গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | PWD Job Circular 2025 | পদ সংখ্যা: ৬৬৯টি | Biddabari

এই চাকরি সম্পর্কে
গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | PWD Job
Circular 2025 | পদ সংখ্যা: ৬৬৯টি | Biddabari
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির
জন্য জানানো যাচ্ছে যে, ২৩ সেপ্টেম্বর ২০২৫ইং তারিখে গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি
২০২৫ | PWD Job Circular 2025 প্রকাশিত হয়েছে। ১৪তম-১৬তম গ্রেডের ৫টি ক্যাটাগরিতে ৪০৯ জন এবং ২০তম গ্রেডের ৩টি ক্যাটাগরিতে ২৬০ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা ০১ অক্টোবর
২০২৫ইং তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। ১-৪নং পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়স সীমা ৪০ বৎসর পর্যন্ত
শিথিলযোগ্য। গণপূর্ত অধিদপ্তরের কেবলমাত্র সেটআপভুক্ত পদে (মাষ্টাররোল, ওয়ার্কচার্জড,
অস্থায়ী নিয়মিত, ভাউচার, আউটসোর্সিং ব্যতিত) কর্মরত কর্মচারীগণ "বিভাগীয় প্রার্থী"
হিসেবে গণ্য হবেন। "বিভাগীয় প্রার্থী" হিসেবে আবেদনকারীগণ তার নিয়ন্ত্রণকারী
কর্তৃপক্ষের (নির্বাহী প্রকৌশলীর নিম্নে নয়) নিকট হতে নাম, পদবী, কর্মস্থল এবং কোন
তারিখ হতে কর্মরত আছেন সে বিষয়ে সনদ গ্রহণপূর্বক আবেদনের সাথে আপলোড করবেন। বয়স প্রমাণে
জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয়পত্র বিবেচনা করা হবে। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য
হবে না।
গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | PWD Job Circular 2025 এর প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুসারে, বিভিন্ন পদের যোগ্যতা হিসেবে প্রার্থীকে কম্পিউটার ও সাঁটলিপি ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং পদ সংশ্লিষ্ট কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | PWD Job
Circular 2025 এর গুরুত্বপূর্ণ তথ্য:
পদসংখ্যা: ৬৬৯ টি।
আবেদনের বয়সসীমা: ০১ অক্টোবর ২০২৫ ইং তারিখে সর্বনিম্ন ১৮ বছর
এবং সর্বোচ্চ ৩২ বছর। তবে পদ অনুসারে বিভাগীয় প্রার্থীদের বয়স সীমা ৪০ বৎসর পর্যন্ত
শিথিলযোগ্য।
আবেদনের সময়সীমা: ০১ অক্টোবর ২০২৫ ইং সকাল ১০:০০ ঘটিকা থেকে
৩১ অক্টোবর ২০২৫ ইং বিকাল ০৫:০০ ঘটিকা।
আবেদন ফি: ১০৪ টাকা।
আবেদন ফি জমা দেওয়া পদ্ধতি: পেমেন্ট গেটওয়ের মাধ্যমে Online-এ আবেদন
ফি জমা দিতে পারবেন।
আবেদনের প্রক্রিয়া: অনলাইনে এই লিঙ্কে http://recruitment.pwd.gov.bd
প্রবেশ করে আবেদন করতে হবে।
এই চাকরির বিবরণ
গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | PWD Job
Circular 2025 এর বিস্তারিত:
১। উল্লেখিত পদসমূহের জন্য বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে
পারবেন।
২। ০১/১০/২০২৫ তারিখে আবেদনকারীর বয়স ১৮ হতে ৩২ বছরের মধ্যে হতে হবে। ক্রমিক
নং-১ ও ৪ পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়স সীমা ৪০ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য।
গণপূর্ত অধিদপ্তরের কেবলমাত্র সেটআপভুক্ত পদে (মাষ্টাররোল, ওয়ার্কচার্জড, অস্থায়ী নিয়মিত,
ভাউচার, আউটসোর্সিং ব্যতিত) কর্মরত কর্মচারীগণ "বিভাগীয় প্রার্থী" হিসেবে
গণ্য হবেন। "বিভাগীয় প্রার্থী" হিসেবে আবেদনকারীগণ তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের
(নির্বাহী প্রকৌশলীর নিম্নে নয়) নিকট হতে নাম, পদবী,' কর্মস্থল এবং কোন তারিখ হতে কর্মরত
আছেন সে বিষয়ে সনদ গ্রহণপূর্বক আবেদনের সাথে আপলোড করবেন। বয়স প্রমাণে জন্ম নিবন্ধন/জাতীয়
পরিচয়পত্র বিবেচনা করা হবে। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
৩। একজন ব্যক্তি উপরে উল্লেখিত পদসমূহের যে কোন একটির জন্য আবেদন করতে পারবেন।
৪। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং দাখিলকৃত
আবেদন পত্রের মুদ্রিত কপিসহ সত্যায়িত এক সেট সনদপত্রাদি দাখিল করতে হবে।
৫। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, অসত্য অথবা
বিজ্ঞপ্তিতে চাওয়া শর্তের সাথে অসামঞ্জস্যপূর্ণ প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা
অসদুপায় অবলম্বন করলে, সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে
আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ
যে কোন প্রার্থীর প্রার্থীতা যে কোন পর্যায়ে বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
৬। আবেদনপত্রে ব্যক্তিগত ও সচল মোবাইল নম্বর প্রদান করতে হবে।
৭। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে প্রচলিত সরকারি বিধি মোতাবেক সর্বশেষ কোটা
পদ্ধতি/নীতি অনুসরণ করা হবে।
৮। এ বিজ্ঞপ্তির আংশিক বা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ
করেন।
৯। কর্তৃপক্ষ পদের সংখ্যা বাড়ানো, বাতিল বা প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষণ
করেন।
১০। নিয়োগপত্র জারীর পরও স্বাস্থ্যগত পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশনে কোন প্রকার
অসংগতি থাকলে নিয়োগ বাতিল বলে গণ্য হবে।
১১। এ নিয়োগ বিজ্ঞপ্তিটি গণপূর্ত অধিদপ্তরের নিজস্ব ওয়েব সাইটে (www.pwd.gov.bd) পাওয়া যাবে।
১২। আবেদনপত্র অনলাইনে গ্রহণ করা হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত
নিয়মাবলী ও শর্তাবলী:
পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি http://recruitment.pwd.gov.bd ওয়েবসাইট-এ আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের
সময়সীমা নিম্নরূপ:
▪️ Online-এ আবেদনপত্র
পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়ঃ ০১/১০/২০২৫, সকাল-১০.০০ টা।
▪️ Online-এ আবেদনপত্র
জমাদানের শেষ তারিখ ও সময়ঃ ৩১/১০/২০২৫, বিকাল-০৫:০০ টা।
▪️ Online আবেদনপত্রে
প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০xপ্রস্থ ৮০ pixel) ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০xপ্রস্থ
৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।
▪️ আবেনকারীর শিক্ষা,
অভিজ্ঞতা, দক্ষতা, ইত্যাদি সংক্রান্ত সনদের কপি আবেদনের সাথে upload করতে হবে।
▪️ Online আবেদনপত্রে
পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তীতে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র
Submit করার পূর্বেই পুরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত
হবেন।
▪️ প্রার্থী
Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের
সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
পরীক্ষার ফি প্রদানঃ
Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে
ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ
Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী
একটি আবেদন কোড, ছবি এবং স্বাক্ষর যুক্ত Applicant's Copy পাবেন। প্রার্থী উক্ত
Applicant's Copy download পূর্বক রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। ফরম পূরণ করে
পেমেন্ট গেটওয়ের মাধ্যমে Online-এ আবেদন ফি জমা দিতে হবে। পরীক্ষার ফি বাবদ ১০০/-
(একশত) টাকা; সার্ভিস চার্জ ০৪/- টাকাসহ মোট ১০৪/-(একশত চার) টাকা Online-এ জমা দিতে
হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, "Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে
Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত
হবে না"।
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://pwd.gov.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল নম্বরে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে। উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। SMS-এ প্রেরিত আবেদন কোড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম, ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙ্গিন Print করে নিবেন। প্রবেশপত্রটি MCQ, লিখিত ও মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন। MCQ এবং লিখিত পরীক্ষার সম্ভাব্য সময় ডিসেম্বর, ২০২৫।
***আরও বিস্তারিত জানতে সার্কুলারটি সম্পূর্ণ দেখুন।