আপডেট:
05 November 2025

ব্যাংক জব প্রস্তুতি যেভাবে শুরু করবেন। এক্সপার্ট গাইড লাইন

ব্যাংক জব প্রস্তুতি যেভাবে শুরু করবেন। এক্সপার্ট গাইড লাইন


বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে ব্যাংক চাকরি বাংলাদেশের তরুণ সমাজের কাছে সবচেয়ে আকর্ষণীয় ও মর্যাদাপূর্ণ পেশাগুলোর একটি হিসেবে বিবেচিত। স্থিতিশীল কর্মজীবন, আর্থিক নিরাপত্তা, নিয়মিত পদোন্নতি, সামাজিক সম্মান এবং দীর্ঘমেয়াদি ক্যারিয়ার গঠনের অসাধারণ সুযোগ সবকিছু মিলিয়ে ব্যাংকিং খাত এখন চাকরি প্রত্যাশীদের প্রথম সারির পছন্দে পরিণত হয়েছে। তবে এই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সহজ নয়। কঠোর প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শুধুমাত্র আগ্রহ নয়, প্রয়োজন সঠিক দিকনির্দেশনা, সুস্পষ্ট পরিকল্পনা, অবিচল ধৈর্য, সময়ের সঠিক ব্যবহার এবং নিয়মিত অনুশীলন। লক্ষ্যভিত্তিক প্রস্তুতি ও আত্মবিশ্বাসই পারে একজন প্রার্থীর স্বপ্নের ব্যাংকিং ক্যারিয়ারের দরজা খুলে দিতে।


ব্যাংক জব প্রস্তুতি যেভাবে শুরু করবেন: 


  • লক্ষ্য নির্ধারণ করুন: ব্যাংক জব প্রস্তুতি শুরু করতে হলে প্রথমেই একজন চাকরি প্রত্যাশীকে লক্ষ্য নির্ধারণ করা জরুরি। লক্ষ্য স্পষ্ট না থাকলে পড়াশোনা ও সঠিকভাবে পরিকল্পনা সম্ভব হয় না। তাই প্রস্তুতির পূর্বে অবশ্যই লক্ষ্য নির্ধারণ করতে হবে।


  • সিলেবাস ও প্রশ্ন কাঠামো সম্পর্কে ধারণা নিন: ব্যাংক জবের বিভিন্ন ধাপ যেমন- প্রিলিমিনারি, লিখিত ও ভাইভা পরীক্ষার মানবণ্টন, বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে ধারণা লাভ করা জরুরী। 


  • পরীক্ষার ধাপ ও মানবণ্টন সম্পর্কে ধারণা নিন: একজন চাকরি প্রার্থীকে ব্যাংক পরীক্ষার বিভিন্ন ধাপ ও মানবণ্টন সম্পর্কে জানতে হবে। ব্যাংক জবের ক্ষেত্রে মূলত ৩ ধাপে নিয়োগ হয়ে থাকে। যথা:

    • প্রিলিমিনারি (MCQ): ১০০ নম্বরের MCQ পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে ১ ঘণ্টা সময় থাকে। 

    • লিখিত পরীক্ষা: প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হলে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হয়। 

    • ভাইভা (মৌখিক পরীক্ষা) : সবশেষে ২৫ নম্বরের ভাইভা দিতে হয়। 


  • একটি রুটিন তৈরি করে পড়াশোনা করুন: ব্যাংক প্রত্যাশীদের অবশ্যই রুটিনমাফিক পড়াশোনা করা উচিত। তাই প্রস্তুতির শুরুতেই পড়ার সময় নির্ধারণ করে প্রতিনিয়ত অধ্যাবসায় করা বাঞ্চনিয়। তাছাড়া প্রতিটি সাবজেক্টকেই রুটিনের ভিতর অন্তর্ভূক্ত করে পরিকল্পনা অনুসারে প্রস্তুতি সম্পন্ন করা। 


  • বিগত বছরের প্রশ্নগুলো বিশ্লেষণ করুন: আপনি যদি ব্যাংকিং পেশায় ক্যারিয়ার গড়তে চান তাহলে অবশ্যই বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করতে হবে। প্রশ্ন বিশ্লেষণকালে অবশ্যই কোন কোন জায়গা বা অনুশীলনী থেকে প্রায় প্রশ্ন এসে থাকে তা সঠিকভাবে চিহ্নিত করে সেই জায়গা গুলোতে বেশি ফোকাস দিতে হবে। 


  • বেশি বেশি মকটেস্ট/মডেল টেস্ট পরীক্ষা দিন: যারা ইতোমধ্যে ব্যাংকিং প্রস্তুতি শুরু করেছেন বা প্রস্তুতি শুরু করবেন তাদের অবশ্যই নিজের অবস্থান যাচাই বা মূল্যায়নের জন্য বেশি বেশি মক টেস্ট দেওয়া প্রয়োজন। এর মাধ্যমে পরীক্ষার হলে যে ভীতি বা জড়তা তা অনেকটা দূর হয়।

ব্যাংক নিয়োগের খুঁটিনাটি তথ্য:

ব্যাংক এর চাকরিগুলো সাধারণত সরকারি এবং বেসরকারি উভয় প্রকারই হয়ে থাকে। যার মধ্যে বিভিন্ন

রাষ্ট্রায়ত্ত ব্যংকগুলো যেমন (সোনালী, জনতা, রূপালী, অগ্রণী) ইত্যাদি ব্যংকগুলো সরকারি এবং এসব

ব্যাংকের নিয়োগ পরীক্ষাগুলো ব্যাংকার্স সিলেকশন কমিটি (BSC) এর অধীনে হয়ে থাকে। 


এছাড়াও বিভিন্ন বেসরকারি ব্যাংক যেমন (ব্র্যাক ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, প্রাইম ব্যাংক) 

এই ব্যাংক গুলো নিজস্ব ভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং পরীক্ষা নিয়ে থাকে।

ব্যাংক নিয়োগ পরীক্ষা পদ্ধ্বতি:

সরকারি এবং বেসরকারি উভয় ব্যংকের ক্ষেত্রেই মূলত ৩টি ধাপে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে:

  • ১ম ধাপ - প্রিলিমিনারি পরীক্ষা: নির্দিষ্ট নম্বরের উপর MCQ / বহুনির্বাচনি প্রশ্নের উপর পরীক্ষা অনুষ্ঠিত হয়।

  • ২য় ধাপ - লিখিত পরীক্ষা: MCQ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা নির্দিষ্ট নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে। 

  • ৩য় ধাপ - ভাইভা পরীক্ষা: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা নির্দিষ্ট নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন।

সরকারি ব্যাংকের নিয়োগ পরীক্ষা পদ্ধতি

ব্যাংকার্স সিলেকশন কমিটির মাধ্যমে সমন্বিত সরকারি  ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। যার প্রথম ধাপে প্রিলিমিনারি, দ্বিতীয় ধাপে লিখিত এবং তৃতীয় ধাপে ভাইভা / মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সরকারি ব্যাংক নিয়োগ প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস ও মানবন্টন:

বিষয়

পূর্ণমান

মূল বিষয়বস্তু

বাংলা

২৫

ব্যাকরণ, বানান, প্রতিশব্দ, বিপরীত শব্দ, প্রবাদ-প্রবচন, বাক্য সংশোধন, অনুচ্ছেদ/বোঝাপড়া

ইংরেজি

২৫

Parts of Speech, Tense, Voice, Article, Preposition, Transformation, Vocabulary, Comprehension

গণিত ও মানসিক দক্ষতা

২০

শতকরা, লাভ-ক্ষতি, সুদ, বীজগণিত, গড়, অনুপাত, সময়-দূরত্ব, ল.সা.গু/গ.সা.গু, চার্ট বিশ্লেষণ

সাধারণ জ্ঞান

২০

মুক্তিযুদ্ধ, সংবিধান, মন্ত্রণালয়, আন্তর্জাতিক সংস্থা, চলতি ঘটনা (Current Affairs), অর্থনীতি, ইতিহাস

বেসিক কম্পিউটার

১০

MS Word, Excel, PowerPoint, Internet, Shortcut keys, Hardware & Software basics

সর্বমোট

১০০ নম্বর


সরকারি ব্যাংক লিখিত পরীক্ষার মানবন্টন:

সরকারি ব্যাংক নিয়োগের ক্ষেত্রে সাধারণত প্রিলিমিনারি পরীক্ষার পর দ্বিতীয় ধাপে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা হয়ে থাকে। বিভিন্ন পদ অনুসারে (যেমন-সিনিয়র অফিসার/অফিসার জেনারেল/ অফিসার ক্যাশ/রুরাল ক্রেডিট (আরসি) অফিসার) লিখিত পরীক্ষার ধরণ কিছুটা ভিন্ন হয়। টপিক রিলেটেড কিছু পরিবর্তন থাকলেও মানবণ্টন ২০০ই থাকে। চলুন বিভিন্ন পদের জন্য সরকারি ব্যাংকের লিখিত পরীক্ষার মানবণ্টনটি দেখে নেই:


সিনিয়র অফিসার ও অফিসার ক্যাশ পদের লিখিত পরীক্ষার মানবন্টন:

বিষয়

পূর্ণমান

Focus Writing in English (On Recent Global / Bangladesh Issues)

35

Focus Writing in Bangla (On Recent Global / Bangladesh Issues)

35

General Knowledge (Language of questions will be in Bangla)

30

Comprehension (English)

20

Mathematics (SSC Level) (Language of questions will be in Bangla)

30

Translation: English to Bangla

20

Argument Writing in English

30

সর্বমোট

২০০


অফিসার জেনারেল ও রুরাল ক্রেডিট অফিসারের লিখিত পরীক্ষার মানবণ্টন: 

বিষয়

পূর্ণমান

Focus Writing in English (On Recent Global / Bangladesh Issues)

35

Focus Writing in Bangla (On Recent Global / Bangladesh Issues)

35

General Knowledge

30

Comprehension (English)

20

Mathematics (SSC Level)

30

Translation: Bangla to English
(in 5 Sentences)

20

Translation: English to Bangla
(in 5 Sentences(

20

Preparation of summary in English (Precise Writing)

10

সর্বমোট

২০০


সরকারি ব্যাংক ভাইভা পরীক্ষার মানবন্টন:

সরকারি ব্যাংকের নিয়োগ পরীক্ষায় প্রিলি ও লিখিত উত্তীর্ণ প্রার্থীদের ২৫ নম্বরের ভাইভা পরীক্ষায় উপস্থিত হতে হয়। ভাইভায় চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীরাই নিয়োগ পেয়ে থাকেন।  

 

বেসরকারি ব্যাংক নিয়োগ পরীক্ষার মানবণ্টন:

বেসরকারি ব্যাংকের নিয়োগ পরীক্ষা সাধারণ ৩ ধাপ হয়ে থাকে। যথা: ১. প্রিলিমিনারি, ২. লিখিত ও ৩. ভাইভা। অধিকাংশ বেসরকারি ব্যাংকে প্রিলি ও লিখিত পরীক্ষা একসাথে অনুষ্ঠিত হয়। আবার কিছু কিছু বেসরকারি ব্যাংক আলাদা আলাদা প্রিলি ও লিখিত পরীক্ষা গ্রহণ করে থাকে। ব্যাংক অনুসারে প্রশ্নের ধরণ ও মানবণ্টন ভিন্ন হয়ে থাকে। 


বেসরকারি ব্যাংকের প্রিলিমিনারি পরীক্ষায় নিম্নোক্ত বিষয়গুলো থেকে প্রশ্ন করা হয়ে থাকে:

  • বাংলা

  • ইংরেজি

  • গণিত ও মানসিক দক্ষতা

  • সাধারণ জ্ঞান

  • বেসিক কম্পিউটার নলেজ


বেসরকারি ব্যাংকের লিখিত পরীক্ষায় নিম্নোক্ত বিষয়গুলো থেকে প্রশ্ন করা হয়ে থাকে:

  • ফোকাস রাইটিং,

  • Comprehension

  • ইংরেজি Essay অথবা Paragraph, 

  • Translation (বাংলা ও ইংরেজি)

  • Argument Writing

  • Mathematics

  • Banking Terminologies ইত্যাদি।


বেসরকারি ব্যাংকের ভাইভা পরীক্ষায় নিম্নোক্ত বিষয়গুলো থেকে প্রশ্ন করা হয়ে থাকে:

বেসরকারি ব্যাংকের ভাইভা ব্যাংক অনুযায়ী আলাদা আলাদা হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে কয়েক ধাপেও ভাইভা পরীক্ষা হতে পারে। ভাইভায় মূলত  প্রার্থীর আত্ম-পরিচিতি, ব্যাংকিং বিষয়ক জ্ঞান, সাম্প্রতিক অর্থনৈতিক ঘটনা এবং  নৈতিকতা ও বুদ্ধিবৃত্তিক মেধা যাচাই করো হয়ে থাকে। 


কম্পিউটার দক্ষতা যাচাই: কিছু কিছু বেসরকারি ব্যাংকে নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে প্রার্থীর কম্পিউটার দক্ষতা যাচাই করা হয়ে থাকে।


গুরুত্বপূর্ণ পড়ার বিষয়

  • বাংলা ও ইংরেজি ব্যাকরণ, শব্দভাণ্ডার

  • অঙ্ক ও রিজনিং (Math + Analytical)

  • বাংলাদেশের অর্থনীতি ও ব্যাংকিং ব্যবস্থা

  • সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক বিষয়

  • কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ব্যাংকের কার্যাবলি, নীতিমালা, হিসাবরক্ষণ ইত্যাদি




ব্যাংক নিয়োগ পরীক্ষার যোগ্যতা:

সরকারি ব্যাংক নিয়োগ পরীক্ষার যোগ্যতা:

বাংলাদেশে সরকারি বা রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো যেমন : সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ইত্যাদিতে চাকরি পেতে হলে কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হয়। এগুলো সাধারণত বাংলাদেশ ব্যাংক ও ব্যাংকার্স সিলেকশন কমিটি (BSC) এর মাধ্যমে নিয়োগের সময় প্রযোজ্য হয়।



শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
  • স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (Bachelor) বা স্নাতকোত্তর (Master’s) ডিগ্রি থাকতে হবে।

  • ব্যবসায় শিক্ষা, অর্থনীতি, পরিসংখ্যান, গণিত, ইংরেজি, আইন, কম্পিউটার বিজ্ঞান ইত্যাদি বিষয়ে ডিগ্রি থাকলে বাড়তি সুবিধা।

  • মাধ্যমিক (SSC), উচ্চ মাধ্যমিক (HSC) এবং স্নাতক/স্নাতকোত্তর – প্রতিটি পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি / GPA 2.50 (বা সমমান) থাকতে হবে। কোন পর্যায়ে তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য নয়।

  •  Officer / Senior Officer / MTO পদের জন্য ➝ স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।

  •  IT Officer পদের জন্য ➝ কম্পিউটার সায়েন্স / আইসিটি বিষয়ে ডিগ্রি।

  • Law Officer পদের জন্য ➝ LLB বা LLM ডিগ্রি।


বয়সের যোগ্যতা (Age Limit):
  • সাধারণ প্রার্থীদের জন্য: সর্বোচ্চ ৩২ বছর

  • মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য: সর্বোচ্চ ৩২ বছর

  • প্রতিবন্ধী প্রার্থীদের জন্য: সর্বোচ্চ ৩২ বছর

  • বয়স গণনা বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখ অনুযায়ী নির্ধারিত হয়।


অন্যান্য যোগ্যতা (Other Required Skills):
  • কম্পিউটার জ্ঞান: MS Word, Excel, PowerPoint ইত্যাদিতে দক্ষ হতে হবে। টাইপিং ও অফিস সফটওয়্যারে কাজের দক্ষতা থাকলে বাড়তি সুবিধা।

  • ভাষাগত দক্ষতা: বাংলা ও ইংরেজি ভাষায় পড়া, লেখা ও বলায় ভালো দক্ষতা থাকতে হবে।

  • ব্যাংকিং ও অর্থনীতি সম্পর্কিত সাধারণ জ্ঞান: ব্যাংকের মৌলিক কার্যাবলি, সুদ, ঋণ, মুদ্রানীতি ইত্যাদি বিষয়ে ধারণা থাকা উচিত।

  • ব্যক্তিগত গুণাবলি: সততা, দায়িত্বশীলতা, সময়নিষ্ঠা এবং দলগতভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে।



অতিরিক্ত যোগ্যতা (Additional Qualifications): 
  • কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ বা প্রশিক্ষণ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।

  • ব্যাংকিং সম্পর্কিত পেশাগত সার্টিফিকেট (যেমন: CIB, DBF ইত্যাদি) থাকলে বড় সুবিধা।

ভালো ইংরেজি দক্ষতা (IELTS, TOEFL ইত্যাদি) থাকলে বিদেশি লেনদেন বিভাগে অগ্রাধিকার।



বেসরকারি ব্যাংক নিয়োগ পরীক্ষার যোগ্যতা:

বাংলাদেশে ব্র্যাক ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, প্রাইম ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক ইত্যাদি বেসরকারি ব্যাংকগুলোতে চাকরি পেতে হলে কিছু নির্দিষ্ট শিক্ষাগত ও দক্ষতা-সংক্রান্ত যোগ্যতা থাকতে হয়।


শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification):
  • স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (Bachelor) বা স্নাতকোত্তর (Master’s) ডিগ্রি থাকতে হবে।

  • ব্যবসায় শিক্ষা (BBA/MBA), অর্থনীতি, পরিসংখ্যান, গণিত, ইংরেজি, কম্পিউটার বিজ্ঞান ইত্যাদি বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হয়।

  • SSC, HSC এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিটি পরীক্ষায় ন্যূনতম CGPA 2.75 / 2nd class থাকতে হয়।

  • কোনো স্তরে তৃতীয় শ্রেণি/ডিভিশন গ্রহণযোগ্য নয়।

  • MTO (Management Trainee Officer) – ন্যূনতম স্নাতক/স্নাতকোত্তর

  • Officer / Executive Officer / Teller – স্নাতক

  • IT Officer / Programmer – কম্পিউটার সায়েন্স / ইঞ্জিনিয়ারিং



বয়সসীমা (Age Limit):
  • নতুন প্রার্থীদের জন্য: সর্বোচ্চ ৩২ বছর

  • অভিজ্ঞ প্রার্থীদের জন্য: ৩২-৩৫ বছর পর্যন্ত হতে পারে

  • বয়স সাধারণত বিজ্ঞপ্তির তারিখ অনুযায়ী গণনা করা হয়।


অন্যান্য যোগ্যতা (Other Required Skills):
  • কম্পিউটার দক্ষতা: MS Word, Excel, PowerPoint ইত্যাদি অফিস সফটওয়্যারে কাজ জানা জরুরি। টাইপিং এবং ইন্টারনেট ব্যবহারে পারদর্শী হতে হবে।

  • ভাষাগত দক্ষতা: ইংরেজি ও বাংলা ভাষায় পড়া, লেখা ও কথা বলায় সাবলীল হতে হবে।

  • যোগাযোগ ও প্রেজেন্টেশন দক্ষতা: ক্লায়েন্ট হ্যান্ডলিং ও কাস্টমার সার্ভিসে দক্ষতা থাকতে হবে।

  • ব্যাংকিং জ্ঞান: ব্যাংকের মৌলিক কার্যাবলি, সুদ, ঋণ, চেক, ডিপোজিট, ইত্যাদি বিষয়ে ধারণা থাকা প্রয়োজন।



 অতিরিক্ত যোগ্যতা (Additional Qualifications): 
  • ইন্টার্নশিপ বা ব্যাংকিং সম্পর্কিত অভিজ্ঞতা

  • পেশাগত সার্টিফিকেট (CFA, CIB, DBF ইত্যাদি

  • ভালো ইংরেজি দক্ষতা (IELTS, TOEFL ইত্যাদি)

  • নেতৃত্ব ও দলগতভাবে কাজ করার মানসিকতা

  • গ্রাহক সেবা ও বিক্রয় দক্ষতা



ব্যাংক জব প্রিলিমিনারি পরীক্ষার বিষয়ভিত্তি প্রস্তুতি :


ব্যাংক জব প্রিলিমিনারি পরীক্ষা (MCQ)-এর প্রস্তুতি শুরু করার জন্য একটি পরিকল্পিত কৌশল খুবই দরকার। নিচে ধাপে ধাপে ব্যাংক জব প্রলিমিনারি পরীক্ষার বিষয়ভিত্তিক প্রস্তুতির সবকিছু তুলে ধরা হল:


ব্যাংক জব প্রলিমিনারি পরীক্ষায় বাংলা (ব্যকরণ) বিষয়ের গুরুত্বপূর্ণ টপিকসমূহ:


শব্দতত্ত্ব ও বাক্যতত্ত্ব (Word & Sentence related topics)

  • শব্দের গঠন ও প্রকারভেদ — তৎসম, তদ্ভব, দেশজ, বিদেশী

  • সমাস — দ্বন্দ্ব, দিগু, কর্মধারয়, বহুব্রীহি, তৎপুরুষ

  • উপসর্গ ও প্রত্যয় — উপসর্গ ও প্রত্যয়ের সাহায্যে শব্দ গঠন

  • সমার্থক, বিপরীতার্থক ও সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ

  • পরিভাষা (বাংলা ও ইংরেজি শব্দের বাংলা রূপ)

  • শব্দরূপ ও ধাতুরূপ (ধাতু পরিবর্তন)

  • অর্থ অনুসারে শব্দের প্রকারভেদ – রূঢ়, যোগরূঢ়, যোগিক


বাক্যতত্ত্ব ও বাক্যরীতি

  • বাক্যের প্রকারভেদ – কর্তা-ক্রিয়া- কর্ম অনুযায়ী

  • বাক্যরূপান্তর – Assertive ↔ Interrogative, Passive ↔ Active

  • বাক্য গঠন, শুদ্ধ-অশুদ্ধ বাক্য নির্ণয়

  • বাক্য পরিবর্তন ও বাক্য বিশ্লেষণ

  • বাক্যের অঙ্গ – কর্তা, ক্রিয়া, কর্ম, বিশেষণ, ক্রিয়া বিশেষণ

  • Subject–Predicate সম্পর্ক ও বাক্য গঠনশৈলী


শব্দশুদ্ধি ও ভাষাশুদ্ধি

  • অশুদ্ধ শব্দ শনাক্তকরণ ও সংশোধন

  • বানানরীতি (বাংলা একাডেমি অনুসারে)

  • অপ্রচলিত ও প্রচলিত শব্দের সঠিক ব্যবহার

  • সমাসবদ্ধ শব্দে যুক্ত বর্ণের সঠিক রূপ



বাক্যগঠন ও রূপান্তর

  • Active–Passive Voice (বাংলায় ক্রিয়ার রূপান্তর)

  • Direct–Indirect Speech (উক্তি পরিবর্তন)

  • Negative–Affirmative বাক্য পরিবর্তন

  • Complex–Compound–Simple বাক্য পরিবর্তন


ছন্দ, অলংকার ও বাগধারা

  • ছন্দের প্রকারভেদ – অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত

  • অলংকার – রূপক, উপমা, শ্লেষ, অনুপ্রাস, ব্যঞ্জনা ইত্যাদি

  • বাগধারা ও প্রবাদ – অর্থসহ ব্যবহার


অর্থবোধ ও ব্যবহারিক ব্যাকরণ

  •  এক শব্দে প্রকাশ

  • শব্দের সঠিক প্রয়োগ (Context-based)

  • যতি চিহ্ন ও তাদের ব্যবহার

  • শুদ্ধ রচনাশৈলী (Official বাংলা লেখার নিয়ম)

  •  বাংলা সাহিত্য সংযুক্ত ব্যাকরণ অংশ

  • রচনাশৈলী ও ভাষারীতি (সাধু-চলিত)

  • উক্তি বিশ্লেষণ / গদ্যপদ্যের ভাষাগত প্রশ্ন

  • কবি ও সাহিত্যকারের ভাষা ব্যবহারের ধরন


পরীক্ষায় বেশি আসা টপিক (অতি গুরুত্বপূর্ণ):

  • সমাস

  • উপসর্গ–প্রত্যয়

  • অশুদ্ধ শব্দ ও শুদ্ধরূপ

  • বাগধারা

  • বানানরীতি

  • এক শব্দে প্রকাশ

  • বাক্যরূপান্তর (Active–Passive / Assertive–Interrogative)

  • সমার্থক–বিপরীতার্থক শব্দ


ব্যাংক জব প্রলিমিনারি পরীক্ষায় বাংলা (সাহিত্য) বিষয়ের গুরুত্বপূর্ণ টপিকসমূহ:


প্রাচীন যুগ (৬৫০–১৩৫০ খ্রি.)

  • চর্যাপদ – রচয়িতা, ভাষা, বিষয়বস্তু

  • বৌদ্ধ সাহিত্য ও সহজিয়া ধারার বৈশিষ্ট্য

  • মধ্যযুগের সূচনা, বৈষ্ণব পদাবলি

  • মধ্যযুগ (১৩৫০–১৮০০ খ্রি.)

  • বৈষ্ণব পদাবলি সাহিত্য – বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দদাস

  • মঙ্গলকাব্য – চণ্ডীমঙ্গল, মনসামঙ্গল, ধর্মমঙ্গল

  • রামায়ণ–মহাভারতের অনুবাদ সাহিত্য

  • ধর্মসাহিত্য ও উপদেশমূলক কাব্য

  • গীতিকাব্য, লৌকিক সাহিত্য, প্রণয়সাহিত্য

  • বাংলা নাটক ও গদ্যের সূচনা


আধুনিক যুগ (১৮০০ খ্রি.–বর্তমান)

  • বাংলা গদ্যের জন্ম ও বিকাশ – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্যারিচাঁদ মিত্র, বঙ্কিমচন্দ্র

  • বাংলা উপন্যাসের সূচনা ও বিকাশ

  • রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকীর্তি

  • কাজী নজরুল ইসলাম – কবিতা, গান, বিদ্রোহী চেতনা

  • মাইকেল মধুসূদন দত্ত – মহাকাব্য ও নাটক

  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় – উপন্যাস ও দেশপ্রেম

  • শরৎচন্দ্র চট্টোপাধ্যায় – সমাজ বাস্তবতা

  • জসীমউদ্দীন, জীবনানন্দ দাশ, সুকান্ত ভট্টাচার্য

  • বাংলা নাটক, প্রবন্ধ ও ছোটগল্পের বিকাশ

  • বাংলা সাহিত্যে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ধারা


 

রচয়িতা ও রচনা সম্পর্কিত প্রশ্ন

গুরুত্বপূর্ণ সাহিত্যিকদের প্রধান রচনাবলি ও বিষয়বস্তু কোন রচনাটি কোন সাহিত্যিকের – যেমন:

  • গীতাঞ্জলি — রবীন্দ্রনাথ ঠাকুর

  • বিষের বাঁশি — কাজী নজরুল ইসলাম

  • মেঘনাদবধ কাব্য — মাইকেল মধুসূদন দত্ত

  • দেবদাস — শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

  • পুরস্কারপ্রাপ্ত সাহিত্যকর্ম (বিশেষত নোবেল, একাডেমি, একুশে পদক)


সাহিত্যধারা :

  • কাব্যধারা – গীতিকাব্য, মহাকাব্য, প্রণয়কাব্য, ধর্মকাব্য

  • উপন্যাসধারা – ঐতিহাসিক, সামাজিক, মনস্তাত্ত্বিক, রাজনৈতিক

  • ছোটগল্পধারা – রবীন্দ্রনাথ, মানিক বন্দ্যোপাধ্যায়, সৈয়দ মুজতবা আলী

  • প্রবন্ধ ও নাটকের ধারা

  • গীতি ও আধুনিক কবিতার বৈশিষ্ট্য


বাংলা সাহিত্য আন্দোলন ও ধারা

  • বঙ্গীয় নবজাগরণ আন্দোলন

  • বাংলা সাহিত্যে প্রগতিবাদী ধারা

  • স্বাধীনতা ও মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য


 বিশেষ বিষয়সমূহ (যা প্রায়ই আসে)

  • চর্যাপদ ও রচয়িতা

  • রবীন্দ্রনাথ ঠাকুর – কবিতা, উপন্যাস, নাটক, পুরস্কার

  • কাজী নজরুল ইসলাম – বিদ্রোহী, কবিতা, গান

  • মাইকেল মধুসূদন দত্ত – কাব্য ও নাটক

  • বঙ্কিমচন্দ্র – উপন্যাসের জনক

  • শরৎচন্দ্র – সমাজচিত্র

  • জীবনানন্দ দাশ – আধুনিকতার কবি

  • একুশে ফেব্রুয়ারি ও মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য

  • বাংলা নাটক ও ছোটগল্পের প্রবর্তক

  • সাহিত্য পুরস্কার (নোবেল, একাডেমি, একুশে, স্বাধীনতা)



ব্যাংক বাংলা বিষয়ের অধ্যয়নের উৎস:



 বাংলা ব্যাকরণের জন্য সেরা বইসমূহ

  • বাংলা ব্যাকরণ ও রচনাশৈলী – 

  • বিদ্যাবাড়ি BCS ডাইজেস্ট প্লাস  বিসিএস ও ব্যাংক উভয় পরীক্ষার উপযোগী।

  • সোনার বাংলা ব্যাকরণ (SBC / Professor’s প্রকাশনী

  • অজয় রায়ের “বাংলা ব্যাকরণ ও সাহিত্য সংক্ষিপ্ত নোট” 

  • Professors Jobs Solution / Professors

  •  MP3 বা ব্যাংকার্স গাইড (Prithibi / Oracle Publication)



 বাংলা সাহিত্যের জন্য সেরা বইসমূহ

  •  বাংলা সাহিত্য সংক্ষিপ্ত ইতিহাস – মুহম্মদ হাবিবুল্লাহ

  •  বাংলা সাহিত্য সমগ্র (Professor’s Publication)

  •  বাংলা সাহিত্য সংক্ষিপ্ত নোট – অজয় রায় / Jobs Solution Edition

  •   ব্যাংকার্স বাংলা – Medha / MP3 / Oracle Publication



অতিরিক্ত সহায়ক বই/নোট

  • BCS Preliminary Question Bank (Bangla)

  •  Bankers Selection Committee (Combined Bank) প্রশ্নপত্র সংকলন




ব্যাংক বাংলা বিষয়ের ভালো করার টিপস:

  • প্রতিদিন অন্তত ৩০ মিনিট ব্যাকরণ চর্চা করো।

  • প্রতিটি নিয়মের সঙ্গে উদাহরণ মুখস্থ না করে ব্যবহার বুঝে নাও।

  • ভুল উত্তরগুলোর জন্য একটি “ভুল খাতা” রাখো— যেখানে ভুল প্রশ্নগুলোর সঠিক উত্তর লিখে রাখবে।

  • সাহিত্য ইতিহাসটাকে ৩ যুগে ভাগ করে মনে রাখো – প্রাচীন, মধ্য, আধুনিক।

  • প্রতিটি যুগের মূল বৈশিষ্ট্য + প্রধান কবি ও রচনাবলি লিখে ফেলো।

  • সপ্তাহে ১ দিন শুধু MCQ প্র্যাকটিস টেস্ট দাও (২০–৩০টি প্রশ্ন)।

  • শেষ ৭ দিনে শুধু রিভিশন ও পুরনো প্রশ্নপত্র অনুশীলন করো।

  • Previous Year Question সমাধান করো (Bangladesh Bank, Combined Bank, NTRCA, BCS ডাইজেস্ট প্লাস)।

  • বই কম, রিভিশন বেশি। বারবার একই বই পড়ো।

  • প্রতিদিন ৫টি বাগধারা + এক শব্দে প্রকাশ মনে রাখো।

  • ভুল উত্তরগুলোর পাশে “কারণ” লিখে রাখো — পরের বার ভুল হবে না।


ব্যাংক জব প্রলিমিনারি পরীক্ষায় (English Grammar) বিষয়ের গুরুত্বপূর্ণ টপিকসমূহ:


Parts of Speech

  • Noun, Pronoun, Adjective, Verb, Adverb, Preposition, Conjunction, Interjection বিশেষ করে Preposition ও Verb forms বেশি আসে।


Tense & Voice

  • Tense chart (Present, Past, Future – Indefinite, Continuous, Perfect, Perfect Continuous) 

  • Active & Passive Voice – বাক্য পরিবর্তন (Ex: “They have done it” → “It has been done by them.”)


Narration (Direct & Indirect Speech)

  • Assertive, Interrogative, Imperative, Exclamatory বাক্যের পরিবর্তন

  • Reporting verb পরিবর্তন ও tense shifting নিয়ম


Articles & Determiners

  • Use of a, an, the

  • “Zero Article” কোথায় ব্যবহৃত হয়

  • Few–a few–the few, Little–a little–the little


Prepositions

  • Appropriate preposition (common topic) যেমন: 

    • depend on

    • capable of

    • look after, look for, look into

    • familiar with, consist of ইত্যাদি


Subject–Verb Agreement

  • Singular/Plural subject অনুযায়ী verb পরিবর্তন যেমন:

    • He runs fast.

    • They run fast.


Right Form of Verb

  • Tense অনুযায়ী সঠিক verb form নির্বাচন যেমন:

    • He has gone to school.

    • I was reading a book.


Modifiers

  • Adjective ও Adverb ব্যবহারের নিয়ম

  • Misplaced modifier এ প্রশ্ন আসে যেমন: 

    • “He only eats rice” vs “He eats only rice.”


Connectors / Sentence Joiners

  • Therefore, However, Moreover, Although, Because, In spite of ইত্যাদি


Synonyms & Antonyms

  • Vocabulary-based প্রশ্ন যেমন:

    • Brave → Courageous

    • Idle → Lazy


Idioms & Phrases যেমন:

  • Once in a blue moon → খুব কম সময়

  • Break the ice → বরফ গলানো / সম্পর্ক শুরু করা

Spelling & Correction

  • Wrong spelling ও grammatical error চিহ্নিত করা যেমন:

    • Occasion (not “Ocassion”)

    • Their vs There vs They’re


  • Sentence Rearrangement

    • Jumbled sentences সাজানো – অর্থবোধক paragraph তৈরি করা


  • Cloze Test / Gap Filling

    • Context অনুযায়ী শব্দ বসানো (grammar + vocabulary mix)


  • Reading Comprehension

    • Passage পড়ে প্রশ্নের উত্তর

    • Speed reading + idea understanding দরকার



  • Extra Important for Bank Job

    • Appropriate preposition

    • Right form of verb

    • Narration

    • Voice

    • Articles

    • Vocabulary (Synonym/Antonym/Idiom)


ব্যাংক ইংরেজি বিষয়ের অধ্যয়নের উৎস:


  • Wren & Martin – High School English Grammar & Composition

  • Raymond Murphy – English Grammar in Use (Cambridge)

  • Professor’s English Grammar & Composition – Md. Saifur Rahman / Chowdhury &  Hossain

  • Saifur’s Bank English (Saifur’s Publication)

  • Mentor English for Bank Job & BCS

  • Oracle’s English for Competitive Exams

  • C.P. Publications – English for Bank & BCS

  • Word Power Made Easy – Norman Lewis

  • Barron’s 1100 Words You Need to Know

  • Saifur’s Vocabulary Book

  • Bank Job Question Bank

  • Current Bank Job Solution (Recent Year)

  • BBC Learning English (Online Resource)
    Listening ও comprehension দক্ষতা উন্নত হয়।

  • The Daily Star / Dhaka Tribune Editorial পড়া
    Analytical English উন্নত করতে সাচমৎকার প্রশ্ন!


ব্যাংক ইংরেজি বিষয়ের ভালো করার টিপস:

  • Grammar ভিত্তি শক্ত করো (Foundation First)-Grammar হলো ইংরেজির মেরুদণ্ড।

  • Saifur’s / Wren & Martin / Raymond Murphy এর বই থেকে নিয়ম পড়ে ৫–১০টা করে অনুশীলন করো।

  • Appropriate Preposition & Right Form of Verb অনুশীলন করো এই দুই অংশ থেকে প্রায় ৮–১০ মার্কস আসে।

  • Saifur’s Bank English এর শেষ দিকের প্র্যাকটিসগুলো মুখস্থ না করে, ব্যবহার বুঝে শেখো।

  • প্রতিদিন ১০টি নতুন শব্দ শেখো।

  • একদিনে ৫টি Idiom & Phrase লিখে অর্থসহ মনে রাখো।

  • Example sentence ব্যবহার করো

  • Reading Comprehension অনুশীলন করো

  •  Paragraph পড়ে মূল বক্তব্য খুঁজে বের করো।

  • প্রতিদিন ২৫ মিনিটে ২৫টি MCQ উত্তর দেওয়ার অভ্যাস করো।

  • নিজের ভুলগুলো চিহ্নিত করো (যেমন: verb, tense, article use ইত্যাদি)।

  • প্রতিবার পরীক্ষার আগে সেটি রিভিউ দাও।

  • Writing Skill বাড়াও, ছোট ছোট বাক্য লিখে grammar প্রয়োগ করো ।


ব্যাংক জব প্রলিমিনারি পরীক্ষায় গণিত বিষয়ের গুরুত্বপূর্ণ টপিকসমূহ:


সংখ্যাতত্ত্ব (Number System)

  • ভাগ, ল.সা.গু ও গ.সা.গু

  • ভাগশেষ নির্ণয়

  • মৌলিক সংখ্যা

  • গুণিতক ও গুণনীয়ক

  • ডিজিট প্যাটার্ন (Unit digit, Last two digits)


শতকরা (Percentage)

  • শতকরা 

  • লাভ-ক্ষতি

  • ছাড় ও বিক্রয়মূল্য নির্ণয়


অনুপাত ও সমানুপাত (Ratio & Proportion)

  • মিশ্রণ সমস্যা (Mixture problems)

  • ভাগ-বণ্টন সমস্যা


গড় (Average)

  • সাধারণ গড়

  • ওজনযুক্ত গড় (Weighted Average)


সুদ (Simple & Compound Interest)

  • সরল সুদ

  • চক্রবৃদ্ধি সুদ

  • পার্থক্য নির্ণয় (SI vs CI)


সময় ও কাজ (Time & Work)

  • একা বা যৌথভাবে কাজের গতি

  • পাইপ ও ট্যাংক সমস্যা


সময়, দূরত্ব ও গতি (Time, Speed & Distance)

  • ট্রেন, নৌকা ও স্রোতের সমস্যা

  • আপেক্ষিক গতি


লাভ-ক্ষতি (Profit & Loss)

  • ক্রয়মূল্য, বিক্রয়মূল্য, লাভ শতাংশ


সরল সমীকরণ (Linear Equation)

  • দুটি চলক বিশিষ্ট সমীকরণ

  • একসঙ্গে সমাধান


বীজগণিত (Algebra)

  • সূতক ও সূত্র প্রয়োগ

  • Factorization

  • Quadratic Equation


জ্যামিতি ও পরিমিতি (Geometry & Mensuration)

  • ত্রিভুজ, বৃত্ত, আয়ত, বর্গক্ষেত্র

  • ক্ষেত্রফল ও পরিধি

  • ঘনফল (Volume)


তথ্য বিশ্লেষণ (Data Interpretation - DI)

  • টেবিল, গ্রাফ, পাই চার্ট, বার চার্ট থেকে প্রশ্ন

  • শতকরা, গড়, অনুপাত ব্যবহার


ধারাবাহিক সংখ্যা (Number/Series)

  • সংখ্যা সিরিজ

  • ভুল সিরিজ (Wrong number)

  • পরবর্তী সংখ্যা নির্ণয়


ব্যাংক গণিত বিষয়ের অধ্যয়নের উৎস:

  • Bank Math – Md. Jahirul Islam (Career Publications)

  • Bank Math Shortcut & Tricks – Jahirul Islam / Haque Academy Edition

  • BCS Preliminary Mathematics – M.M. Rahman (Professors Publications)

  • Target Bank Math – Anisul Islam

  • Taj Math Guide (Taj Publications)

  • Quantitative Aptitude for Competitive Examinations” – R.S. Aggarwal

  • Fast Track Objective Arithmetic” – Rajesh Verma

  • Magical Book on Quicker Maths” – M. Tyra 

  • Bank Recruitment Test (Question Bank) – MP3 / Professors / Haque Academy

  • “BSC/Job Solution Mathematics” (Latest Edition)


ব্যাংক গণিত বিষয়ের ভালো করার টিপস:

  • প্রথমে Number System, Percentage, Ratio, Average, Interest, Time & Work, Time &  Distance ইত্যাদি অধ্যায় ভালোভাবে বুঝে নেওয়া

  • কোনো ট্রিক মুখস্থ করার আগে কেন ট্রিক কাজ করে তা বোঝো

  • বই: Bank Math – Jahirul Islam / RS  Aggarwal

  • শর্টকাট ট্রিক শিখো, কিন্তু বুঝে প্রয়োগ করো

  • ব্যাংক পরীক্ষায় সময় কম, তাই শর্ট ট্রিক খুব জরুরি। যেমন:Simple Interest, Compound Interest, Work Rule প্রতিটি ট্রিক শিখে প্র্যাকটিসে প্রয়োগ করতে হবে, শুধু মুখস্থ নয়।


  • সময় ম্যানেজমেন্ট অনুশীলন করতে হবে

  • প্রতিদিন ৩০–৪৫ মিনিট শুধু দ্রুত গণনা (Speed Calculation) অনুশীলন করো।

  • Mental Math / Vedic Math এর কৌশল ব্যবহার করো (যেমন ১১ দিয়ে গুণ, ভাগ ট্রিক ইত্যাদি)।


  • Data Interpretation (DI) অনুশীলন করো

  • ব্যাংক পরীক্ষায় DI অংশ থেকে প্রায় ৪০–৫০% প্রশ্ন আসে।

  • বার চার্ট, টেবিল, পাই চার্ট এইগুলোতে গড়, শতকরা, অনুপাতের ব্যবহার হয়।

  • প্রতিদিন অন্তত ২ সেট DI সমাধান করো।

  • সোনালী, জনতা, রূপালী, বাংলাদেশ ব্যাংক ইত্যাদির বিগত বছরের প্রশ্ন সমাধান করো।

  • দেখবে নির্দিষ্ট কিছু টপিক বারবার ঘুরে ফিরে আসে (যেমন শতকরা, সুদ, অনুপাত)।

  • প্রতিটি মক টেস্ট শেষে ভুল প্রশ্নগুলো আলাদা করে নাও।

  • পরের সপ্তাহে শুধুমাত্র সেই ভুল প্রশ্নগুলো আবার সমাধান করো।

  • ১ দিনে ১০০টা প্রশ্ন না করে, প্রতিদিন ২০–৩০টি কনসেপ্টভিত্তিক প্রশ্ন সমাধান করো।

  • ধারাবাহিক অনুশীলনই সাফল্যের চাবিকাঠি।


  • পরীক্ষার সময়ের কৌশল

  • সহজ প্রশ্ন আগে সমাধান করো, কঠিন প্রশ্ন শেষে রাখো।


ব্যাংক জব প্রলিমিনারি পরীক্ষায় সাধারণ জ্ঞান বিষয়ের গুরুত্বপূর্ণ টপিকসমূহ:


বাংলাদেশ বিষয়াবলি: 

বাংলাদেশ বিষয়াবলির যে বিষয়গুলো অবশ্যই পড়তে হবে। নিম্নে দেওয়া হল: বাংলাদেশের সংবিধান ও সংশোধনীসমূহ ,১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ ও গুরুত্বপূর্ণ তারিখসহ, বাংলাদেশের জাতীয় বিষয়, দিবস, মহাপুরুষ ও পুরস্কারসমূহ, বাংলাদেশের প্রশাসন কাঠামো (রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদ),বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি,বিভাগ,জেলা, উপজেলা। বাংলাদেশের নদ-নদী, খনিজ সম্পদ, অর্থনীতি ও বাজেট সমূহ: সাম্প্রতিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন অনুমোদন, জুলাই অভ্যুত্থান ২০২৪, ড. মুহাম্মদ ইউনূস: শাসনামলের অবদান সমূহ।


আন্তর্জাতিক বিষয়াবলি:  ব্যাংকে নিয়োগে আন্তর্জাতিক বিষয়াবলীর যে বিষয়গুলো অবশ্যই করতে হবে। নিম্নে দেওয়া হল: জাতিসংঘ, অনুক্রমিক সংস্থা (WTO, IMF, WHO, SAARC, OIC NATO), বিশ্ব রাজনীতি, বিভিন্ন দেশের মুদ্রা, বিভিন্ন দেশের সংগঠনের প্রধান ব্যক্তির নাম,আন্তর্জাতিক পুরস্কার (নোবেল, অস্কার, বুকার ২০২৫): গুরুত্বপূর্ণ চুক্তি ও সম্মেলন, আন্তর্জাতিক দিবসসমূহ ।


বিজ্ঞান ও প্রযুক্তি: সাধারণ বিজ্ঞান (ভৌত, রসায়ন, জীববিজ্ঞান) মহাকাশ, গ্রহ-উপগ্রহ, আবিষ্কার ও আবিষ্কারক, তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল বাংলাদেশ, তথ্যপ্রযুক্তিগত সংক্ষিপ্ত রূপ (Wi-Fi, USB, AI ইত্যাদি)।


ইতিহাস ও ঐতিহ্য: প্রাচীন ও মধ্যযুগে বাংলার ইতিহাস, মুসলিম শাসনামল, ব্রিটিশ আমল ও বিদ্রোহ, ভারত বিভাগ, ভাষা আন্দোলন, ১৯৬৯,২০২৪, অর্থনীতি ও বাণিজ্য, মুদ্রানীতি, রাজস্বনীতি, GDP, GNP, মুদ্রাস্ফীতি, বাংলাদেশ ব্যাংক সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য, ব্যাংকিং টার্ম (SME,  IMF LC, ঋণ, সুদহার), 2025-26 বাজেট ও উন্নয়ন পরিকল্পনা ।


ভূগোল ও পরিবেশ: 

  • পৃথিবীর গঠন, আবহাওয়া জলবায়ু, মহাদেশ ও দেশসমূহের জলবায়ু,বিশ্ব পর্বত, নদী, সাগর,পরিবেশ সমস্যা ও জলবায়ু পরিবর্তন।

  • ক্রীড়া: 

  • অলিম্পিক, ফুটবল ও ক্রিকেট বিশ্বকাপ, এশিয়া কাপ,পুরস্কার (ব্যালন ডি’অর, ICC অ্যাওয়ার্ড), বাংলাদেশি খেলোয়াড় ও তাদের সাফল্য‌।

  • সাম্প্রতিক ঘটনা ২০২৫: 

  • আলোচিত যুদ্ধ,সরকারি নিয়োগ সংক্রান্ত তথ্য, অন্তর্বর্তীকালীন সরকারের নতুন আইন, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম,বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি,বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে সর্বশেষ অর্জন,বিবিধ ও মিশ্র বিষয়,সাহিত্য ও সংস্কৃতি,শিল্পকলা পুরস্কার,আবিষ্কার, আবিষ্কারক,জনপ্রিয় ব্যক্তিত্ব।


ব্যাংক নিয়োগে আইসিটি এর গুরুত্বপূর্ণ টপিকসমূহ 

  • ব্যাংক নিয়োগ পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি থেকে নিয়মিতভাবে নানা গুরুত্বপূর্ণ বিষয় থেকে প্রশ্ন আসে। এর মধ্যে প্রথমেই কম্পিউটারের মৌলিক ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

  • কম্পিউটারের প্রজন্ম, ইনপুট, আউটপুট ও স্টোরেজ ডিভাইস, হার্ডওয়্যার ও সফটওয়্যার পার্থক্য, এবং বিভিন্ন ফাইল এক্সটেনশন যেমন .pdf, .docx, .xlsx ইত্যাদি সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা দরকার। অপারেটিং সিস্টেমের মধ্যে উইন্ডোজ, অ্যান্ড্রয়েড ও iOS সম্পর্কে মৌলিক জানাশোনা থাকতে হয়। সিস্টেম সফটওয়্যার কী, অ্যাপ্লিকেশন সফটওয়ার কী, বুটিং প্রসেস বা কম্পিউটার চালু হওয়ার ধাপ, টাস্ক ম্যানেজার বা কন্ট্রোল প্যানেলের কাজ—এসব থেকেও প্রশ্ন আসে। মাইক্রোসফট অফিস আইসিটির সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অংশ। MS Word-এর শর্টকাট কী, ফাইল মেনু ও মেইল মার্জ নিয়ে প্রশ্ন হতে পারে। MS Excel-এ ফর্মুলা যেমন SUM, AVERAGE, চার্ট তৈরি, এবং সেল রেফারেন্স খুবই প্রচলিত প্রশ্নের জায়গা। পাওয়ারপয়েন্টে স্লাইড, অ্যানিমেশন ও শর্টকার্ট সম্পর্কেও জানতে হয়। ইন্টারনেট ও নেটওয়ার্কিং থেকে প্রায়ই প্রশ্ন আসে। যেমন WWW, URL, ব্রাউজার কী, রাউটার, সুইচ ও মডেমের কাজ, IP অ্যাড্রেস, LAN ও WAN-এর পার্থক্য, এমনকি ক্লাউড কম্পিউটিং সম্পর্কেও জানতে হয়। 

  • ডেটা সিকিউরিটির ক্ষেত্রেও প্রশ্ন আসে। ভাইরাস, ম্যালওয়্যার, ফায়ারওয়াল, এনক্রিপশন, ওটিপি এবং অ্যান্টিভাইরাস সফটওয়্যারের ভূমিকা স্মরণীয় বিষয়। সাইবার সুরক্ষা সম্পর্কেও ধারণা থাকা প্রয়োজন। মোবাইল প্রযুক্তির মধ্যে 2G থেকে 5G পর্যন্ত নেটওয়ার্ক, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস, সিম ও আইএমইআই নম্বর সম্পর্কেও প্রশ্ন আসতে পারে। ব্যাংকিং খাতের সঙ্গে ICT-এর যোগসূত্র এখন অনেক গভীর। মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্ম যেমন বিকাশ, নগদ ও রকেট; এটিএম, ডেবিট ও ক্রেডিট কার্ড, কোর ব্যাংকিং সিস্টেম (CBS), এবং আরটিজিএস, বিইএফটিএন বা EFT সম্পর্কে জ্ঞান থাকা দরকার। ইমেইল ব্যবহারের ক্ষেত্রেও পরীক্ষা নেয়া হয়। ইমেইলের অংশ যেমন To, CC, BCC, স্প্যাম ও ফিশিং কী—এসব জানা জরুরি। নিরাপদ পাসওয়ার্ড কেমন হওয়া উচিত, তাও প্রশ্নে আসতে পারে। প্রোগ্রামিংয়ের প্রাথমিক বিষয় যেমন অ্যালগরিদম, ফ্লো-চার্ট, পাইথন, সি বা জাভার নাম, ডেটাবেজ ও SQL-এর ভিত্তিক ধারণা, বাইনারি ও দশমিক সংখ্যা রূপান্তর, ASCII কোড ইত্যাদি থেকেও প্রশ্ন হয়ে থাকে। বর্তমান প্রযুক্তির মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ইন্টারনেট অব থিংস (IoT), ব্লকচেইন, ই-গভর্নেন্স, ডিজিটাল বাংলাদেশ, QR কোড ও NFC এখনকার পরীক্ষায় আলোচিত বিষয়। আইসিটি আইন ও নিরাপত্তা সংক্রান্ত জ্ঞানও জরুরি। আইসিটি আইন ২০০৬, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং ডেটা প্রাইভেসি নিয়ে প্রাথমিক ধারণা রাখতে হবে।


  • বাংলাদেশে আইসিটির অগ্রগতি সম্পর্কে প্রশ্নে আসে। বিটিআরসি, বেসিস, অ্যাকসেস টু ইনফরমেশন বা A2I, হাইটেক পার্ক এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মতো উদাহরণগুলো এখানে গুরুত্বপূর্ণ।


ব্যাংক আইসিটি বিষয়ের অধ্যয়নের উৎস:

  • মৌলিক ICT ধারণা (Basics) কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি–মোফাখখারুল ইসলাম। 

  • কম্পিউটার এন্ড আইসিটি–এ.কে.এম.শামসুদ্দিন।

  • Peter Norton’s Introduction to Computer

  • Oracle Bank Job ICT Guide, MP3

  • General Knowledge প্রকাশনী–ICT চ্যাপ্টার



ব্যাংক গণিত বিষয়ের ভালো করার টিপস:


  • সাধারণ জ্ঞান (GK), কারেন্ট অ্যাফেয়ার্স, গত ৬ মাস থেকে ১ বছরের গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা    পড়ুন, গুরুত্বপূর্ণ দিবস, সম্মেলন, পুরস্কার, অর্থনীতি ও নীতি পরিবর্তন নোট করুন। পত্রিকা ও মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স বই ব্যবহার করুন।

  • বাংলাদেশ বিষয়ক অংশ: সংবিধান, মুক্তিযুদ্ধ, প্রশাসন কাঠামো,বিভাগ, জেলা, নদনদী, জাতীয় দিবস,জাতীয় ব্যক্তিত্ব ও পুরস্কার।

  • আন্তর্জাতিক বিষয়াবলি: UNO, SAARC, OIC, NATO, SCO ইত্যাদি সংগঠন, রাজধানী, মুদ্রা, রাষ্ট্রপ্রধান,আন্তর্জাতিক সংস্থার সদরদপ্তর।

  • ইতিহাস ও ভূগোল,বাংলাদেশ ও বিশ্ব ইতিহাসের প্রধান ঘটনা,ভূপ্রকৃতি, সীমান্ত, মানচিত্র, প্রাচীন সভ্যতা,সাল-পরিসংখ্যান মুখস্থ করুন,প্রশ্ন অনুশীলন,পূর্ববর্তী বছরের ব্যাংক/MCO প্রশ্ন সমাধান,মডেল টেস্ট দিন,ভুল উত্তর আলাদা নোটে লিখুন, 

  • আইসিটি (ICT),বেসিক কম্পিউটার ধারণা,হার্ডওয়্যার ও সফটওয়্যারের ধরন অপারেটিং সিস্টেম (Windows, Linux), ইনপুট-আউটপুট ডিভাইস,RAM, ROM, Cache ইত্যাদি। ইন্টারনেট ও নেটওয়ার্ক, HTTP, FTP, IP, LAN, WAN,ওয়েব ব্রাউজার, সার্ভার, হোস্টিং সাইবার সিকিউরিটি ও ক্লাউড স্টোরেজ,অফিস অ্যাপ্লিকেশন,MS Word, Excel, PowerPoint-এর শর্টকাট,ফাইল এক্সটেনশন: docx, xlsx, pdf, আধুনিক প্রযুক্তি, Artificial Intelligence (AI), BlockChain, IoT, Database ও প্রোগ্রামিংয়ের মৌলিক ধারণা, গুরুত্বপূর্ণ টার্ম ও শর্টকাট Ctrl + C, V, S, P, Alt + Tab,USB, Bluetooth, Mbps, GB/TB, Firewall


ব্যাংক জব লিখিত পরীক্ষার প্রস্তুতি 

ব্যাংকের লিখিত পরীক্ষায় ভালো করতে হলে কয়েকটি নির্দিষ্ট বিষয়ে লক্ষ্যভিত্তিক প্রস্তুতি নিতে হয়। নিচে বিষয়ভাগ, লেখার ধরন, প্রস্তুতির রুটিন ও প্রয়োজনীয় উপকরণসহ সম্পূর্ণভাবে সাজানোভাবে তুলে ধরা হলো সিলেবাসভিত্তিক প্রস্তুতি!


  • বাংলা: বাংলা অংশে ব্যাকরণ, অনুবাদ, সারাংশ, প্রবন্ধ এবং সাহিত্য বিষয়ক তথ্য থেকে প্রশ্ন আসে। সমাস, কারক, সন্ধি, বাগধারা, প্রবাদ-উক্তি এবং কবি-লেখক ও রচনার নাম ভালোভাবে মনে রাখতে হবে। ২০০-৩০০ শব্দের প্রবন্ধ বা সারসংক্ষেপ লেখার অনুশীলন জরুরি।

  • ইংরেজি: ইংরেজি অংশে Grammar, Translation, Essay/Paragraph এবং Comprehension থাকে। Tense, Preposition, Narration ও Voice ভালোভাবে অনুশীলন করতে হবে। ছোট প্রবন্ধ, রিপোর্ট বা অনুচ্ছেদ লেখার চর্চা এখানে গুরুত্বপূর্ণ।

  • গণিত: পার্সেন্টেজ, লাভ-ক্ষতি, সুদ, অনুপাত-সমানুপাত, সময়-গতিবেগ, কাজের হার, গড়, বীজগণিত, সম্ভাবনা ও চার্ট বিশ্লেষণ থেকে বেশি প্রশ্ন হয়। দ্রুত সমাধান ও নির্ভুল হিসাবের অনুশীলন জরুরি।

  • সাধারণ জ্ঞান: বাংলাদেশের সংবিধান, মুক্তিযুদ্ধ, আন্তর্জাতিক সংস্থা, পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি, ইতিহাস, ভূগোল ও সাম্প্রতিক ঘটনাবলি থেকে লিখিত প্রশ্ন আসে। জাতীয় ও আন্তর্জাতিক বিষয় সমানভাবে পড়তে হবে।

  • আইসিটি বা কম্পিউটার: অপারেটিং সিস্টেম, MS Word/Excel/PowerPoint, ইন্টারনেট, শর্টকাট কী, সফটওয়্যার-হার্ডওয়্যার ও নেটওয়ার্কিং বেসিক থেকে প্রশ্ন হয়ে থাকে। সাম্প্রতিক প্রযুক্তি সম্পর্কেও সচেতন থাকতে হবে।

  • ব্যাংকিং ও অর্থনীতি: বাংলাদেশ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, সুদনীতি, মুদ্রানীতি, GDP, বাজেট, L/C, রেমিট্যান্স, অর্থপাচার নিরোধ আইন এবং ব্যাংকিং সেবা সম্পর্কে ধারণা থাকতে হবে।



ব্যাংক জব ফোকাস রাইটি

ব্যাংক নিয়োগ পরীক্ষার লিখিত অংশ, ভাইভা ও দক্ষতামূলক প্রশ্নের জন্য এমনভাবে প্রস্তুতি নেওয়া, যাতে লেখা হয় সংক্ষিপ্ত, প্রাসঙ্গিক ও ব্যাংকিংমুখী। যেসব বিষয়ে লিখিত প্রস্তুতি জরুরি বাংলা ও ইংরেজি মিলিয়ে মূল ফোকাস এরিয়া:  ব্যাংকিং ও অর্থনীতি, সমসাময়িক বাংলাদেশ, ডিজিটাল ও মোবাইল ব্যাংকিং, সামাজিক ও আর্থিক সমস্যা,উন্নয়ন ও কর্মসংস্থান, কর্পোরেট আচরণ ও নীতি।


সম্ভাব্য টপিকসমূহ (বাংলা ও ইংরেজি) :

  • বাংলা অনুচ্ছেদ/রচনা টপিক, বাংলাদেশের ব্যাংকিং খাতের উন্নয়ন, ডিজিটাল ব্যাংকিং-এর চ্যালেঞ্জ ও সম্ভাবনা, মোবাইল ব্যাংকিং সেবা, মুদ্রাস্ফীতি ও ব্যাংকের ভূমিকা, সঞ্চয়ের প্রবণতা ও বিনিয়োগ সংস্কৃতি

  • English Paragraph/Essay Topics: Role of Commercial Banks in Bangladesh, Digital Banking vs Traditional Banking, Importance of Customer Service in Banking, Financial Inclusion in Rural Areas, Impact of Inflation on Banking Sector,


লিখিত ফরম্যাট ও ধরন: 

  • অনুচ্ছেদ / Paragraph (১০০–১২০ শব্দ)- শুরু: টপিক বাক্য, মাঝখান: ২–৩টি সহায়ক বাক্য, শেষ: উপসংহার, 

  • রচনা / Essay (২০০–৩০০ শব্দ)- Introduction,Body (২ অনুচ্ছেদ),Conclusion,

  • আবেদনপত্র / রিপোর্ট / চিঠি- উদাহরণ: Internship Application in a Bank, Complaint Letter on ATM Issue,Report on Loan Disbursement,ব্যাংকিং সংক্রান্ত আবেদন ও চিঠি, ব্যাকরণভিত্তিক ফোকাস প্র্যাকটিস, Synonym–Antonym (Banking related), Active–Passive,Tense ব্যবহার, Preposition (interest on, deposit in, loan to)Translation (বাংলা ↔ ইংরেজি)।

  • কার্যকর টিপস:  সংক্ষিপ্ত ও প্রাসঙ্গিক লেখা, তথ্যভিত্তিক উপস্থাপন,সহজ ও সুন্দর বাক্যগঠন, ব্যাংকিং টার্ম ব্যবহার, ভূমিকা–মূল বক্তব্য–উপসংহার,১০–১৫ মিনিটে লেখার অনুশীলন।


ব্যাংক জব আর্গুমেন্ট রাইটিং? 


ব্যাংক জব নিয়ে Argument Writing-এর জন্য নিচে একটি সুন্দর গঠনসহ অনুচ্ছেদ দেওয়া হলো- 

  • চাকরির স্থায়িত্ব ও নিরাপত্তা,ব্যাংক চাকরি সরকারি না হলেও অধিকাংশ ক্ষেত্রে দীর্ঘমেয়াদি ও নিরাপদ।

  • নিয়মিত বেতন,প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ইত্যাদি সুবিধা থাকে।

  • সম্মানজনক পেশা,সমাজে ব্যাংক কর্মীদের মর্যাদা ও অবস্থান দৃঢ়। পরিবার ও সামাজিক পরিসরে এটিকে একটি প্রফেশনাল ও গ্রহণযোগ্য ক্যারিয়ার ধরা হয়।

  • আকর্ষণীয় বেতন কাঠামো,সরকারি ব্যাংকেই শুধু নয়,বেসরকারি ব্যাংকগুলোতেও শুরু থেকেই ভালো স্যালারি,ইনসেন্টিভ ও প্রমোশনাল সুযোগ পাওয়া যায়।

  • ক্যারিয়ার গ্রোথ,ধাপে ধাপে পদোন্নতির সুযোগ থাকে। দক্ষতা ও কর্মদক্ষতার ভিত্তিতে উচ্চপদে উন্নীত হওয়া যায়।

  • জেন্ডার ফ্রেন্ডলি ও কর্পোরেট কালচার,নারী-পুরুষ উভয়ের জন্য নিরাপদ ও পেশাদার পরিবেশ থাকে, যা অন্য অনেক চাকরিতে পাওয়া যায় না।

  • প্রতিযোগিতা তীব্র ব্যাংক চাকরিতে প্রবেশের জন্য পরীক্ষায় প্রতিযোগিতা অনেক বেশি। প্রস্তুতি ছাড়া টিকে থাকা কঠিন।

  • টার্গেট প্রেসার (বিশেষ করে প্রাইভেট ব্যাংকে), ডিপোজিট,লোন ও গ্রাহকসংখ্যা বাড়ানোর লক্ষ্য পূরণ না হলে মানসিক চাপ তৈরি হয়।

  • দীর্ঘ সময় কর্মস্থলে থাকতে হয়,অফিস সময় প্রায়শই রাত পর্যন্ত বেড়ে যায়,বিশেষ করে মাসের শেষ,অডিট কিংবা টার্গেট পিরিয়ডে।

  • পোস্টিং ও ট্রান্সফারের ঝামেলা,যেকোন জেলায় পোস্টিং হতে পারে। পরিবার থেকে দূরে থাকতে হয় অনেক সময়।

  • গ্রাহক সেবায় চাপ,রেগে যাওয়া কাস্টমার,ফান্ড ম্যানেজমেন্ট ও কমপ্লায়েন্স ইস্যু সামলাতে গিয়ে অনেকের মানসিক চাপে পড়তে হয়।

  • ব্যাংক জব একদিকে যেমন সম্মানজনক ও ক্যারিয়ার গঠনমূলক,অন্যদিকে প্রতিযোগিতা, টার্গেট এবং সময়চাপ যুক্ত।

  • যার ধৈর্য,অধ্যবসায় ও যোগাযোগ দক্ষতা ভালো—তার জন্য এটি একটি সম্ভাবনাময় ক্যারিয়ার। তবে প্রস্তুতি ও মানসিক দৃঢ়তা ছাড়া ব্যাংক জবে সফল হওয়া কঠিন।


ব্যাংক জব ভাইভা পরীক্ষার প্রস্তুতি 

ব্যাংক ভাইভা প্রস্তুতির জন্য নিম্নের বিষয়গুলো অবশ্যই জানতে হবে: 

  • নিজের পরিচয় প্রস্তুতি,নাম,স্থায়ী ঠিকানা,বর্তমান অবস্থান,শিক্ষাগত যোগ্যতা পরিবারিক সংক্ষিপ্ত পরিচয়,ক্যারিয়ার লক্ষ্য,বাংলা ও ইংরেজি দুইভাবে বলার প্রস্তুতি নিতে হবে।

  • শিক্ষাগত ব্যাকগ্রাউন্ডভিত্তিক প্রশ্ন, বিষয় কেন বেছে নিয়েছেন, প্রিয় সাবজেক্ট কোনটি, ফলাফল সম্পর্কে প্রশ্ন, ভবিষ্যৎ পরিকল্পনা, ব্যাংকিং ও অর্থনীতি সম্পর্কিত প্রশ্ন,বাংলাদেশে ব্যাংকের ধরন, বাংলাদেশ ব্যাংকের প্রধান কাজ, সুদহার, রেমিট্যান্স, মুদ্রাস্ফীতি,GDP, বাজেট, মুদ্রানীতি

  • ডিপোজিট,সেভিংস,কারেন্ট,FDR একাউন্ট সম্পর্কে তথ্য জানা।

  • সাম্প্রতিক ঘটনা ,জাতীয় অর্থনৈতিক ঘটনা, বাজেট ও ব্যাংক নীতি,IMF, ADB, World Bank–সংক্রান্ত তথ্য।

  • আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর,ব্যক্তিগত ও চাকরি সম্পর্কিত প্রশ্ন,ব্যাংকে কাজ করতে চান কেন?

  • নিজেকে উপযুক্ত কেন মনে করেন,চাপের কাজে মানিয়ে নেওয়ার দক্ষতা,ভবিষ্যৎ করণীয় (জব না পেলে কী করবেন)।

  • ICT ও ব্যাংকিং টেকনোলজি, MS Word, Excel, PowerPoint, ই-মেইল ব্যবহার, অনলাইন ব্যাংকিং, Core Banking System।

  • পোশাক ও বডি ল্যাঙ্গুয়েজ,ফরমাল ড্রেস (ছেলে-মেয়ে অনুযায়ী),চোখে চোখ রেখে কথা বলা

  • ভদ্রতা ও আত্মবিশ্বাস,অভিবাদন ও ভঙ্গিমা।

  • সাধারণ জ্ঞান থেকে সম্ভাব্য প্রশ্ন, মুক্তিযুদ্ধ,সংবিধান,জাতীয় দিবস UN, SAARC, WTO, BIMSTEC,ইতিহাস, সাহিত্য ও সংস্কৃতি প্রশ্নের উত্তর দেওয়ার কৌশল,সংক্ষিপ্ত এবং পরিষ্কার উত্তর,না জানলে বিনয়ের সাথে বলা: I’m not sure,মিথ্যা তথ্য বলা যাবে না,আত্মবিশ্বাস বজায় রাখা।

  • অনুশীলন/মক প্র্যাকটিস,আয়নার সামনে প্র্যাকটিস,বন্ধু/পরিবার দিয়ে প্রশ্ন করানো,উত্তর লিখে অনুশীলন,রেকর্ড করে দেখে ভুল সংশোধন।


ব্যাংক জব ভাইভা পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র

  • ব্যাংক জব ভাইভা বোর্ডে সাধারণত নিচের কাগজপত্রগুলো সঙ্গে নিতে হয়।

  • ইন্টারভিউ অ্যাডমিট কার্ড (প্রিন্ট কপি)– ব্যাংক বা নিয়োগ কর্তৃপক্ষ যে কল লেটার দিয়েছে।

  • অনলাইন আবেদনপত্রের প্রিন্ট কপি (যদি চাওয়া হয়),অনেক সময় Application Summary/Tracking Page লাগতে পারে।

  • এসএসসি/দাখিল/সমমানের সার্টিফিকেট ও মার্কশিট,আসল ও ফটোকপি দুটোই।   এইচএসসি/আলিম/সমমানের সার্টিফিকেট ও মার্কশিট,স্নাতক (Bachelor) সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট,স্নাতকোত্তর  (Masters) সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট (যদি থাকে),জাতীয় পরিচয়পত্র (NID) / স্মার্টকার্ড–মূল কপি ও ফটোকপি,

  • জন্ম নিবন্ধন সনদ (যদি NID না থাকে),

  • নাগরিকত্ব/চরিত্র সনদ– অনেক ব্যাংক পুলিশ ভেরিফিকেশন বা চারিত্রিক সনদ চায়,ছবিসহ জীবনবৃত্তান্ত (CV / Resume)১-২ কপি প্রিন্ট কপি,সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি

  • ২-৪ কপি (ব্যাকগ্রাউন্ড সাধারণত সাদা/আকাশী)।

  • অভিজ্ঞতার সনদ (যদি পূর্বে চাকরির অভিজ্ঞতা থাকে), প্রশিক্ষণ/কম্পিউটার/IELTS/অন্যান্য কোর্স সার্টিফিকেট – ভেরিফাই করা কপি থাকলে ভালো।

  • কোটা সম্পর্কিত প্রয়োজনীয় কাগজ যদি কোটা থাকে (যেমনঃ মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, উপজাতি ইত্যাদি), মুক্তিযোদ্ধা সনদ যদি থাকে,সনদ যাচাই পত্রসম্পর্ক সনদ,প্রতিবন্ধী প্রার্থীদের সনদ যদি থাকে, পিতা-মাতা/অভিভাবকের NID ফটোকপি (কিছু ক্ষেত্রে প্রয়োজন হয়),ব্যাংকের চাহিদা অনুযায়ী অতিরিক্ত কাগজপত্র,(যেমন পোস্ট অফিস সনদ, হলফনামা ইত্যাদি)।

  • প্রতিটি কাগজের ফটোকপি আলাদা ফাইলে রাখুন।

  • আসলগুলো আরেকটি ফোল্ডারে রাখুন।

  • সব কাগজের নাম আলাদা করে লিখে একটি চেকলিস্ট করেও রাখলে ভালো হবে।


ব্যাংক জব ভাইভা প্রয়োজনীয় বই

ব্যাংক চাকরির ভাইভা (সাক্ষাৎ ইন্টারভিউ) পরীক্ষার জন্য কিছু বই ও প্রস্তুতি উপকরণ নিচে দেওয়া হলো:

  • Professor's Viva For Bank Job

  • Bank GK Plus (Preliminary, Written, Viva)

  • বিভিন্ন প্রকাশনায় ব্যাংক পরীক্ষা: ভাইভা ক্যাটাগরিতে অন্য অনেক বই রয়েছে যা ভাইভা-পর্বের জন্য উপকারী। 

  • ভাইভায় সাধারণত ব্যাংকিং, অর্থনীতি, সাম্প্রতিক সংবাদ, অভিজ্ঞতা-ভিত্তিক প্রশ্ন পাওয়া যায়; এই বইগুলো সেই দিক বিবেচনায় করে সাজানো।


  • পূর্ববর্তী ভাইভা প্রশ্ন ও সেট দিয়ায় আপনি কি ধরণের প্রশ্ন আসতে পারে তা ধারণা পাবেন।

  • একাধিক বিভাগ অফিসার ক্যাশ, সাধারণ সেলেকশন) বিবেচনায় নিয়ে প্রস্তুতি দেওয়া হয়েছে। প্রস্তুতির জন্য টিপস,বইয়ের প্রশ্নগুলো শুধু পড়বেন না—এদের উত্তর নিজে নিজে লিখে দেখুন। ব্যাংকিং ও অর্থনীতি-সংক্রান্ত সাম্প্রতিক ঘটনাবলী, নিয়মনীতি, রপ্তানি- আমদানি, ব্যাংকিং প্রযুক্তি (যেমন ডিজিটাল ব্যাংকিং) এগুলো আপ-টু-ডেট রাখুন। ভাইভা-মুখোমুখি গেলে নিজের আত্মবিশ্বাস ও সংক্ষিপ্ত উত্তর দেওয়ার দক্ষতা থাকাও জরুরি। লেখা ও ভাষাগত সক্ষমতা ভালো রাখুন—বাংলা ও ইংরেজিতে উপযুক্ত শব্দচয়ন জরুরি।


ব্যাংক জব প্রস্তুতি নিয়ে সচরাচর জিজ্ঞাসাকৃত কিছু প্রশ্নের উত্তর:


প্রশ্ন: ব্যাংকে চাকরির বেতন কত? 

উত্তর:ব্যাংক চাকরির প্রারম্ভিক বেতন সাধারণত ২৮,০০০ থেকে ৪০,০০০ টাকা, আর অভিজ্ঞতা ও পদভেদে 

এটি ১ লাখ টাকার বেশি পর্যন্ত হয়।


প্রশ্ন:ব্যাংকে চাকরির জন্য কোন বিষয় ভালো? 

উত্তর: ব্যাংকে চাকরির জন্য সবচেয়ে ভালো বিষয় — Accounting & Finance, Economics, BBA/MBA, Mathematics, Statistics এবং Computer Science। এই বিষয়গুলোতে পড়লে ব্যাংক পরীক্ষায় ভালো করা ও ক্যারিয়ার গঠনের সম্ভাবনা সবচেয়ে বেশি।


প্রশ্ন : ব্যাংকে কোন কোন পদ থাকে? 

উত্তর: ব্যাংকে পদগুলো মূলত শিক্ষনবিশ → কর্মকর্তা → ম্যানেজার → সিনিয়র ম্যানেজার → টপ লেভেল 

হিসেবে সাজানো থাকে।


প্রশ্ন:বেসরকারি ব্যাংকে চাকরির  বয়সসীমা কত?

উওর: শিক্ষানবিশ ব্যাংক কর্মকর্তা: সর্বোচ্চ ৩২ বছর

সিনিয়র/মিড লেভেল: ৩৫–৪৫ বছর।










Leave A Reply

Already have an account ? Sign in to leave a reply

Comments

Top Categories

BCS

16

Bank

1

Primary

8

NTRCA

5

Digital Marketing

4

Graphic design

2

Technology

1

More Blogs

Bank

ব্যাংক জব প্রস্তুতি যেভাবে শুরু করবেন। এক্সপার্ট গাইড লাইন

Biddabari |

05 November 2025

ব্যাংক জব প্রস্তুতি যেভাবে শুরু করবেন। এক্সপার্ট গাইড লাইন

BCS

বিসিএস ক্যাডার চয়েস লিস্ট যেভাবে সাজাবেন | ক্যাডার কোড সহ

Biddabari |

24 September 2025

বিসিএস ক্যাডার চয়েস লিস্ট যেভাবে সাজাবেন | ক্যাডার কোড সহ

Primary

প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি যেভাবে শুরু করবেন

Biddabari |

18 September 2025

প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি যেভাবে শুরু করবেন

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই