গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | পদ সংখ্যা ০৬টি | gopalganj dc office job circular 2025 | Biddabari

এই চাকরি সম্পর্কে
গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
| পদ সংখ্যা ০৬টি | gopalganj dc office job circular 2025 | Biddabari
সুপ্রিয় চাকরি প্রত্যাশী,
আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ১৪ তম গ্রেডের
একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য
মতে, ১৪তম গ্রেডে সর্বমোট ০৬ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা ১৯ আগস্ট ২০২৫ ইং তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য নয়। প্রার্থীকে অবশ্যই বংলাদেশের নাগরিক ও
গোপালগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
এর গুরুত্বপূর্ণ তথ্য:
পদসংখ্যা: .০৬টি।
আবেদনের সময়সীমা: ১৯
আগস্ট ২০২৫ ইং সকাল ১০:০০ ঘটিকা থেকে ০৮ সেপ্টেম্বর
২০২৫ ইং বিকাল ০৫:০০ ঘটিকা।
আবেদনের বয়সসীমা: ১৪
সেপ্টেম্বর ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর।
আবেদন ফি:
১১২ টাকা , তবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধি ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণের
জন্য ৫৬ টাকা।
আবেদন ফি জমা দেওয়া পদ্ধতি: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে টাকা জমা দিতে পারবেন।
আবেদনের প্রক্রিয়া: অনলাইনে এই লিঙ্কে https://dcgopalganj.teletalk.com.bd
প্রবেশ করে আবেদন করতে হবে।
এই চাকরির বিবরণ
গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
এর আবেদনের শর্তাবলী:
১। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের
নাগরিক ও গোপালগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
২। প্রার্থীর বয়সসীমা ১৯/০৮/২০২৫
তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
এছাড়া বয়সসীমা সংক্রান্ত অন্যান্য প্রচলিত বিধি-বিধান প্রযোজ্য হবে।
৩। মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত
সনদসমূহের মূলকপি সঙ্গে আনতে হবে।
(ক) শিক্ষাগত যোগ্যতার সকল
সনদ;
(খ) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ
চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র;
(গ) জাতীয় পরিচয়পত্র ও জন্মসনদ;
(ঘ) বীর মুক্তিযোদ্ধা/শহিদ
বীর মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সন্তান হিসেবে আবেদনকারী প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক
স্বাক্ষরিত পিতার/মাতার মুক্তিযোদ্ধা/মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) সনদ;
(ঙ) প্রার্থীর সাথে মুক্তিযোদ্ধার
সম্পর্ক উল্লেখপূর্বক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের
কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র;
(চ) শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর
ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক/সমপদমর্যাদা সম্পন্ন/দায়িত্বপ্রাপ্ত
সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদপত্র;
(ছ) তৃতীয় লিঙ্গের প্রার্থীদের
ক্ষেত্রে সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদপ্রাপ্ত;
(ছ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীদের
ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার/জেলা প্রশাসক এর দপ্তর কর্তৃক প্রদত্ত ক্ষুদ্র
নৃ-গোষ্ঠী পরিচয়পত্র বিষয়ক সনদপত্র;
(জ) ডাউনলোডকৃত
Applicant's কপি।
(ঝ) বিদেশ থেকে অর্জিত ডিগ্রিধারী
প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত ইকুইভ্যালেন্স সনদ;
৪। কোটা সম্পর্কিত প্রচলিত
সর্বশেষ সরকারি নীতিমালা অনুসরণ করা হবে।
৫। এই নিয়োগ বিজ্ঞপ্তির শূন্য
পদসমূহ পূরণের ক্ষেত্রে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) কর্মচারী বিধিমালা, ২০১১ এবং
এতদসংক্রান্ত সকল বিধি-বিধান যথাযথভাবে অনুসরণপূর্বক নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।
৬। চাকুরিরত প্রার্থীকে যথাযথ
কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
৭। নিয়োগের ব্যাপারে কোন প্রকার
সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। আবেদনপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে
নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
৮। কোন কারণ দর্শানো ব্যতিরেকে
এ নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলি পরির্বতন/পরিবর্ধন/পরিমার্জন/সংশোধন/সংযোজন/বিয়োজন ও বাতিল
করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
৯। এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের
কারণে কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ কিংবা প্রার্থিত পদে নিয়োগ প্রদান করতে বাধ্য থাকবে
না।
১০। প্রার্থীদের নির্বাচনী
পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত
নিয়মাবলি ও শর্তাবলি:
(ক) আগ্রহী প্রার্থীগণ https://dcgopalganj.teletalk.com.bd
এ ওয়েবসাইটে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদন ফরম
পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র গ্রহণ ১৯/০৮/২০২৫ তারিখ সকাল ১০:০০ টা হতে শুরু
হয়ে ০৮/০৯/২০২৫ তারিখ বিকাল ০৫.০০ টায় শেষ হবে। উক্ত সময়ের মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ
Online- এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS এর
মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
খ) অনলাইন আবেদনপত্রে প্রার্থীগণ
নিজের স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০×প্রস্থ ৮০ Pixel) এবং রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০০প্রস্থ ৩০০
Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।
(গ) অনলাইন আবেদনপত্রে উল্লিখিত
তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আবেদনপত্র প্রেরণ করার পূর্বে
আবেদন ফরমে তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
(ঘ) প্রার্থী অনলাইনে পূরণকৃত
আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যেকোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ
করবেন।
(ঙ) SMS প্রেরণের নিয়মাবলি
ও পরীক্ষার ফি প্রদান: Online এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে
ছবি এবং Signature Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন করা হলে কম্পিউটারে ছবিসহ
Application Preview দেখা যাবে। আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User
ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবেন। যদি Applicant's Copy তে কোন
তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর
সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন
গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's
Copy তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর
সঠিকতার বিষয়টি PDF Copy ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন।
উক্ত Applicant's Copy প্রার্থী প্রিন্ট অথবা Download করে সংরক্ষণ করবেন।
Applicant's Copy তে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে
প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোন Teletalk Prepaid Mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই)
টি SMS করে উক্ত পদের জন্য ১০০/- (একশত) টাকা, টেলিটকের সার্ভিস চার্জ (ভ্যাটসহ) ১২/-
(বারো) টাকাসহ অফেরতযোগ্য সর্বমোট ১১২/- (একশত বারো) টাকা এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক
প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণের জন্য আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা, টেলিটকের
সার্ভিস চার্জ (ভ্যাটসহ) ০৬/- (ছয়) টাকাসহ অফেরত যোগ্য সর্বমোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা
অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, Online এ আবেদনপত্রের
সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online এ আবেদনপত্র
কোন অবস্থাতেই গৃহীত হবে না।
প্রথম ধাপ SMS:
DCGOPALGANJ
দ্বিতীয় ধাপ SMS:
DCGOPALGANJ
(চ) প্রবেশপত্র প্রাপ্তির
বিষয়টি https://dcgopalganj.teletalk.com.bd
ওয়েবসাইটে এবং প্রার্থীর মুঠোফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদের) যথাসময়ে
জানানো হবে। Online-এ আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল নম্বরে পরীক্ষা সংক্রান্ত
যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে, বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া
এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা আবশ্যক।
ছ) SMS এ প্রেরিত USER ID
এবং PASSWORD ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়
ও স্থানের নাম ইত্যাদি তথ্য সংবলিত রঙিন প্রবেশপত্র প্রার্থী প্রিন্ট করে নিবেন। প্রার্থী
উক্ত প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার
সময় অবশ্যই প্রদর্শন করবেন।
(জ) শুধুমাত্র Teletalk
Prepaid Mobile নম্বর থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ
USER ID এবং PASSWORD পুনরুদ্ধার করতে পারবেন।
* User ID জানা থাকলে:
DCGOPALGANJ
Example: DCGOPALGANJ
Help User ABCDEF and send to 16222
PIN জানা থাকলে:
DCGOPALGANJ
Example: DCGOPALGANJ
Help PIN 1234567 and send to 16222
এবং (ঝ) বিজ্ঞপ্তিটি পত্রিকা
ছাড়াও জেলা প্রশাসক গোপালগঞ্জ এর www.gopalganj.gov.bd https://dcgopalganj.teletalk.com.bd
অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের
জব পোর্টাল https://alljobs.teletalk.com.bd
ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য
(www.gopalganj.gov.bd) ওয়েবসাইটে প্রকাশ
করা হবে।
(ঞ) অনলাইনে আবেদন করতে কোন
সমস্যা হলে alljobs.query@teletalk.com.bd
বা dcgopalganj@mopa.gov.bd ই-মেইলে
যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জব পোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdteletalk
এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail/মেসেজ এর Subject-এ Organization
Name: DC Gopalganj, Post Name: *****, Applicant's User ID ও Contact Number অবশ্যই
উল্লেখ করতে হবে।)
Alljobs QR Code
(ট) অনলাইনে আবেদন এবং টাকা
জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে কোন ভুলত্রুটি হলে বা প্রতারিত হলে কর্তৃপক্ষ
দায়ী থাকবে না।
(ঠ) ডিক্লারেশন: কোন তথ্য
গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে কর্তৃপক্ষ এ জন্য দায়ী থাকবেন
না। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগাদেশ বাতিলসহ তার বিরুদ্ধে যে কোন আইনানুগ
ব্যবস্থা গ্রহণ করা যাবে।
বিশেষ দ্রষ্টব্য: শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে আগ্রহী প্রার্থীদের
সতর্কতার সাথে অনলাইনে যথাযথভাবে আবেদন পূরণ এবং নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে ফি
জমাদানসহ সকল প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে।