যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | JUST Job Circular 2025 | পদ সংখ্যা: ৪২টি | Biddabari

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি

এই চাকরি সম্পর্কে

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | JUST Job Circular 2025 | পদ সংখ্যা: ৪২টি | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৭ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | JUST Job Circular 2025 প্রকাশিত হয়েছে।  যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | JUST Job Circular এর তথ্য মতে, ৩য় থেকে ৬ষ্ঠ গ্রেডের ৩ টি ক্যাটাগরিতে সর্বমোট ৪২ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। প্রার্থীদের বয়সসীমা পদানুসারে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত রাখা হয়েছে।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | JUST Job Circular এর তথ্যমতে, বিজ্ঞপ্তির ১-৩ নং পদের যোগ্যতা ও অভিজ্ঞতা, শর্তাবলী এবং আবেদনপত্রের নির্ধারিত ফরমেট ওয়েব সাইট www.just.edu.bd থেকে সংগ্রহ করা যাবে এবং ০২ জুন ২০২৫ ইং বিজ্ঞপ্তির  অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই ।     

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | JUST Job Circular2025 । এর গুরুত্বপূর্ণ তথ্য:

পদসংখ্যা: ৪২টি।

আবেদনের বয়সসীমা: পদানুসারে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত রাখা হয়েছে। আবেদনের সময়সীমা: ১১ জানুয়ারি ২০২৬ ইং অফিস চলাকালীন সময়।

আবেদন ফি: পদানুসারে  ২০০ টাকা থেকে ৫০ টাকা। 

আবেদন ফি জমাদানের মাধ্যম: নির্ধারিত আবেদন ফরমে প্রয়োজনীয় সব কাগজপত্রসহ

পূরণকৃত আবেদনপত্র ক্রমিক নং ০১ ও ০২-এর জন্য ০৭ সেটএবং ক্রমিক নং ০৩-এর জন্য ০৪ সেট রেজিস্ট্রার, যশোরবিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর-৭৪০৮ বরাবরেঅফিস চলাকালীন পৌঁছাতে হবে।রেজিস্ট্রার, যাবতীয় কার্যালয় অথবা বিশ্ববিদ্যালয়েরওয়েবসাইট থেকে আবেদন ফরম ও যোগ্যতার বিস্তারিত বিবরণ সংগ্রহ করা যাবে।

এই চাকরির বিবরণ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | JUST Job Circular2025 । এর শর্তাবলী:

আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত আবেদন ফরমে প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ পূর্ণাঙ্গ আবেদন ক্রমিক নং ০১ ও ০২ এর জন্য ০৭ সেট এবং ক্রমিক নং ০৩ এর জন্য ০৪ সেট রেজিস্ট্রার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর-৭৪০৮ বরাবরে আগামী ১১/০১/২০২৬খ্রি. তারিখ অফিস চলাকালীন পৌঁছাতে হবে। পরবর্তীতে কোন প্রকার ডকুমেন্টস জমা নেওয়া হবে না। রেজিস্ট্রার, যবিপ্রবি এর কার্যালয় অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটঃ www.just.edu.bd  হতে আবেদন ফরম ও যোগ্যতার বিস্তারিত বিবরণ সংগ্রহ করা যাবে। বি.দ্র. স্মারক নং-যবিপ্রবি/রেজি:/সংস্থাপন/রাজস্ব জনবল/১০০২(৭)/২০২২,৮৩৯, তারিখ: ২২/০৩/২০২৫ি খ., স্মারক নং-যবিপ্রবি/রেজি:/সং ও প্রঃ/রাজস্ব জনবল/১০০২(৮)/২০২৫-১১১১; তারিখঃ ০২/০৬/২০২৫খ্রি., স্মারক নং-যবিপ্রবি/রেজিঃ/সং ও প্রঃ/রাজস্ব জনবল /শ্যাডো নথি/১০০২(৮)/২৫-১১৮৫, তারিখ: ২৫/০৬/২০২৫খ্রি. এবং স্মারক নং-যবিপ্রবি/রেজি:/সং ও প্রঃ/রাজস্ব জনবল/১০০২ (৮) /২০২৫-১১১২: তারিখঃ ০২/০৬/২০২৫খ্রি. মোতাবেক অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদে ইতোপূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করতে হবে। সকল পদের আবেদন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত সর্বশেষ নীতিমালা অনুযায়ী মূল্যায়িত হবে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, পদোন্নতি ও পদোন্নয়নের সংশোধিত নীতিমালা ২০২৫ বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে দেখা যেতে পারে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে আবেদনপত্র ও নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল, সংশোধন ও পদসংখ্যা কমবেশী করার ক্ষমতা সংরক্ষণ করেন।