বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫| bpsc job circular 2025| Biddabari

এই চাকরি সম্পর্কে
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫|
bpsc job circular 2025| Biddabari
সুপ্রিয়
চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সরকারি কর্ম (পরীক্ষা
নিয়ন্ত্রক, নন ক্যাডার) কমিশন সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫| bpsc job circular
2025 প্রকাশিত হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/ অধিদপ্তরের ৩২ টি ক্যাটাগরিতে বিভিন্ন
টেকনিক্যাল, টেকনিক্যাল/প্রফেশনাল, নন-টেকনিক্যাল পদে (৯ম-১২তম গ্রেড) স্থায়ী/অস্থায়ী
ভিত্তিতে মোট ২৭৬০ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। পদ অনুসারে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ১ আগস্ট ২০২৫
ইং তারিখে ৩২ থেকে অনূর্ধ ৩৩ বছর পর্যন্ত। তবে কিছু পদে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়স
৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বাংলাদেশ
সরকারি কর্ম কমিশন সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫| bpsc job circular 2025 এর তথ্যমতে,
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এক বা একাধিক পদে রেজিস্ট্রেশন করতে পারবেন। একাধিক
পদে রেজিস্ট্রেশন করলে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫| bpsc job circular 2025 এর গুরুত্বপূর্ণ তথ্য:
পদসংখ্যা: ২৭৬০ টি।
আবেদনের সময়সীমা: ২১
সেপ্টেম্বর ২০২৫ ইং দুপুর ১২:০০ ঘটিকা থেকে ২০ অক্টোবর ২০২৫ ইং সন্ধ্যা ০৬:০০ ঘটিকা।
আবেদনের বয়সসীমা: পদ
অনুসারে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ১ আগস্ট ২০২৫ ইং তারিখে অনূর্ধ ৩২-৩৩ বছর পর্যন্ত
(কিছু পদে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়স ৩৫ বছর শিথিলযোগ্য)।
আবেদন ফি:
৯ম-১০ম গ্রেডের জন্য ২০০ টাকা, ১১-১২তম গ্রেডের জন্য ১৫০, সকল গ্রেডের অনগ্রসর প্রার্থীর
জন্য ৫০ টাকা
আবেদন ফি জমা দেওয়া পদ্ধতি: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে টাকা জমা দিতে পারবেন।
আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের টেলিটকের Web address: http://bpsc.teletalk.com.bd অথবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের Web address: www.bpsc.gov.bd এর মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত আবেদনপত্র
Applicant’s Copy (BPSC Form-5A) পূরণ করে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এবং ফি জমাদান
সম্পন্ন করতে হবে।"
এই চাকরির বিবরণ
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫|
bpsc job circular 2025 এর বিস্তারিত তথ্য:
বিজ্ঞপ্তির ক্রমিক নম্বর ১১৩-১২৬
এর পদসমূহে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ১৩ জুন ২০২১ তারিখের
৫৭,০০,০০০০.০৫৩.৯৯.০০৫.২১-১৬৯ নং প্রজ্ঞাপন অনুযায়ী ইমার্জিং বিষয়ের প্রার্থীগণ আবেদন
করতে পারবেন।
বিজ্ঞপ্তি ক্রমিক নম্বর-১২৯
এর পদসমূহে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫ অনুযায়ী তফসিল-২
অনুসারে গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তফসিল-২ নিম্নরূপ;
তফসিল-২ [বিধি২(গ) দ্রষ্টব্য] |
||||
পরীক্ষার ধরণ |
পরীক্ষার বিষয় |
নম্বর |
সর্বনিম্ন পাস নম্বর |
সময় |
লিখিত |
বাংলা |
২৫
|
৫০%
|
৯০ মিনিট |
ইংরেজি |
২৫
|
|||
গণিত ও দৈনন্দিন বিজ্ঞান
|
২০
|
|||
সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি)
|
২০
|
|||
|
মোট |
৯০ |
||
মৌখিক
|
১০ |
৫০% |
- |
|
সর্বমোট |
১০০ |
- |
- |
|
ব্যাখ্যা: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক
পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হইবেন |
নির্দেশাবলি:
সংশ্লিষ্ট নিয়োগবিধিতে বর্ণিত
নিয়োগযোগ্যতা এবং কমিশন সচিবালয়ের ১০.০১.২০২৪ তারিখে ৮০.০০.০০০০.৪০১.৩৫.০৪৬.১৭-৪২ নম্বর
অফিস আদেশে জারিকৃত নন-ক্যাডার নিয়োগ পরীক্ষার নীতিমালা ২০২৩ এর ৪.৪ অনুচ্ছেদ অনুযায়ী
বিজ্ঞপ্তির ক্রমিক নম্বর ১৯-১৩০/২০২৫ এর পদসমূহের সারসংক্ষেপ নিম্নরূপ:
বিজ্ঞপ্তির ক্রমিক নম্বর |
গ্রেড |
পদের ধরণ |
১০০, ১০৬ |
৯ম গ্রেড |
নন-টেকনিক্যাল |
৯৯, ১০১-১০৫,১০৭-১১০ |
৯ম গ্রেড |
টেকনিক্যাল/প্রফেশনাল |
১১১-১২৮ |
১০ম গ্রেড |
টেকনিক্যাল |
১২৯ |
১১তম গ্রেড |
নন-টেকনিক্যাল |
১৩০ |
১২তম গ্রেড |
নন-টেকনিক্যাল |
প্রার্থীর
শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এক বা একাধিক পদে রেজিস্ট্রেশন করতে পারবেন। একাধিক পদে
রেজিস্ট্রেশন করলে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে।
১. অনলাইনে আবেদনপত্র (বিপিএসসি ফরম-5A) পূরণ এবং পরীক্ষার ফি জমাদান শুরু ও শেষ হওয়ার তারিখ ও সময়:
১.১
প্রার্থীদের টেলিটকের Web address: http://bpsc.teletalk.com.bd অথবা বাংলাদেশ সরকারী
কর্ম কমিশনের Web address: www.bpsc.gov.bd এর মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত আবেদনপত্র
Applicant's Copy (BPSC Form-5A) পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমাদান
সম্পন্ন করতে হবে। উল্লিখিত ওয়েবসাইটে প্রবেশ করে Non-cadre অপশন select করে ক্লিক
করলে নন-ক্যাডার বিভিন্ন পদের বিজ্ঞপ্তি, আবেদনপত্র অনলাইনে পূরণ, SMS এর মাধ্যমে ফি
জমাদান ও প্রবেশপত্র প্রাপ্তি সংক্রান্ত নির্দেশাবলির রেডিও বাটন দৃশ্যমান হবে। ফরম
পূরণের পূর্বে প্রার্থী অবশ্যই Instructions এবং বিজ্ঞপ্তি download করে প্রতিটি নির্দেশনা
অনুসরণ করবেন।
১.২
অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২১.০৯.২০২৫ খ্রিঃ, দুপুর ১২,০০টা।
১.৩
অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময়: ২০.১০.২০২৫ খ্রিঃ, সন্ধ্যা ৬.০০টা। এই তারিখের
মধ্যে প্রার্থীর অর্জিত শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, প্রশিক্ষণ প্রকাশনা (প্রযোজ্য
ক্ষেত্রে) বিবেচিত হবে। এই তারিখের পরে অর্জিত শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, প্রকাশনা,
প্রশিক্ষণ ইত্যাদি বিবেচিত হবে না।
১.৪
কেবল User ID প্রাপ্ত প্রার্থীগণ ২০.১০.২০২৫ ভারিখ, সন্ধ্যা ৬.০০ টা হতে পরবর্তী ৭২
ঘণ্টার মধ্যে অর্থাৎ ২৩.১০.২০২৫ তারিখ, সন্ধ্যা ৬.০০ টা পর্যন্ত SMS এর মাধ্যমে ফি
জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পরে SMS এর মাধ্যমে ফি জমাদান এবং অনলাইনে
কোন আবেদন গ্রহণ করা হবে না।
১.৫
ফি জমাদানের পূর্ব পর্যন্ত আবেদনপত্রে সংশোধনের সুযোগ রয়েছে। প্রার্থীদের আবেদনের প্রিন্ট
কপি দেখে নিশ্চিত হয়ে ফি জমা দিতে হবে। ফি জমাদানের পর আবেদনপত্রে আর কোন সংশোধনের
সুযোগ থাকবে না।
২.
২.১ প্রার্থীর বয়স ০১.০৮.২০২৫ তারিখে সংশ্লিষ্ট পদের বিপরীতে বিজ্ঞপ্তির ০৮ নম্বর কলামে
উল্লিখিত বয়সসীমার মধ্যে থাকতে হবে;
২.২
কোন প্রার্থী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা/ বীরাঙ্গনার পুত্র/কন্যা হিসেবে আবেদনপত্রে
উল্লেখ করলে সে ক্ষেত্রে মুক্তিযোদ্ধার প্রমাণক হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের
১৯.০৬.২০১৭ তারিখের ৪৮,০০,০০০০,০০২,১০.২৬২৪.২০১৭-৭৭২ নম্বর পরিপত্রের নির্দেশনা অনুযায়ী
প্রার্থীকে নিম্নোক্ত কাগজপত্র/তথ্যাদি অনুচ্ছেদ-৯ এ বর্ণিত কাগজপত্রাদি/তথ্যাদিসহ
দাখিল করতে হবে;
২.২.১ মুক্তিযোদ্ধার নাম সংবলিত "লাল মুক্তিবার্তা" অথবা "ভারতীয় তালিকা"র সত্যায়িত কপি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের website এ প্রকাশিত সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধার নাম পিতার নাম ও ঠিকানা সংবলিত তালিকা বিপিএসসি ফরম-5A (Applicant's Copy) এর সাথে জমা দিতে হবে। আবেদনে উল্লিখিত মুক্তিযোদ্ধার নাম, পিতার নাম ও ঠিকানার সাথে প্রার্থীর উপস্থাপিত "লাল মুক্তিবার্তা" কিংবা "ভারতীয় তালিকা" অথবা উপস্থাপিত উভয় তালিকার সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের website এ প্রকাশিত মুক্তিযোদ্ধার নাম, পিতার নাম ও ঠিকানা এক ও অভিন্ন হতে হবে।
২.২.২ কোনো
মুক্তিযোদ্ধার নাম "লাল মুক্তিবার্তা" কিংবা "ভারতীয় তালিকায়"
না থাকলে প্রার্থীকে মুক্তিযোদ্ধার নাম, পিতার নাম ও ঠিকানা সংবলিত গেজেট ও সাময়িক
সনদ অথবা
২.২.৩
গেজেট ও মাননীয় প্রধানমন্ত্রী প্রতিস্বাক্ষরিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ (বামুস)
কর্তৃক প্রদত্ত সনদ অথবা
২.২.৪ গেজেট, সাময়িক সনদ, ও বামুস সনদ এর কপি Applicant's Copy (BPSC Form-5A) এর সাথে জমা দিতে হবে। Applicant's Copy (BPSC Form-5A) তে প্রার্থীর উল্লিখিত মুক্তিযোদ্ধার নাম, পিতার নাম ও ঠিকানার সাথে প্রার্থীর উপস্থাপিত গেজেট ও সাময়িক সনদ/গেজেট ও বামুস সনদ/গেজেট ও সাময়িক সনদ ও বামুস সনদ এর সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের website-এ প্রকাশিত মক্তিযোদ্ধার নাম, পিতার নাম ও ঠিকানা এক ও অভিন্ন হতে হবে।
২.৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীদের
প্রমাণক হিসেবে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদ সত্যায়িত।
২.৪ তৃতীয় লিঙ্গের প্রার্থীদের
ক্ষেত্রে প্রমাণক হিসেবে সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদ।
৩.
জাতীয়তা:
৩.১
প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
৩.২
যেসকল প্রার্থী কোন অ-বাংলাদেশি নাগরিককে বিবাহ করেছেন অথবা বিবাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ
হয়েছেন সে সকল প্রার্থী সরকারের লিখিত অনুমতি ব্যতিরেকে আবেদন করার যোগ্য বলে বিবেচিত
হবেন না। সরকারের অনুমতিপত্র লিখিত পরীক্ষার পর Applicant's Copy (BPSC Form-5A) এর
সাথে অবশ্যই জমা দিতে হবে।
৪.
ডিক্লারেশন:
প্রার্থীকে
অনলাইন আবেদনপত্রের (BPSC Form-5A) ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে
প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রার্থী প্রদত্ত তথ্য বা তার অংশবিশেষ অসত্য বা মিথ্যা
প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে পরীক্ষার
পূর্বে বা পরে যেকোন পর্যায়ে প্রার্থিতা বাতিল হবে এবং ভবিষ্যতে কমিশন কর্তৃক গৃহীতব্য
যেকোন নিয়োগ পরীক্ষায় আবেদন করার অযোগ্য ঘোষণাসহ তার বিরুদ্ধে যেকোন আইনগত ব্যবস্থা
গ্রহণ করা হবে।
৫. ছবি (Picture): BPSC Form-5A সফলভাবে পূরণ সম্পন্ন হলে Application preview দেখা যাবে। preview এর নির্ধারিত স্থানে প্রার্থীকে (দৈর্ঘ্য প্রস্থ) 300×300 pixel এর কম বা বেশি নয় এবং ফাইল সাইজ 100 KB এর বেশি নয় এরূপ মাপের সদ্য (দুই মাসের মধ্যে) তোলা রঙ্গীন ছবি Scan করে jpg format upload করতে হবে। সাদাকালো ও পুরাতন ছবি গ্রহণযোগ্য নয়। ছবি উল্লিখিত মাপের না হলে আবেদনপত্র বাতিল হবে। সানগ্লাসসহ ছবি গ্রহণযোগ্য হবে না। Home page এর Help Menu তে ক্লিক করলে Photo এবং Signature সম্পর্কে বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে।
৬.
স্বাক্ষর (Signature): Application Preview'তে স্বাক্ষরের জন্য নির্ধারিত স্থানে (দৈর্ঘ্য
প্রস্থ) 300×80 pixel এর কম বা বেশি নয় এবং ফাইল সাইজ 60 KB এর বেশি নয়, এরূপ মাপের
প্রার্থীর স্বাক্ষর Scan করে jpg format এ upload করতে হবে। স্বাক্ষর উল্লিখিত মাপের
না হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
৭.
পরীক্ষার ফি প্রদান:
অনলাইনে
আবেদনপত্র (BPSC Form-5A) যথাযথভাবে পূরণপূর্বক নির্দেশমতে ছবি এবং Signature
upload করে প্রার্থী কর্তৃক আবেদনপত্র submission সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ
Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র submit করা সম্পন্ন হলে প্রার্থী
একটি User ID সহ ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's copy পাবেন। উক্ত
Applicant's copy প্রার্থীকে প্রিন্ট অথবা download করে সংরক্ষণ করতে হবে।
Applicant's copy-তে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং এই User ID নম্বর ব্যবহার করে
প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোনো Teletalk pre-paid mobile নম্বর থেকে SMS করে অর্থ
বিভাগ, অর্থ মন্ত্রণালয় গত ৩০.১২.২০২৪ তারিখে ০৭.০০.০০০০.১৭২.৩৭.০০৩.১৫-৩৬২ নং স্মারকে
নিম্নোক্তভাবে পরীক্ষার ফি জমা দিবেন।
বিজ্ঞপ্তির ক্রমিক নম্বর |
পদের গ্রেড |
পরীক্ষা ফি হার(টাকা) |
৯৯-১১০ |
৯ম গ্রেড |
২০০/-(দুইশত) |
১১১-১২৮ |
১০ম গ্রেড |
২০০/-(দুইশত) |
১২৯ |
১১তম গ্রেড |
১৫০/-(একশত পঞ্চাশ) |
১৩০ |
১২ তম গ্রেড |
১৫০/-(একশত পঞ্চাশ) |
- |
সকল গ্রেড(অনগ্রসর নাগরিক) |
৫০/= (পঞ্চাশ) |
প্রথম SMS: BPSC <space> User ID লিখে send করুন 16222 নম্বরে।
Example: BPSC NCRPQBCR
send to 16222
Reply: Applicant's Name, Tk-200/150/50 will be charged as application fee. Your PIN is (8 digit number). To pay fee Type BPSC<space>Yes<space>PIN and send to 16222.
দ্বিতীয় SMS: BPSC<space> YES<space> Pin লিখে send করুন 16222 নম্বরে।
Example: BPSC YES (8
digit number) send to 16222
Reply: Congratulations!
Applicant's Name, payment completed successfully for Non-cadre examination.
User ID is (xxxxxxxx) and Password (xxxxxxxx).
বিশেষ দ্রষ্টব্য: If password is lost, please type BPSC<space> HELP<space> SSC Board<space> SSC Roll<space>SSC Year and Send to 16222. অথবা টেলিটকের
বর্ণিত ওয়েবসাইটে Home
page এর Admit Card Menu তে ক্লিক করলে User Recovery, Password Recovery Payment
Status বাটন দেখা যাবে। উক্ত বাটনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে Submit করলে কাঙ্ক্ষিত
তথ্যাবলি পাওয়া যাবে।
প্রবেশপত্র (Admit
card):
৮.
৮.১ প্রার্থী তার User ID এবং Password ব্যবহার করে ছবি ও রেজিস্ট্রেশন নম্বর সংবলিত
প্রবেশপত্র (Admit Card) download করতে পারবেন।
৮.২ বিজ্ঞাপনে উল্লিখিত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা/অভিজ্ঞতা এবং বয়সসীমা না থাকলে কোন প্রার্থী আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন না। কোন প্রার্থী পরীক্ষার ফি জমা দিয়ে Admit card পাওয়ার পর একাধিকবার অনলাইনে Application Form জমা দিতে পারবেন না। কোন প্রার্থী অনলাইনে আবেদন ফরম পূরণ করে ফি জমাদান সম্পন্ন করলে তার আবেদন চূড়ান্তভাবে গৃহীত হয়েছে বলে গণ্য হবে। প্রার্থী মিথ্যা/ভিন্ন/ভুল তথ্য দিয়ে একাধিকবার ফর্ম পূরণ করে একাধিক Admit card গ্রহণ করলে, বিজ্ঞপ্তির ৭ নম্বর কলামে উল্লিখিত সংশ্লিষ্ট বিষয় কোড ব্যতীত ভিন্ন বিষয়ের প্রার্থীগণ উক্ত কোড দ্বারা রেজিস্ট্রেশন সম্পন্ন করলে এবং প্রক্রিয়ায়ণের যেকোন স্তরে জালিয়াতি প্রমাণিত হলে এরূপ প্রার্থীর সামগ্রিক প্রার্থিতা বাতিল হবে। উক্ত প্রার্থী ভবিষ্যতে বিপিএসসি কর্তৃক বিজ্ঞাপিত সকল পদে আবেদনের জন্য অযোগ্য ঘোষিত হবেন এবং উক্ত প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৯. Applicant's
Copy (BPSC Form-5A) প্রাপ্তি ও জমাদান: প্রার্থীদের BPSC Form-5A (Applicant's
Copy) কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে মৌখিক পরীক্ষার পূর্বে নিম্নোক্ত
কাগজপত্র/তথ্যাদিসহ
কমিশন কর্তৃক নির্দেশিত সময়ে এবং স্থানে জমা দিতে হবে:
৯.১
প্রার্থীকে জমাপ্রদানকৃত সনদ/কাগজপত্রের একটি তালিকা BPSC Form-5A (Applicant's
Copy) এর সাথে জমা প্রদান করতে হবে।
৯.২
শিক্ষাগত যোগ্যতা প্রমাণের জন্য বোর্ড বা বিশ্ববিদ্যালয় হতে অর্জিত সকল সনদ (এস.এস.সি/
এইচএসসি/ডিপ্লোমা/ স্নাতক/স্নাতকোত্তর/ বা সমমানের মূল বা সাময়িক সনদ) এর সত্যায়িত
ফটোকপি। মূল সনদের ফটোকপি প্রদানে অপারগ হলে সাময়িক সনদের ফটোকপি গৃহীত হবে। শিক্ষাগত
যোগ্যতার প্রমাণস্বরূপ বিশ্ববিদ্যালয় বা সর্বশেষ পরীক্ষার মার্কশিট প্রাথমিকভাবে গ্রহণযোগ্য
হবে তবে সাক্ষাৎকার বোর্ডে মূল/সাময়িক সনদ অবশ্যই দাখিল করতে হবে। চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক
সম্মান ডিগ্রিধারী প্রার্থীদের জমাকৃত সনদ/মার্কশিট/টেস্টিমোনিয়াল-এ যদি অর্জিত ডিগ্রির
মেয়াদ ৪ বছর সুস্পষ্ট উল্লেখ না থাকে সেক্ষেত্রে অর্জিত ডিগ্রি ৪ বছর মেয়াদি মর্মে
বিভাগীয় প্রধান/পরীক্ষা নিয়ন্ত্রক/রেজিস্টার কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের সত্যায়িত
কপি আবেদনপত্রের সাথে অবশ্যই জমা দিতে হবে। অন্যথায়, তাদের অর্জিত ডিগ্রি ৩ বছর মেয়াদি
হিসেবে গণ্য করা হবে;
৯.৩
বয়স প্রমাণের জন্য শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত এসএসসি/সমমানের মূল/সাময়িক সনদের সত্যায়িত
কপি; "ও" লেভেল এবং "এ" লেভেল ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে
জন্ম তারিখ
সংবলিত
দালিলিক প্রমাণ জমা দিতে হবে। বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য হবে না;
৯.৪
বিদেশ থেকে অর্জিত ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি/শিক্ষা
মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে);
৯.৫
আবেদনকারীর স্থায়ী ঠিকানা পরিবর্তিত হলে পরিবর্তিত স্থায়ী ঠিকানার সপক্ষে প্রামাণ্য
সনদের সত্যায়িত কপি;
৯.৬
অভিজ্ঞতার সনদ জমাদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট পদের স্কেল/গ্রেড, চাকরিতে যোগদান এবং পরিত্যাগের
সুষ্পষ্ট তারিখসহ মেয়াদ (প্রযোজ্য ক্ষেত্রে এনডোর্সকৃত/পৃষ্ঠাংকনকৃত আর্টিকেল-৪৭ ফরম),
চাকরি চলমান থাকলে বিজ্ঞপ্তিতে আবেদনপত্র জমাদানের শেষ তারিখে অভিজ্ঞতা গণনাপূর্বক
যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত অভিজ্ঞতার সনদপত্র জমাপ্রদান করতে হবে। ছাড়পত্রের কপি অভিজ্ঞতার
সনদ হিসেবে বিবেচিত হবে না;
৯.৭
কমিশন সচিবালয়ের ১৫.০২.২০১২ তারিখের ২৩৩ নং অফিস আদেশ অনুযায়ী পিএসসি কর্তৃক গৃহীত
বিভিন্ন নন-ক্যাডার পদে নিয়োগের ক্ষেত্রে যে সকল পদে নিয়োগের জন্য অভিজ্ঞতা চাওয়া হয়
সে সকল ক্ষেত্রে সংশ্লিষ্ট পদের জন্য চাহিত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অর্জনের তারিখের
পর হতে অভিজ্ঞতা গণনা করা হবে;
৯.৮
বিজ্ঞাপিত কোনো পদের অভিজ্ঞতার শর্তে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে চাকরির অভিজ্ঞতা চাওয়া
হলে আবেদনকারী প্রার্থীদের উক্ত প্রতিষ্ঠান/সংস্থা সংবিধিবদ্ধ সংস্থা মর্মে কর্তৃপক্ষের
প্রত্যয়নপত্র আবেদনের সাথে জমা দিতে হবে। সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান বলতে এমন কর্তৃপক্ষ
সংস্থা বা প্রতিষ্ঠান বোঝাবে যার প্রধান প্রধান কার্যাবলী কোনো আইন, অধ্যাদেশ, আদেশ
বা বাংলাদেশে আইনের ক্ষমতা সম্পন্ন চুক্তিপত্র দ্বারা অর্পিত;
৯.৯
জাতীয় পরিচয়পত্রের (NID) সত্যায়িত কপি;
৯.১০
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত সর্বশেষ সার্কুলার অনুযায়ী মুক্তিযোদ্ধার
বয়সের প্রমাণক/ডকুমেন্টস (প্রযোজ্য ক্ষেত্রে);
৯.১১ বাছাই/লিখিত/ব্যবহারিক
পরীক্ষার পরবেশপত্রের কপি;
৯.১২
প্রতিবন্ধী প্রার্থীদের সমাজসেবা অধিদপ্তর কর্তৃক জারীকৃত প্রতিবন্ধী সনদ/পরিচয়পত্রের
সত্যায়িত কপি (প্রযোজ্য ক্ষেত্রে);
৯.১৩
০৩ কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা সত্যায়িত রঙ্গিন ছবি;
৯.১৪
নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি;
৯.১৫ অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ অর্থাৎ ২০.১০.২০২৫ তারিখের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তিতে
উল্লেখিত আবেদনপত্র জমাপ্রদানের শেষ তারিখে অর্জিত অর্থাৎ সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা
অর্জনের শেষ তারিখ অথবা তারপূর্বে অর্জিত শিক্ষাগত যোগ্যতা সংবলিত শিক্ষা প্রতিষ্ঠান
কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র।
৯.১৬ প্রার্থী কর্তৃক আবেদনপত্রে উল্লিখিত স্থায়ী ঠিকানা পরবর্তীতে পরিবর্তিত হলে কিংবা
মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর ঠিকানা ব্যবহার করা হলে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী
ঠিকানার সপক্ষে প্রাক্তন এবং বর্তমান সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র/কাউন্সিলর/পৌর
মেয়র/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/নোটারি পাবলিক কর্তৃক স্বাক্ষরিত সনদপত্র।
১০.
বাছাই (MCQ)/লিখিত/ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ Applicant's Copy (BPSC
Form-5A) সহ প্রয়োজনীয় সকল কাগজপত্র/তথ্যাদি কমিশন কর্তৃক নির্ধারিত তারিখের মধ্যে
জমা দিতে ব্যর্থ হলে তাদের প্রার্থিতা বাতিল হবে এবং তারা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ
করতে পারবেন না। Applicant's Copy (BPSC Form-5A) সহ প্রয়োজনীয় সকল কাগজপত্র/তথ্যাদি
পুঙ্খানুপুঙ্খ যাচাইয়ের পর শুধু যোগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ
দেয়া হবে।
১১. অনলাইন আবেদনপত্রের
(BPSC Form-5A) উল্লিখিত স্থায়ী জেলা সঠিক হতে হবে। এক্ষেত্রে ভুল তথ্য প্রদানের জন্য
প্রার্থিতা/মনোনয়ন বাতিল হবে। অনলাইনে পূরণকৃত Applicant's Copy (BPSC Form-5A) এর
তথ্য সঠিক হিসেবে পরিগণিত হবে।
১২. BPSC Form-5A
(Applicant's Copy) জমাপ্রদানের শেষ তারিখের পর Applicant's Copy তে কোনো ধরণের তথ্য
সংশোধনের আবেদন গ্রহণযোগ্য হবে না।
১৩. প্রার্থীকে কেবল কমিশনের
অনুমোদিত অনলাইন আবেদনপত্র (BPSC Form-5A) পূরণ করে রেজিস্ট্রেশন করতে হবে। মুদ্রিত
আবেদনপত্র জমাদানের কোনো সুযোগ নেই।
১৪. প্রার্থীর নাম ও পিতার
নাম এসএসসি অথবা সমমানের সনদে যেভাবে লেখা আছে অনলাইন আবেদনপত্রেও (BPSC Form-5A) ঠিক
সেভাবে লিখতে হবে।
১৫. যেসকল পদের ক্ষেত্রে প্রার্থীর
ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ডিগ্রি চাওয়া হয় সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে অতিরিক্ত/উচ্চতর
ডিগ্রি থাকলেও আবশ্যিকভাবে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। ডিপ্লোমা ডিগ্রি অর্জন ব্যতিরেকে
সংশ্লিষ্ট বিষয়ে অতিরিক্ত/উচ্চতর ডিগ্রি গ্রহণযোগ্য হবে না।
১৬. শারীরিক প্রতিবন্ধী হিসেবে
আবেদনকারী প্রার্থীদের মধ্যে যেসকল প্রার্থী শ্রুতিলেখকের সহায়তায় পরীক্ষায় অংশগ্রহণে
ইচ্ছুক তাদের সরকারী কর্ম কমিশন থেকে শ্রুতিলেখক প্রদান করা হবে। এরুপ প্রার্থীদের
নিম্নোক্ত কাগজপত্রসহ রেজিস্ট্রেশনের শেষ তারিখের পর ১০ (দশ) কর্ম দিবস অর্থাৎ ০৪.১১.২০২৫
তারিখের মধ্যে অফিস চলাকালীন পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার), বাংলাদেশ সরকারী কর্ম
কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা বরাবর আবেদন করতে হবে:
১৬.১ অনলাইন আবেদনপত্রের
(Applicant's Copy) কপি;
১৬.২ প্রার্থীর ০৩ (তিন) কপি
পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি;
১৬,৩ শ্রুতিলেখকের প্রয়োজনীয়তা
সম্পর্কে সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত ডাক্তারি প্রত্যয়নপত্র;
১৬.৪ সমাজসেবা অধিদপ্তরের
অধীন জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক/সমপদমর্যাদা সম্পন্ন/দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট
কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদ/পরিচয় পত্রের সত্যায়িত কপি।
** উল্লেখ্য, শ্রুতিলেখকের
জন্য আবেদনকারী প্রার্থীকে কেবল কর্ম কমিশন কর্তৃক মনোনীত শ্রুতিলেখকের সহায়তায় পরীক্ষায়
অংশগ্রহণ করতে হবে।
১৭. কোন প্রার্থীর ক্ষেত্রে
সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত কোন শর্তের গুরুতর (Substantive) ঘাটতি পাওয়া গেলে
মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে যেকোন পর্যায়ে উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য
হবে। আবেদনপত্রে কোন মিথ্যা তথ্য উল্লেখ করলে আবেদনপত্র বাতিলের পাশাপাশি সংশ্লিষ্ট
প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করা হবে।
১৮. নন-ক্যাডার ৯ম এবং ১০ম
থেকে১৩তম গ্রেড পদে নিয়োগ পরীক্ষা নীতিমালা-২০২৩ কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।
১৯. লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক
সিলেবাস এবং নন-ক্যাডার পরীক্ষা নীতিমালা কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এ পাওয়া
যাবে।
২০.
লিখিত পরীক্ষায় উত্তর প্রদানের ভাষা: বাংলা ও ইংরেজি বিষয়ের প্রশ্নের উত্তর সংশ্লিষ্ট
ভাষাতে লিখতে হবে। অন্যান্য বিষয়ের প্রশ্নের উত্তর বাংলা বা ইংরেজি-এর যেকোন একটি'তে
লেখা যাবে। একটি বিষয়ের উত্তরে উভয় ভাষা ব্যবহার করা যাবে না তবে Technical শব্দসমূহ
ইংরেজিতে লেখা যাবে। কোন বিষয়ের প্রশ্নপত্রে অন্য কোনরূপ নির্দেশ থাকলে উক্ত বিষয়ের
ক্ষেত্রে ঐ নির্দেশ অনুযায়ী প্রশ্নোত্তর লিখতে হবে।
২১.
এই বিজ্ঞপ্তিতে যেসকল শর্ত আরোপ করা হয়েছে তা আবেদনপত্র (BPSC Form-5A) এর কোনো শর্তের
সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হলে এই বিজ্ঞপ্তির শর্তই চূড়ান্ত বলে গণ্য হবে। তবে কোন বিষয়
অনুল্লিখিত থাকলে অথবা ব্যাখ্যার প্রয়োজন হলে কমিশন এ ব্যাপারে প্রয়োজনীয় সিদ্ধান্ত
প্রদান করবে।
২২.
প্রার্থীকে অবশ্যই মৌখিক পরীক্ষার বোর্ডে অতিরিক্ত ০১ (এক) সেট BPSC Form-5A
(Applicant's Copy) অনুচ্ছেদ-৯ এ বর্ণিত প্রয়োজনীয় কাগজপত্র/তথ্যাদি সহ জমা দিতে হবে।
প্রত্যেক ডকুমেন্টের উপর অবশ্যই প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে।
২৩. শিক্ষাগত যোগ্যতার সকল মূল অথবা সাময়িক সনদ, অভিজ্ঞতা সনদের মূলকপি (প্রযোজ্য ক্ষেত্রে), মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত সর্বশেষ সার্কুলার অনুযায়ী মুক্তিযোদ্ধার বয়সের প্রমাণক/ডকুমেন্টসের মূল কপি (প্রযোজ্য ক্ষেত্রে), প্রতিবন্ধী প্রার্থীদের সমাজসেবা অধিদপ্তর কর্তৃক জারীকৃত প্রতিবন্ধী সনদ/পরিচয়পত্র (প্রযোজ্য ক্ষেত্রে) Applicant's Copy (BPSC Form-5A) এবং জাতীয় পরিচয়পত্র অবশ্যই দাখিল করতে হবে। সরকারি/ আধাসরকারি/স্বায়ত্তশাসিত/স্থানীয় সংস্থায় চাকুরিরত প্রার্থীদেরকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক সিল স্বাক্ষরিত ছাড়পত্রের মূল কপি এবং সত্যায়িত ফটোকপি মৌখিক পরীক্ষার বোর্ডে দাখিল করতে হবে। অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না। মৌখিক পরীক্ষার জন্য আলাদাভাবে প্রার্থীদের নামে কোন সাক্ষাৎকারপত্র প্রেরণ করা হবে না। অনলাইনে রেজিস্ট্রেশনকালে ডাউনলোডকৃত প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার জন্য প্রযোজ্য হবে। প্রার্থীর দেয়া তথ্যের ভিত্তিতেই অনলাইন থেকে ডাউনলোডকৃত প্রবেশপত্র দেয়া হয়। এ প্রবেশপত্রকে কোন অবস্থাতেই কমিশন কর্তৃক যাচাই-বাছাইকৃত যোগ্যতা সম্পন্ন প্রার্থীর যোগ্য প্রার্থীর প্রমাণক হিসেবে আদালতে/অন্য কোথাও পেশ করা যাবে না/দাবি করা যাবে না।
২৪.
প্রার্থীদের অতিরিক্ত তথ্য পাওয়ার জন্য বিপিএসসি এর ওয়েবসাইট নিয়মিতভাবে ভিজিট করতে
হবে। এছাড়া, কর্ম কমিশন সচিবালয়ে অফিস চলাকালীন সময়ে ১২১, ০১৫০০১২১১২১, ৫৫০০৬৬৫৬ ও
৫৫০০৬৮৩৪ টেলিফোন নম্বরে যোগাযোগ করে তথ্য জানা যাবে।
২৫.
নতুন পদ সৃষ্টি, পদোন্নতি, অবসর গ্রহণ, মৃত্যু, পদত্যাগ অথবা অপসারণ ইত্যাদি কারণে
বিজ্ঞাপিত পদসংখ্যা বাড়ানো হতে পারে বা যৌক্তিক কারণে পদ সংখ্যা পরিবর্তন হতে পারে।
২৬.
কেন্দ্রভিত্তিক রেজিস্ট্রেশন নম্বর প্রার্থীকে ঢাকা/রাজশাহী/চট্টগ্রাম/খুলনা/বরিশাল/সিলেট/রংপুর/ময়মনসিংহ
কেন্দ্রের মধ্যে যেকোন একটি কেন্দ্রের বিপরীতে অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
প্রার্থী যে কেন্দ্র নির্বাচন করবেন সে কেন্দ্রের জন্য নির্ধারিত রেজিস্ট্রেশন নম্বরের
রেঞ্জ হতে কম্পিউটারাইজড পদ্ধতিতে প্রার্থীকে রেজিস্ট্রেশন নম্বর প্রদান করা হবে। তবে
বাছাই/লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা কেবল ঢাকায় অনুষ্ঠিত হবে।
২৭
বিজ্ঞাপনে উল্লিখিত পদ/পদসমূহের চূড়ান্ত সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে সরকারের সর্বশেষ
কোটানীতি অনুসরণ করা হবে।
২৮.বিজ্ঞপ্তির ক্রমিক নম্বর-১২৯ ‘প্রধান শিক্ষক’ পদে সুপারিশের ক্ষেত্রে “সরকারি প্রাথমিক বিদ্যালয় নীতিমালা,২০২৫” অনুসরণ করা হবে।
২৯. ০১.২০২৪ তারিখে জারিকৃত ৮০.০০.০০০০.৪০১.৩৫.০৪৬.১৭-৪২ নম্বর অফিস আদেশে নন-ক্যাডার পরীক্ষা নীতিমালা ২০২৩ এর অনুচ্ছেদ ৪.১ অনুসরণে প্রার্থী ও পদের সংখ্যা নির্বিশেষে এবং জরুরি প্রয়োজনে কমিশন তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণপূর্বক কমিশন কর্তৃক পুননির্ধারিত পদ্ধতিতে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করতে পারবেন।
৩০. আবেদনপত্র অনলাইনে পূরণ, এসএমএস এর মাধ্যমে ফি জমাদান এবং প্রবেশপত্র প্রাপ্তি সংক্রান্ত নির্দেশাবলি এবং অন্যান্য পালনীয় বিষয়সমূহ বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের Web address: www.bpsc.gov.bd এবং টেলিটকের Web address: http://bpsc.teletalk.com.bd এ পাওয়া যাবে।
৩১.
আগামী ২০.১০.২০২৫ ইং অথবা অনলাইনে রেজিষ্টেশনের শেষ তারিখের মধ্যে প্রার্থীর অর্জিত
শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, প্রশিক্ষণ (প্রযোজ্য ক্ষেত্রে) স্বীকৃত জার্নালে প্রকাশিত
প্রকাশনা বিবেচিত হবে। এই তারিখের মধ্যে অর্জিত শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, প্রশিক্ষণ
প্রকাশনা (প্রযোজ্য ক্ষেত্রে) না থাকলে আবেদন করার প্রয়োজন নাই। উল্লেখ্য, ন্যূনতম
শিক্ষাগত যোগ্যতা অর্জনের পরীক্ষায় অবতীর্ন প্রার্থীগন আবেদনের জন্য যোগ্য বিবেচিত
হবেন না।
শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পরামর্শ দেয়া যাচ্ছে।