নেসকো জব সার্কুলার ২০২৫ | NESCO Job Circular 2025 | পদ সংখ্যা: ১৩৭টি | Biddabari
এই চাকরি সম্পর্কে
নেসকো জব সার্কুলার ২০২৫ | NESCO Job Circular 2025 | পদ সংখ্যা:
১৩৭টি | Biddabari
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ০৮ ডিসেম্বর
২০২৫ ইং তারিখে নেসকো জব সার্কুলার ২০২৫ | NESCO Job Circular 2025 প্রকাশিত হয়েছে।
নেসকো জব সার্কুলার ২০২৫ | NESCO Job Circular 2025 এর তথ্য মতে,
৭ম থেকে ১৬তম গ্রেডের ১২টি ক্যাটাগরিতে
সর্বমোট ১৩৭ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। প্রার্থীদের বয়সসীমা ০৯ ডিসেম্বর
২০২৫ ইং তারিখে পদানুসারে সর্বনিম্ন ৩২ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছর রাখা হয়েছে।
নেসকো জব সার্কুলার ২০২৫ | NESCO Job Circular 2025 এর তথ্যমতে,
কোনো আবেদনে মিথ্যা, প্রতারণামূলক বা বিভ্রান্তিকর তথ্য পাওয়া গেলে নিয়োগ প্রক্রিয়ার
যেকোনো পর্যায়ে আবেদন বাতিল করা হতে পারে অথবা চাকরির যেকোনো পর্যায়ে নিয়োগ বাতিল করা
হতে পারে। এ বিষয়ে কোনো ব্যাখ্যা প্রদান করা হবে না।
নেসকো জব সার্কুলার ২০২৫ | NESCO Job Circular 2025 এর গুরুত্বপূর্ণ
তথ্য:
পদসংখ্যা: ১৩৭টি
আবেদনের বয়সসীমা: ০৯ ডিসেম্বর ২০২৫
ইং তারিখে পদানুসারে সর্বনিম্ন ৩২ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছর রাখা হয়েছে।
আবেদনের সময়সীমা: ০৯ ডিসেম্বর ২০২৫
ইং সকাল ০৯:০০ ঘটিকা থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ ইং বিকেল ৫:০০ ঘটিকা।
আবেদন ফি: পদানুসারে
৫০০
টাকা থেকে ১০০০ টাকা।
আবেদন ফি জমাদানের মাধ্যম: https://career.nesco.gov.bd-এ উল্লেখিত
প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করে পরিশোধ করতে হবে।
আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে
এই https://career.nesco.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।
এই চাকরির বিবরণ
নেসকো জব সার্কুলার ২০২৫ | NESCO Job Circular 2025 এর বিস্তারিত:
বাড়িভাড়া, উৎসব ভাতা,
স্বীকৃত প্রভিডেন্ট ফান্ড, গ্রুপ ইন্স্যুরেন্স, অর্জিত ছুটির নগদায়ন, গ্র্যাচুইটি,
চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং অন্যান্য ভাতা কোম্পানির নীতিমালা অনুযায়ী প্রদান করা
হবে। আয়কর কর্মচারীকে নিজ দায়িত্বে পরিশোধ করতে হবে।
সাধারণ শর্তাবলি:
১. সরকার কর্তৃক নির্ধারিত কোটা পদ্ধতি অনুসরণ করা হবে।
২. ভুল/অসম্পূর্ণ আবেদন এবং নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর প্রাপ্ত
আবেদন গ্রহণযোগ্য হবে না।
৩. যেকোনো ধরনের তদবির প্রার্থিতাকে স্বয়ংক্রিয়ভাবে অযোগ্য বলে গণ্য করবে।
৪. বর্তমানে সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত/আধা-স্বায়ত্তশাসিত/বিদ্যুৎ
ইউটিলিটি প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
৫. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সকল শিক্ষাগত সনদপত্র, অভিজ্ঞতার
সনদ (যদি প্রযোজ্য হয়), জাতীয় পরিচয়পত্র (NID), জাতীয়তা/নাগরিকত্ব সনদ এবং NOC (যদি
প্রযোজ্য হয়) নির্দেশনা অনুযায়ী NESCO ক্যারিয়ার সাইট (https://career.nesco.gov.bd)-এ
নির্ধারিত স্থানে জমা দিতে হবে।
৬. নিয়োগকারী কর্তৃপক্ষ যেকোনো আবেদন বা সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া গ্রহণ
বা বাতিল করার এবং পদ/পদের সংখ্যা বৃদ্ধি বা হ্রাস করার অধিকার সংরক্ষণ করে। এ বিষয়ে
কোনো ব্যাখ্যা প্রদান করা হবে না।
৭. কোনো আবেদনে মিথ্যা, প্রতারণামূলক বা বিভ্রান্তিকর তথ্য পাওয়া গেলে নিয়োগ
প্রক্রিয়ার যেকোনো পর্যায়ে আবেদন বাতিল করা হতে পারে অথবা চাকরির যেকোনো পর্যায়ে নিয়োগ
বাতিল করা হতে পারে। এ বিষয়ে কোনো ব্যাখ্যা প্রদান করা হবে না।
আবেদন প্রক্রিয়া:
১. আগ্রহী প্রার্থীদের ‘অনলাইন আবেদন ফর্ম’-এর মাধ্যমে আবেদন করতে হবে,
যেখানে সাম্প্রতিক স্ক্যানকৃত ছবি ও স্বাক্ষর নির্ধারিত ফরম্যাটে সংযুক্ত করতে হবে।
২. অনলাইন আবেদন ফর্ম NESCO ক্যারিয়ার সাইট https://career.nesco.gov.bd -এ
পাওয়া যাবে। আবেদন ফর্ম পূরণের
পূর্বে অনুগ্রহ করে নির্দেশনাবলি মনোযোগসহকারে পড়ুন, যা NESCO ওয়েবসাইটের ক্যারিয়ার
সেকশন https://nesco.gov.bd এবং ক্যারিয়ার সাইটের
নোটিশ সেকশন https://career.nesco.gov.bd-এ
পাওয়া যাবে। অনলাইন আবেদন জমাদানের সময়সীমা ০৯/১২/২০২৫ (সকাল ৯.০০টা) থেকে ৩১/১২/২০২৫
(বিকাল ৫.০০টা) পর্যন্ত। এই নিয়োগ সংক্রান্ত হালনাগাদ তথ্য NESCO ওয়েবসাইট ও NESCO
ক্যারিয়ার সাইটে পাওয়া যাবে। প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে, এই নিয়োগ সম্পর্কে প্রাসঙ্গিক
তথ্য NESCO ওয়েবসাইট ও NESCO ক্যারিয়ার সাইট থেকে সংগ্রহ করতে।
উপরোক্ত বিজ্ঞপ্তির সিরিয়াল নম্বর ১ থেকে ৭ পর্যন্ত পদে আবেদনকারী প্রার্থীদের
১,০০০/- টাকা (এক হাজার টাকা) এবং সিরিয়াল নম্বর ৮ থেকে ১২ পর্যন্ত পদে আবেদনকারী প্রার্থীদের
৫০০/- টাকা (পাঁচশত টাকা) https://career.nesco.gov.bd
-এ উল্লেখিত প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করে পরিশোধ করতে হবে। আবেদন জমা দেওয়ার ২৪
ঘণ্টার মধ্যে অর্থ পরিশোধ করতে হবে।



