আপডেট:
08 September 2025

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি যেভাবে শুরু করবেন - এক্সপার্ট টিপস

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি যেভাবে শুরু করবেন - এক্সপার্ট টিপস


দেশের শিক্ষাব্যবস্থার মূল ভিত্তি হচ্ছে প্রাথমিক শিক্ষা। এই স্তর থেকেই কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা শুরু হয় যেখানে তাদের নৈতিকতা, মূল্যবোধ এবং সামাজিকীকরণ শেখানো হয়, যা তাদের ভবিষ্যতের জন্য একটি মজবুত ভিত্তি তৈরি করে। আর যেটি করতে সহযোগিতা করেন একজন প্রাথমিক শিক্ষক। 

আর বর্তমানে কোটা ব্যবস্থা উঠে যাওয়ায় দেশ সেরা মেধাবী শিক্ষার্থীরা প্রাইমারির শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করছে। ফলে পূর্বের তুলনায় প্রতিযোগিতা বৃদ্ধি পেয়েছে অনেক গুণ। 

শুধু MCQ টাইপ লিখিত পরীক্ষা এবং ভাইভা/মৌখিক পরীক্ষা দিয়েই উত্তীর্ণ হওয়ার সুবিধা, নিজ এলাকায় পদায়ন, এবং তুলনামূলক কম কর্মঘণ্টা হওয়া এই জনপ্রিয়তাও বৃদ্ধি পাচ্ছে দিন দিন। 

সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা-২০২৫ প্রকাশিত হওয়ার পরপরই প্রাইমারির প্রধান শিক্ষক পদে নিয়োগের লক্ষ্যে বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে। এছাড়াও খুব শীঘ্রই প্রাইমারির সহকারী শিক্ষক নিয়োগের আরও বড় সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে যা আপনার জন্য তৈরি করেছে একটি অপার সম্ভাবনা।  

আর এই নিয়োগে উত্তীর্ণ হতে হলে নিতে হবে একটি সঠিক প্রস্তুতি। চলুন জেনে নেই কীভাবে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি নিলে খুব সহজেই উত্তীর্ণ হওয়া যায় তার আদ্যোপান্ত। 

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি যেভাবে শুরু করবেন:

  • কমপক্ষে ৬ মাস সময় হাতে নিয়ে প্রস্তুতি শুরু করতে হবে।

  • প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাস ও বিষয়ভিত্তিক মানবণ্টন সম্পর্কে ভালোমতো জানতে হবে।

  • বিগত সালের প্রশ্নপত্র বিশ্লেষণ করে যে টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসে সেগুলো খুঁজে বের করতে হবে।

  • অধিক প্রশ্ন আসা টিপিগুলো খুব গুরুত্ব সহকারে পড়তে হবে।

  • যে টপিকগুলোতে আপনার দুর্বলতা আছে সেগুলো চিহ্নিত করে সেগুলোতে বেশি সময় দিতে হবে।

  • গুরুত্বপূর্ণ টপিকগুলো জানার পাশাপাশি যেগুলো কম গুরুত্বপূর্ণ সেগুলোও জানতে হবে এবং বাদ দিতে হবে। 

  • অপ্রয়োজনীয় তথ্য পড়ে সময় নষ্ট করা যাবে না, শুধু MCQ পরীক্ষা টার্গেট করেই পড়তে হবে। 

  • পরীক্ষায় ০.২৫-এর নেগেটিভ মার্কিং এড়াতে যে প্রশ্নগুলোর উত্তর আপনি জানেন সেগুলোই উত্তর করবেন। 

  • পরীক্ষায় সরাসরি প্রশ্ন কমন পাওয়ার জন্য বিসিএস, প্রাইমারি, শিক্ষক নিবন্ধন সহ বিগত সরকারি চাকরির দশ বছরের প্রশ্ন ব্যাখ্যা সহ পড়তে হবে।

  • নিয়মিত পত্রিকা থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সাম্প্রতিক গুরুত্বপূর্ণ তথ্যগুলো দাগিয়ে পড়তে হবে। পাশাপাশি পত্রিকার সম্পাদকীয় পাতা গুরুত্বসহকারে পড়তে হবে।

  • প্রাইমারি নিয়োগ পরীক্ষার বিষয়গুলো ভালোভাবে গুছিয়ে পড়ার জন্য বোর্ড বইয়ের পাশাপাশি যেকোনো একটি ভালো গাইড বই অনুসরণ করতে হবে। এক্ষেত্রে বাজারের বহুল প্রচলিত বিদ্যাবাড়িরপ্রাইমারি ডাইজেস্ট প্লাস’ বইটি অনুসরণ করা যেতে পারে।

  • সপ্তম-দশম শ্রেণীর বোর্ড বই থেকে বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি, কম্পিউটার, ভূগোল ও পরিবেশের গুরুত্বপূর্ণ তথ্যগুলো ভালোমতো পড়তে হবে।  

  • প্রাথমিক শিক্ষার পদ্ধতি ও পাঠ্যক্রম, প্রাথমিক শিক্ষার বিভিন্ন স্তর ও উদ্দেশ্য, মানসম্মত শিশুশিক্ষা নিশ্চিত করণ সহ শিশু মনোবিজ্ঞান সম্পর্কে ধারণা রাখতে হবে।

  •  পরীক্ষার আগেই পুরো সিলেবাস শেষ করতে হবে এবং পুনরায় রিভিশন করতে হবে।

  •  নিয়মিত পড়াশোনার পাশাপাশি মডেল টেস্ট দেওয়ার মাধ্যমে নিজের প্রস্তুতির মান যাচাই করতে হবে।

  • পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট করার জন্য ঘড়ি ধরে মডেল টেস্ট ও মক টেস্ট পরীক্ষা দিতে হবে।

  • গুরুত্বপূর্ণ তথ্যগুলো শর্টকাট টেকনিকের মাধ্যমে মনে রাখতে হবে।

  • শারীরিক সুস্থতার প্রতি বিশেষ নজর দিতে হবে এবং অতিরিক্ত পড়ার চাপ নিয়ে অসুস্থ হওয়া যাবে না।

প্রথমবারেই একজন প্রাথমিক শিক্ষক হতে চাইলে একজন চাকরি প্রার্থীকে অবশ্যই কোনো একটি মানসম্পন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত থেকে সঠিক একটি গাইডলাইন অনুসরণ করে নিয়মিত পড়াশোনা করা উচিত। এক্ষেত্রে বিদ্যাবাড়িরPrimary Advance Live Batch এ ভর্তি হতে পারেন।

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার খুঁটিনাটি তথ্য:

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার যোগ্যতা:

(ক) প্রাথমিক সহকারী শিক্ষক হওয়ার জন্য যোগ্যতা:


নাগরিকত্ব:

  • প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।


বৈবাহিক অবস্থা:

  • বাংলাদেশের নাগরিক নয় এমন কোন ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ বা প্রতিশ্রুতিবদ্ধ হওয়া যাবে না। 


সর্বোচ্চ বয়সসীমা:

  • প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। 


শিক্ষাগত যোগ্যতা:

  • যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 

  • শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণি অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।


(খ) প্রাথমিক সহকারী শিক্ষক (সঙ্গীত) হওয়ার জন্য যোগ্যতা:


নাগরিকত্ব:

  • প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।


বৈবাহিক অবস্থা:

  • বাংলাদেশের নাগরিক নয় এমন কোন ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ বা প্রতিশ্রুতিবদ্ধ হওয়া যাবে না। 


সর্বোচ্চ বয়সসীমা:

  • প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। 


শিক্ষাগত যোগ্যতা:

  • যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ সঙ্গীত বিষয়ে স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। 

  • অথবা, যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সঙ্গীতে অন্যূন ১ (এক) বৎসরের ডিগ্রি থাকতে হবে। 

  • প্রার্থীর শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণি অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।


(গ) প্রাথমিক সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) হওয়ার জন্য যোগ্যতা:


নাগরিকত্ব:

  • প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।


বৈবাহিক অবস্থা:

  • বাংলাদেশের নাগরিক নয় এমন কোন ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ বা প্রতিশ্রুতিবদ্ধ হওয়া যাবে না। 


সর্বোচ্চ বয়সসীমা:

  • প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর।

 

শিক্ষাগত যোগ্যতা:

  • যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণির ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন (বিপিএড) ডিগ্রি অর্জন করতে হবে। 

  • অথবা, যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞানে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 

  • প্রার্থীর শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণি অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।


(ঘ) প্রাথমিকের প্রধান শিক্ষক হওয়ার জন্য যোগ্যতা:

প্রাথমিকের প্রধান শিক্ষক পদে ৮০% পদোন্নতির মাধ্যমে ২০% সরাসরি নিয়োগের মাধ্যমে নেওয়া হয়ে থাকে। তবে পদোন্নতি যোগ্য প্রার্থী না পাওয়া গেলে সরাসরি নিয়োগের মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হয়ে থাকে। এক্ষেত্রে একজন প্রধান শিক্ষক পদ প্রার্থীর যোগ্যতা হয় নিম্নরূপ:


নাগরিকত্ব:

  • প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।


বৈবাহিক অবস্থা:

  • বাংলাদেশের নাগরিক নয় এমন কোন ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ বা প্রতিশ্রুতিবদ্ধ হওয়া যাবে না। 


সর্বোচ্চ বয়সসীমা:

  • সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর।


পদোন্নতির ক্ষেত্রে যোগ্যতা:

  • সহকারী শিক্ষক / সহকারী শিক্ষক (সঙ্গীত) অথবা, সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) পদে মৌলিক প্রশিক্ষণ ও চাকরি স্থায়ীকরণসহ অন্যূন ১২ (বার) বৎসরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। 


সরাসরি নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা:

  • যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

  • শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ / শ্রেণি অথবা সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না।


প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা পদ্ধতি:

সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫ অনুযায়ী, প্রধান শিক্ষক/সহকারী শিক্ষক/সহকারী শিক্ষক (সঙ্গীত)/সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) পদে নিম্নলিখিত পদ্ধতিতে নিয়োগ প্রদান করা হবে:

  • সরাসরি নিয়োগের মাধ্যমে

  •  পদোন্নতির মাধ্যমে

প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বেশিরভাগ সময় পদোন্নতির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া লক্ষ্য করা যায়। যেখানে ৮০% পদোন্নতির মাধ্যমে ২০% সরাসরি নিয়োগের মাধ্যমে নেওয়া হয়ে থাকে। তবে পদোন্নতি যোগ্য প্রার্থী না পাওয়া গেলে সরাসরি নিয়োগের মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হয়ে থাকে।

সরাসরি নিয়োগের ক্ষেত্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ হতে প্রার্থীকে ৯০ নম্বরের MCQ টাইপ লিখিত পরীক্ষা এবং ১০ নম্বরের ভাইভা/মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। উভয় পরীক্ষার জন্য পাশ নম্বর ৫০% হলেও প্রতিযোগিতায় এগিয়ে থাকতে হলে সর্বোচ্চ নম্বর অর্জন করতে হবে। 

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাস ও মানবণ্টন:


পরীক্ষার ধরণ

পরীক্ষার বিষয়

মোট নম্বর

সর্বনিম্ন পাস নম্বর

সময়






  MCQ টাইপ লিখিত পরীক্ষা

বাংলা

২৫

 






  ৫০%

 

     





৯০ মিনিট

ইংরেজি

২৫

 

গণিত ও দৈনন্দিন বিজ্ঞান

 

২০

 

সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি)

 

২০

 

 

 মৌখিক পরীক্ষা

 

 

১০

   

  ৫০%

 

    -

সর্বমোট

১০০

-

  -



প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার বাংলা প্রস্তুতি:

(ক) বাংলা সাহিত্য অংশের গুরুত্বপূর্ণ টপিকসমূহ:

বাংলা সাহিত্যের প্রাচীন যুগ-

  • যুগের সময়সীমা

  • চর্যাপদ, চর্যাপদ নিয়ে ভাষাবিদদের মন্তব্য, চর্যাপদের রচয়িতা, পদসংখ্যা, প্রকাশকাল, টীকাকার, চর্যাপদের ভাষা

বাংলা সাহিত্যের মধ্যযুগ-

  • যুগের সময়সীমা

  • শ্রীকৃষ্ণকীর্তন কাব্য, জীবনী সাহিত্য, বৈষ্ণব পদাবলি, চণ্ডীদাসের উক্তি, মঙ্গলকাব্য,অনুবাদ সাহিত্য, রোমান্টিক প্রণয়োপাখ্যান, আরাকান রাজসভা, টপ্পা গান, পুঁথি সাহিত্য, কবিগান, রূপকথা, মৈমনসিংহ গীতিকা, লোক সাহিত্য, উপকথা, নাথ সাহিত্য, আরাকান রাজসভা, টপ্পা গান, পুঁথি সাহিত্য, কবিগান, রূপকথা, মৈমনসিংহ গীতিকা, লোক সাহিত্য, উপকথা, নাথ সাহিত্য।

বাংলা সাহিত্যের আধুনিক যুগ-

  • বাংলা গদ্যের উৎপত্তি ও বিকাশ

  • ফোর্ট উইলিয়াম কলেজ

  • উইলিয়াম কেরি

  • রামরাম বসু

  • হিন্দু কলেজ ও ইয়ংবেঙ্গল

  • বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি

  • ঢাকা মুসলিম সাহিত্য সমাজ 

বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য মহাকাব্য ও কাব্যগ্রন্থ-

  • মহাকাব্য:
    রামায়ণ, মহাভারত, মেঘনাদবধ কাব্য, বৃত্রসংহার, মহাশ্মশান, শাহনামা

  • কাব্যগ্রন্থ:
    সাঁঝের মায়া, স্পেন বিজয় কাব্য, ছাড়পত্র, অনিঃশেষ, আমি কিংবদন্তীর কথা বলছি, উত্তরাধিকার, Captive Lady, বিরহ বিলাপ, অগ্নিবীণা, রাখালী, ঝরাপালক মানচিত্র

  •  কবিতা:
    বিদ্রোহী, প্রলয়োল্লাস, সোনার তরী, দুই বিঘা জমি, কবর, আসাদের শার্ট, স্বাধীনতা তুমি, বঙ্গভাষা, বঙ্গবাণী, সোনালী কাবিন, হুলিয়া, একুশে ফেব্রুয়ারি, সাত সাগরের মাঝি

বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য উপন্যাস:
কল্পতরু, আব্দুল্লাহ, একটি কালো মেয়ের কথা, হাঁসুলী বাকের উপকথা, আনোয়ারা, তিতাস একটি নদীর নাম,  উত্তম পুরুষ, প্রদোষে প্রাকৃতজন, বটতলার উপন্যাস, অলীক মানুষ, কালো বরফ, দহনকাল, কন্যাকুমারী,

বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য নাটক:
ভদ্রার্জুন, কুলীনকুলসর্বস্ব, সিরাজউদ্দৌলা, ওরা কদম আলী, সুবচন নির্বাসনে, কালবেলা, মানচিত্র, স্বাধীনতা আমার স্বাধীনতা

বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য গল্প:
ভিখারিনী, হৈমন্তী, পোস্টমাস্টার, নষ্টনীড়, ছুটি, ক্ষুধিত পাষাণ, বাউন্ডেলের আত্মকাহিনী, পদ্মগোখরা, ব্যথার দান, জন্ম যদি তব বঙ্গে, মন্দির, মহেশ, প্রাগৈতিহাসিক, সরীসৃপ, মহাপতঙ্গ, চার ইয়ারী কথা, আয়না, মিলির হাতে স্টেনগান, রসগোল্লা।

ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধবিষয়ক গ্রন্থ ও চলচ্চিত্র:

  • ভাষা আন্দোলনভিত্তিক গ্রন্থ: কবিতা-বর্ণমালা, আমার দুঃখিণী বর্ণমালা, অমর একুশে, স্মৃতিস্তম্ভ, কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি

  • উপন্যাস: আরেক ফাল্গুন, আর্তনাদ

  • নাটক: কবর

  • চলচ্চিত্র: জীবন থেকে নেওয়া, Let there be light

মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ-

  • উপন্যাস- রাইফেল রোটি আওরাত, নিষিদ্ধ লোবান,  জাহান্নম হইতে বিদায়,  আগুনের পরশমণি, জোছনা ও জননীর গল্প, উপমহাদেশ, দেয়াল,  হাঙর নদী গ্রেনেড

  • নাটক: পায়ের আওয়াজ পাওয়া যায়, কী চাহ্ শঙ্খচীল, নরকে লাল গোলাপ, বকুলপুরের স্বাধীনতা,

  • উল্লেখযোগ্য গ্রন্থ: আমি বীরাঙ্গনা বলছি, সেপ্টেম্বর অন যশোর রোড, জন্ম যদি তব বঙ্গে দ্যা লিবারেশন অব বাংলাদেশ  যাপিত জীবন  কালো ঘোড়া কাবিলের বোন

বিখ্যাত কবি-সাহিত্যিকদের উপাধি ও ছদ্মনাম-

  • উপাধি- দৌলত উজির  ভোরের পাখি  সাহিত্য সম্রাট  অপরাজেয় কথাশিল্পী  কবিকঙ্কন  পল্লি কবি  কিশোর কবি  নাগরিক কবি  ব্যাঙাচি  কবিগুরু

  • ছদ্মনাম: বড়ু চণ্ডীদাস  কালকূট  টেকচাঁদ ঠাকুর  গাজী মিয়া  ভানুসিংহ ঠাকুর  বীরবল  নীললোহিত  পরশুরাম  অশোক সৈয়দ

 পত্র-পত্রিকা পরিচিতি-

বেঙ্গল গেজেট, দিগ্দর্শন, সংবাদ প্রভাকর, ঢাকা প্রকাশ, তত্ত্ববোধিনী, শিখা, রংপুর বার্তাবহ, সবুজপত্র, কল্লোল, ধূমকেতু, জ্ঞানান্বেষণ।

আধুনিক যুগের অতি গুরুত্বপূর্ণ কয়েকজন সাহিত্যিক-

  • পিএসসি কর্তৃক নির্ধারিত ১১ জন কবি সাহিত্যিক: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জসীমউদ্দীন, মীর মশাররফ হোসেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দীনবন্ধু মিত্র, ফররুখ আহমদ, কায়কোবাদ, বেগম রোকেয়া।

  • বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব: বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাস, বিষ্ণু দে, সুধীন্দ্রনাথ দত্ত, অমিয় চক্রবর্তী।

  • বাংলা সাহিত্যের অতিগুরুত্বপূর্ণ কিছু কবি সাহিত্যিক: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সৈয়দ শামসুল হক, শামসুর রাহমান, শওকত ওসমান, আখতারুজ্জামান ইলিয়াস, সৈয়দ ওয়ালীউল্লাহ, সেলিনা হোসেন, সৈয়দ মুজতবা আলী।


২০২২ - ২০২৪ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার বাংলা সাহিত্য অংশের প্রশ্ন বিশ্লেষণ:

২০২২ - ২০২৪ সালের প্রশ্ন বিশ্লেষণ (বাংলা সাহিত্য অংশ)

টপিক

২০২২ এর সকল ধাপ

২০২৩-২০২৪ এর সকল ধাপ

গ্রন্থ ও রচয়িতা

৩টি

১১টি

পঙক্তি ও চরণ

৯টি

১টি

প্রাচীন ও মধ্যযুগ

১টি

২টি

প্রবন্ধ বা গল্পের লেখক

১টি

১টি

কবি-সাহিত্যিকদের জন্ম- মৃত্যু

১টি

২টি

পত্র-পত্রিকা

-

-

গ্রন্থের চরিত্র

-

২টি


(খ) বাংলা ব্যাকরণ অংশের গুরুত্বপূর্ণ টপিকসমূহ:

বাংলা ভাষা ও ব্যাকরণ:
ব্যাকরণ গ্রন্থ, সাধু ও চলিত রীতির পার্থক্য, সাধু ও চলিত রীতির শব্দ, ধ্বনিতত্ত্ব, শব্দ বা রূপতত্ত্ব

ধ্বনি ও বর্ণ:
স্পর্শ ধ্বনি, অঘোষ ও ঘোষ ধ্বনি, যুক্তবর্ণ

ধ্বনি পরিবর্তন:
স্বরভক্তি/বিপ্রকর্ষ/মধ্যস্বরাগম, অপিনিহিতি, অসমীকরণ, স্বরসঙ্গতি, ধ্বনি বিপর্যয়, ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জন চ্যুতি

শব্দ ও শব্দ প্রকরণ:
শব্দের উৎসমূলক শ্রেণিবিভাগ, দেশি শব্দ, বিদেশি শব্দ (ফারসি, আরবি, পর্তুগিজ, তুর্কি, গ্রিক, মেক্সিকান), মিশ্র শব্দ, শব্দের গঠনগত শ্রেণিবিভাগ, যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ, যোগরূঢ় শব্দ

সন্ধি:
উদ্দেশ্য, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, নিপাতনে সিদ্ধ সন্ধি, বিশেষ নিয়মে সাধিত সন্ধি

ণত্ব বিধান ও ষত্ব বিধান:
ণত্ব বিধান ব্যবহারের নিয়ম, ণত্ব বিধান প্রযোজ্য নয় কোথায়, স্বভাবতই ‘ণ হয় কোথায়  ষত্ব বিধান ব্যবহারের নিয়ম, ষত্ব বিধান প্রযোজ্য কোথায়, স্বভাবতই ‘ষ’হয় কোথায়

বানান শুদ্ধিকরণ:
ই-কার যুক্ত শব্দ (মন্ত্রিপরিষদ, অগ্নিবীণা, প্রতিযোগিতা), ঈ-কার যুক্ত শব্দ (পিপীলিকা, উদীচী, বাল্মীকি, উন্মীলিত, কৃষিজীবী, ভাগীরথী, গীতাঞ্জলি, সমীচীন, বুদ্ধিজীবী), ঊ-কার যুক্ত শব্দ (ঊর্ণা, শূন্য, মুমূর্ষু, মরুভূমি, শুশ্রূষা, মূর্ধন্য), ব-ফলা যুক্ত শব্দ (উচ্ছ্বাস, উজ্জ্বল, দ্বন্দ্ব, প্রজ্বলিত, শ্বশ্রূ, শ্বশুর, সরস্বতী, পক্ব, স্বায়ত্ত), বিসর্গ (ইতঃপূর্ব, মনঃকষ্ট, শিরঃপীড়া), সন্ধি ঘটিত বানান শুদ্ধি, সংযুক্ত বর্ণঘটিত ভুল, সমাসঘটিত অশুদ্ধি।

বাক্য শুদ্ধিকরণ:
বিশেষ্যের বিশেষণ রূপে ব্যবহার, বচনঘটিত শুদ্ধিকরণ, লিঙ্গঘটিত শুদ্ধিকরণ, কি ও কী সমস্যা।

পদ প্রকরণ থেকে গুরুত্বপূর্ণ:
বিশেষ্য পদ, বিশেষণ পদ, অব্যয় পদ (অনন্বয়ী, অনুসর্গ, অনুকার/ ধ্বন্যাত্মক), ক্রিয়া পদ।

উপসর্গ:
বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ, বিদেশি উপসর্গ (ফারসি, ইংরেজি, আরবি), অনুসর্গ।

প্রকৃতি ও প্রত্যয়:
কৃৎ প্রত্যয় তদ্ধিত প্রত্যয়, বিশেষ নিয়ম, নিপাতনে সিদ্ধ, কৃদন্ত বিশেষণ গঠনে কতিপয় কৃৎ প্রত্যয়।

সমাস:
দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, অব্যয়ীভাব সমাস, দ্বিগু সমাস, প্রাদি, নিত্য, অলুক সমাস।

কারক ও বিভক্তি:
কারকের প্রকারভেদ, কর্তৃকারক, কর্মকারক, সম্প্রদান কারক, করণ কারক, অপাদান কারক  অধিকরণ কারক, বিভক্তির প্রকারভেদ।

বাক্য প্রকরণ:
বাক্যের গুণ (আকাঙ্ক্ষা, আসত্তি, যোগ্যতা), বাক্যের গঠনগত শ্রেণিবিভাগ, বাক্য রূপান্তর

দ্বিরুক্ত শব্দ:
শব্দের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি, অব্যয়ের দ্বিরুক্তি, ধ্বন্যাত্মক দ্বিরুক্তি

সংখ্যাবাচক শব্দ:
প্রকারভেদ, পরিমাণ বা গণনাবাচক শব্দ, ক্রমবাচক বা পূরণবাচক শব্দ, তারিখবাচক শব্দ

লিঙ্গ প্রকরণ:
পুং লিঙ্গ, স্ত্রী লিঙ্গ, ক্লীবলিঙ্গ, উভয়লিঙ্গ

বাচ্য পরিবর্তন:
কর্তৃবাচ্য, কর্মবাচ্য, কর্মকর্তৃবাচ্য

যতি বা ছেদ চিহ্ন:
যতি চিহ্নের  প্রবর্তক, কমা বা পাদচ্ছেদ, সেমিকোলন, কোলন, ইলেক বা লোপ চিহ্ন

সমার্থক শব্দ (গুরুত্বপূর্ণ):
অগ্নি, আকাশ, কন্যা, কোকিল, কিরণ, চাঁদ, চোখ, ঢেউ, নদী, পর্বত, পৃথিবী, বাতাস ময়ূর,সূর্য

বিপরীত শব্দ(গুরুত্বপূর্ণ):
দোষী, আবিল, হরণ, অনুজ, সঞ্চয়, স্থাবর, অধিত্যকা, অর্বাচীন, ঊষর, ঐহিক, ক্ষয়িষ্ণু আকুঞ্চন, ক্ষীয়মাণ, গরল, তামসিক, তিমির, নশ্বর, বিদ্বান, খাতক, জরা।  

বাক্য সংকোচন/এক কথায় প্রকাশ(গুরুত্বপূর্ণ):
অক্ষি বা চক্ষু সংক্রান্ত, জয়ন্তী সংক্রান্ত, বিভিন্ন রকম ইচ্ছা সংক্রান্ত

বিভিন্ন রকম ডাক, বিভিন্ন রকম ধ্বনি, নারী বিষয়ক, পুরুষ বিষয়ক, দিন-রাত্রি ও সময় সংক্রান্ত, ব্যক্তি সংক্রান্ত, উপকার ও অপকার সংক্রান্ত, নেতিবাচক সংক্রান্ত, যোগ্য সংক্রান্ত ও বিবিধ বাক্য সংকোচন

বাগধারা:
বিদ্যাবাড়িরপ্রাইমারি ডাইজেস্ট প্লাস বই থেকে গুরুত্বপূর্ণ বাগধারার উদাহরণ

পারিভাষিক শব্দ(গুরুত্বপূর্ণ):
Aboriginal, Anonymous, Attested, Autonomous, Blue Print, Book Post, Custom, Deadlock, Epicurism, Etiquette, Gazette, Remittance, Referendum, Syntax, Subsidiary, Thesis, Tariff, Viva-Voce ইত্যাদি।

অনুবাদ:
বিদ্যাবাড়িরপ্রাইমারি ডাইজেস্ট প্লাস বই থেকে গুরুত্বপূর্ণ অনুবাদের উদাহরণ।

২০২২ - ২০২৪ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার বাংলা ব্যাকরণ অংশের প্রশ্ন বিশ্লেষণ:

২০২২ - ২০২৪ সালের প্রশ্ন বিশ্লেষণ (বাংলা ব্যকরণ অংশ)

টপিক

২০২২ এর সকল ধাপ

২০২৩-২০২৪ এর সকল ধাপ

ভাষা, ব্যাকরণ ও লিপি

৫টি

-

বানান শুদ্ধিকরণ

৫টি

১টি

বাক্য শুদ্ধিকরণ

২টি

-

এককথায় প্রকাশ

১টি

৩টি

বাগধারা ও প্রবাদ

৩টি

১টি

সমাস

৩টি

৩টি

সন্ধি

২টি

২টি

উপসর্গ

-

৩টি

কারক ও বিভক্তি

২টি

৪টি

সমার্থক শব্দ ও প্রতিশব্দ

-

২টি

শব্দার্থ

৪টি

২টি

শব্দের শ্রেণিবিভাগ

৪টি

২টি

বিপরীতার্থক শব্দ

১টি

৩টি

বিভিন্ন প্রকার শব্দ

-

৩টি

ধ্বনি ও বর্ণ

২টি

৪টি

বিরাম বা যতি চিহ্ন

-

২টি

প্রকৃতি ও প্রত্যয়

৩টি

-

পদ প্রকরণ

৪টি

-

পারিভাষিক শব্দ

২টি

১টি


প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতির জন্য বাংলা বুক লিস্ট:

  • বাংলা ব্যাকরণ অংশের জন্য ৯ম-১০ম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্র বোর্ড বই।

  • বাংলা সাহিত্যের অংশের জন্য (বিশেষত কবি ও সাহিত্যিকদের সম্পর্কে জানতে) ৯ম-১০ম শ্রেণির বাংলা সাহিত্য বোর্ড বই।

  • লাল নীল দীপাবলি – হুমায়ুন আজাদ

  • বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর/ শীকর বাংলা ভাষা ও সাহিত্য-মোহসীনা নাজিলা/বাংলা সাহিত্যের ইতিহাস (প্রাচীন, মধ্য ও আধুনিক যুগ)-মাহবুবুল আলম

  • বিদ্যাবাড়িরপ্রাইমারি ডাইজেস্ট প্লাস বই। 

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাংলা বিষয়ে ভালো করার কার্যকরী কিছু টিপস:

  • নবম-দশম শ্রেণির বোর্ড বই থেকে বাংলা ব্যাকরণের যে টপিকগুলো অধিক গুরুত্বপূর্ণ এবং বেশি প্রশ্ন আসে সে টপিকগুলো পড়তে হবে।

  • সাহিত্যে অংশে প্রাচীন, মধ্যযুগ ও আধুনিক যুগের গুরুত্বপূর্ণ টপিক সমূহ (যেমন-চর্যাপদ, মঙ্গলকাব্য, শ্রীকৃষ্ণকীর্তন, জীবনী সাহিত্য, বৈষ্ণব পদাবলি, চণ্ডীদাসের উক্তি, মঙ্গলকাব্য, অনুবাদ সাহিত্য, রোমান্টিক প্রণয়োপাখ্যান, আরাকান রাজসভা, টপ্পা গান, পুঁথি সাহিত্য, কবিগান, রূপকথা, মৈমনসিংহ গীতিকা, লোকসাহিত্য, উপকথা, নাথ সাহিত্য, আরাকান রাজসভা, টপ্পা গান, পুঁথি সাহিত্য, কবিগান, রূপকথা, মৈমনসিংহ গীতিকা, লোক সাহিত্য, উপকথা, নাথ সাহিত্য, বাংলা গদ্যের উৎপত্তি ও বিকাশ, ফোর্ট উইলিয়াম কলেজ, উইলিয়াম কেরি, রামরাম বসু, হিন্দু কলেজ ও ইয়ংবেঙ্গল, বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি, ঢাকা মুসলিম সাহিত্য সমাজ ইত্যাদি গুরুত্বসহকারে পড়ুন)।

  • পাশাপাশি এদের সাথে সম্পর্কিত কবি ও লেখক যেমন- লুইপা (চর্যাপদের প্রথম পদটি তার লেখা এবং আদি কবি হিসেবে পরিচিত), কাহ্নপা, সরহ পা (সরহপাদ বা রাহুলভদ্র নামেও পরিচিতি ), শবরপা, ডোম্বীপা( ত্রিপুরা বা মগধের রাজা), ভুসুকুপা, কুক্কুরীপা (চর্যার একমাত্র মহিলা কবি), বড়ু চণ্ডীদাস (বৈষ্ণব পদাবলীর অন্যতম কবি), বিদ্যাপতি, কৃত্তিবাস ওঝা (রামায়ণের অনুবাদক), শাহ মুহম্মদ সগীর (বাঙালি মুসলিম কবিদের মধ্যে প্রাচীনতম), আলাওল, মুকুন্দরাম চক্রবর্তী (চণ্ডীমঙ্গল রচয়িতা), মালাধর বসু (শ্রীকৃষ্ণবিজয় রচয়িতা),কোরেশী মাগন ঠাকুর, ভারতচন্দ্র রায়(মঙ্গলকাব্যের শেষ কবি), দ্বিজ কানাই (মনসামঙ্গল কাব্য রচয়িতা), বিজয়গুপ্ত (পদ্মাপুরাণ রচয়িতা), দৌলত উজির বাহরাম খান (জঙ্গনামা রচয়িতা) প্রমুখ এবং তাদের সাহিত্যকর্ম সম্পর্কে জানুন।

  • পিএসসির নির্ধারিত ১১ জন কবি ও সাহিত্যিকদের জীবনী সহ তাদের সৃষ্টিকর্ম সম্পর্কে পড়ুন।

  • আধুনিক যুগে ঈশ্বরচন্দ্র গুপ্ত, উইলিয়াম কেরি, রাজা রামমোহন রায়, হরপ্রসাদ শাস্ত্রী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন, ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়, প্যারীচাঁদ মিত্র, বিহারীলাল চক্রবর্তী, মীর মশাররফ হোসেন, প্রমথ চৌধুরী, জসীমউদ্দিন, ড. মুহম্মদ শহীদুল্লাহ্, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সুনীল গঙ্গোপাধ্যায়, জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্ত, বিষ্ণু দে, অমিয় চক্রবর্তী, আলাউদ্দিন আল আজাদ, বেগম রোকেয়া, সুফিয়া কামাল, সৈয়দ মুজতবা আলী, আখতারুজ্জামান ইলিয়াস, ফররুখ আহমদ, সৈয়দ ওয়ালীউল্লাহ, মুনীর চৌধুরী, ইসমাইল হোসেন সিরাজী, জহির রায়হান, রাবেয়া খাতুন, আহমদ শরীফ, দীনেশচন্দ্র সেন, সেলিম আল দীন, নূরুল মোমেন, শওকত ওসমান, কায়কোবাদ, আবু জাফর ওবায়দুল্লাহ, নির্মলেন্দু গুণ, হুমায়ুন আজাদ, সৈয়দ শামসুল হক, মুহম্মদ আব্দুল হাই,শামসুর রাহমান, আবুল হাসান, শহীদুল জহির, আবুল ফজল ইত্যাদি বিখ্যাত কবি ও সাহিত্যিকদের উল্লেখযোগ্য সাহিত্যকর্ম সম্পর্কে জানুন।

  • ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ বিষয়ক সকল গ্রন্থ, উপন্যাস ও চলচ্চিত্র সম্পর্কে পড়ে ফেলুন।

  • পত্র-পত্রিকার নাম, প্রকাশকাল ও সম্পাদক ইত্যাদি সম্পর্কে জানুন।

  • কবি সাহিত্যিকদের উপাধি ও ছদ্মনাম সম্পর্কে জানুন।

  • বিসিএস, প্রাইমারি, নন-ক্যাডার, শিক্ষক নিবন্ধন সহ বিগত সরকারি চাকরির বাংলা সাহিত্য অংশের প্রশ্নগুলো গুরুত্বের সাথে সমাধান করুন।

  • প্রাইমারির বাংলা বিষয়ের প্রস্তুতির জন্য বোর্ড বইয়ের পাশাপাশি ভালো একটি গাইডবই অনুসরণ করুন। এক্ষেত্রে বাজারের বহুল প্রচলিত বিদ্যাবাড়িরপ্রাইমারি ডাইজেস্ট প্লাস বইটি অনুসরণ করতে পারেন। 


প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ইংরেজি প্রস্তুতি:

(ক) English Grammar অংশের গুরুত্বপূর্ণ টপিকসমূহ:

Noun:
Noun এর প্রকারভেদ, Uses of Noun (Proper, Common, Collective, Material, Abstract),সংখ্যাগত দিক দিয়ে Noun এর প্রকারভেদ (Countable, Uncountable) এবং এর গুরুত্বপূর্ণ উদাহরণ, Identification of Noun, Noun নিয়ে বিগত বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ MCQ।

Article:
A and An এর Basic Rules, কখন ‍A বা An বসে না(Omission of A and An), Definite Article ‘The‘ এর ব্যবহার,  Article নিয়ে বিগত সরকারি চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ MCQ।

Determiner: 
Countable & Uncountable Noun  এর পূর্বে Determiner এর ব্যবহার, Few, a few, The few, These, Those, Both, Several, Many, Two, Three, This, That, One, a little, The little, Much, Less, Very little, Very few, too much/too many, a lot of/lots of Each, Every, Either, Neither, Some এর ব্যবহার, Determiner দিয়ে Parts of Speech নির্ণয়ের কৌশল, Determiner নিয়ে বিগত সরকারি চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ MCQ।

Number:
কিছু Noun রয়েছে যেগুলোর ‍Singular ও Plural Form একই থাকে(যেমন-Deer, Sheep, Swine, Pice, Cannon, Corps, Offspring, Series, Species, Aircraft, Public, Chassis, Carp, Cod, Dozen, Dice, Pike,Pair, Gross, Score, Salmon, Hundred, Thousand, Million, Taka ইত্যাদি), কিছু Noun রয়েছে  যেগুলো Uncountable হিসেবে ব্যবহৃত হয় কিন্তু এরা সব সময় Singular( যেমন- Advice, Scenery, Homework,Money,Poetry,Anger,Ignorance,Music,Courage,Information,News,Knowledge,damage,leisure,Permission,Equipment,Fun,Luck,Oil,Furniture, Meat, Tea, Milk, Rice, Sugar, Sand, Water, Iron, Poverty, Wood, Happiness ইত্যাদি), কতগুলো Noun আছে  যেগুলো দেখতে Plural হলেও সবসময় Singular( যেমন- Economics, Electronics, Mathmatics, Physics, Politics, News, Ethics, Gallows, Statistics, Wages, Innings, Measles, Mumps, Billiards ইত্যাদি। Number নিয়ে বিগত সরকারি চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ MCQ। 

Gender:

Masculine, Feminine, Common, Neuter Gender এবং এদের উদাহরণ, Gender থেকে কমন উপযোগী কিছু Rules ও Example, Masculine থেকে Feminine Gender এ রূপান্তর, Gender নিয়ে বিগত সরকারি চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ MCQ।

Pronoun:
Pronoun এর প্রকারভেদ (যেমন- Personal, Demonstrative, Interrogative, Indefinite, Reflexive, Reciprocal, Relative, Distributive Pronoun) এবং উদাহরণ; Personal Pronoun এর প্রকারভেদ (যেমন- First, Second, Third person) এবং উদাহরণ, Pronoun এর কিছু কমনউপযোগী গুরুত্বপূর্ণ Rules এবং উদাহরণ, Pronoun নিয়ে বিগত সরকারি চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ MCQ।

Adjective:
Adjectiveএর কিছু কমনউপযোগী গুরুত্বপূর্ণ Rules (যেমন- Noun এর আগে যেভাবে Noun, Pronoun, Verb, Adverb বসে এবং Adjective হয়, Present participle/past participle হিসেবে যেভাবে noun বসে ‍Adjective হয়) এবং উদাহরণ, Adjective নিয়ে বিগত সরকারি চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ MCQ।

Degree:
Positive, Comparative, Superlative Degree এর কিছু গুরুত্বপূর্ণ কমন উপযোগী Rules এবং উদাহরণ, Positive থেকে Comparative করার নিয়ম, Comparative থেকে Positive করার নিয়ম, Positive থেকে Superlative করার নিয়ম, Degree থেকে বিগত সরকারি চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ MCQ ।

Verb:
Verb এর প্রকারভেদ (যেমন- Finite, Non-Finite Verb) এবং উদাহরণ, Finite Verb এর প্রকারভেদ (যেমন- Principal & Auxiliary Verb), Principal Verb এর প্রকারভেদ(যেমন- Transitive & Intransitive Verb), Causative Verb এর উদাহরণ, বৈশিষ্ট্য, ব্যবহার; Gerund, Participle,Infinitive, Verbal এর ব্যবহার ও উদাহরণ, Verb থেকে বিগত সরকারি চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ MCQ।

Tense:
Present, Past, Future Tense এর প্রকারভেদ, গঠন, চেনার উপায়, ব্যবহার, উদাহরণ এবং Tense থেকে বিগত সরকারি চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ MCQ।

Right form of Verb:
usually, always, sometimes, generally, every day, daily, often, regularly, occasionally, normally, recently, already, yet, just, ever, never, just now, lately, once, yesterday, ago, long ago, long since, last, last night, last week, last month, last year, the day before, just+ time+ ago (যেমন- Just two months ago), at that moment, at that time, then, for, how long, before/after, as though, as if, , it is high time/it is time/it is now, no sooner than, scarcely when, hardly, by(day/month/year), next(day/month,year), by this time, by next, unless, until, as long as, lest, would that ইত্যাদি শব্দ থাকলে বা বসলে Sentence এ কি কি পরিবর্তন হবে সেই গুরুত্বপূর্ণ rules গুলো দেখতে হবে এবং উদাহরণ গুলো অনুশীলন করতে হবে।  Right form of Verb থেকে বিগত সরকারি চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ MCQ।

Adverb:
Intransitive verb and adverb, position of adverb, simple adverb এর প্রকারভেদ (যেমন- ‍adverb of time, adverb of place, adverb of manner, adverb of degree, adverb of number, adverb of assertion, adverb of order, adverb of cause and effect) এবং উদাহরণ, Formation of adverb (গুরুত্বপূর্ণ কয়েকটি নিয়ম ও উদাহরণ), Adverb থেকে বিগত সরকারি চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ MCQ।

Preposition:
Zero Preposition/No preposition (কোথায় preposition বসে না), ‍at, in, on, by, for, from, with, in time/on time, during/in, over/above, during/while, across/over, since/for, since/from, before/by/with,in/within, in/into, between/among, beside/besides, by/with, ny/in, behind, below,beyond, out of, under, till/until, towards, up, upon, without, about, against এর ব্যবহার ও উদাহরণ। Preposition থেকে বিগত সরকারি চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ MCQ।

Conjunction:
Subordinate, Co-ordinate, Co-relative Conjunction এর ব্যবহার ও উদাহরণ।Conjunction থেকে বিগত সরকারি চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ MCQ।

Interjection:
Sentence এ বিভিন্ন Interjection (যেমন- Hurrah! alas! ah! oh! ha! bravo! fie! hello! humph! hess! hark! hush! tut! tut!) এর ব্যবহার । Interjection থেকে বিগত সরকারি চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ MCQ।

Subject-Verb Agreement:
And, each, every, either, neither, not..but, either…or, neither..nor, not only…but also, with, together with, along with, in addition to, including to, as well as, and not, accompanied by, accompanied with,  one of, each of, neither of, either of, the number of, quality of, one-third of, one-fourth of, one-fifth of, two thirds of, none of, majority of, percentage of, a number of/the number of, much, more, little, less, both…and, everybody, anybody, anyone, nothing,nobody,somebody,something,someone,everyday,everyone,everything,someone,everyday,everyone,everything,whatever,whichever ইত্যাদি শব্দগুলোর বিভিন্ন ব্যবহারের ফলে Verb এর যে পরিবর্তন হয় সেই rules গুলো ভালোমত দেখতে হবে।  Subject-Verb Agreementথেকে বিগত সরকারি চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ MCQ

Sentence:
উৎপত্তিগত দিক দিয়ে Sentence এর প্রকারভেদ (Assertive, Interrogative, Imperative, Optative, Exclamatory Sentence) এবং উদাহরণ, গঠনগত দিক দিয়ে Sentence এর প্রকারভেদ ( ‍Simple, Complex, Compound Sentence) এবং উদাহরণ। ‍Simple, Complex, Compound Sentence এর বৈশিষ্ট্য ও চেনার উপায় সংক্রান্ত গুরুত্বপূর্ণ rules। Simple, Complex, Compound Sentence এর রূপান্তর। Sentenceথেকে বিগত সরকারি চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ MCQ।

Transformation of Sentences:
simple, complex এবং compound sentence এর পরিবর্তন/রূপান্তর, ‍Affairmative to Negative, Assertive to Interrogative এবং Exclamatory to Assertive Sentence এর রূপান্তর। Transformation of Sentences থেকে বিগত সরকারি চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ MCQ।

Correction:
Correction থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ rules( যেমন- Let, Make, See, help, Prefer, hardly, scarcely, seldom, Until, many a, one of the, accuse/charge, comprise, bread and butter, not only. But also, either…or, neither..nor, as well as, followed by, together with/along with, each/every/none, jury/committee, pair,  never/seldom/no sooner/not only, time and tide, two and two, wish/were, admitted/enroll, would you mind/would you rather, blind of/blind to ইত্যাদি) এবং Correction থেকে বিগত সরকারি চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ MCQ।

Clause:
Noun clause, adjective clause, adverbial clause (condition, comparison, result & effect, time, place, manner), Clause থেকে বিগত সরকারি চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ MCQ।

Conditional:
Conditional এর প্রকারভেদ (Zero, First, Second, Third (a+b) conditional) এবং এর উদাহরণ, Conditional থেকে বিগত সরকারি চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ MCQ।

Voice:
Tense ভিত্তিক Voice পরিবর্তন, Reflexive verb এর Passive Voice, Quasi-Passive verb এর Voice পরিবর্তন, Modal যুক্ত বাক্যের Voice পরিবর্তন, Factitive Verb এর Voice পরিবর্তন, Interrogative Sentence এর Voice, Imperative Sentence এর Voice সংক্রান্ত Rules এবং বিভিন্ন উদাহরণ, Voice থেকে বিগত সরকারি চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ MCQ।    

Narration:
Direct & Indirect Narration, Narration পরিবর্তনের কৌশল, Inverted Comma’র ভিতরের অংশের Person পরিবর্তন, Inverted Comma’র ভিতরের অংশের Verb এর পরিবর্তন, Tense পরিবর্তনের মাধ্যমে Narration এর পরিবর্তন; ‍Assertive, Interrogative, Imperative, Optative, Exclamatory Sentence এর Narration পরিবর্তন, Narration of Vocatives ইত্যাদির গুরুত্বপূর্ণ Rules এবং উদাহরণ Narration থেকে বিগত সরকারি চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ MCQ।

Tag Question:
Affairmative বা positive বাক্যের tag question করার নিয়ম, Negative বাক্যের tag question করার নিয়ম , Imperative ‍sentence কে tag question করার নিয়ম, Imperative sentence যদি Don’t দিয়ে শুরু হয় তাহলে tag question করার নিয়ম, Imperative sentence যদি Let’s দিয়ে শুরু হয় তাহলে tag question করার নিয়ম, Be verb যুক্ত Exclamatory sentence কে tag question করার নিয়ম, Subject ‘I’ যুক্ত Positive statement কে tag question এ রূপান্তর, nothing/anything/something/everything ইত্যাদি শব্দগুলো subject হিসেবে থাকলে tag question করার নিয়ম, everybody/somebody/anybody/anyone/nobody/none ইত্যাদি শব্দগুলো subject হিসেবে থাকলে tag question করার নিয়ম ইত্যাদি গুরুত্বপূর্ণ Rules উদাহরণ সহ; Tag Question থেকে বিগত সরকারি চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ MCQ।

২০২২ - ২০২৪ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার English Grammar অংশের প্রশ্ন বিশ্লেষণ:

২০২২ - ২০২৪ সালের প্রশ্ন বিশ্লেষণ (English Grammar অংশ)

Topic

Year (2022)

Year (2023-2024)

Vocabulary

7

-

Subject Verb Agreement

1

-

Sentence Completion Correction

10

-

Correct Spelling

4

-

Preposition

5

-

Parts of Speech

6

9

Phrases & Idioms

7

6

Translation

1

1

Number

1

1

Right Form of Verbs

5

4

Transformation of Sentence

-

-

Voice

2

1

Narration

-

-

Analogy

2

-

Word Substitution

5

4

Tense

-

1

Degree

1

1

Gender

-

-

Determiner

1

-

Participle/Gerund

-

1

Phrases & Clauses

-

-

(খ) English Literature অংশের গুরুত্বপূর্ণ টপিকসমূহ:

William Shakespeare:
উপাধি, ইংল্যান্ডের জাতীয় কবি, কি নামে ডাকা হয় (Bard of Avon), প্রথম রচনা, শেষ রচনা; Comedy, Tragedy এবং Historical Plays, বিভিন্ন চরিত্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর William Shakespeare এর কোন Comedy (Comedy of Errors) বাংলায় অনুবাদ করে ভ্রান্তি বিলাস লিখেছেন।  বিগত বিসিএস এবং প্রাইমারি পরীক্ষায় William Shakespeare থেকে আসা গুরুত্বপূর্ণ MCQ।   

John Milton:
Epic Poet, A Great Master of Blank Verse( অমিত্র্রাক্ষর ছন্দ), রেনেসাঁ যুগের সর্বশেষ ও মহান কবি, ১৬৫২ সালে দৃষ্টিশক্তি হারান এবং Paradise Lost রচনা করেন, John Milton এর বিভিন্ন সাহিত্যকর্মের নাম, বিগত বিসিএস এবং প্রাইমারি পরীক্ষায় John Milton নিয়ে আসা MCQ ।

Alexander Pope:
Mock Heroic Poet(উপহাসমূলক বীরত্বের কবি), Famous Epic: The Rape of Lock (বেনী কর্তন), গ্রিক কবি হোমারের Iliad এবং Odyssey মহাকাব্য দুইটি ইংরেজিতে অনুবাদ করেন, Oxford Dictionary of Quotation এ শেক্সপিয়রের পরে সবচেয়ে বেশি কোটেশন তাঁর লেখা থেকে নেওয়া হয়েছে। বিগত বিসিএস এবং প্রাইমারি পরীক্ষায় নিয়ে Alexander Pope থেকে আসা গুরুত্বপূর্ণ MCQ।

Henry Fielding:
Father of English Novel, His Pen Name: ‘Captain Hercules Vinegar’। বিগত বিসিএস এবং প্রাইমারি পরীক্ষায় Henry Fielding কে নিয়ে আসা গুরুত্বপূর্ণ MCQ।

Jonathan Swift:
Greatest Satirist of the 18th century, গুরুত্বপূর্ণ ২টি উপন্যাস- A Tale of a Tub, Gulliver’s Travels (ভ্রমণমূলক satire novel)।  বিসিএস এবং প্রাইমারি পরীক্ষায় Jonathan Swift কে নিয়ে আসা গুরুত্বপূর্ণ MCQ।

William Wordsworth:
Famous Romantic Poet of English Literature, Worshiper of Nature, Poet of Nature, Poet of Laureate/Court Poet of England, Poet of Childhood, Lake Poet, Father of Romantic Age, Lyrical Ballads এর মোট ২৩টি কবিতার মধ্যে ১৯টি Wordsworth এর, তাঁর বিভিন্ন বিখ্যাত কবিতার নাম(The Daffodils,The Excursion,The Rainbow, Ode on Immortality, The Recluse ইত্যাদি), বিসিএস এবং প্রাইমারি পরীক্ষায় William Wordsworth কে নিয়ে আসা গুরুত্বপূর্ণ MCQ।

S.T.Coleridge:
Poet of Supernaturalism, He is called Opium Eater, Famous Book- Biographia Literaria (এটি তাঁর সমালোচনামূলক গ্রন্থ), Famous Poem of Coleridge: The Rime of the Ancient Mariner (এই কবিতায় Albatross পাখির কথা বলা হয়েছে), বিসিএস এবং প্রাইমারি পরীক্ষায় S.T.Coleridge কে নিয়ে আসা গুরুত্বপূর্ণ MCQ।

Percy Bysshe Shelley:
Poet of Hope, Regeneration and Revolution; Revolutionary Poet (William Wordsworth, S.T. Coleridge, Percy Bysshe Shelley এই তিনজন Revolutionary Poet হিসেবে পরিচিত), Poet of West Wind, Lyrical Poet, Shelley তাঁর ‘The west wind’ কবিতায় পশ্চিমা বাতাসকে ধ্বংসকারী ও রক্ষাকারী হিসেবে উল্লেখ করেছেন,  জীবনানন্দ দাশকে বাংলার শেলি বলা হয়, Famous Books- The Revolt of Islam (এটি শেলির বিখ্যাত কবিতা), Prometheus Unbound( A four act play tragedy), Adonais (Keats এর মৃত্যু নিয়ে লেখা Elegy), A defense of poetry (সাহিত্য সমালোচনামূলক প্রবন্ধ),Famous Poems: Ode to the West Wind (পশ্চিমা সমীরণের গান),Ode to a Skylark (ভরতপক্ষীর গান), Ozymandias (a famous sonnet), When Soft Voices Die, বিসিএস এবং প্রাইমারি পরীক্ষায় Percy Bysshe Shelley কে নিয়ে আসা গুরুত্বপূর্ণ MCQ।

John Keats:
Poet of Beauty and Sensuousness, Man of Medicine, A Death Hunted Poet, Youngest poet of English Literature (কাব্যিক জীবন ছিল মাত্র ৫ বছর), মাত্র ২৬ বছর বয়সে যক্ষা রোগে আক্রান্ত হয়ে মারা যান, প্রথম রচনা 'Imitation of Spenser'( মাত্র ১৮ বছর বয়সে তিনি রচনা করেন), তাঁর Famous Sonnet- On First Looking into Chapman's Homer, তাঁর বিখ্যাত গ্রন্থ Endymion, Hyperion, Lamia; তাঁর বিখ্যাত কবিতা- Ode to a Nightingale, Ode on a Grecian Urn, Ode to Autumn, Isabella, Ode to Psyche, Ode on Melancholy; বিসিএস এবং প্রাইমারি পরীক্ষায় John Keats কে নিয়ে আসা গুরুত্বপূর্ণ MCQ।

Charles Dickens:
The greatest novelist of Victorian Period, তাঁর প্রথম বই হলো- Sketches By Boz;  তাঁর অন্যান্য সাহিত্যকর্ম গুলো হলো- The Adventures of Oliver Twist (একটি বালকের দুর্বিষহ জীবন কাহিনী), A tale of Two cities (মূলত Historical novel, দুটি শহর London ও Paris এবং ফরাসি বিপ্লবের প্রেক্ষিতে লেখা), David Copperfield (এটি Autobiography, এতিম শিশু কপারফিল্ডের উপর সৎ বাবার নির্যাতনের কাহিনী নিয়ে রচিত), Oliver Twist (একটি বালকের দুর্বিষহ জীবন কাহিনী), Great Expectations (Pip নামে এক ইংরেজ বালকের গল্প, উপন্যাসের প্রধান চরিত্র Philip Pip), The Pickwick Papers, The Battle of Life, Hard Times (অর্থনৈতিক অস্থিরতার বিবরণ), Famous Quote- "Charity begins at home and justice begins at next door"; বিসিএস এবং প্রাইমারি পরীক্ষায় Charles Dickens কে নিয়ে আসা গুরুত্বপূর্ণ MCQ।

George Eliot:
তাঁর Famous Novels- Silas Marner, Adam Bede, Middlemarch; বিখ্যাত Dramatic Poem- The Spanish Gypsy; বিখ্যাত Quote- No man can be wise on an empty stomach; বিসিএস এবং প্রাইমারি পরীক্ষায় George Eliot কে নিয়ে আসা গুরুত্বপূর্ণ MCQ।

George Bernard Shaw:
তিনি তাঁর সময়ের একজন শ্রেষ্ঠ লেখক। এজন্য তিনি ১৯২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। ইংরেজ কবি হলেও তাঁর জন্ম আয়ারল্যান্ডে। এ কারণে তাকে Irish Playwright বলা হয়। তাঁর বিখ্যাত নাটক Man and Superman এর একটি বিখ্যাত লাইন হচ্ছে "There are two tragedies in life, One is not to get your heart's desire, other is to get it"; ইংরেজি সাহিত্যে উইলিয়াম শেক্সপিয়ারের পর George Bernard Shaw কেই শ্রেষ্ঠ নাট্যকার বলা হয়, তাঁকে The Father of Modern English Literature, The Father of Modern Drama, The greatest Playwright of the Modem Period বলে আখ্যায়িত করা হয়; Famous plays of G.B. Shaw- Arms and the Man, Caesar and Cleopatra, Man and Superman, The Doctor's Dilemma, Mrs. warren's Profession, You Never Can Tell, Candida, St. Joan of Arc, Pygmalion (এই নাটকটির জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। এ নাটকের চরিত্রগুলো হলো- Professor Henry Higgins Mrs. Higgins, Eliza Doolittle (নাটকটির নায়িকা) Alfred Doolittle (Eliza Doolittle এর পিতা), Colonel Pickering); বিসিএস এবং প্রাইমারি পরীক্ষায় George Bernard Shaw কে নিয়ে আসা গুরুত্বপূর্ণ MCQ।

William Butler Yeats বা W.B.Yeats:
তিনি আয়ারল্যান্ডের জাতীয় কবি এবং প্রথম নোবেল বিজয়ী কবি ছিলেন।তিনি ১৯২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।তিনি একজন সিনেটর এবং কবি ছিলেন। ১৯১২ সালে W.B. Yeats ''Song Offerings" (রবীন্দ্রনাথের গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ) এর ভূমিকা লিখেন।১৯১৩ সালে রবীন্দ্রনাথ ও ১৯২৩ সালে W.B. Yeats সাহিত্যে Nobel পুরস্কা পান।W.B. Yeats 20th Century-র একজন শীর্ষস্থানীয় সাহিত্যিক। তিনি P.B. Shelley ও Edmund Spenser দ্বারা প্রভাবিত ছিলেন।তাঁর Famous Books of poems- The Wild Swans at Coole, The Cat and the Moon; Famous Poems- The Second Coming (যিশু খ্রিষ্টের প্রত্যাবর্তন), A Prayer for my Daughter, Easter 1916 (আয়ারল্যান্ডের স্বাধীনতা নিয়ে লেখা), No Second Troy, The Lake Isle of Innisfree (ইনিসিফ্রি), The Sailing to Byzantium (বাইজেন্টিয়াম), বিসিএস এবং প্রাইমারি পরীক্ষায় William Butler Yeats বা W.B.Yeats কে নিয়ে আসা গুরুত্বপূর্ণ MCQ।

T.S. Eliot:
তাঁর পুরো নাম- Thomas Stearns Eliot, তার বিখ্যাত কবিতা "The Waste Land"(এর জন্য তিনি ১৯৪৮ সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন), The Waste Land (অনাবাসযোগ্য পৃথিবী) বলতে তিনি বর্তমান পৃথিবীকে বুঝিয়েছেন এবং এটি ১৯২২ সালে লেখা, Eliot এর গ্রন্থ প্রথম বাংলায় অনুবাদ করেন রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের “তীর্থযাত্রী” কবিতাটি ইলিয়টের “Journey of the Magi” এর অনুবাদ; তাঁর শ্রেষ্ঠ নাটক- ”Murder in the Cathedral”, তাঁর আরও বিখ্যাত কিছু কাজ হচ্ছে- The Cocktail Party(Play, 1949), The Hollow Men(Poem), The Love Song of  J. Alfred Prufrock (Poetry); বিসিএস এবং প্রাইমারি পরীক্ষায় T.S. Eliot কে নিয়ে আসা গুরুত্বপূর্ণ MCQ।

Ernest Hemingway:
তিনি একজন আমেরিকান লেখক ও সাংবাদিক ছিলেন। তিনি ১৯৫৪ সালে The Old Man and the Sea গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান। তাঁর বিখ্যাত Novel গুলো হলো-The Sun also Rises (1926, his first & best novel), A Farewell to Arms (আত্মজীবনীমূলক উপন্যাস), The Old Man and the Sea( এই গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান), For Whom the Bell Tolls; তাঁর Famous Short Story- Indian Camp, Cats in the Rains; বিসিএস এবং প্রাইমারি পরীক্ষায় Ernest Hemingway কে নিয়ে আসা গুরুত্বপূর্ণ MCQ। 

২০২২ - ২০২৪ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার English Literature অংশের প্রশ্ন বিশ্লেষণ:

২০২২ - ২০২৪ সালের প্রশ্ন বিশ্লেষণ (English Literature অংশ)

Topic

Year (2022)

Year (2023-2024)

Author’s Name

2

5

Nationality of Author

-

1

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতির জন্য ইংরেজি বুক লিস্ট:
  • English Grammar এর বেসিক ধারণার জন্য ৭ম-১০ম শ্রেণির English Grammar & Composition বোর্ড বই ।

  • English Grammar এর Advanced এবং পরীক্ষার কমন উপযোগী  প্রস্তুতির জন্য বিদ্যাবাড়িরClassroom MCQ English 

  • English Literature অংশের প্রস্তুতির জন্য An ABC of English Literature – Dr M Mofizar Rahman/ Miracle BCS Preliminary English Literature-Mohammad Shakawoat Hossen

  • English Grammar & Literature সম্পূর্ণ অংশের গোছালো প্রস্তুতির জন্য বিদ্যাবাড়িরপ্রাইমারি ডাইজেস্ট প্লাস বইটি পড়বেন।

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইংরেজি বিষয়ে ভালো করার কার্যকরী কিছু টিপস:

  • ইংরেজি গ্রামারের প্রস্তুতির জন্য যেকোনো একটি ভালো বই অনুসরণ করতে হবে। এক্ষেত্রে বাজারের বহুল প্রচলিত বিদ্যাবাড়ির Classroom MCQ English বইটি অনুসরণ করতে পারেন।

  • English Grammar এর গুরুত্বপূর্ণ টপিকগুলো থেকে যে Rules গুলো বেশি কমন এবং যেগুলো থেকে বেশি প্রশ্ন আসে সেই Rules এবং Examples গুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে।

  • ইংরেজি সাহিত্যের বিভিন্ন যুগের (যেমন- Old English, Middle English, Elizabethan, Romantic, Victorian ও Modern Period) কবি সাহিত্যিকদের নাম ও তাদের উল্লেখযোগ্য সৃষ্টিকর্ম সম্পর্কে পড়ুন।

  • ইংরেজি সাহিত্যের বিখ্যাত কবি সাহিত্যিকদের (যেমন-William Shakespeare, John Milton, Alexander Pope, Henry Fielding, Jonathan Swift, William Wordsworth, S.T.Coleridge, Percy Bysshe Shelley, John Keats, Charles Dickens, George Eliot, George Bernard Shaw, W. B. Yeats, T. S. Eliot,Ernest Hemingway ইত্যাদি) বিভিন্ন বিখ্যাত সব গ্রন্থ, উপন্যাস ও নাটকের বিভিন্ন চরিত্র সম্পর্কে জানুন।

  • বিগত বিসিএস, প্রাইমারি, নন-ক্যাডার ও শিক্ষক নিবন্ধনের বিগত সালের English Grammar & Literature এর প্রশ্নগুলো পড়তে হবে।

  • প্রাইমারির English Grammar & Literature অংশের গোছালো প্রস্তুতির জন্য বিদ্যাবাড়ির Primary Digest Plus বইটি পড়তে পারেন।

  • যদি English Grammar and Literature অংশের কোন টপিক বুঝতে অসুবিধা হয় তাহলে বিদ্যাবাড়িরইউটিউব চ্যানেলে বিভিন্ন টিউটোরিয়াল দেখতে পারেন। 

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার গণিত প্রস্তুতি:

(ক) পাটিগণিত অংশের গুরুত্বপূর্ণ টপিকসমূহ:

সংখ্যার ধারণা (বাস্তব সংখ্যা, মৌলিক সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, সংখ্যা বিষয়ক কিছু শর্টকাট সূত্র/নিয়ম,ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, কোন সংখ্যার সাথে অন্য কোনো সংখ্যা গুণ করে পূর্ণবর্গ হওয়া সংক্রান্ত, মধ্যম সংখ্যা নির্ণয়/দুইটি সংখ্যার বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়, ক্রমিক পূর্ণসংখ্যার গুণফল থেকে যোগফল নির্ণয়; ভাজ্য, ভাজক ও ভাগফল নির্ণয়, বিভিন্ন অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়, কতগুলো অঙ্কের যোগফল বা সমষ্টি নির্ণয়, জোড়-বিজোড় সংখ্যা নির্ণয়; ভগ্নাংশ, দশমিক ও বর্গমূল), শতকরা, লাভ-ক্ষতি, ল.সা.গু-গ.সা.গু, সরল ও যৌগিক মুনাফা, গড় ও বয়স সংক্রান্ত সমস্যা, অনুপাত ও সমানুপাত এবং মিশ্রণ, ঐকিক নিয়ম, দূরত্ব ও গতিবেগ, নৌকা ও স্রোত, ট্রেন, নল ও চৌবাচ্চা, কাজ-সময়, বিন্যাস-সমাবেশ-সম্ভাব্যতা।

২০২২ - ২০২৪ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার পাটিগণিত অংশের প্রশ্ন বিশ্লেষণ:

২০২২ - ২০২৪ সালের প্রশ্ন বিশ্লেষণ (পাটিগণিত অংশ)

টপিক

২০২২ এর সকল ধাপ

২০২৩-২০২৪ এর সকল ধাপ

সংখ্যার ধারণা

৮টি

১৪টি

অনুপাত-সমানুপাত ও মিশ্রণ

৩টি

১টি

সুদকষা

-

৫টি

সময়, দূরত্ব ও গতিবেগ

২টি

১টি

শতকরা

৫টি

৩টি

ল.সা.গু ও গ.সা.গু

৫টি

৩টি

লাভ-ক্ষতি

-

১টি

বয়স

১টি

-

ভগ্নাংশ

৪টি

-

বর্গমূল

২টি

২টি

গড়

১টি

১টি

ঐকিক নিয়ম

-

২টি

লোক ও খাদ্য

১টি

-

নল ও চৌবাচ্চা

১টি

-

পরিমাপ

৪টি

-

ক্ষেত্রফল

২টি

-


(খ) বীজগণিত অংশের গুরুত্বপূর্ণ টপিকসমূহ:

বীজগাণিতিক সূত্রাবলি ও মান নির্ণয়, উৎপাদকে বিশ্লেষণ, সূচক ও লগারিদম, সরল-সমীকরণ, বীজগাণিতিক রাশিমালার যোগ-বিয়োগ-গুণ-ভাগ, অসমতা, সেট ও ফাংশন নির্ণয়,  দ্বিপদ-সমীকরণ, বীজগাণিতিক ল.সা.গু-গ.সা.গু, ধারা, মানসিক দক্ষতা, বিবিধ (কার্তেসীয় জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি)।


২০২২ - ২০২৪ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার বীজগণিত অংশের প্রশ্ন বিশ্লেষণ:

২০২২ - ২০২৪ সালের প্রশ্ন বিশ্লেষণ (বীজগণিত অংশ)

টপিক

২০২২ এর সকল ধাপ

২০২৩-২০২৪ এর সকল ধাপ

মান নির্ণয়

৪টি

৩টি

সরল সমীকরণ

৪টি

৩টি

সূচক ও লগারিদম

১টি

২টি

ধারা

৩টি

৬টি

সম্ভাব্যতা/সমাবেশ

-

২টি

উৎপাদক

১টি

-

বিবিধ

৩টি

-


(গ) জ্যামিতি অংশের গুরুত্বপূর্ণ টপিকসমূহ:

রশ্মি-রেখা ও কোণ প্রভৃতি সংক্রান্ত জ্যামিতির মৌলিক ধারণা, ত্রিভুজ, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, রম্বস, বৃত্ত, ট্রাপিজিয়াম,ঘনবস্তু, বহুভুজ।


২০২২ - ২০২৪ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জ্যামিতি অংশের প্রশ্ন বিশ্লেষণ:

২০২২ - ২০২৪ সালের প্রশ্ন বিশ্লেষণ (জ্যামিতি অংশ)

টপিক

২০২২ এর সকল ধাপ

২০২৩-২০২৪ এর সকল ধাপ

ত্রিভুজ

-

-

কোণ

-

১টি

বর্গক্ষেত্র

৩টি

১টি

আয়তক্ষেত্র

১টি

-

রম্বস

১টি

১টি

বৃত্ত

২টি

১টি

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতির জন্য গণিত বুক লিস্ট:

  • পাটিগণিত, বীজগণিত ও জ্যামিতির গুরুত্বপূর্ণ টপিকগুলোর জন্য ৭ম-৮ম ও ৯ম-১০ম (সাধারণ ও উচ্চতর গণিত) শ্রেণির বোর্ড বই

  • গণিত অংশের গোছালো প্রস্তুতির জন্য বিদ্যাবাড়িরপ্রাইমারি ডাইজেস্ট প্লাস বই।

প্রাইমারির শিক্ষক নিয়োগ পরীক্ষায় গণিত বিষয়ে ভালো করার কার্যকরী কিছু টিপস:

  • গণিতে ভালো করার ক্ষেত্রে নিয়মিত অনুশীলনের কোনো বিকল্প নেই।

  • ৭ম-৮ম ও ৯ম-১০ম (সাধারণ ও উচ্চতর গণিত) শ্রেণির বোর্ড বই থেকে প্রাইমারির সিলেবাস অনুযায়ী পাটিগণিত, বীজগণিত ও জ্যামিতির গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়মিত প্র্যাকটিস করতে হবে।

  • বিগত বিসিএস, প্রাইমারি, নন-ক্যাডার ও শিক্ষক নিবন্ধনের বিগত সালের প্রশ্ন থেকে প্রাইমারির সিলেবাসের সাথে মিল রেখে গণিতের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সমাধান করতে হবে।

  • গণিত বিষয়ে গুছিয়ে প্রস্তুতি নেওয়ার জন্য যেকোনো একটি ভালো গাইডবই অনুসরণ করতে হবে। এক্ষেত্রে বিদ্যাবাড়িরপ্রাইমারি ডাইজেস্ট প্লাস বইটি অনুসরণ করতে পারেন।

  • গণিত অনুশীলনের সময় গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা গুলো খাতায় নোট করে রাখতে পারলে পরবর্তীতে রিভিশনের সময় অনেক সুবিধা হবে।

  • গাণিতিক সমস্যাগুলো পরীক্ষায় দ্রুত সমাধানের জন্য বিভিন্ন শর্টকাট টেকনিক ব্যবহার করতে হবে।  

  • কোনো গাণিতিক সমস্যা বুঝতে সমস্যা হলে বিদ্যাবাড়িরইউটিউব চ্যানেলে বিভিন্ন টিউটোরিয়াল দেখতে পারেন। 


প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সাধারণ জ্ঞান প্রস্তুতি:

(ক) বাংলাদেশ বিষয়াবলি অংশের গুরুত্বপূর্ণ টপিকসমূহ: 

বাংলাদেশের ভূ-প্রকৃতি ও পরিবেশ:
বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও আয়তন,বাংলাদেশের চার প্রান্ত, বাংলাদেশের সীমারেখা বা সীমান্ত সীমান্তবর্তী জেলা এবং বিভাগ, বিভাগভিত্তিক বৃহত্তম এবং ক্ষুদ্রতম জেলা,বাংলাদেশের সীমান্তে ভারতের অবস্থান বিভিন্ন স্থানের বর্তমান নাম এবং পুরাতন নাম।

বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু:
বার্ষিক গড় বৃষ্টিপাত, সবচেয়ে বেশি বৃষ্টিপাত অঞ্চল ও উষ্ণতম স্থান, শীতলতম স্থান, শীতলতম মাস ও উষ্ণতম মাস, বার্ষিক গড় তাপমাত্রা, কালবৈশাখি ঝড়, SPARRSO, রাডার স্টেশন, আবহাওয়া স্টেশন, ভূ-কম্পন, পর্যবেক্ষণ কেন্দ্র, বাংলাদেশ আবহাওয়া কেন্দ্র, আবহাওয়া অধিদপ্তরের আঞ্চলিক কেন্দ্র, নদী বন্দর ও আবহাওয়া সতর্ক সংকেত, ভূ-উপগ্রহ কেন্দ্র, বড় ও ছোট দিন-রাত।

বাংলাদেশের নদ-নদী:
বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট, যৌথ নদী কমিশন, নদীপ্রণালি, নদী সিকস্তি ও নদী পয়স্তি, নদীর বর্তমান, পুরাতন ও অপর নাম, নদ নদীর দৈর্ঘ্য, উৎপত্তি ও প্রবেশপথ, মিলন স্থান, উপনদী ও শাখা নদী, নানান বৈশিষ্ট্যের নদ-নদী (বৃহত্তম, ক্ষুদ্রতম, প্রশস্ততম, খরস্রোতা, গভীরতম), অভিন্ন, আন্তর্জাতিক ও বিভক্তকারী নদী, বিখ্যাত বাঁধ (ফারাক্কা, টিপাইমুখ বাঁধ), ভারতের সাথে বাংলাদেশের পানি বণ্টন চুক্তি।

হাওর, বিল ও হ্রদ বা লেক:
বিখ্যাত বিল (চলন বিল, বিল ডাকাতিয়া, তামাবিল, ভবদহ বিল), বিখ্যাত হাওর (টাঙ্গুয়ার হাওর, হাকালুকি হাওর), বৃহত্তম ও ক্ষুদ্রতম হাওর, হাওর অঞ্চল, বিখ্যাত হ্রদ বা লেক (কাপ্তাই হ্রদ, প্রান্তিক লেক, বগা লেক)।

বাংলাদেশের দ্বীপ ও চরসমূহ:
বাংলাদেশ ও পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ, উল্লেখযোগ্য দ্বীপ (দক্ষিণ তালপট্টি, নিঝুম দ্বীপ, মহেশখালী, ভোলা, ছেঁড়া দ্বীপ, কুতুবদিয়া, সেন্টমার্টিন), বিখ্যাত চর (দুবলার চর, চর কুকড়ি মুকড়ি, চর ফ্যাশন, চর মনপুরা, চর শ্রীজনী, চর আলেকজান্ডার, নির্মল চর, মুহুরীর চর, উড়ির চর)।

পাহাড়-পর্বত, উপত্যকা, জলপ্রপাত ও ঝরনা:
বিখ্যাত পাহাড় (গারো, চিম্বুক পাহাড়, চন্দ্রনাথের পাহাড়, কুলাউড়া পাহাড়, লালমাই পাহাড়), সর্বোচ্চ পর্বতশৃঙ্গ (তাজিংডং বা বিজয়),বিখ্যাত জলপ্রপাত (হামহাম, মাধবকুণ্ডু জলপ্রপাত, ঋজুক জলপ্রপাত), বিখ্যাত ঝরনা (শুভলং ঝরনা, খৈয়া ঝরনা, রিছাং ঝরনা, হিমছড়ি ঝরনা, গরম পানির ঝরনা), বিখ্যাত উপত্যকা (হালদা ভ্যালি, ভেঙ্গী ভ্যালি, সাঙ্গু ভ্যালি, বলিশিরা ভ্যালি)

বঙ্গোপসাগর ও সমুদ্র সৈকত:
ভারত ও মায়ানমারের সাথে বাংলাদেশের সমুদ্র বিজয়, রাজনৈতিক ও অর্থনৈতিক সমুদ্রসীমা।

প্রাচীন বাংলার ইতিহাস:
বাঙালি জাতির উৎপত্তি (অস্ট্রিক জাতি, দ্রাবিড়), আইন-ই-আকবরী গ্রন্থ, বাঙালির ইতিহাস গ্রন্থ, বাংলার প্রাচীন জনপদ (বঙ্গ, সমতট, হরিকেল, গৌড়, চন্দ্রদ্বীপ)। 

প্রাচীন বাংলায় বিভিন্ন বংশের শাসনামল:
মৌর্য বংশ, গুপ্ত বংশ, মাৎস্যন্যায়, পাল বংশ, সেন বংশ। 

মধ্যযুগের ইতিহাস:

  • মুসলিম শাসনামল: (মুহম্মদ বিন কাসিম, মুহম্মদ ঘুরী, কুতুবুদ্দিন আইবেক, শামসুদ্দিন ইলতুৎমিশ, মুহম্মদ বিন তুঘলক) 

  • সুলতানী আমল: (বখতিয়ার খলজী, আলাউদ্দিন খিলজী, ফখরুদ্দিন মুবারক শাহ)

  • হযরত শাহজালাল 

  • হুসেনশাহী বংশ: (আলাউদ্দিন হোসেন শাহ, শামসুদ্দীন ইলিয়াস শাহ, গিয়াসউদ্দিন আজম শাহ, নুসরত শাহ, শেরশাহ)

  • বিখ্যাত পরিব্রাজক: (ইবনে বতুতা, ফা-হিয়েন, হিউয়েন সাং, মেগাস্থিনিস)

  • বারো ভূঁইয়া (ঈসা খাঁ)

  • তরাইনের যুদ্ধ (১ম ও ২য়) 

মুঘল শাসনামল:
পানিপথের যুদ্ধ (১ম, ২য় ও ৩য়), সম্রাট বাবর (বাবরনামা), সম্রাট আকবর (দীন-ই-ইলাহি, মনসবদারি), সম্রাট হুমায়ুন, শায়েস্তা খান (লালবাগ দুর্গ, চট্টগ্রাম বিজয়),মসলিন কাপড়, নাদির শাহ, ইসলাম খান (ঢাকায় রাজধানী স্থানান্তর, ধোলাই খাল, ছোট কাটরা, হুসেনী দালান),শাহ সুজা (বড় কাটরা),সম্রাট শাহজাহান (তাজমহল),মুর্শিদকুলি খান, পলাশির যুদ্ধ (নবাব সিরাজউদ্দৌলা, ঘষেটি বেগম, রবার্ট ক্লাইভ, ভাগীরথী নদী, মীর জাফর), বক্সারের যুদ্ধ (১৭৬৪), উপমহাদেশে ইউরোপীয়দের আগমন, ইউরোপীয় বণিক (পর্তুগিজ),ভাস্কো দা গামা,

গভর্নরের/কোম্পানি শাসনামল (১৭৭৩-১৮৩৩):
লর্ড কর্ণওয়ালিস (চিরস্থায়ী বন্দোবস্ত, ইন্ডিয়ান সিভিল সার্ভিস), দ্বৈত শাসন ব্যবস্থা, ছিয়াত্তরের মন্বন্তর, ওয়ারেন হেস্টিংস (পাঁচশালা বন্দোবস্ত, রাজস্ব বোর্ড), সিপাহি বিদ্রোহ, লর্ড ওয়েলেসলি।

গভর্নর জেনারেলের শাসনামল (১৮৩৩-৫৮):
লর্ড বেন্টিঙ্ক (সতীদাহ প্রথা), লর্ড ডালহৌসি (টেলিগ্রাফ লাইন, রেল যোগাযোগ, বিধবা বিবাহ আইন পাশ),

ব্রিটিশ শাসনের সূত্রপাত (১৮৫৮-১৯৪৭):
লর্ড ক্যানিং (বঙ্গীয় প্রজাস্বত্ব আইন, ১ম কাগজের মুদ্রা, ১ম পুলিশ সার্ভিস), লর্ড মেয়ো (১ম আদমশুমারি), লর্ড রিপন (সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা, হান্টার কমিশন, ইলবার্ট বিল, ফ্যাক্টরি আইন, স্থানীয় সরকার ব্যবস্থা), বঙ্গভঙ্গ, লর্ড মাউন্টব্যাটেন, ভারত ও পাকিস্তানের স্বাধীনতা।

ব্রিটিশ শাসনামলের ঘটনাবলি:
ফকির-সন্ন্যাসী আন্দোলন, বারাসাত বিদ্রোহ বা তিতুমীরের বিদ্রোহ, ফরায়েজী আন্দোলন, নীল বিদ্রোহ, ভারতীয় জাতীয় কংগ্রেস, মুসলিম লীগ, সশস্ত্র বিপ্লবী আন্দোলন, রাওলাট আইন, বেঙ্গল অ্যাক্ট, অসহযোগ আন্দোলন, জিন্নাহর চৌদ্দ দফা, ভারত শাসন আইন, লাহোর প্রস্তাব, ভারত ছাড় আন্দোলন  পঞ্চাশের মন্বন্তর, সোহরাওয়ার্দী মন্ত্রিসভা, তেভাগা/কৃষক আন্দোলন,

দেশ বিভাগ ও পাকিস্তান আমল:
পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন, দেশ বিভাগের সময় মুখ্যমন্ত্রী

বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (১৯৫২-১৯৭১):
ভাষা আন্দোলন (গান, কবিতা, উপন্যাস, ভাস্কর্য), কেন্দ্রীয় শহিদ মিনার  তমদ্দুন মজলিস, ভাষা আন্দোলনে জড়িত ব্যক্তিত্ব, যুক্তফ্রন্ট, ২৫ মার্চের গণহত্যা ও মুক্তিযুদ্ধের সূচনা (অপারেশন সার্চলাইট, অপারেশন বিগ বার্ড, কালোরাত্রি), মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ সেক্টর (১, ২, ৮, ১০, ১১ নং সেক্টর), মুক্তিযুদ্ধের খেতাব ও অন্যান্য (বীরশ্রেষ্ঠ, বাংলাদেশকে স্বীকৃতিদানকারী রাষ্ট্র, খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ও বিদেশি নাগরিক)

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ:
জাতিসংঘ ও বাংলাদেশ (নিরাপত্তা পরিষদের সদস্য, সদস্যপদ), জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ (UNIMOG), বাংলাদেশ কর্তৃক বিভিন্ন সংগঠনের সদস্যপদ লাভ (Commonwealth, WTO, ILO, WHO, OIC, ICC, FIFA)

বাংলাদেশের সংবিধান:
তফসিল (১-৭), গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ (২ক, ৩, ৪, ৫, ১২, ১৭, ১৮ক, ২২, ২৫, ৩৭, ৩৮, ৩৯, ৪১, ৬৩, ৬৪, ৭৭, ৮৭, ১১৭, ১১৮, ১২২, ১২৭, ১৩৭, ১৪৪ক নং অনুচ্ছেদ)

সংবিধানের গুরুত্বপূর্ণ সংশোধনীসমূহ:
প্রথম, চতুর্থ, পঞ্চম, অষ্টম, দ্বাদশ, ত্রয়োদশ, পঞ্চদশ ও সপ্তদশ সংশোধনী

বাংলাদেশের অর্থনীতি:
উন্নয়ন পরিকল্পনা: প্রেক্ষিত ও পঞ্চবার্ষিক (NEC, ECNEC, প্রথম ও অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা), জাতীয় আয়-ব্যয় ও অন্যান্য (মাথাপিছু আয়, বাংলাদেশ ব্যাংক, টাকা, পুঁজিবাজার, মোবাইল ব্যাংকিং), ২০২৫-২৬ অর্থবছরের বাজেট (বাজেটের আকার, করমুক্ত আয়সীমা, এডিপি, বাজেট ঘাটতি), অর্থনৈতিক সমীক্ষা-২০২৪ (মাথাপিছু আয় ও জিডিপি, মূল্যস্ফীতি, সাক্ষরতার হার, দারিদ্রের হার)।

বাংলাদেশের শিল্প ও বাণিজ্য:
বাংলাদেশের শিল্পে প্রথম (ঔষধ পার্ক, ১ম রপ্তানিকারক জাহাজ, ১ম চিনিকল, ১ম সার কারখানা), বাংলাদেশের শিল্পে যা কিছু বৃহত্তম (চিনিকল, কাগজকল, সার কারখানা), গুরুত্বপূর্ণ ফ্যাক্টরি (মেশিন টুলস, অস্ত্র কারখানা), বাংলাদেশের রপ্তানি পণ্য (তৈরি পোশাক, চিংড়ি, ওষুধ), EPZ

বাংলাদেশের সম্পদ:
বাংলাদেশের কৃষিজ সম্পদ (কৃষিশুমারি, উন্নতজাতের ফসল- ধান, গম, তামাক, মরিচ, তুলা) গবেষণা ইনস্টিটিউট (ধান, চা, পাট), অর্থকরী ফসল (পাট, চা), বাংলাদেশের মৎস্য সম্পদ (প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র, মৎস্য গবেষণা কেন্দ্র, মৎস্য উৎপাদন), বাংলাদেশের প্রাণিজ সম্পদ (বাংলাদেশ গবাদি পশু গবেষণা ইনস্টিটিউট, গোচারণের বাথান, হরিণ প্রজনন কেন্দ্র, কুমির প্রজনন কেন্দ্র), বাংলাদেশের পানি সম্পদ (কৃষিখাতে পানি, পানিতে আর্সেনিক), সেচ প্রকল্প ও বাঁধ (জিকে প্রকল্প, তিস্তা সেচ প্রকল্প, DND বাঁধ), বাংলাদেশের বনজ সম্পদ (বনভূমির পরিমাণ, ম্যানগ্রোভ বন, সাফারি পার্ক), বনজ সম্পদের ব্যবহার (গর্জন ও জারুল, গোলপাতা, চাপালিশ ও গামারি), বাংলাদেশের খনিজ, প্রাকৃতিক ও শক্তি সম্পদ (কয়লা, প্রাকৃতিক গ্যাস, জলবিদ্যুৎ ও তাপবিদ্যুৎ কেন্দ্র)

বাংলাদেশের জনসংখ্যা ও সমাজ জীবন:
জনসংখ্যা দিবস, NIPORT, ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা-২০২২ (জনশুমারির সময়, জনসংখ্যা, জনসংখ্যা বৃদ্ধির হার, জনসংখ্যার ঘনত্ব, নারী ও পুরুষের অনুপাত)

বাংলাদেশের জাতি, গোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি:
মাতৃতান্ত্রিক পরিবার, উপজাতির সংখ্যা, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, উৎসব, আবাসস্থল।

বিশিষ্ট ব্যক্তিত্ব:
ড. মুহাম্মদ ইউনূস, অমর্ত্য সেন

বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান:
বাংলা একাডেমি, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, ICDDR, B।

বাংলাদেশের ঐতিহাসিক স্থান:
উত্তরা গণভবন, মহাস্থানগড়, ময়নামতি, পাহাড়পুর, আহসান মঞ্জিল, সোমপুর বিহার।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভাস্কর্য:
সাবাস বাংলাদেশ, সংশপ্তক, জাগ্রত চৌরঙ্গী, অপরাজেয় বাংলা, জাতীয় স্মৃতিসৌধ, কেন্দ্রীয় শহিদ মিনার, বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, দোয়েল চত্বর।

বাংলাদেশের খেলাধুলা:
ক্রিকেট, সাফনারী চ্যাম্পিয়নশিপ- ২০২৪, সাফ অনুর্ধ-২০, চ্যাম্পিয়নশিপ- ২০২৪

বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি:
আঞ্চলিক গান- ভাওয়াইয়া, ভাটিয়ালি, সারি, ভান্ডারি

বাংলার সংগীত:
জাতীয় সংগীত, রণ সংগীত, ক্রীড়া সংগীত ও মুক্তিযুদ্ধভিত্তিক গান

বাংলাদেশের শিক্ষাব্যবস্থা:
জাতীয় শিক্ষা কমিশন, NAPE, NAEM, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

যোগাযোগ ব্যবস্থা:
স্থল বন্দর, সমুদ্র বন্দর, পদ্মা সেতু, মেট্রোরেল, রেলসেতু

বাংলাদেশের স্বাস্থ্যসেবা (EPI)

বাংলাদেশে প্রথম নারী:
প্রধানমন্ত্রী, রাষ্ট্রদূত, নির্বাচন কমিশনার

বাংলাদেশের প্রথম ব্যক্তিবর্গ:
প্রথম রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, প্রধান নির্বাচন কমিশনার, পতাকা উত্তোলনকারী

বাংলাদেশের প্রথম:
বিশ্ববিদ্যালয়, প্রথম ছায়াছবি, জাদুঘর, প্রথম আদমশুমারি, প্রথম জাতীয় সংসদ নির্বাচন

বাংলাদেশের বৃহত্তম, ক্ষুদ্রতম, (জেলা, উপজেলা, ইউনিয়ন):

রাষ্ট্র ও নাগরিকতা:
বাংলাদেশের সরকার ব্যবস্থা (জাতীয় সংসদ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী)

বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা:
উপজেলা, জেলা, NICAR, সিটি কর্পোরেশন, সামরিক জাদুঘর

সাম্প্রতিক বাংলাদেশ:
জুলাই বিপ্লব, অন্তর্বর্তীকালীন সরকার, বিভিন্ন সাম্প্রতিক গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু।

২০২২ - ২০২৪ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার বাংলাদেশ বিষয়াবলি অংশের প্রশ্ন বিশ্লেষণ:

২০২২ - ২০২৪ সালের প্রশ্ন বিশ্লেষণ (বাংলাদেশ বিষয়াবলি অংশ)

টপিক

২০২২ এর সকল ধাপ

২০২৩-২০২৪ এর সকল ধাপ

বাংলায় মুসলিম শাসনামল

১টি

-

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও জনশুমারি

২টি

-

প্রাচীন বাংলার ইতিহাস

-

১টি

দর্শনীয় স্থান ও স্থাপনা

২টি

২টি

ব্রিটিশ শাসনামল

-

১টি

স্বাধীন বাংলা বেতারকেন্দ্র

৪টি

-

জাতীয় বিষয়াবলি

-

-

সংবিধান

-

২টি

ভাষা আন্দোলন

-

-

মুক্তিযুদ্ধ ও মুজিবনগর সরকার

১টি

২টি

শিল্প ও সংস্কৃতি

-

৪টি

নদ-নদী

-

-

বাংলাদেশের সরকারব্যবস্থা

১টি

-

খেলাধুলা

-

-

বাংলাদেশের প্রথম

-

-

বাংলাদেশের শিক্ষাব্যবস্থা

৩টি

১টি

ভৌগোলিক অবস্থান ও জলবায়ু

১টি

৩টি

পাটের জীবন রহস্য

-

-

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

-

-

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ

-

-

ভৌগোলিক নির্দেশক পণ্য

১টি

-

সঙ্গীত ও রচয়িতা

৪টি

-

পঞ্চবার্ষিক পরিকল্পনা

৪টি

-

নারী ও শিশু

২টি

-

চলচ্চিত্র

১টি

-

পদ্মা সেতু ও মেট্রোরেল

১টি

-

কৃষি সম্পদ

১টি

-

সাম্প্রতিক

২টি

১টি

প্রাইমারির শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাংলাদেশ বিষয়াবলির প্রস্তুতির জন্য বুক লিস্ট:

  • ৭ম-৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং ৯ম-১০ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বসভ্যতা বোর্ড বই।

  • প্রফেসর মো: মোজাম্মেল হক রচিত একাদশ-দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন ২য় পত্র বোর্ড বই।

  • বাংলাদেশ বিষয়াবলির প্রতিটি টপিক থেকে বাছাইকৃত কমন উপযোগী প্রশ্নগুলো পড়তে বিদ্যাবাড়িরপ্রাইমারি ডাইজেস্ট প্লাস বই।

  • নিয়মিত পত্রিকার পাতা থেকে বিভিন্ন জাতীয় সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ইস্যু

  • নিয়মিত পত্রিকার সম্পাদকীয়, বিনোদন (বিভিন্ন পুরস্কার ও চলচ্চিত্র) ও খেলাধুলার পাতা

  • প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ তথ্য। 

প্রাইমারির শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাংলাদেশ বিষয়াবলি অংশে ভালো করার কার্যকরী কিছু টিপস:

  • বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ভালো প্রস্তুতির জন্য মৌলিক বিষয়গুলো (যেমন- বাংলাদেশের ভূ-প্রকৃতি ও পরিবেশ, আবহাওয়া ও জলবায়ু, নদ-নদী, পাহাড়-পর্বত, উপত্যকা, জলপ্রপাত ও ঝরনা, দ্বীপ ও চরসমূহ, বঙ্গোপসাগর ও সমুদ্র সৈকত, প্রাচীন বাংলার ইতিহাস ও বিভিন্ন শাসনামল, বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস আর্থসামাজিক ও রাজনৈতিক ইতিহাস, সংবিধান, সরকার ব্যবস্থা, রাজনীতি, অর্থনীতি ও শিল্প বাণিজ্য, বিভিন্ন সম্পদ,  জনসংখ্যা, জনশুমারি, জাতি-গোষ্ঠী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, কৃষিজ সম্পদ, জাতীয় অর্জন, খেলাধুলা, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, ঐতিহাসিক স্থান, ভাস্কর্য, কৃষ্টি ও সংস্কৃতি, জাতীয় পুরস্কার, চলচ্চিত্র ও গণমাধ্যম  ইত্যাদি) থেকে ‍গুরত্বপূর্ণ তথ্য গুলো নোট করে পড়তে হবে।

  • বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, সংবিধান প্রস্তাবনা ও বৈশিষ্ট্য, মৌলিক অধিকারসহ রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ, সংবিধানের সংশোধনীসমূহ, বাংলাদেশ সরকার ও প্রশাসনিক কাঠামো, সাংবিধানিক প্রতিষ্ঠান, জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রশাসনিক ব্যবস্থাপনা কাঠামো ইত্যাদি টপিকগুলো প্রফেসর মো: মোজাম্মেল হক রচিত একাদশ-দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন ২য় পত্র বই থেকে পড়তে পারেন।

  • নিয়মিত পত্রিকার পাতা থেকে জাতীয় বিভিন্ন সাম্প্রতিক ইস্যু এবং সম্পাদকীয় অংশ দাগিয়ে পড়তে হবে এবং তথ্যগুলো নোট করে রাখতে হবে।

  • পরীক্ষায় সরাসরি প্রশ্ন কমন পেতে বিসিএস, প্রাইমারি, নন-ক্যাডার সহ বিগত বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় বাংলাদেশ বিষয়াবলি থেকে আসা প্রশ্ন গুলো ব্যাখ্যা সহ পড়ে ফেলুন।

  • বিগত বিসিএস ও প্রাইমারির প্রশ্নগুলো বিশ্লেষণ করে যে টপিক গুলো থেকে বারবার প্রশ্ন রিপিট হয় সে টপিকগুলো অধিক মনোযোগ সহকারে পড়ুন।

  • প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সারা মাসের গুরুত্বপূর্ণ তথ্যগুলো নোট করে রাখুন।

  • বাংলাদেশ বিষয়াবলিতে ভালো করতে হলে নিয়মিত রিভিশনের বিকল্প নেই।

  • মডেল টেস্ট পরীক্ষায় অংশ নিয়ে নিজের প্রস্তুতি যাচাই করুন।

  • বাংলাদেশ বিষয়াবলির প্রস্তুতির জন্য ৭ম-৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং ৯ম-১০ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বসভ্যতা বোর্ড বইটি অনুসরণ করতে পারেন।

  • বাংলাদেশ বিষয়াবলির প্রত্যেকটি অধ্যায়ের গোছালো প্রস্তুতির জন্য বোর্ড বইয়ের পাশাপাশি একটি ভালো গাইডবই অনুসরণ করতে পারেন। সেক্ষেত্রে বিদ্যাবাড়িরপ্রাইমারি ডাইজেস্ট প্লাস বইটি অনুসরণ করতে পারেন।

  • বাংলাদেশ বিষয়াবলিতে আরো ভালো প্রস্তুতির জন্য বিদ্যাবাড়ির নিয়মিত আয়োজন “পত্রিকার পাতা থেকে” অনুসরণ করতে পারেন যার মাধ্যমে একনজরে দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ তথ্যগুলো একসাথে পেয়ে যাবেন।

(খ) আন্তর্জাতিক বিষয়াবলি অংশের গুরুত্বপূর্ণ টপিকসমূহ: 

বিশ্বের ভৌগোলিক পরিচিতি:
পৃথিবীর পরিচিতি (মোট রাষ্ট্র, বৃহত্তম ও ক্ষুদ্রতম রাষ্ট্র, উষ্ণতম ও শীতলতম স্থান, বৃহত্তম শহর, উচ্চতম রাজধানী), বিশ্বের প্রাচীনতম সভ্যতাসমূহ (মেসোপটেমীয় সভ্যতা, ফিনিশীয় সভ্যতা, গ্রিক সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা।)

বিশ্বের বিখ্যাত ভৌগোলিক উপনাম:
স্থানের নাম (জেনেভা, হারারে, তিব্বত, রোম,প্যারিস, নগরী  পৃথিবী সম্পর্কিত, দ্বীপ সম্পর্কিত)

বিভিন্ন অঞ্চলের পুরাতন ও বর্তমান নাম: থাইল্যান্ড, ইরাক, ইরান, জিম্বাবুয়ে, হারারে

বিশ্বের বিখ্যাত সীমারেখা: ডুরান্ড লাইন, ম্যাকমোহন লাইন, র‌্যাডক্লিফ লাইন, লাইন অব কন্ট্রোল, সনোরা লাইন।

বিরোধপূর্ণ অঞ্চল ও সীমান্ত: নাগার্নো কারাবাখ, জেরুজালেম, শাত-ইল আরব, গোলান মালভূমি

পৃথিবীর বৃহত্তম, ক্ষুদ্রতম, দীর্ঘতম, গভীরতম ও উচ্চতম:
মরুভূমি, বৃহত্তম পর্বতমালা, জলপ্রপাত, উপসাগর, নদী, দীর্ঘতম পর্বতমালা, দীর্ঘতম খাল, উচ্চতম পর্বতশৃঙ্গ, মালভূমি।

বিমানবন্দর: কিং ফাহাদ ও সুবর্ণ ভূমি বিমানবন্দর, বিমান সংস্থা: লুফথানসা ও গারুদা

মহাসাগর, সাগর, উপসাগর:
প্রশান্ত মহাসাগর: মারিয়ানা ট্রেঞ্চ, গ্রেট বেরিয়ার রিফ, আটলান্টিক মহাসাগর, সুন্দা ট্রেঞ্চ, বৃহত্তম সাগর, গভীরতম সাগর, মৃত সাগর, বৃহত্তম উপসাগর, পারস্য উপসাগর

মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র, দ্বীপ, দ্বীপপুঞ্জ:
দ্বীপরাষ্ট্র: ইন্দোনেশিয়া, মাইক্রোনেশিয়া, মার্শাল দ্বীপপুঞ্জ, গ্রিনল্যান্ড, শ্রীলঙ্কা; দ্বীপ: হনসু, মিন্দানাও, বোর্নিও, বালি

দ্বীপপুঞ্জ: কুড়িল, গোয়াম, আন্দামান

অন্তরীপ: উত্তমাশা, কন্যাকুমারী

পাহাড়-পর্বত-পর্বতশৃঙ্গ: প্রথম এভারেস্ট বিজয়ী, K2 পর্বত শৃঙ্গ, আল্পস

মরুভূমি: থর, গোবি, লাদাখ, দাহনা, কালাহারি, দস্ত-ই লুত

প্রণালি: বাব এল মান্দেব, ইংলিশ চ্যানেল, জিব্রাল্টার, পক প্রণালি, বসফরাস

বিশ্বের বিখ্যাত নদ-নদী: টাইগ্রিস-ইউফ্রেটিস, আমাজন, ভলগা, মারে ডার্লিং, ইয়াংসিকিয়াং, নীল নদ

নদ-নদীর উৎপত্তিস্থল ও পতন স্থল: ভিক্টোরিয়া হ্রদ, কুনলুন পর্বত, ব্ল্যাক ফরেস্ট

আলোচিত সমুদ্রবন্দর: বন্দর আব্বাস, আকাবা, কাসাব্লাঙ্কা, কারডিফ, হাইফা, পেনাং, ক্যান্টন, ওসাকা, সাংহাই

বিশ্বের বিখ্যাত হ্রদ: কাস্পিয়ান, বৈকাল, টিটিকাকা

বিশ্বের বিখ্যাত জলপ্রপাত: অ্যাঞ্জেল ফলস, নায়াগ্রা, লিভিংস্টোন

প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা: এলনিনো, লা নিনা, ভূমিকম্প, সুনামি, আগ্নেয়গিরি

মহাদেশ পরিচিতি:
এশিয়া মহাদেশ পরিচিতি, ইউরেশিয়া, বৃহত্তম ও ক্ষুদ্রতম দেশ, বৃহত্তম অরণ্য, Sunshine Policy, কালাপানি, ডমিনো তত্ত্ব, গোল্ডেন ট্রায়াঙ্গেল

রাজধানী-মুদ্রা-ভাষা-পার্লামেন্ট:
রাজধানী (মালে, ভিয়েন তিয়েন, পিয়ংইয়ং, নাইপিদো, আস্তানা, বিশকেক), মুদ্রা (গুলট্রাম, বাথ, রুপিয়া, রিংগিট, ইউরো, ইয়েন, ইউয়ান, ডলার), পার্লামেন্ট (লয়া জিরগা, মজলিস, সোগডু, ডায়েট, পিদাংসু)

এশিয়া মহাদেশের রাজনৈতিক ঘটনাপ্রবাহ:
কংগ্রেস, বৃহত্তম সংবিধান, হামাস, একমাত্র বৌদ্ধ রাষ্ট্র, বৃহত্তম মুসলিম রাষ্ট্র, প্রথম মহিলা প্রেসিডেন্ট, মুসা কালা শহর, ডটার অব দ্যা ইস্ট, উইঘুর, ইসলামি প্রজাতন্ত্র।

ইউরোপ মহাদেশ:
অঞ্চল ও ভৌগোলিক পরিচিতি- (বৃহত্তম ও ক্ষুদ্রতম দেশ, স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল, ইউক্রেন, রাশিয়া, কসোভো, আলবেনিয়া, জার্মানি, ফিনল্যান্ড)

ইউরোপ মহাদেশের রাজনৈতিক ঘটনাপ্রবাহ:
সোভিয়েত ইউনিয়নের ভাঙন, ড্যাড অব অল বোম্বস, রেড আর্মি, রুশ বিপ্লব, সামন্তবাদের সূচনা, গণতন্ত্রের সূতিকাগার, গৌরবময় বিপ্লব, ফরাসি বিপ্লব

ইউরোপ মহাদেশের বিখ্যাত স্থান: ড্যান্ডি, জেনেভা, গ্রিনিচ, ক্রেমলিন

আফ্রিকা মহাদেশ পরিচিতি:
অঞ্চল পরিচিতি- (বৃহত্তম ও ক্ষুদ্রতম দেশ, সর্বোচ্চ বিন্দু, একমাত্র শিল্পোন্নত দেশ)

আফ্রিকা দেশ ও রাজধানী:
দেশ (আলজেরিয়া, মরক্কো, সোমালিয়া), রাজধানী (কিগালি, লুসাকা, নাইরোবি, বানজুল, জুবা)

আফ্রিকা মহাদেশের রাজনৈতিক ঘটনাপ্রবাহ:
নেলসন ম্যান্ডেলা, মিশর, শারম আল শেখ, বেনগাজি, প্যাট্রিক লুমুম্বা, আরব বসন্ত, সুয়েজ খাল

ওশেনিয়া মহাদেশ পরিচিতি:
দেশ ও রাজধানী (বৃহত্তম ও ক্ষুদ্রতম দেশ, রাজধানী: ক্যানবেরা, ওয়েলিংটন, ফুনাফুতি, সুভা)

ওশেনিয়া মহাদেশের রাজনৈতিক ঘটনাপ্রবাহ:
নারীদের প্রথম ভোটাধিকার, মাউরি, কিউই, অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধান

উত্তর আমেরিকা মহাদেশ পরিচিতি:
বৃহত্তম ও ক্ষুদ্রতম দেশ, যুক্তরাষ্ট্র, জ্যামাইকা, কিউবা; রাজধানী: স্যানজোসে, পোর্ট অব প্রিন্স, হাভানা, কিংসটন

উত্তর আমেরিকা মহাদেশের রাজনৈতিক ঘটনাপ্রবাহ:
ক্রীতদাস প্রথা বিলুপ্ত, ক্ষুদ্রতম সংবিধান, ইলেক্টোরাল কলেজ, আইনসভা, Bill of Rights, মার্টিন লুথার কিং, পেন্টাগন, ফিদেল ক্যাস্ত্রো, অর্থনৈতিক মন্দা, ওয়াটার গেট কেলেঙ্কারি, গ্রাউন্ড জিরো; বিখ্যাত স্থান (হোয়াইট হাউজ, ওয়াল স্ট্রিট, সিলিকন ভ্যালি)

মধ্য আমেরিকা: কানকুন, পানামা খাল

দক্ষিণ আমেরিকার দেশ, রাজধানী, মুদ্রা, ভাষা:

  • দেশ (ব্রাজিল, ইকুয়েডর, চিলি, বলিভিয়া)

  • রাজধানী (লাপাজ, সান্টিয়াগো, কিটো, জর্জটাউন)

  • মুদ্রা (রিয়াল, পেসো, সুক্রে)

  • ভাষা (পর্তুগিজ,স্প্যানিশ)

  • দক্ষিণ আমেরিকা মহাদেশের রাজনৈতিক ঘটনাপ্রবাহ 

অ্যান্টার্কটিকা মহাদেশ:
শীতলতম মহাদেশ, সর্বোচ্চ বিন্দু।

সংবাদ মাধ্যম:
AFP, BBC, রয়টার্স, ইন্টারফ্যাক্স

জাতিপুঞ্জ ও জাতিসংঘ:
চুম্বক তথ্যাবলি (জাতিপুঞ্জ প্রতিষ্ঠা, উদ্দেশ্য, সদর দপ্তর, বিলুপ্ত, জাতিসংঘ প্রতিষ্ঠা, সনদ গৃহীত, স্থায়ী সদস্য, মোট সদস্য, ভাষা, প্রতীক, মহাসচিব)

জাতিসংঘের বিভিন্ন কর্মসূচি ও অঙ্গসংস্থা:
SDG, UNHCR, UNICEF, IAEA, IPCC, UNICEF, UNDP, UNEP, UNFPA, ILO, WTO, FAO, WHO, UNHCR

জাতিসংঘের নারী সম্পর্কিত প্রতিষ্ঠান:
CEDAW, UNIFEM

জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবসসমূহ:
নারী দিবস, ধরিত্রী দিবস, পরিবেশ দিবস, সাক্ষরতা দিবস, শিক্ষক দিবস, মানবাধিকার দিবস

মানবাধিকার ও শান্তিরক্ষায় জাতিসংঘ:
মানবাধিকার চুক্তি, আইসিসি, কপ-২৯, জি-জিরো

বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানসমূহ:
IMF, WB, WTO, AIIB, BRICS, OPEC, ADB

আঞ্চলিক সহযোগিতামূলক সংস্থা:
SAARC, OIC, NAM, কমনওয়েলথ

পরিবেশ বিষয়ক সংস্থা:
BELA, UNFCCC, IUCN, WWF, Greenpeace, CVF, German Watch

পরিবেশ বিষয়ক সম্মেলন:
ধরিত্রী সম্মেলন, কিয়েটো প্রটোকল, বাসেল কনভেনশন, কার্টাগেনা প্রটোকল

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন:
WOSM, Red Cross, Amnesty International, TI

বিশ্বের বিভিন্ন যুদ্ধ ও সংশ্লিষ্ট তথ্যাবলি:

  • প্রথম বিশ্বযুদ্ধ-সূচনা, কারণ, অক্ষশক্তি-মিত্রশক্তি, বিজয়ী, সমাপ্তি, যুদ্ধের নেতৃবৃন্দ

  • দ্বিতীয় বিশ্বযুদ্ধ-সূচনা, কারণ, অক্ষশক্তি-মিত্রশক্তি, বিজয়ী, সমাপ্তি, যুদ্ধের নেতৃবৃন্দ

  • অন্যান্য গুরুত্বপূর্ণ যুদ্ধসমূহ- ধর্মযুদ্ধ, ওয়াটার লু যুদ্ধ, ক্রিমিয়ার যুদ্ধ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, আরব-ইসরায়েল যুদ্ধ,ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাত, পাক-ভারত যুদ্ধ

  • যুদ্ধ সম্পর্কিত কিছু আলোচিত স্থান-চেচনিয়া, গাজা, ট্রাফালগার, সিয়াচেন, কারগিল, লেনিন গ্রাদ

  • যুদ্ধ সম্পর্কিত বিভিন্ন চুক্তি- ডেটন চুক্তি, তাসখন্দ চুক্তি, ক্যাম্প ডেভিড চুক্তি 

বিশ্বের গুরুত্বপূর্ণ বিপ্লবসমূহ:
শিল্প বিপ্লব, রুশ বিপ্লব, ভেলভেট বিপ্লব, রোজ বিপ্লব, অরেঞ্জ বিপ্লব, জেসমিন বিপ্লব।

গোয়েন্দা সংস্থা:
CIA, FBI, RAW, FSB, মোসাদ, ফেয়ার ফ্যাক্স, ভিভাক

গেরিলা ও বিপ্লবী সংগঠন:
হামাস, ULFA, FARC, ARSA, সাইনিং পাথ, আবু সায়েফ, হিজবুল্লাহ, Palestine Liberation Organization (PLO), ফাতাহ (Fatah)

সামরিক জোট: NATO, ANZUS, AUKUS

সাম্প্রতিক আন্তর্জাতিক: নোবেল পুরস্কার, বুকার পুরস্কার, ফুটবল বিশ্বকাপ-২০২৬, সর্বশেষ-শীর্ষ সম্মেলন, রিপোর্ট-সমীক্ষা, সিরিয়া বিপ্লব, একনজরে সাম্প্রতিক আন্তর্জাতিক ইত্যাদি।

২০২২ - ২০২৪ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার আন্তর্জাতিক বিষয়াবলি অংশের প্রশ্ন বিশ্লেষণ:

২০২২ - ২০২৪ সালের প্রশ্ন বিশ্লেষণ (আন্তর্জাতিক বিষয়াবলি অংশ)

টপিক

২০২২ এর সকল ধাপ

২০২৩-২০২৪ এর সকল ধাপ

সংস্থা

-

-

এসডিজি

২টি

২টি

সংস্থার সদর দপ্তর

১টি

১টি

প্রাচীন সভ্যতা

-

-

আন্তর্জাতিক দিবস

১টি

১টি

যুক্তরাষ্ট্র

-

-

খেলাধুলা

-

-

জাতিসংঘ

-

-

এশিয়ার দীর্ঘতম নদী

-

-

বিখ্যাত স্থান/শহর

-

-

রাজধানী

-

-

বিখ্যাত সংবাদ সংস্থা

-

-

বিখ্যাত চিত্রকর্ম

-

-

বিখ্যাত গ্রন্থ

-

-

জাতিসংঘ শিশু অধিকার সনদ

-

-

আন্তর্জাতিক শিক্ষা

-

-

ফরাসি বিপ্লব

-

-

জার্মানি

-

-

স্থলবেষ্টিত রাষ্ট্র

-

-

বিখ্যাত প্রণালি

-

-

বিশেষ অঞ্চল

-

-

ইউনেস্কো

১টি

-

শ্রীলঙ্কা

১টি

-

দেশ-মহাদেশ

১টি

-

রাশিয়া

১টি

-

সাম্প্রতিক

-

৩টি


প্রাথমিক শিক্ষক নিয়োগের আন্তর্জাতিক বিষয়াবলির প্রস্তুতির জন্য বুক লিস্ট:

  • আন্তর্জাতিক বিষয়াবলির প্রস্তুতির জন্য নিয়মিত পত্রিকা পড়তে হবে

  • আন্তর্জাতিক বিষয়াবলির টপিকগুলো বিদ্যাবাড়িরপ্রাইমারি ডাইজেস্ট প্লাস বই থেকে পড়লেই যথেষ্ট

  • মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স

  • এছাড়া আরও বাড়তি পড়তে চাইলে মোঃ নাঈম হোসেনের বেসিক ভিউ পড়তে পারেন। 

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আন্তর্জাতিক বিষয়াবলিতে ভালো করার কার্যকরী কিছু টিপস:

  • আন্তর্জাতিক বিষয়াবলির গুরুত্বপূর্ণ টপিকগুলো (যেমন-বিশ্বের ভৌগোলিক পরিচিতি ও ভৌগোলিক উপনাম, বিশ্বের বিখ্যাত সীমারেখা,  বিভিন্ন অঞ্চলের পুরাতন ও বর্তমান নাম, বিরোধপূর্ণ অঞ্চল ও সীমান্ত, পৃথিবীর বৃহত্তম, ক্ষুদ্রতম, দীর্ঘতম, গভীরতম ও উচ্চতম, মহাসাগর, সাগর, উপসাগর, মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র, দ্বীপ, দ্বীপপুঞ্জ, অন্তরীপ, পাহাড়-পর্বত-পর্বতশৃঙ্গ, প্রণালি, মরুভূমি, বিশ্বের বিখ্যাত নদ-নদী, বিশ্বের বিখ্যাত হ্রদ, আলোচিত সমুদ্রবন্দর, মহাদেশ পরিচিতি, জাতিপুঞ্জ ও জাতিসংঘ, জাতিসংঘের বিভিন্ন কর্মসূচি ও অঙ্গসংস্থা, মানবাধিকার ও শান্তিরক্ষায় জাতিসংঘ,  বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানসমূহ, আঞ্চলিক সহযোগিতামূলক সংস্থা, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন, পরিবেশ বিষয়ক সম্মেলন, পরিবেশ বিষয়ক সংস্থা, বিশ্বের বিভিন্ন যুদ্ধ ও সংশ্লিষ্ট তথ্যাবলি, বিশ্বের গুরুত্বপূর্ণ বিপ্লবসমূহ, গোয়েন্দা সংস্থা, সামরিক জোট, সাম্প্রতিক আন্তর্জাতিক ইত্যাদি) থেকে বাছাইকৃত তথ্যগুলো নিয়মিত পড়তে হবে।

  • আন্তর্জাতিক বিষয়াবলির গুরুত্বপূর্ণ টপিকগুলো থেকে বাছাইকৃত কমন উপযোগী প্রশ্নগুলো গুছিয়ে পড়ার জন্য বিদ্যাবাড়িরপ্রাইমারি ডাইজেস্ট প্লাস বইটি অনুসরণ করতে পারেন।

  • বিসিএস, নন-ক্যাডার, প্রাইমারি, শিক্ষক নিবন্ধন সহ বিগত সরকারি চাকরির পরীক্ষায় আন্তর্জাতিক বিষয়াবলি থেকে আসা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ব্যাখ্যা সহ পড়তে হবে।

  • আন্তর্জাতিক বিষয়াবলিতে ভালো করার জন্য পত্রিকা পড়ার বিকল্প নেই। পত্রিকার পাতা থেকে বিভিন্ন আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নোট করে পড়তে হবে।

  • পত্রিকার সম্পাদকীয় পাতা থেকে বিভিন্ন আর্টিকেলগুলো মনোযোগ দিয়ে পড়তে হবে এবং গুরুত্বপূর্ণ তথ্য গুলো নোট করে রাখতে হবে।

  • প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পুরো মাসের আপডেট তথ্যগুলো নোট করে পড়তে হবে।

  • অপ্রয়োজনীয় তথ্য পড়ে সময় নষ্ট করা যাবে না।

  • আন্তর্জাতিক বিষয়াবলিতে আরো ভালো প্রস্তুতির জন্য বিদ্যাবাড়ির নিয়মিত আয়োজন “পত্রিকার পাতা থেকে” অনুসরণ করতে পারেন যার মাধ্যমে একনজরে দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ তথ্যগুলো একসাথে পেয়ে যাবেন।


প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার দৈনন্দিন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ের প্রস্তুতি:

(ক) দৈনন্দিন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অংশের গুরুত্বপূর্ণ টপিকসমূহ: 

রসায়ন ও পদার্থবিজ্ঞান-

  • পদার্থের অবস্থার পরিবর্তন ও বস্তুর উপর তাপের প্রভাব

  • বৈজ্ঞানিক যন্ত্র ও ব্যবহার

  • বল, জড়তা ও কাজ

  • চুম্বক ও চুম্বকত্ব

  • ধাতব ও অধাতব যৌগসমূহ এবং তাদের ব্যবহার

  • দৈনন্দিন জীবনে বিদ্যুৎ

  • ট্রান্সফর্মার, ডায়োড, ট্রানজিস্টর, আইসি (IC), অণু ও পরমাণু

  • বায়ুমণ্ডল

  • বিভিন্ন প্রকার গ্যাস ও জ্বালানি

  • জৈব ও অজৈব যৌগের ব্যবহার

  • শক্তির উৎস ও রূপান্তর, তেজস্ক্রিয়তা, নিউক্লিয় শক্তি, X-ray ও অন্যান্য রশ্মির ব্যবহার

  • নবায়নযোগ্য ও অনবায়নযোগ্য শক্তির উৎস

  • এসিড, ক্ষারক ও লবণ

  • আলো, শব্দ ও তরঙ্গ

  • দৃষ্টি সহায়ক যন্ত্র, দর্পণ ও লেন্সের ব্যবহার

জীববিজ্ঞান-

  • উদ্ভিদ বিজ্ঞান, সালোক সংশ্লেষণ

  • বিভিন্ন আবিষ্কার ও আবিষ্কারক, জেনেটিক্স

  • মানবদেহ, শ্বসনতন্ত্র

  • রেচনতন্ত্র, খাদ্য ও পুষ্টি

  • খাদ্যের উপাদান, রোগব্যাধি ও চিকিৎসা

  • বিভিন্ন প্রকার কালচার 

আধুনিক বিজ্ঞান-

  •   বিগব্যাং (Big Bang), মহীসঞ্চারণ তত্ত্ব

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি

কম্পিউটার-

  • কম্পিউটারের মৌলিক তথ্য ও অঙ্গসংগঠন, গাণিতিক যুক্তি ইউনিটের কাজ

  • কম্পিউটার পেরিফরালস: ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস

  • কম্পিউটারের মেমোরি ও কম্পিউটার সফটওয়্যার

  • ইউটিলিটি সফটওয়্যার, প্যাকেজ সফটওয়্যার

  • স্প্রেডশিট প্রোগ্রাম, এম এস এক্সেল (MS Excel), ওয়ার্কশিট ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার

  • প্রেজেন্টেশন সফটওয়্যার, বিখ্যাত কিছু ওয়েব ব্রাউজার সফটওয়্যার, বাংলা ওয়ার্ড প্রসেসিং ফন্ট, বাংলা কী-বোর্ড

  • অপারেটিং সিস্টেম, ক্লোজড সোর্স বা প্রোপ্রাইটরি অপারেটিং সিস্টেম

  • মাইক্রোসফট ওয়ার্ডের বিভিন্ন শর্টকাট কী(Shortcut Key), ফাইল এক্সটেনশন ফরম্যাট

  • এন্টিভাইরাস (Antivirus), কম্পিউটার ভাইরাস, বিভিন্ন ধরণের ভাইরাসের নাম, ফায়ারওয়াল  

তথ্য প্রযুক্তি-

  • ইন্টারনেট, ইন্টারনেট প্রটোকল অ্যাড্রেস (IP Address)

  • WWW (World Wide Web), URL, HTML, HTTP, Web Page, Home Page, Search, Bookmark, Cookie

  • বিভিন্ন সার্চ ইঞ্জিন ও উৎপত্তি দেশ

  • ই-মেইল (E-mail), দৈনন্দিন জীবনে তথ্যপ্রযুক্তি, ব্যবহারিক ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি

  • কম্পিউটার নেটওয়ার্ক(PAN, LAN,MAN,WAN), নেটওয়ার্ক ডিভাইস(Modem), নেটওয়ার্ক টপোলজি, তারবিহীন মাধ্যম, সোস্যাল নেটওয়ার্কিং(Facebook, LinkedIn, Twitter, Instagram)

  • সাইবার ক্রাইম, সাইবার বুলিং, ফিশিং, হ্যাকিং, স্পুফিং, প্লেজিয়ারিজম, VPN (Virtual Private Network)

  • কৃত্রিম বুদ্ধিমত্তা(AI),

  • কম্পিউটার সম্পর্কিত বিখ্যাত প্রতিষ্ঠানসমূহ: IBM(Big Blue), মাইক্রোসফট (Microsoft), ইনটেল কর্পোরেশন (Intel Corporation), গুগল (Google Incorporated), অ্যাপল ইনেকর্পোরেটেড

  • বাংলাদেশে কম্পিউটারের বিবর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।

  • বিগত সরকারী চাকরির পরীক্ষায় কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি থেকে আসা গুরুত্বপূর্ণ MCQ 

ভূগোল ও পরিবেশ:

  • সৌরজগৎ(গ্রহ সংখ্যা, নিকটতম গ্রহ, সবুজ গ্রহ, পৃথিবীতে প্রাণের সূচনা, মহাকাশ ও মহাবিশ্ব, মহাবিশ্ব ও আমাদের পৃথিবী, নক্ষত্র, নক্ষত্রমণ্ডলী, গ্যালাক্সি, নীহারিকা, ছায়াপথ, উল্কা, ধূমকেতু, উপগ্রহ, কৃত্রিম উপগ্রহ, সূর্য, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, পৃথিবীর আকার-আকৃতি)

  • বায়ুমণ্ডল

  • আহ্নিক ও বার্ষিক গতি( আহ্নিক গতির ফল, বার্ষিক গতির ফল, ‍ঋতু পরিবর্তনের কারণ)

  • তারিখ ও সময় (অক্ষরেখা, দ্রাঘিমারেখা, অক্ষাংশ নির্ণয় দ্রাঘিমা নির্ণয়, গ্রিনিচমান, নিরক্ষরেখা, কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখা, সুমেরু ও কুমেরুবৃত্ত, আন্তর্জাতিক তারিখ রেখা, প্রতিপাদ স্থান, GIS( Geographic Information System)

  • জলবায়ু পরিবর্তন ও পরিবেশের উপর প্রভাব

  • প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের কারণ ও ফলাফল

  • দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন ধাপ (প্রশমন, প্রস্তুতি, প্রতিক্রিয়া এবং পুনরুদ্ধার) 

  • বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান

  • বিগত সরকারি চাকরির পরীক্ষায় ভূগোল ও পরিবেশ থেকে আসা গুরুত্বপূর্ণ MCQ 

২০২২ - ২০২৪ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার দৈনন্দিন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অংশের প্রশ্ন বিশ্লেষণ:

২০২২ - ২০২৪ সালের প্রশ্ন বিশ্লেষণ (দৈনন্দিন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি)

টপিক

২০২২ এর সকল ধাপ

২০২৩-২০২৪ এর সকল ধাপ

রোগ-ব্যাধি

-

২টি

শক্তির রূপান্তর

১টি

-

এসিড

-

-

মানবদেহ ও রক্ত

-

২টি

উদ্ভিদ

-

-

গ্রিন হাউজ

-

-

নবায়নযোগ্য শক্তি

-

-

বিভিন্ন প্রকার বিদ্যা

১টি

১টি

ধাতু

-

-

গ্যাস

১টি

-

খাদ্য ও ভিটামিন

২টি

-

সালোকসংশ্লেষণ

-

-

শব্দ ও তরঙ্গ

-

-

কম্পিউটার

২টি

-

ইনপুট ও আউটপুট ডিভাইস

-

১টি

অপটিক্যাল ফাইবার

-

-

কৃত্রিম বুদ্ধিমত্তা

-

১টি

সামাজিক যোগাযোগ

১টি

-

ইন্টারনেট

১টি

-

সময়

-

-

আহ্নিক গতি

১টি

-

সৌরজগৎ

-

-

বায়ুমণ্ডল

১টি

-

জলবায়ু

১টি

-

দুর্যোগ

১টি

-

প্রাথমিক শিক্ষক নিয়োগের দৈনন্দিন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রস্তুতির জন্য বুক লিস্ট:

  • ৭ম-৮ম শ্রেণির সাধারণ বিজ্ঞান বোর্ড বই

  • ৯ম-১০ম শ্রেণির পদার্থ, রসায়ন এবং জীববিজ্ঞান বোর্ড বই

  • কম্পিউটার ও তথ্যপ্রযুক্তির প্রস্তুতির জন্য প্রকৌশলী মুজিবুর রহমান রচিত একাদশ ও দ্বাদশ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বোর্ড বই

  • বিদ্যাবাড়িরপ্রাইমারি ডাইজেস্ট প্লাস বই

 

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় দৈনন্দিন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ে ভালো করার কার্যকরী টিপস:

  • প্রথমেই বিগত প্রাইমারি পরীক্ষার প্রশ্নগুলো বিশ্লেষণ করে যে টপিকগুলো থেকে অধিক প্রশ্ন এসেছে সেগুলো বা যে টপিকগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নির্ধারণ করতে হবে।

  • সাধারণ বিজ্ঞানের মৌলিক বিষয় বা টপিকগুলো মূলত ৭ম-৮ম শ্রেণির সাধারণ বিজ্ঞান বোর্ড বই থেকে পড়তে হবে।

  • পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞানের টপিকগুলো ৯ম-১০ম শ্রেণির পদার্থ, রসায়ন এবং জীববিজ্ঞান বই থেকে MCQ পদ্ধতিতে পড়তে হবে।

  • আইসিটি(কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি) বিষয়ের প্রস্তুতির জন্য প্রকৌশলী মুজিবুর রহমান রচিত একাদশ ও দ্বাদশ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বোর্ড বইটি পড়তে হবে। পাশাপাশি ৯ম-১০ম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইটিও অনুসরণ করা যেতে পারে।

  • বিগত বিসিএস, নন-ক্যাডার, প্রাইমারি  ও শিক্ষক নিবন্ধনের সাধারণ বিজ্ঞানের প্রশ্নগুলো যেকোনো একটি ভালো জব সল্যুশন থেকে ব্যাখ্যা সহকারে পড়তে হবে।

  • সবচেয়ে ভালো হয় যদি বিদ্যাবাড়িরপ্রাইমারি ডাইজেস্ট প্লাস বইটি অনুসরণ করে দৈনন্দিন বিজ্ঞানের প্রতিটি গুরুত্বপূর্ণ টপিক  থেকে বাছাইকৃত কমন উপযোগী  প্রশ্নগুলো পড়ে ফেলা যায়।   

  • দৈনন্দিন বিজ্ঞানের বিষয়গুলোতে কোন সমস্যা থাকলে বিদ্যাবাড়িরইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন লেকচার দেখতে পারেন।  

প্রাথমিক শিক্ষক নিয়োগে MCQ টাইপ লিখিত পরীক্ষায় ভালো করার উপায়:

  • প্রস্তুতির শুরুতেই পড়াশোনার জন্য সঠিক লক্ষ্য নির্ধারণ করতে হবে।

  • প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাস ও বিষয়ভিত্তিক মানবণ্টন সম্পর্কে ভালোমতো জানতে হবে।

  • বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করে কোন টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসে সেগুলো অ্যানালাইসিস করতে হবে।

  • যে টপিকগুলো থেকে অধিক প্রশ্ন আসে সেগুলো খুব গুরুত্ব সহকারে পড়তে হবে।

  • যে বিষয়গুলোতে দুর্বলতা আছে সেগুলো চিহ্নিত করতে হবে এবং সেই বিষয়গুলোতে অধিক সময় দিতে হবে।

  • কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটি জানার পাশাপাশি কোন টপিকগুলো কম গুরুত্বপূর্ণ সেটি জানতে হবে।

  • অপ্রয়োজনীয় তথ্য পড়ে সময় নষ্ট করা যাবে না।

  • পরীক্ষায় ০.২৫ এর নেগেটিভ মার্কিং এড়াতে যে প্রশ্নগুলো বিগত সাল থেকে বেশি রিপিট হয় সেগুলো বেশি উত্তর করতে হবে।

  • পরীক্ষায় সরাসরি প্রশ্ন কমন পাওয়ার জন্য বিসিএস, নন-ক্যাডার, প্রাইমারি, শিক্ষক নিবন্ধন সহ এবং বিগত বিভিন্ন সরকারি চাকরির দশ বছরের প্রশ্ন ব্যাখ্যা সহ পড়তে হবে।

  • নিয়মিত পত্রিকা থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সাম্প্রতিক গুরুত্বপূর্ণ তথ্যগুলো দাগিয়ে পড়তে হবে। পাশাপাশি পত্রিকার সম্পাদকীয় পাতা গুরুত্ব সহকারে পড়তে হবে।

  • সপ্তম-দশম শ্রেণীর বোর্ড বই থেকে বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি, কম্পিউটার, ভূগোল ও পরিবেশের গুরুত্বপূর্ণ তথ্যগুলো ভালোমতো পড়তে হবে।

  • প্রাইমারি নিয়োগ পরীক্ষার বিষয়গুলো ভালোভাবে গুছিয়ে পড়ার জন্য বোর্ড বইয়ের পাশাপাশি যেকোনো একটি ভালো গাইড বই অনুসরণ করতে হবে। এক্ষেত্রে বাজারের বহুল প্রচলিত বিদ্যাবাড়িরপ্রাইমারি ডাইজেস্ট প্লাস’ বইটি অনুসরণ করা যেতে পারে।

  • প্রাথমিক শিক্ষার পদ্ধতি ও পাঠ্যক্রম, প্রাথমিক শিক্ষার বিভিন্ন স্তর ও উদ্দেশ্য, মানসম্মত শিশুশিক্ষা নিশ্চিত করণ সহ শিশু মনোবিজ্ঞান সম্পর্কে ধারণা রাখতে হবে।

  • পরীক্ষার আগেই পুরো সিলেবাস শেষ করতে হবে এবং রিভিশন করতে হবে।

  • নিয়মিত পড়াশোনার পাশাপাশি মডেল টেস্ট দেওয়ার মাধ্যমে নিজের প্রস্তুতি যাচাই করতে হবে।

  • পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট করার জন্য আগে থেকেই কৌশলী হতে হবে এবং প্র্যাকটিস করতে হবে।

  • গুরুত্বপূর্ণ তথ্যগুলো শর্টকাট টেকনিকের এর মাধ্যমে মনে রাখতে হবে।

  • শারীরিক সুস্থতার প্রতি বিশেষ নজর দিতে হবে এবং অতিরিক্ত পড়ার চাপ নিয়ে অসুস্থ হওয়া যাবে না।

প্রথমবারেই একজন প্রাইমারি শিক্ষক হতে হলে একজন চাকরি প্রার্থীকে অবশ্যই কোনো একটি মানসম্পন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত থেকে সঠিক একটি গাইডলাইন অনুসরণ করে নিয়মিত পড়াশোনা করা উচিত। এক্ষেত্রে বিদ্যাবাড়িরPrimary Advance Live Batch এ ভর্তি হতে পারেন।

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ভাইভা অংশের প্রস্তুতি:

প্রাথমিক শিক্ষক নিয়োগ ভাইভা পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:

মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের নিম্নোক্ত সত্যায়িত কাগজপত্র সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে হবে-

  • অনলাইনে দাখিলকৃত আবেদনের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ২ (দুই) কপি ছবি।

  • শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল/সাময়িক সনদপত্র।

  • সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র।

  • জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধনের কপি।

  • মুক্তিযোদ্ধার সন্তান প্রার্থীদের জন্য সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযোদ্ধার প্রয়োজনীয় সনদ ও কাগজপত্র।

  • শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের অনুকূলে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র।

  • লিখিত পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি।

  • প্রার্থীর সনদপত্র ও ছবি সত্যায়নকারী কর্মকর্তার (৯ম বা তদূর্ধ্ব গ্রেডের গেজেটেড কর্মকর্তা) স্বাক্ষরের নিচে নামসহ সীল থাকতে হবে।

  •  (৯ম বা তদূর্ধ্ব গ্রেডের গেজেটেড কর্মকর্তা) স্বাক্ষরের নিচে নামসহ সীল থাকতে হবে।

প্রাথমিক শিক্ষক নিয়োগ ভাইভা পরীক্ষায় ভালো করার উপায়:

  • ভাইভা প্রস্তুতির প্রথম ধাপ হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র আগে থেকেই যথেষ্ট সময় নিয়ে গুছিয়ে ফেলা।  

  • ভাইভার দিন যথেষ্ট সময় হাতে নিয়ে ভাইভার জন্য বের হতে হবে।

  • যথাযথ অফিসিয়াল ড্রেস আপ করে মার্জিত ভাবে ভাইভা বোর্ডে উপস্থিত হতে হবে। ছেলেরা ফরমাল শার্ট-প্যান্ট এবং মেয়েরা শাড়ি পড়বেন।

  • ভাইভা বোর্ডে সালাম দিয়ে প্রবেশ করুন এবং বসতে বললে বসুন। মার্জিত ভাবে চেয়ারে বসবেন এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন।

  • ভাইভাটি ৫-১০ মিনিট ব্যাপী হতে পারে।

  • ভাইভায় যে প্রশ্নের উত্তরটি আপনার জানা আছে সেটির উত্তর দিন আর উত্তর না জানা থাকলে মার্জিত ভাবে আপনার অপারগতা প্রকাশ করুন।

  • সাম্প্রতিক নানা তথ্য বা ইস্যু, ইংরেজি ট্রান্সলেশন, গণিতের কিছু সূত্রাবলি বা শর্টকাট টেকনিক, বিভিন্ন দেশের রাজধানী ও মুদ্রা, বিভিন্ন সদর দপ্তর, নিজের দেশের বিভিন্ন স্থাপনা, বীরশ্রেষ্ঠ, নিজ জেলা উপজেলার বিখ্যাত ব্যক্তিত্ব, দর্শনীয় স্থান ও পণ্য, মুক্তিযোদ্ধা ইত্যাদি বিষয়ে প্রশ্ন করা হয়। সাথে মুখে মুখেই গণিতের টুকটাক কিছু সমস্যা সমাধান করতে বলা হয়। 

  • নিজের নামের অর্থ এবং নামের সাথে মিল রয়েছে এমন কোন বিখ্যাত ব্যক্তি ইত্যাদি সম্পর্কে জিজ্ঞেস করা হতে পারে। তাই এ সম্পর্কে ভালোমতো ধারণা রাখুন।

  • আপনি কেন প্রাইমারি শিক্ষক হতে চান? কিংবা আমরা আপনাকে কেন চাকরিটি দিব? এই প্রশ্নের উত্তরগুলো আগে থেকেই সাজিয়ে রাখুন।

  • প্রাথমিক শিক্ষার বিভিন্ন স্তর ও উদ্দেশ্য, প্রাথমিক শিক্ষার পদ্ধতি ও পাঠ্যক্রম, মানসম্মত শিশুশিক্ষা নিশ্চিত করণ সহ শিশু মনোবিজ্ঞান সম্পর্কে ধারণা রাখতে হবে।

  • নিজের অ্যাকাডেমিক বিষয় সম্পর্কে খুঁটিনাটি তথ্য জেনে রাখুন।

  • অনেক সময় আপনাকে একটি গান বা ছড়া কিংবা অভিনয় করে দেখাতে বলা হতে পারে। সেজন্য আগে থেকেই একটি দেশাত্মবোধক গান ও ছড়া শিখে রাখুন।

  • জেলা প্রশাসক (ডিসি), জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও), উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নামগুলো ভালোমতো জেনে রাখুন।

  • সবচেয়ে ভালো হয় যদি প্রিভিয়াস ভাইভার প্রশ্নগুলো সম্পর্কে ধারণা নেওয়া যায়। বিদ্যাবাড়িরপ্রাইমারি ডাইজেস্ট প্লাস’বইটিতে ২০২৩-২৪ সালের রিয়েল ভাইভা প্রশ্নোত্তর সংযোজন করা হয়েছে। এই বইটি পড়ার মাধ্যমে আপনার ভাইভা প্রস্তুতি সবার চেয়ে এগিয়ে রাখতে পারেন।

প্রাথমিক শিক্ষক নিয়োগ ভাইভা পরীক্ষায় যে কাজ গুলো করা যাবে না:

  • কাগজপত্র গোছানো থেকে শুরু করে সকল কাজ ভাইভার দিনের আগেই সম্পন্ন করুন।

  • কোন কাজ ভাইভার দিনের জন্য রেখে দিবেন না।

  • ভাইভার আগে কোনো তাড়াহুড়ো করা যাবে না।

  • ভাইভার দিন যথেষ্ট সময় হাতে নিয়ে বের হবেন এবং সঠিক টাইমে কেন্দ্রে পৌঁছাবেন।

  • ড্রেস আপ এর ব্যাপারে খুবই সতর্ক থাকুন।

  • ভাইভা বোর্ডে নিজেকে মার্জিত ভাবে উপস্থাপন করুন।

  • ভাইভা বোর্ডে প্রবেশ করে হেলেদুলে বসা যাবে না।

  • যে প্রশ্নের উত্তর জানা আছে সেটি উত্তর করুন।

  • কোনো উত্তর আপনার জানা না থাকলে মার্জিত ভাবে অপারগতা প্রকাশ করুন।

  • কোনো প্রকার অনুমাননির্ভর কথা বলা থেকে বিরত থাকুন।

  • বোর্ড সদস্যদের সাথে কোনো মতানৈক্য করবেন না।

  • কোন প্রকার রাজনৈতিক মন্তব্য বা দর্শন প্রকাশ করবেন না।

  • কথার ভাষায় আঞ্চলিকতা পরিহার করুন।

কোচিং ছাড়া প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি যেভাবে নিবেন:

  • প্রাইমারির সিলেবাস ও বিষয়ভিত্তিক মানবণ্টনটি দেখে নিন।

  • কোন বিষয়ের কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটি নোট করে নিন।

  • কোন টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসে সেটি দেখে নিন।

  • প্রস্তুতির জন্য প্রয়োজনীয় বইগুলো সংগ্রহ করুন।

  • ৭ম-১০ম শ্রেণির বোর্ড বইগুলোর পাশাপাশি প্রত্যেকটি বিষয়ে গোছালো প্রস্তুতির জন্য একটি গাইড বই অনুসরণ করুন। বিদ্যাবাড়িরপ্রাইমারি ডাইজেস্ট প্লাস’ বইটি অনুসরণ করতে পারেন।

  • অবশ্যই একটি কার্যকর রুটিন তৈরি করুন।

  • আপনার সামর্থ্য অনুযায়ী নির্দিষ্ট একটি সময় পড়ার জন্য রাখুন।

  • একদিন পড়বো আরেকদিন পড়বো না এই মনোভাব থাকলে সফল হওয়া যাবে না।

  • দৈনিক ভিত্তিতে রুটিন অনুসারে নির্দিষ্ট সময়ের মধ্যে পুরো সিলেবাস একবার শেষ করুন।

  • সাথে বিগত সালের বিসিএস, প্রাইমারি, নিবন্ধন সহ বিভিন্ন সরকারি চাকরির প্রশ্নগুলো যতটুকু সম্ভব ব্যাখ্যা সহ পড়ুন। 

  • প্রতি সপ্তাহের নির্দিষ্ট একটি দিন রিভিশনের জন্য রাখুন।

  • সিলেবাস পুরোপুরি শেষ হলে মডেল টেস্ট পরীক্ষায় অংশ নিয়ে অথবা মডেল টেস্টের বই থেকে নির্দিষ্ট সময় ধরে পরীক্ষা দিয়ে নিজের প্রস্তুতি যাচাই করুন।

  • যে টপিকগুলো তে দুর্বলতা ধরা পড়বে সেই টপিকগুলোতে অধিক মনোযোগ দিতে হবে।

  • পরীক্ষার আগেই সকল দুর্বলতা সমাধান করতে হবে বিশেষ করে গণিত এবং ইংরেজি অংশে অনেকেরই দুর্বলতা থাকে।

  • যার যে বিষয়ে দুর্বলতা রয়েছে সেগুলো সমাধান করে পরীক্ষার আগেই আকেটি পূর্ণাঙ্গ গোছালো প্রস্তুতি নিতে পারলে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় অবশ্যই সফল হওয়া সম্ভব।

প্রাথমিক শিক্ষকদের সুযোগ সুবিধা:

প্রাথমিক সহকারী শিক্ষকদের সুযোগ সুবিধা:

পোস্টিং:

  • প্রাইমারি সহকারী শিক্ষকরা তাদের নিজ উপজেলাতেই কাজের সুযোগ পান।

  • নতুন নিয়োগের ক্ষেত্রে শূন্যপদ অনুযায়ী নিজ উপজেলা/থানায় নিয়োগ দেওয়া হয়।

  • তবে নিজ উপজেলা/থানায় শূন্যপদ না থাকলে নিজ জেলার অন্যান্য বিদ্যালয়ে পোস্টিং হতে পারে।

  • নারী শিক্ষকদের ক্ষেত্রে তাদের নিজ এলাকার প্রতিষ্ঠানেই নিয়োগ হয়ে থাকে। 

বেতন ভাতা:

  • প্রাইমারি সহকারী শিক্ষকরা চাকরির শুরুতে ১৩তম গ্রেডে (১১,০০০-২৬,৫৯০) বেতন পান এবং তাদের মূল বেতন হয় ১১ হাজার টাকা।

  • সম্প্রতি প্রাইমারির সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড প্রদান করার জন্য সুপারিশ করা হয়েছে।  

অন্যান্য ভাতা:

  • চিকিৎসা ভাতা- ১ হাজার ৫০০ টাকা।

  • মাসিক টিফিন ভাতা-২০০ টাকা।

  • মাসিক যাতায়াত ভাতা-৩০০ টাকা।

  • এলাকা ভেদে মূলবেতনের ৪৫%-৬০% পর্যন্ত বাড়িভাড়া।

  • বছরে মূল বেতনের সমপরিমাণ ২ টি উৎসব ভাতা।

  • বছরে মূল বেতনের ২০% বৈশাখি ভাতা পাবেন ১ বার।

  • প্রতিবছর মূল বেতনের ১৫% সরকারি বিশেষ প্রণোদনা/সুবিধা পাবেন।

  • সন্তানের বয়স পাঁচ বছর হলে মাসিক শিক্ষা ভাতা (১ জন হলে ৫০০ টাকা, ২ জন হলে ১০০০ টাকা) পাবেন।

  • হাওড় ও দুর্গম অঞ্চলে যাদের কর্মস্থল তাদের জন্য আলাদা ভাতার ব্যবস্থা রয়েছে।

বেতন বৃদ্ধি:

  • প্রতিবছর জুলাই মাসে মূল বেতনের ৫% হারে বেতন বৃদ্ধি পাবে।

  • চাকরি জীবনে ২টি টাইম স্কেল পাবেন।

বদলি:

  • সহকারী শিক্ষক পদে চাকরির মেয়াদ ন্যূনতম ২ বছর পূর্ণ হলে এবং পদ শূন্য থাকলে আন্তঃউপজেলা/থানা (একই জেলার অভ্যন্তরে), আন্তঃজেলা (একই বিভাগের অভ্যন্তরে) ও আন্তঃবিভাগ বদলি হওয়া যাবে। তবে, উক্ত ২ বছরের মধ্যে একই উপজেলা/থানায় পদ শূন্য হলে বদলি হওয়া যাবে।

  • যে কোন বদলির পর ৩ বছর অতিক্রান্ত না হলে কোনো শিক্ষক পুনঃবদলির জন্য বিবেচিত হবেন না।

  • যে সকল বিদ্যালয়ে ৪ জন বা তার কম সংখ্যক শিক্ষক কর্মরত আছেন কিংবা শিক্ষক ছাত্র অনুপাত ১:৪০ এর বেশি রয়েছে, সে সকল বিদ্যালয় থেকে সাধারণভাবে শিক্ষক বদলি করা যাবে না।

  • শিক্ষকরা অনলাইনে সর্বোচ্চ ৩টি বিদ্যালয় ক্রমানুসারে পছন্দ করবেন। 

  • কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে ১টি বিদ্যালয় পছন্দ করতে পারবেন।

  • আবেদনের পরিপ্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরবর্তীতে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।

  • উপজেলা/থানায় কোন পদ শূন্য হলে প্রথমত: সংশ্লিষ্ট উপজেলা/থানার অধিবাসী প্রার্থীগণ যারা নিজ উপজেলা/থানায় শূন্যপদ না থাকায় অন্য উপজেলা/থানায় নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন, দ্বিতীয়ত: সংশ্লিষ্ট উপজেলা/থানার অধিবাসী প্রার্থীগণ সেই পদে বদলির জন্য অগ্রাধিকার পাবেন। তবে, একাধিক পদ শূন্য থাকলে অন্য উপজেলা/থানা/জেলা/বিভাগের শিক্ষকগণও একইভাবে বদলির জন্য বিবেচিত হতে পারবেন।

  • আন্ত:উপজেলা/থানা, আন্ত:জেলা কিংবা আন্ত: বিভাগ বদলির ক্ষেত্রে বদলিকৃত শিক্ষকের জ্যেষ্ঠতা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত সর্বশেষ নীতিমালা দ্বারা নির্ধারিত হবে।

  • উপজেলা বা থানার মধ্যে একই পদে একাধিক আগ্রহী প্রার্থী থাকলে তাদের মধ্যে যথাক্রমে দূরত্ব, লিঙ্গ, চাকরির জ্যেষ্ঠতা, প্রতিবন্ধকতা, বিবাহ, স্বামীর মৃত্যু/বিবাহ বিচ্ছেদ এসব বিষয় বিবেচনায় নিয়ে অগ্রাধিকার নির্ধারণ করা হবে।

  • চাকরি লাভের পূর্বে এবং চাকরি লাভের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এমন শিক্ষক স্বামী বা স্ত্রীর স্থায়ী ঠিকানায় বদলি হতে ইচ্ছুক হলে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে শূন্য পদের বিপরীতে (নির্দিষ্ট শর্ত ও কাগজপত্র প্রদর্শন সাপেক্ষে) বদলি হতে পারবেন।

  • বিধবা/তালাকপ্রাপ্ত শিক্ষক তাঁর স্থায়ী বা বর্তমান ঠিকানায় বদলি হতে পারবেন এবং বিধবা/তালাকপ্রাপ্ত শিক্ষক পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হলে স্বামীর বর্তমান ঠিকানায় বদলি হতে ইচ্ছা পোষণ করলে কাবিননামা/প্রত্যয়ন সহ লিখিত আবেদনের ভিত্তিতে পদ শূন্য থাকা সাপেক্ষে বদলি করা যাবে। 

  • বিধবা বা তালাকপ্রাপ্ত শিক্ষক তাঁর আবেদনের প্রেক্ষিতে পিতা/তাঁর স্থায়ী ঠিকানায় অথবা তাঁর বর্তমান স্থায়ী ঠিকানায় বদলি (নির্দিষ্ট কাগজ প্রদর্শনপূর্বক) হতে পারবেন । 

  • কোন শিক্ষকের স্ত্রী বা স্বামী সরকারি/আধা সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকরি করলে তাঁকে স্ত্রী বা স্বামীর কর্মস্থলে বদলির সুযোগ দেয়া যেতে পারে। তবে এ সুযোগ তাঁরা সমগ্র চাকরিকালে সর্বোচ্চ ০২ (দুই) বার গ্রহণ করতে পারবেন। 

  • সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত বিদ্যালয়গুলো এই বদলি কার্যক্রমের আওতাবহির্ভূত থাকবে।


প্রাথমিক সহকারী শিক্ষকদের পদোন্নতি:

  • মৌলিক প্রশিক্ষণ ও চাকরি স্থায়ীকরণ সহ ১২ বছর সহকারী শিক্ষক পদে চাকরি সম্পন্ন করার পরে প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি পাওয়ার সুযোগ।

  • সহকারী শিক্ষকেরা বিভাগীয় প্রার্থী হিসেবে উপজেলা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও পিটিআই ইনসট্রাক্টর পদে আবেদন করতে পারবেন। পরীক্ষায় উত্তীর্ণ হলে সেসব পদে চাকরিও করতে পারবেন।

 

প্রাথমিক সহকারী শিক্ষকদের পেনশন:

  • চাকরির ৫ বছর পূর্ণ হলে একজন শিক্ষক পেনশনের আওতায় পড়বেন।

  • চাকরি শেষে পাবেন ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ ল্যামগ্রান্ড (যত মাস ছুটি পাওনা তত মাসের Basic একত্রে পাবেন, তবে সেটা সর্বোচ্চ ১৮ মাসের বেশি নয়), ১ বছরের পিআরএল, অর্জিত মূল বেতনের ২৩০ গুণ পেনশন ও আজীবন পারিবারিক পেনশন। 

  • ৬৫ বছরের ঊর্ধ্বে হলে পেনশনারদের মাসিক চিকিৎসা ভাতা হবে ২ হাজার ৫০০ টাকা। 


প্রাথমিকের প্রধান শিক্ষকদের সুযোগ সুবিধা:

  • মূল বেতন- ১২তম গ্রেড (প্রশিক্ষণবিহীন) এর জন্য ১১,৩০০ টাকা, ১১তম গ্রেড (প্রশিক্ষণপ্রাপ্ত) এর জন্য ১২,৫০০ টাকা

  • বাড়িভাড়া- এলাকা ভেদে ৪৫%-৬০%

  • চিকিৎসা ভাতা-১৫০০ টাকা

  • উৎসব ভাতা-প্রতি বছর মূলবেতনের সমপরিমাণ ২টি

  • নববর্ষ ভাতা- প্রতি বছর ১ বার (২০% হারে)

  • প্রতিবছর জুলাই মাসে ৫% হারে বেতন বৃদ্ধি

  • প্রতিবছর মূল বেতনের ১৫% সরকারি বিশেষ প্রণোদনা/সুবিধা পাবেন।

  • দুই সন্তানের শিক্ষার জন্য সর্বোচ্চ ১০০০ টাকা শিক্ষা সহায়ক ভাতা

  • হাওড় অঞ্চলে কর্মরতদের জন্য হাওড়া ভাতা

  • পরীক্ষার খাতা মূল্যায়ন ও বিভিন্ন পরীক্ষার ইনভিজিলেটর হিসেবে দায়িত্ব পালনের জন্য বিভিন্ন ভাতা।

  • চাকরিজীবন শেষে পেনশন সহ বিভিন্ন আর্থিক সুযোগ সুবিধা। 

প্রাথিমকের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড প্রদান:

  • দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করেছে সরকার।  

  • ২৮ জুলাই, ২০২৫ তারিখে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায়।

  • এতে সারাদেশে ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষকের বেতন স্কেল বিদ্যমান ১১তম গ্রেড (প্রশিক্ষণপ্রাপ্ত) এবং ১২তম গ্রেড (প্রশিক্ষণবিহীন) থেকে ১০ম গ্রেডে উন্নীত করা হয়েছে।

  • বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বোচ্চ আদালতের আদেশ অনুসারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ জন প্রধান শিক্ষকের বিদ্যমান ১১তম থেকে ১০ম গ্রেডে বেতন স্কেল উন্নীত করার সিদ্ধান্ত হয়।

  • এর ধারাবাহিকতায় দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীতকরণ যৌক্তিক বিবেচিত হওয়ায় সরকার সারাদেশে ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষকের বেতন স্কেল বিদ্যমান ১১তম গ্রেড (প্রশিক্ষণপ্রাপ্ত) এবং ১২তম গ্রেড (প্রশিক্ষণবিহীন) থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণে সম্মতি প্রদান করেছে।

  • সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করার ঘোষণার পর প্রধান শিক্ষকদের বেতন ও বিভিন্ন ধরনের ভাতা কত টাকা বাড়বে (প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রস্তাবনা অনুযায়ী) তা নিচে উল্লেখ করা হলো:


প্রাথমিকের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে পদোন্নতি হলে যে পরিমাণ বেতন ভাতা বাড়বে:

বর্তমানে ১২তম গ্রেডে কর্মরত (১,১৫৪ জন) প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীত করা হলে তারা-

  • মূল বেতন বেশি পাবেন ৪ হাজার ৭০০ টাকা

  • বাড়িভাড়া বাড়বে (গড়ে ৪২ শতাংশ ধরে) ১ হাজার ৬৩৫ টাকা

  • বিশেষ সুবিধা ভাতা বাড়বে ৭০৫ টাকা

  • উৎসব ভাতা বাড়বে ৪ হাজার ৭০০ টাকা

  • নববর্ষ ভাতা বাড়বে ৯৪০ টাকা

বর্তমানে ১১তম গ্রেডে কর্মরত (১৩,৮৫৪ জন) প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীত করা হলে তারা-

  • মূল বেতন বেশি পাবেন ৩ হাজার ৫০০ টাকা

  • বাড়িভাড়া বাড়বে ১ হাজার ৯৫ টাকা (গড়ে ৪২ শতাংশ হারে)

  • বিশেষ সুবিধা বাড়বে ৫২৫ টাকা

  • উৎসব ভাতা বাড়বে ৩ হাজার ৫০০ টাকা

  • নববর্ষ ভাতা বাড়বে ৭০০ টাকা। 

প্রাথমিক প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড প্রাপ্তির জন্য শর্তাবলি:

প্রাইমারির প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীতকরণের আদেশে কিছু শর্ত জুড়ে দিয়েছে অর্থ মন্ত্রণালয়। ১০ম গ্রেডে বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পেতে এ শর্তগুলো পূরণ করতে হবে। শর্তগুলোর মধ্যে রয়েছে নিয়োগবিধি সংশোধন, প্রশিক্ষণ শেষ করাসহ একগুচ্ছ নির্দেশনা। শর্তগুলো নিম্নে দেওয়া হল:

  • প্রশাসনিক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টার সম্মতি গ্রহণ করতে হবে।

  • বেতন গ্রেড উন্নীতকরণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি গ্রহণ করতে হবে।

  • বেতন গ্রেড উন্নীতকরণে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সুপারিশ গ্রহণ করতে হবে।

  • অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ কর্তৃক পদগুলোর বেতনস্কেল যাচাই/নির্ধারণ করতে হবে।

  • প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক যাবতীয় আনুষ্ঠানিকতা পালনপূর্বক বেতন গ্রেড উন্নয়নের চার কপি সরকারি আদেশ (জিও) জারি করে জারিকৃত জিওতে অর্থ বিভাগের পৃষ্ঠাঙ্কন গ্রহণ করতে হবে।

  • মন্ত্রণালয়/বিভাগ/অফিসের বিদ্যমান টিওঅ্যান্ডইতে বেতন গ্রেড উন্নয়নের পদগুলো অন্তর্ভুক্ত করে টিওঅ্যান্ডই হালনাগাদ করতে হবে।

  • পদ উন্নীতকরণের বিষয়টি বিদ্যমান নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত করে নিয়োগবিধি সংশোধন করতে হবে।

  • প্রশিক্ষণবিহীন সব প্রধান শিক্ষককে এ পদে যোগদানের তারিখ থেকে ১৮ মাসের মধ্যে বেসিক ট্রেইনিং ফর প্রাইমারি টিচার্স (বিটিপিটি) প্রশিক্ষণ সমাপ্ত করতে হবে।

  • জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরোপিত সকল শর্ত পালন করতে হবে।

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি নিয়ে কিছু FAQ:

প্রশ্ন: প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় কাট মার্ক কত?

উত্তর: প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় নির্দিষ্ট কোন 'কাট মার্ক' নেই কারণ এটি মোট শূন্য পদ এবং প্রার্থীর সংখ্যার উপর নির্ভর করে। MCQ টাইপ লিখিত পরীক্ষা এবং ভাইভা পরীক্ষায় ৫০% মার্ক পেলে মূলত পাস ধরা হয়।  

প্রশ্ন: প্রাথমিক শিক্ষকদের বেতন গ্রেড কত?

উত্তর: বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ ১১তম (প্রশিক্ষণপ্রাপ্ত) ও ১২তম (প্রশিক্ষণহীন) গ্রেডে রয়েছেন এবং সহকারী শিক্ষকগণ ১৩তম গ্রেডে বেতন পাচ্ছেন।

প্রশ্ন: প্রাইমারি শিক্ষকদের পেনশন কত টাকা?

উত্তর: প্রাইমারির শিক্ষকদের পেনশন কত সেটা টাকার হিসেবে নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। প্রাইমারি শিক্ষকগণ  চাকরি শেষে পাবেন ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ ল্যামগ্রান্ড (যত মাস ছুটি পাওনা তত মাসের Basic একত্রে পাবেন, তবে সেটা সর্বোচ্চ ১৮ মাসের বেশি নয়), ১ বছরের পিআরএল, অর্জিত মূল বেতনের ২৩০ গুণ পেনশন ও আজীবন পারিবারিক পেনশন। 

প্রশ্ন: প্রাইমারি শিক্ষকদের বাড়ি ভাড়া কত?

উত্তর: প্রাইমারি শিক্ষকগণ এলাকা ভেদে মূল বেতনের ৪৫% থেকে ৬০% পর্যন্ত বাড়িভাড়া পেয়ে থাকেন।

প্রশ্ন: পরবর্তী প্রাথমিক শিক্ষক নিয়োগ কবে হবে?

উত্তর: পরবর্তী প্রাথমিক শিক্ষক নিয়োগ কবে হবে সেটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত হবে। তবে বিভিন্ন সূত্র থেকে জানা যায় যে, খুব দ্রুতই প্রাইমারির প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্রাথমিক প্রধান শিক্ষকের সার্কুলার প্রকাশিত হয়েছে এবং সহকারী শিক্ষকের সার্কুলারও খুব শীঘ্রই প্রকাশিত হবে। ডিসেম্বর ২০২৫ এর মধ্যে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার কথা রয়েছে।  



















Leave A Reply

Already have an account ? Sign in to leave a reply

Comments

Top Categories

BCS

15

Primary

8

NTRCA

5

Digital Marketing

4

Graphic design

2

Technology

1

More Blogs

Primary

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি যেভাবে শুরু করবেন - এক্সপার্ট টিপস

Biddabari |

08 September 2025

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি যেভাবে শুরু করবেন - এক্সপার্ট টিপস

BCS

৪৯তম স্পেশাল বিসিএস প্রস্তুতি নিয়ে বিশেষ গাইডলাইন

Biddabari |

23 August 2025

৪৯তম স্পেশাল বিসিএস প্রস্তুতি নিয়ে বিশেষ গাইডলাইন

NTRCA

১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার যোগ্যতা ২০২৫ | স্কুল ও কলেজ পর্যায়

Biddabari |

16 August 2025

১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার যোগ্যতা ২০২৫ | স্কুল ও কলেজ পর্যায়

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই