্রয়োজন, সরকারি পদক্ষেপ। 

  • স্বাধীনতা যুদ্ধ: ১৯৪৭–১৯৭১: ঘটনাক্রম ও প্রেক্ষাপট; ভারতের, সোভিয়েতের, যুক্তরাষ্ট্রের, চীনের ভূমিকা; মুক্তিযুদ্ধের প্রভাব ও চেতনা; স্বাধীনতার ঘোষণা, গণহত্যা; অপারেশন সার্চলাইট, জ্যাকপট; রায়েরবাজার বধ্যভূমি, মুক্তিযুদ্ধ জাদুঘর কনসার্ট ফর বাংলাদেশ; মুক্তিবাহিনী ও খেতাবপ্রাপ্ত বীরেরা; উল্লেখযোগ্য সামরিক অপারেশন।

  • পরিবেশ ও জলবায়ু: পরিবেশের বৈশিষ্ট্য, দূষণের কারণ–প্রভাব–প্রতিকার; জলবায়ু পরিবর্তন ও প্রভাব; প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ, প্রশমন ব্যবস্থা; সুন্দরবন, নদীদূষণ, প্রতিকার; গঙ্গা–তিস্তা পানি বণ্টন, ফারাক্কা; ই-বর্জ্য, সবুজ অর্থনীতি; যৌথ নদী কমিশন। 

  • প্রাকৃতিক সম্পদ: প্রাকৃতিক সম্পদ: বিবরণ, সীমাবদ্ধতা, করণীয়; বনজ, খনিজ, সামুদ্রিক, কৃষিজ, মৎস্য সম্পদ; নবায়নযোগ্য–অনবায়নযোগ্য সম্পদ; সরকারি পদক্ষেপ; বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত সম্পদ; পেট্রোবাংলা, বাপেক্স। 

  • অর্থনীতি: ভৌগোলিক নির্দেশক পণ্য; প্রধান অর্থনৈতিক চ্যালেঞ্জ: জ্বালানি, রিজার্ভ, কোভিড; দারিদ্র্য বিমোচন, গ্রামীণ উন্নয়ন, সামাজিক নিরাপত্তা; রপ্তানি আয়: RMG, মৎস্য, পাট, পর্যটন, উদীয়মান শিল্প; অর্থনীতির প্রধান ৩ খাত: কৃষি–শিল্প–সেবা; ব্লু ইকোনমির সম্ভাবনা–চ্যালেঞ্জ–উত্তরণ; রেমিট্যান্স, জাহাজ ভাঙা, চামড়া শিল্প; বাজেট, SDG, MDG: সাফল্য ও করণীয়। 


অধ্যয়নের উৎস:

  • ৭–৯ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

  • ৯–১০ শ্রেণির ইতিহাস ও বিশ্বসভ্যতা

  • সর্বশেষ সংশোধনীসহ বাংলাদেশ সংবিধান

  • স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র (হাসান হাফিজুর রহমান)

  • মুনতাসির মামুনের বই

  • অর্থনৈতিক সমীক্ষা

  • সরকারি ওয়েবসাইট, বাংলাপিডিয়া

  • সাম্প্রতিক পত্রিকার কলাম

  • নির্ভরযোগ্য আপডেটেড গাইড

  • আন্তর্জাতিক বিষয়াবলি – সংক্ষিপ্ত ও সুন্দর সিলেবাস

আন্তর্জাতিক বিষয়াবলির গুরুত্বপূর্ণ টপিক সমূহ


  • আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনীতি:  আন্তর্জাতিক সম্পর্ক: সংজ্ঞা, প্রকৃতি, পরিধি, বিষয়বস্তু ও গুরুত্ব; আন্তর্জাতিক রাজনীতি: পরিধি, বিষয়বস্তু, পাঠের গুরুত্ব, নিয়ন্ত্রক উপাদান; আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির পার্থক্য; আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্বসমূহ: বাস্তববাদ, আচরণবাদ, বহুত্ববাদ, উদারনীতিবাদ; স্নায়ুযুদ্ধ: উৎপত্তি, কারণ, বৈশ্বিক প্রভাব; Clash of Civilization, UDHR, CEDAW, Shadow Pandemic; ম্যাগনা কার্টা, ক্যাম্প ডেভিড চুক্তি। 

  • বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও ভূ-রাজনীতি: পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্য; বঙ্গোপসাগরের ভূ-রাজনৈতিক ও কৌশলগত গুরুত্ব; ভৌগোলিক অবস্থানের সুযোগ ও চ্যালেঞ্জ; দক্ষ জনশক্তি প্রেরণ: প্রয়োজনীয়তা, ভূমিকা, কৌশল; আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অর্জন–চ্যালেঞ্জ–সম্ভাবনা; বাংলাদেশ–চীন, বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সম্পর্ক; স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ; বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ।

  • জাতিসংঘ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান: জাতিসংঘ গঠনের পটভূমি, কার্যাবলি, সাফল্য–ব্যর্থতা; মহাসচিবের ক্ষমতা ও দায়িত্ব; নিরাপত্তা পরিষদের গঠন ও দায়িত্ব; শান্তিরক্ষা মিশনের সাফল্য ও বাংলাদেশের ভূমিকা; আন্তর্জাতিক আদালত (ICJ): গঠন, ক্ষমতা, কার্যাবলি; পরিবেশ ও মানবাধিকার এজেন্ডা; শরণার্থী সংকট, নারীর ক্ষমতায়ন, আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তিতে জাতিসংঘের ভূমিকা।

  • আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠান: WTO, World Bank, IMF, ADB: উৎপত্তি, বিকাশ, কার্যক্রম, নীতি ও ভূমিকা; BRICS, IDB, AIIB, NDB; G-7, G-20, G-77: গঠন, বিকাশ, কার্যক্রম; কিয়োটা প্রটোকল, COP–এর জলবায়ু উদ্যোগ; 

  • আন্তর্জাতিক ও আঞ্চলিক জোট–সংগঠন: SAARC: অবদান, সাফল্য–ব্যর্থতা, সনদ পরিবর্তনে পরামর্শ, বর্তমান অবস্থা; NAM: গঠন, কার্যক্রম, অবদান ও কার্যকর করার কৌশল; EU: বিকাশ, সম্প্রসারণ; OIC: গঠন, কার্যাবলি, মুসলমানদের স্বার্থরক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা; OPEC: গঠন, উদ্দেশ্য, অবদান, সম্ভাবনা; ASEAN, BIMSTEC, APEC, AU, GCC, Commonwealth, RCEP: গঠন, উদ্দেশ্য, কার্যক্রম, সাফল্য–ব্যর্থতা; NATO: উদ্দেশ্য ও কার্যপ্রণালি; SAPTA, SAFTA, AFTA ও অন্যান্য আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা চুক্তি।

  • সমকালীন বিশ্ব: বিশ্বায়ন ও বৈশ্বিক দ্বন্দ্বসমূহ; বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রতিষ্ঠান ও ঐতিহাসিক স্থানসমূহ।


অধ্যয়নের উৎস:

  • জাতীয় দৈনিকের আন্তর্জাতিক সংবাদ, কলাম ও সম্পাদকীয়

  • তারেক শামসুর রেহমান: নয়া বিশ্বব্যবস্থা ও সমকালীন আন্তর্জাতিক রাজনীতি, বিশ্ব রাজনীতির ১০০ বছর

  • শাহ মোহাম্মদ আব্দুল হাই: আন্তর্জাতিক সম্পর্ক, সংগঠন ও পররাষ্ট্রনীতি

  • মো. আব্দুল হালিম: আন্তর্জাতিক সম্পর্কের মূলনীতি

  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক অনার্স বই

  • মুহাম্মাদ নূরুল ইসলাম: বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক

  • মোস্তফা কামাল: আন্তর্জাতিক সম্পর্ক ও বাংলাদেশ

  • নির্ভরযোগ্য সর্বশেষ গাইডবই ৫০তম বিসিএস ডাইজেস্ট প্লাস বইটি অনুসরণ করতে পারেন।

  • Britannica, World Atlas, Banglapedia

  • সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট


কম্পিউটার ও তথ্য প্রযুক্তি অংশের গুরুত্বপূর্ণ টপিক সমূহ

  • ICT for Competitive Exams – মোরশেদ আলী

  • বেসিক কম্পিউটার, হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্কিং

  • Computer & ICT – এস. এম. জাকির হোসেন

  • নন-ক্যাডার, ব্যাংক ও বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন অনুযায়ী।

  • ICT Question Bank – Raktima / Professors’ / Oracle Publications

  • পূর্ববর্তী বছরের নন-ক্যাডার ও ব্যাংক চাকরি পরীক্ষার প্রশ্নসংকলন।

  • ICT Handbook (Bangladesh Civil Service & Non-Cadre Preparation)


নন ক্যাডার (জেনারেল) লিখিত পরীক্ষায় ভালো করার উপায়:

  • সময় বণ্টন সঠিক করুন এবং প্রথমে প্রশ্নগুলো দ্রুত স্ক্যান করে নিন।

  • সহজ ও পরিচিত প্রশ্ন আগে লিখে আত্মবিশ্বাস বাড়ান।

  • বাংলা ও ইংরেজি লেখালেখির নিয়মিত অনুশীলন করুন।

  • সাধারণ জ্ঞান অংশের জন্য সংক্ষিপ্ত নোট তৈরি করুন এবং আগের বছরের প্রশ্ন সমাধান করুন।

  • গণিত অংশে বেশি আসা অধ্যায়গুলো সময় ধরে নিয়মিত প্র্যাকটিস করুন।

  • প্রতিদিন হাতে লিখে অনুশীলন করে লেখার গতি ও পরিষ্কার হাতের লেখা তৈরি করুন।

  • উত্তরের শুরুতে সংক্ষিপ্ত ভূমিকা এবং শেষে ছোট উপসংহার দিন; পয়েন্ট আকারে লিখুন।

  • আগের বছরের লিখিত প্রশ্ন দেখে উত্তর লেখার ফরম্যাট শিখুন।

  • প্রতিটি প্রশ্নের জন্য সময় নির্ধারণ করে পুরো সময়টাই কার্যকরভাবে ব্যবহার করুন।

  • পরীক্ষার আগে নতুন কিছু না পড়ে আগের পড়া বিষয়গুলো রিভিশন করুন।


উপসংহার:

নন ক্যাডার নিয়োগ পরীক্ষায় সফল হতে সঠিক পরিকল্পনা, নিয়মিত অনুশীলন এবং সময়কে কাজে লাগানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রিলিমিনারি থেকে লিখিত এবং ভাইভা পর্যন্ত প্রতিটি ধাপে নির্ভুল প্রস্তুতি আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। বিষয়ভিত্তিক পড়াশোনা, পূর্বের প্রশ্ন অনুশীলন এবং ধারাবাহিক রিভিশন পুরো প্রস্তুতিকে আরও শক্তিশালী করে। 


আপনি যদি মনোযোগ ধরে রেখে ধারাবাহিকভাবে প্রস্তুতি নেন, তাহলে নন ক্যাডার পরীক্ষায় ভালো করার সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পাবে। আত্মবিশ্বাস বজায় রাখুন এবং পরিকল্পিতভাবে এগিয়ে যান। 


এই ব্লগটিসহ যেকোন চাকরির প্রস্তুতি নিয়ে আপনার কোনো মতামত অথবা জিজ্ঞাসা থাকলে আমাদের কমেন্টে জানান।




Leave A Reply

Already have an account ? Sign in to leave a reply

Comments

Top Categories

BCS

17

Bank

1

Primary

8

NTRCA

5

Digital Marketing

4

Graphic design

2

Technology

1

More Blogs

BCS

নন ক্যাডার নিয়োগ পরীক্ষার প্রস্তুতি যেভাবে শুরু করবেন

Biddabari (Nurullah) |

05 December 2025

নন ক্যাডার নিয়োগ পরীক্ষার প্রস্তুতি যেভাবে শুরু করবেন

Bank

ব্যাংক জব প্রস্তুতি যেভাবে শুরু করবেন। এক্সপার্ট গাইড লাইন

Biddabari |

05 November 2025

ব্যাংক জব প্রস্তুতি যেভাবে শুরু করবেন। এক্সপার্ট গাইড লাইন

BCS

বিসিএস ক্যাডার চয়েস লিস্ট যেভাবে সাজাবেন | ক্যাডার কোড সহ

Biddabari |

24 September 2025

বিসিএস ক্যাডার চয়েস লিস্ট যেভাবে সাজাবেন | ক্যাডার কোড সহ

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই