নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | পদ সংখ্যা ৮০টি | ncc job circular 2025 | Biddabari

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন

এই চাকরি সম্পর্কে

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২৪ আগস্ট ২০২৫ তারিখে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি এর তথ্য মতে ২৯টি পদে সর্বমোট ৮০ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা ৩০ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর তথ্য অনুযায়ী সংশ্লিষ্ট কাজের প্রশিক্ষণ, দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর গুরুত্বপূর্ণ তথ্য:

পদসংখ্যা: ৮০টি।

আবেদনের সময়সীমা: ০৭ সেপ্টেম্বর ২০২৫ ইং সকাল ১০:০০ ঘটিকা থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫ ইং বিকাল ০৫:০০ ঘটিকা।

আবেদনের বয়সসীমা: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে ১৮ থেকে ৩২ বছর।

আবেদন ফি:  পদ অনুসারে ২২৩টাকা ও ১১২ টাকা ।

আবেদন ফি জমা দেওয়া পদ্ধতি: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে টাকা জমা দিতে পারবেন।

আবেদনের প্রক্রিয়া:  অনলাইনে এই লিঙ্কে  http://ncc.teletalk.com.bd/ প্রবেশ করে আবেদন করতে হবে।

এই চাকরির বিবরণ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর বিস্তারিত:

নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে:

(১) ১৫ আশ্বিন ১৪৩২/ ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনক্রমেই এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

(২) সরকারি/ আধাসরকারি/ স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।

(৩) নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংশ্লিষ্ট বিধি-বিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে।

(8) লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ ডিএ প্রদান করা হবে না।

(৫) আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতা/ স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জাতীয়তা, ধর্ম, জন্ম তারিখ, বয়স, নিজ জেলার নাম, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা (যদি থাকে) উল্লেখ করতে হবে।

(৬) মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপিসহ সকল সনদপত্রের সত্যায়িত একসেট ফটোকপি দাখিল করতে হবে।

(৭) চাকরির আবেদন ফরমে উল্লিখিত স্থায়ী ঠিকানা, নিজ জেলা ও জাতীয়তার সমর্থনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/প্রশাসক; পৌরসভার প্রশাসক; সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক প্রদত্ত (নিজ জেলা উল্লেখ করতঃ) নাগরিকত্বের সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদপত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে।

(৮) কোটা দাবির সমর্থনে প্রার্থীকে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।

(৯) নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ পরিপত্র মোতাবেক কোটা সংরক্ষণ করা হবে।

(১০) সকল সত্যয়ন/ প্রত্যয়ন নবম গ্রেড বা তদূর্ধ্ব গেজেটেড কর্মকর্তা (প্রাক্তন প্রথম শ্রেণি) কর্তৃক সম্পাদিত হতে হবে।

(১১) কর্তৃপক্ষ পদের সংখ্যা হাস/ বৃদ্ধি করার অধিকার সংরক্ষণ করেন।

(১২) বিজ্ঞপ্তি অনুযায়ী উল্লিখিত পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন।

(১৩) প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসুদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল করা এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/ জাল কাগজপত্র প্রমাণিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যেকোনো প্রার্থীর নিয়োগ বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। নিয়োগ লাভের পর ভুল তথ্য। জাল কাগজপত্রে চাকরি লাভের ঘটনা উদঘাটিত হলে চাকরিচ্যুতি/ বরখাস্তকরাসহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ, বেতন 'ভাতা ফেরত গ্রহণ এবং ক্ষেত্র বিশেষে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে।

(১৪) ১ ও ১৩ নং পদের ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা ২০১৯ প্রযোজ্য হবে।

(১৫) কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি বাতিল/ সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন।

(১৬) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://ncc.teletalk.com.bd/ ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদনপত্রের বিস্তারিত নিয়মাবলী http://ncc.teletalk.com.bd/ এবং www.ncc.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ:

(ক) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০৭/০৯/২০২৫ খ্রি. সকাল ১০ টা।

(খ) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৩০/০৯/২০২৫ খ্রি. বিকাল ৫.০০টা।

(গ) উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

(১৭) আবেদনকারীকে পরীক্ষার ফি বাবদ বিজ্ঞপ্তির ০১ নং পদ হতে ১২ নং পদের জন্য ২০০/- (দুইশত) টাকা এবং Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ২৩/- টাকাসহ মোট ২২৩/- (দুইশত তেইশ) টাকা; এবং ১৩ নং পদ হতে ২৯ নং পদের জন্য ১০০ (একশত) টাকা এবং Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২/- টাকাসহ মোট ১১২/-(একশত বারো) টাকা Teletalk Pre-paid Mobile ব্যবহার করে প্রদান করতে হবে।

(১৮) Online-এ আবেদন করতে কোনো সমস্যা হলে 121 নম্বরে অথবা vas.query@teletalk.com.bd মেইলে যোগাযোগ করা যাবে।

(১৯) নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

(২০) উল্লেখ করা হয়নি এমন ক্ষেত্রে সরকারের সর্বশেষ জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।