ইসলামি ব্যাংক ফাউন্ডেশন সার্কুলার ২০২৫ | Islami Bank Foundation Circular 2025 | Biddabari
এই চাকরি সম্পর্কে
ইসলামি ব্যাংক ফাউন্ডেশন সার্কুলার ২০২৫ | Islami Bank
Foundation Circular 2025 | Biddabari
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইসলামি ব্যাংক ফাউন্ডেশন সার্কুলার ২০২৫ | Islami Bank Foundation Job Circular 2025 প্রকাশিত হয়েছে। ইসলামি ব্যাংক ফাউন্ডেশন সার্কুলার ২০২৫ | Islami Bank Foundation Job Circular 2025 এর তথ্য মতে, প্রথম সার্কুলারে মেডিকেল অফিসার,
কম্পিউটার অপারেটর, সহকারী সেলসম্যান ড্রাগ(পুরুষ), সিকিউরিট গার্ড(পুরুষ), ক্লিনার
এই চারটি ক্যাটাগরিতে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল অঞ্চলে নিয়োগ প্রদান
করা হবে এবং দ্বিতীয় সার্কুলারে প্রভাষক(নার্সিং), নার্সিং ইন্সট্রাক্টর(ডেমোনেস্ট্রেটর),
ক্লিনিক্যাল টিচার এই ৩টি ক্যাটাগরিতে নিয়োগ প্রদান করা হবে। প্রার্থীদের বয়সসীমা ০১
জানুয়ারি ২০২৫ইং তারিখে ৩২ (বত্রিশ) বছর থেকে ৪০ (চল্লিশ) বছর পর্যন্ত।
ইসলামি ব্যাংক ফাউন্ডেশন সার্কুলার ২০২৫ | Islami Bank Foundation Job Circular 2025 এর তথ্যমতে, অধিকাংশ পদে আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট
কাজে অভিজ্ঞতা থাকতে হবে, বাকী পদে অভিজ্ঞ ব্যক্তিদের অগ্রাধিকার দেয়া দেয়া হবে।
ইসলামি ব্যাংক ফাউন্ডেশন সার্কুলার ২০২৫ | Islami Bank
Foundation Circular 2025 এর গুরুত্বপূর্ণ তথ্য:
আবেদনের বয়সসীমা: ০১ জানুয়ারি ২০২৫ইং
তারিখে ৩২ (বত্রিশ) বছর থেকে ৪০ (চল্লিশ) বছর পর্যন্ত।
আবেদনের সময়সীমা: ০১ জানুয়ারি ২০২৫।
আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে
এই www.ibfbd.org ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে
হবে।
এই চাকরির বিবরণ
ইসলামি ব্যাংক ফাউন্ডেশন সার্কুলার ২০২৫ | Islami Bank
Foundation Circular 2025 এর অন্যান্য শর্তাবলী:
▪️ কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা/সাক্ষাৎকারের
জন্য ডাকা হবে।
▪️ সকল পদে www.ibfbd.org
ওয়েবসাইটের career এ প্রবেশ করে সদ্য তোলা ছবি ও স্বাক্ষর স্ক্যান করে অনলাইনে আবেদন
করতে হবে।
▪️ প্রার্থীর বয়স আবেদনের শেষ তারিখ ০১.০১.২০২৬ইং
অনুযায়ী গণনা করা হবে।
▪️ আবেদনের শেষ তারিখ ০১.০১.২০২৬ইং।
▪️ উল্লেখিত সকল পদে চুক্তিভিত্তিক/অস্থায়ীভিত্তিতে
নিয়োগ প্রদান করা হবে।
▪️ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী/আলোচনা সাপেক্ষে
বেতন-ভাতা প্রদান করা হবে।
▪️ আইবিএফ কর্তৃক পরিচালিত যে কোন প্রতিষ্ঠানে
চাকরী বদলীযোগ্য।
▪️ আইবিএফ ও আইবিএফ পরিচালিত প্রতিষ্ঠানে কর্মরত
প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
▪️ কর্তৃপক্ষ কারণ দর্শানো ব্যতিরেকে বিজ্ঞপ্তির
যে কোন শর্ত বাতিল বা শিথিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
▪️ নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই
চূড়ান্ত বলে বিবেচিত হবে।



