প্রাইমারি MCQ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের
        ২৫ মার্কের VIVA পরীক্ষায় উপস্থিত হতে হয়। যার মধ্যে ১০ নম্বর একাডেমিক (SSC, HSC,
        Hon’s) সার্টিফিকেটের উপর ভিত্তি করে এবং বাকি ১৫ নম্বর ভাইভা বোর্ডের বিবেচনা (পোশাক,
        বাচনভঙ্গি, ব্যক্তিত্ব) অনুযায়ী। 
প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় চূড়ান্ত
        ধাপ হলো 'ভাইভা' প্রক্রিয়ায় বোর্ডের সামনে নিজেকে একটু আলাদা আঙ্গিকে উপস্থাপন করা।
        সাধারণত প্রাইমারি ভাইভায় এক একটি পদের বিপরীতে ৪ বা ৫ জন ভাইভা প্রদান করে থাকে। তবে
        এক্ষেত্রে কমবেশি হতে পারে। প্রাথমিক শিক্ষক হওয়ার চূড়ান্ত এ ধাপে প্রার্থীকে সরাসরি
        বোর্ডের সামনে মৌখিক পরীক্ষার সম্মুখীন হতে হয়।
উল্লেখ্য, এটি শুধুমাত্র প্রিলিমিনারি
        পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য প্রযোজ্য। 
(ঘরে বসে প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রিলিমিনারি
        পরীক্ষার প্রস্তুতি নিতে প্রাইমারি ডাইজেস্ট প্লাস বইটি আপনার বিশেষ সহায়ক হতে পারে।এছাড়া,  সরাসরি অভিজ্ঞ শিক্ষকের গাইডলাইন মোতাবেক ১০০% প্রস্তুতি
        নিতে  Primary Adv. Diamond Live Batch-2  আপনার জন্য গেইমচেঞ্জার হতে পারে।
প্রাথমিকের
        VIVA যে প্রতিষ্ঠান নেয়:
⇒ প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের
        জেলা প্রাথমিক শিক্ষা অফিসে নির্দিষ্ট তারিখ মোতাবেক প্রার্থীর সকল কাগজাদি জমাদান
        করতে হয়। পরবর্তীতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (DEPO) দপ্তর থেকে সময়সূচি জানানো
        হয়।
 
যে সমস্ত কাগজপত্র সঙ্গে রাখতে হবে:
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার VIVA পরীক্ষার্থীদের
        অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ কাগজাদি সঙ্গে নিয়ে ভাইভা বোর্ডে হাজির হতে হয়। যা নিম্নে
        তুলে ধরা হলো:
⇒ ভাইভা কল লেটার
⇒ প্রিলিমিনারি এডমিট কার্ড
⇒ মুল ও সত্যায়িত শিক্ষাগত সনদ
⇒ নাগরিক সনদ
⇒ জাতীয় পরিচয় পত্র
⇒ ছবি (পাসপোর্ট সাইজ)
 
VIVA বোর্ড যেভাবে গঠিত হয়:
প্রাথমিক শিক্ষক নিয়োগ ভাইভা বোর্ড মূলত
        ৩ সদস্য বিশিষ্ট হয়ে থাকে যারা হলেন-
⇒ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার।
⇒ উপজেলা শিক্ষা অফিসার।
⇒ কোন সিনিয়র শিক্ষক/প্রশাসনিক কর্মকর্তা।
 
ভাইভায় কী ধরনের প্রশ্ন করা হয়?
প্রাথমিক শিক্ষক নিয়োগের VIVA তে অঞ্চলভেদে
        বিভিন্ন প্রশ্ন করা হয়ে থাকে। মূলত আঞ্চলিক DPEO অফিস কর্তৃক VIVA বোর্ড সাজানো হয়।
        প্রাথমিক শিক্ষক নিয়োগ ভাইভায় সাধারণত নিচের বিষয়গুলো থেকে প্রশ্ন করা হয়।
⇒ আপনার নাম কী?
⇒ বাড়ি কোথায়?
⇒ যে বিষয় অনার্স- তার ব্যাসিক প্রশ্ন।
⇒ বর্তমানে কোন পেশায় আছেন?
⇒ আপনি কেন প্রাথমিক শিক্ষক হতে চান?
⇒ গান, ছড়া প্রভৃতি
⇒ আপনি একজন শিশুকে কীভাবে উৎসাহিত করবেন?
⇒ যদি ক্লাসে বাচ্চারা চিৎকার করে, আপনি
        কী করবেন?
 
শিক্ষা সংক্রান্ত সাধারণ জ্ঞান:
প্রাথমিক শিক্ষক নিয়োগ VIVA তে সব থেকে
        যে বিষয়ের  উপর বেশি প্রশ্ন করা হয় তা হলো সাধারণ
        জ্ঞান অংশ। দেশ-বিদেশের চলমান আলোচিত বিষয়াবলির পাশাপাশি আঞ্চলিক বিশিষ্ট ব্যক্তিত্ব
        ও স্থান সংক্রান্ত প্রশ্ন করা হয়ে থাকে। মূলত প্রাথমিক শিক্ষক নিয়োগ ভাইভায় শিক্ষা
        সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করা হয়ে থাকে। উদাহরণস্বরুপ নিচে কয়েকটি তুলে ধরা হলো:
⇒ জাতীয় শিক্ষানীতি
⇒ শিক্ষার উদ্দেশ্য
⇒ নিজ জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা ও ব্যক্তিত্ব
⇒ স্বাধীনতা দিবস
⇒ সে সময়ের আলোচিত ঘটনা সংক্রান্ত
⇒ দেশ/আন্তর্জাতিক সেরা ব্যক্তিত্ব
⇒ বিভিন্ন সংস্থার নাম ও পূর্ণরূপ ইত্যাদি।
 
ভাইভা
        বোর্ড প্রার্থীর যোগ্যতা কীভাবে পরিমাপ করে? 
যেহেতু শিক্ষক হলো জাতির শ্রেষ্ঠ কারিগর
        সেহেতু শিক্ষা বোর্ড সচরাচর নিম্নোক্ত বিষয়গুলো খুব লক্ষ্য করে। প্রার্থীদের সুবিধার্থে
        'টিম বিদ্যাবাড়ি' বিভিন্ন শিক্ষকদের সহিত আলোচনার মাধ্যমে কিছু কমন প্রশ্ন তুলে ধরা
        হয়েছে। যেমন:
⇒ আত্মবিশ্বাস
⇒ শুদ্ধ ভাষায় কথা বলা
⇒ চোখে চোখ রেখে কথা বলা
⇒ আচরণ ও ব্যবহার
⇒ পরিষ্কার ও পরিচ্ছন্নতা ইত্যাদি
 
উপদেশ:
⇒ শান্ত থাকুন, প্রশ্ন বুঝে উত্তর দিন।
⇒ নিজের সম্পর্কে ভালোভাবে প্রস্তুতি নিন।
⇒ দেশ বিদেশের চলমান ইস্যু, প্রাথমিক ও
        গণশিক্ষা অধিদপ্তর সংক্রান্ত যাবতীয় বিষয়ে স্পষ্ট ধারণা রাখুন।
 প্রাথমিক শিক্ষা সংক্রান্ত আরও তথ্য জানতে ক্লিক
    করুন এখানে। 
                                 
                            
Comments