প্রশ্ন: NTRCA এর পূর্ণরূপ কি?
উত্তর: NTRCA এর পূর্ণরূপ হলো Non Government Teachers Registration and Certification Authority (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ)।
প্রশ্ন: NTRCA এর বর্তমান চেয়ারম্যান কে?
উত্তর: NTRCA এর বর্তমান চেয়ারম্যান হলেন মোহাম্মাদ মফিজুর রহমান।
প্রশ্ন: NTRCA পরীক্ষা কি?
উত্তর: NTRCA পরীক্ষা হলো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিবন্ধনের জন্য একটি বিশেষ পরীক্ষা। পরীক্ষাটি ৩ টি ধাপে হয়। এগুলো হলো-
- প্রিলিমিনারি,
- লিখিত,
- এবং মৌখিক পরীক্ষা।
প্রশ্ন: শিক্ষক নিবন্ধন পরীক্ষা কেন দেয়?
উত্তর: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে চাকরি পেতে NTRCA এর মাধ্যমে অনুষ্ঠিত শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নিতে হয়।
প্রশ্ন: স্কুল পর্যায়-১ বলতে কি বুঝায়?
উত্তর: স্কুল পর্যায়-১ বলতে বোঝায়, উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। যেমন- কলেজ বা মাদ্রাসা।
প্রশ্ন: স্কুল পর্যায়-২ বলতে কি বুঝায়?
উত্তর: স্কুল পর্যায়-২ বোঝায়, মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান। যেমন- মাধ্যমিক স্কুল বা দাখিল মাদ্রাসা।
প্রশ্ন: স্কুল নিবন্ধন কত গ্রেড?
উত্তর: স্কুল নিবন্ধন সাধারণত ১১তম থেকে ২০তম গ্রেডের মধ্যে দেওয়া হয়।
প্রশ্ন: শিক্ষক নিবন্ধনের বেতন কত?
উত্তর: NTRCA কর্তৃক নিয়োগ পেলে আপনি যে বেতন এবং সুযোগ-সুবিধা পাবেন:
১. লেকচারার: কলেজ (৯ম গ্রেড)
- মূল বেতনঃ ২২,০০০ টাকা
- বাড়ি ভাড়াঃ ১,০০০ টাকা
- চিকিৎসা ভাতাঃ ৫০০ টাকা
সর্বোমোটঃ ২৩,৫০০ টাকা
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হলে,
- মূল বেতনঃ ৩৫,০০০ টাকা
- বাড়িভাড়াঃ ১০০০ টাকা
- চিকিৎসা ভাতাঃ ৫০০ টাকা
সর্বমোটঃ ৩৬,৫০০ টাকা
প্রিন্সিপাল হলে,
- বেতনঃ ৫০,০০০ টাকা
- বাড়িভাড়াঃ ১,০০০ টাকা
- চিকিৎসা ভাতাঃ ৫০০ টাকা
সর্বমোটঃ ৫১,৫০০ টাকা
২. সহকারী শিক্ষক: স্কুল (১১ তম গ্রেড)
- মূল বেতনঃ ১২,৫০০ টাকা
- বাড়ি ভাড়াঃ ১,০০০ টাকা
- চিকিৎসা ভাতাঃ ৫০০ টাকা
সর্বমোটঃ ১৪,০০০ টাকা
যদি বিএড ডিগ্রি থাকে তাহলে ১০ম গ্রেড হবে তার, তখন বেতন হবে -
- মূল বেতনঃ ১৬,০০০ টাকা
- বাড়ি ভাড়াঃ ১,০০০ টাকা
- চিকিৎসা ভাতাঃ ৫০০ টাকা
সর্বমোটঃ ১৭,৫০০ টাকা
৩. জুনিয়র শিক্ষক:স্কুল-২ (১৬ তম গ্রেড)
- মূল বেতনঃ ৯,৩০০ টাকা
- বাড়ি ভাড়াঃ ১,০০০ টাকা
- চিকিৎসা ভাতাঃ ৫০০ টাকা
সর্বমোটঃ ১০,৮০০ টাকা
উপরের ৩ ক্যাটেগরির প্রত্যেকেই প্রতি বছর বেসিক বেতনের ২৫% করে ২ টি উৎসব ভাতা পাবেন। মূল বা বেসিক বেতনের ২০% বৈশাখি ভাতা পাবেন বছরে ১ বার।
প্রশ্ন: শিক্ষক নিবন্ধনের মেয়াদ কত বছর?
উত্তর: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) জানিয়েছে, শিক্ষক নিবন্ধন সনদ ইস্যুর তারিখ থেকে তিন বছরের জন্য কার্যকর থাকবে।
প্রশ্ন: নিবন্ধন কত বছর পর পর হয়?
উত্তর: নিবন্ধন পরীক্ষা সাধারণত বছরে একবার অনুষ্ঠিত হয়।
প্রশ্ন: নিবন্ধন পরীক্ষা কত বছর পর্যন্ত দেওয়া যায়?
উত্তর: ৩৫ বছর বয়স পর্যন্ত প্রার্থীরা আবেদন করার যোগ্য।
প্রশ্ন: নিবন্ধন পরীক্ষা কোথায় হয়?
উত্তর: নিবন্ধন পরীক্ষা দেশের বিভিন্ন জেলা এবং বিভাগীয় শহরে নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
প্রশ্ন: NTRCA এর আবেদনের বয়স কত?
উত্তর: আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
প্রশ্ন: এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস করা প্রার্থীরা কি নিবন্ধন পরীক্ষায় আবেদনের সুযোগ পাবেন?
উত্তর: না, প্রার্থীদের ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে।
প্রশ্ন: শিক্ষক নিবন্ধন এর বাছাই প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয়?
উত্তর: বাছাই প্রক্রিয়া তিনটি ধাপে সম্পন্ন হয়: প্রিলিমিনারি, লিখিত, এবং মৌখিক পরীক্ষা।
প্রশ্ন: কিভাবে এনটিআরসিএ ই-আবেদন করতে হয়?
উত্তর: NTRCA এর অফিসিয়াল ওয়েবসাইট (www.ntrca.gov.bd ও ntrca.teletalk.com.bd) থেকে অনলাইনে আবেদন করা যায়।
প্রশ্ন: একসঙ্গে স্কুল ও কলেজ পর্যায়ে কি আবেদন করা যাবে?
উত্তর: না, একজন প্রার্থী একসঙ্গে স্কুল ও কলেজ পর্যায়ে আবেদন করতে পারবেন না।
প্রশ্ন: পরীক্ষায় ভুল উত্তরের জন্য কি নম্বর কাটা হয়?
উত্তর: হ্যাঁ, প্রিলিমিনারি পরীক্ষায় ভুল উত্তরের জন্য প্রতি প্রশ্নে ০.৫০ নম্বর কাটা হয়।
প্রশ্ন: NTRCA তে কি কি কাগজ জমা দিতে হবে?
উত্তর: প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জন্মনিবন্ধন/জাতীয় পরিচয়পত্র, এবং অন্যান্য প্রাসঙ্গিক নথি জমা দিতে হয়। যখন সার্কুলার প্রকাশ করা হয়, সার্কুলারে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখতে পাবেন।
প্রশ্ন: NTRCA তে কত নম্বর পেলে পাস হয়?
উত্তর: প্রিলিমিনারি (প্রাথমিক বাছাই) পরীক্ষায় ৪০% এবং লিখিত পরীক্ষায় ৫০% নম্বর পেলে পাস হবে।
প্রশ্ন: লিখিত পরীক্ষার প্রশ্ন সাধারণত কোথা থেকে করা হয়?
উত্তর: লিখিত পরীক্ষার সিলেবাস NTRCA এর ওয়েবসাইট www.ntrca.gov.bd এ প্রকাশ করা হয়। আপনি লিখিত পরীক্ষার প্রস্তুতি হিসেবে উক্ত সিলেবাস ফলো করতে পারবেন।
প্রশ্ন: প্রিলিমিনারি পরীক্ষার জন্য কোন বইটি সর্বোত্তম সহায়ক?
উত্তর: প্রিলিমিনারি পরীক্ষার জন্য NTRCA ডাইজেস্ট প্লাস বইটি সর্বোত্তম সহায়ক হবে।
প্রশ্ন: NTRCA এর রেজাল্ট কিভাবে দেখে?
উত্তর: NTRCA এর ওয়েবসাইট (www.ntrca.gov.bd ও ntrca.teletalk.com.bd) থেকে রোল নম্বর ব্যবহার করে রেজাল্ট দেখা যাবে।
প্রশ্ন: এনটিআরসিএ এর লিখিত পরীক্ষার এডমিট কার্ড কিভাবে ডাউনলোড করা যায়?
উত্তর: NTRCA এর ওয়েবসাইট (www.ntrca.gov.bd ও ntrca.teletalk.com.bd) থেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন।
প্রশ্ন: অনলাইনে এনটিআরসিএ সার্টিফিকেট কিভাবে পাওয়া যায়?
উত্তর: এনটিআরসিএ ওয়েবসাইট (www.ntrca.gov.bd) এ থাকা লিঙ্ক ব্যবহার করে নিবন্ধিত প্রার্থীরা তাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ই-সনদ ডাউনলোড করতে পারবেন। লিঙ্কটি সরবরাহ করবে মোবাইল নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটক।
প্রশ্ন: শিক্ষকদের অবসরের বয়স কত?
উত্তর: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের অবসরের বয়স ৬০ বছর।
Comments
MITHU MARY GYEN
23.11.2024
স্যার,আসসালামুয়ালাইকুম। আমি ১৮ NTRCA LIVE BATCH 3 এ ক্লাশ করেছি ,এখন হিসাববিজ্ঞান লিখিত তে ভর্তি হয়েছি।আমার ২ জন বাচ্চা আছে। আমার বয়স ৩৪ ।এ বারই শেষ বার পরীক্ষা দিতে পারবো।অনেক কষ্ট করে আমি আমার বাচ্চাদের জমানো টাকা দিয়ে ভর্তি হরেছিলাম।অনুগ্রহ করে ১৮ এর রেকর্ড গুলো আবার দিলে উপকৃত হতাম।গত দুই সপ্তাহ আগেও আমি স্যার দের ক্লাস গুলো দেখতে পেরেছি।গতকাল থেকে পাচ্ছিনা।এই মুহুর্তে আমার পক্ষে নতুন করে আর প্রি-লি তে ভর্তি হওয়া সম্ভব না।স্যার দয়া করে আগের ক্লাস গুলো ফিরিয়ে দিলে ভাল হত।আমি ডাইজেস্ট প্লাস বইটিও সংগ্রহ করেছি। আশা করি সাহায্য করবেন।ধন্যবাদ।