চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সার্কুলার ২০২৫ | C P A Job Circular 2025 | পদ সংখ্যা: ০৭টি | Biddabari
এই চাকরি সম্পর্কে
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সার্কুলার ২০২৫ | C P A Job
Circular 2025 | পদ সংখ্যা: ০৭টি | Biddabari
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৩০ নভেম্বর
২০২৫ ইং তারিখে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সার্কুলার ২০২৫ | C P A Job Circular 2025 প্রকাশিত হয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সার্কুলার ২০২৫ | C P A Job Circular 2025 এর তথ্য মতে,
৯ম থেকে ১২তম গ্রেডের ০৫টি ক্যাটাগরিতে
সর্বমোট ০৭ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। প্রার্থীদের বয়সসীমা ০৬ জানুয়ারি ২০২৫
ইং তারিখে সর্বনিম্ন ১৮ (আঠারো) থেকে ৩২ (বত্রিশ) বছর হতে হবে।
স্থানীয় সরকার বিভাগ এলজিডি সার্কুলার ২০২৫ | L G D Job Circular 2025 এর তথ্যমতে,
সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নিয়োগে অগ্রাধিকার দেয়া হবে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সার্কুলার ২০২৫ | C P A Job
Circular 2025 এর গুরুত্বপূর্ণ তথ্য:
পদসংখ্যা: ০৭টি
আবেদনের বয়সসীমা: ০৬ জানুয়ারি ২০২৫
ইং তারিখে সর্বনিম্ন ১৮ থেকে ৩২ বছর হতে হবে।
আবেদনের সময়সীমা: ০৭ ডিসেম্বর ২০২৫
ইং সকাল ১০:০০ ঘটিকা থেকে ০৬ জানুয়ারি ২০২৫ ইং রাত ১২:০০ ঘটিকা।
আবেদন ফি: ২০০ টাকা ও ১৫০ টাকা।
আবেদন ফি জমাদানের মাধ্যম: অন-লাইনে আবেদন ফরম সাবমিট করার পর
pay now অপশনে ক্লিক করে প্রার্থীকে অন লাইনে ফি জমা দিতে হবে।
আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে
এই cpadigital.gov.bd/jobs ওয়েবসাইটে
প্রবেশ করে আবেদন করতে হবে।
এই চাকরির বিবরণ
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সার্কুলার ২০২৫ | C P A Job
Circular 2025 বিস্তারিত:
আবেদন ফরম পূরণের শর্তাবলীঃ
১। আবেদনকারীকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েব সাইট
cpadigital.gov.bd/jobs তে অন-লাইন চাকুরীর আবেদন ফরম পূরণ করে সাবমিট করতে হবে। অবশ্যই
ইউনিকোড বাংলায় ফরমটি পূরণ করতে হবে।
২। অন-লাইন আবেদন ফর্মের নির্ধারিত স্থানে প্রার্থীর ৩০০X৩০০ রেজুলেশনে
সর্বোচ্চ ১০০ কিলোবাইটের jpg/jpeg ফরমেটে সদ্য তোলা রঙিন ছবি এবং ৩০০X৮০ রেজুলেশনে
সর্ব্বোচ্চ ৬০ কিলোবাইটের jpg/jpeg ফরমেটে স্বাক্ষর আপলোড করতে হবে।
৩। অন-লাইনে আবেদন ফরম সাবমিট করার পর pay now অপশনে ক্লিক করে প্রার্থীকে
অন লাইনে ফি জমা দিতে হবে। ০১, ০২.৫০৩ নং ক্রমিকের জন্য নিয়োগ পরীক্ষার ফি ২০০/- (দুইশত)
টাকা; ০৪ ও ০৫ নং ক্রমিকের জন্য নিয়োগ পরীক্ষার ফি ১৫০ (একশত পঞ্চাশ) টাকা।
৪। প্রার্থীদের অন-লাইন আবেদনের কপি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে।
৫। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ- এর ওয়েব সাইটের (www.cpa.gov.bd) মাধ্যমে এবং মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমে যথাসময়ে নিয়োগ পরীক্ষার সময়সূচী জানানো হবে। প্রার্থীগণ cpadigital.gov.bd/jobs ওয়েব সাইটে লগ-ইন করে পরীক্ষার প্রবেশপত্র/ ইন্টারভিউ কার্ড ডাউনলোড করে সংগ্রহ করবেন। ডাকযোগে কোন প্রবেশপত্র/ ইন্টারভিউ কার্ড প্রেরণ করা হবে না।
৬। কেবল আবেদন দাখিল করা কোন প্রার্থীর চাকুরীর নিশ্চয়তা/ অধিকার প্রদান
করে না। নিয়োগের ক্ষেত্রে কোটা বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন/নির্দেশনা
প্রযোজ্য হবে।
৭। ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ এবং ভুল তথ্য সম্বলিত আবেদন বাতিল বলে গণ্য হবে।
কর্তৃপক্ষ কোন প্রকার কারণ না দর্শিয়ে যে কোন সময় এ বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ
করে।
৮। অন-লাইনে আবেদন গ্রহণ শুরুর সময়ঃ ০৭/১২/২০২৫ খ্রিঃ সকাল ১০-০০ টা।
৯। অন-লাইনে আবেদন গ্রহণের শেষ সময়ঃ ০৬/০১/২০২৬ খ্রিঃ রাত ১২-০০ টা।
১০। অন-লাইনে ফি জমাদানের শেষ তারিখঃ ০৭/০১/২০২৬ খ্রিঃ।



