বাংলাদেশ শিশু হাস্পাতাল ও ইনস্টিটিউট সার্কুলার ২০২৬ | Bangladesh Shishu Hospital & Institute Job Circular 2026 | পদ সংখ্যা: ৫০টি | Biddabari

বাংলাদেশ শিশু হাস্পাতাল ও ইনস্টিটিউট সার্কুলার ২০২৫

এই চাকরি সম্পর্কে

বাংলাদেশ শিশু হাস্পাতাল ও ইনস্টিটিউট সার্কুলার ২০২৬ | Bangladesh Shishu Hospital & Institute  Job Circular 2026 | পদ সংখ্যা: ৫০টি | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ০৪ জানুয়ারি ২০২৬ ইং তারিখে বাংলাদেশ শিশু হাস্পাতাল ও ইনস্টিটিউট সার্কুলার ২০২৬ | Bangladesh Shishu Hospital & Institute Job Circular 2026 প্রকাশিত হয়েছে। বাংলাদেশ শিশু হাস্পাতাল ও ইনস্টিটিউট সার্কুলার ২০২৬ | Bangladesh Shishu Hospital & Institute Job Circular 2026 এর তথ্য মতে, ১০ম গ্রেডের সিনিয়র স্টাফ নার্স পদে সর্বমোট ৫০ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। প্রার্থীদের বয়সসীমা অনুর্ধ্ব ৩২ (বত্রিশ) বছর হতে হবে।  

হয়েছে। বাংলাদেশ শিশু হাস্পাতাল ও ইনস্টিটিউট সার্কুলার ২০২৬ | Bangladesh Shishu Hospital & Institute Job Circular 2026 এর তথ্যমতে, সরকার ঘোষিত (ক. মেধাভিত্তিক ৯৩% খ. মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য ৫% গ. ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী ১%, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ১%) কোটা অনুসরণ করা হবে।

বাংলাদেশ শিশু হাস্পাতাল ও ইনস্টিটিউট সার্কুলার ২০২৬ | Bangladesh Shishu Hospital & Institute Job Circular 2026 এর গুরুত্বপূর্ণ তথ্য:

পদসংখ্যা:  ৫০টি

আবেদনের বয়সসীমা: প্রার্থীদের বয়সসীমা অনুর্ধ্ব ৩২ (বত্রিশ) বছর হতে হবে।

আবেদনের সময়সীমা:  ২০ জানুয়ারি ২০২৬ ইং দুপুর ০২:০০ ঘটিকা।

আবেদন ফি: ১০০০ টাকা।

আবেদন ফি জমাদানের মাধ্যম:  পে-অর্ডার/ব্যাংক ড্রাফট বাংলাদেশের যে কোন সিডিউল ব্যাংক থেকে সংগ্রহ করে তা আবেদন ফরমের সাথে সংযুক্ত করতে হবে।

আবেদনের প্রক্রিয়া:  আবেদন ফরম www.bshi.gov.bd ওযেবসাইটে পাওয়া যাবে। আবেদন ফরম ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করে সরাসরি/ডাকযোগে নিম্নস্বাক্ষরকারীর ঠিকানায় পৌছাতে হবে।

এই চাকরির বিবরণ

বাংলাদেশ শিশু হাস্পাতাল ও ইনস্টিটিউট সার্কুলার ২০২৬ | Bangladesh Shishu Hospital & Institute Job Circular 2026 এর বিস্তারিত:

শর্তাবলী:

১। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।

২। আবেদন ফরম www.bshi.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদন ফরম ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করে আগামী ২০/০১/২০২৬ তারিখের মধ্যে (অফিস সময়সকাল ৯৪০০ ঘটিকা হতে বেলা ২ঃ০০ ঘটিকা) সরাসরি/ডাকযোগে নিম্নস্বাক্ষরকারীর ঠিকানায় পৌছাতে হবে।

৩। সরকার ঘোষিত (ক. মেধাভিত্তিক ৯৩% খ. মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য ৫% গ. ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী ১%, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ১%) কোটা অনুসরণ করা হবে।

৪। আবেদন ফরমের সাথে নিম্নলিখিত সনদপত্রসমূহের (সত্যায়িত) ফটোকপি দাখিল করতে হবে।

৪.১ সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র/প্রশিক্ষণের সনদপত্র।

৪.২ সদ্য তোলা ৩ কপি (ল্যাবপ্রিন্ট) পাসপোর্ট সাইজের ছবি।

৪.৩ জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ।

৪.৪ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি করপোরেশন/পৌরসভার চেয়ারম্যান/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র।

৪.৫ চাকুরীরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র।

৪.৬ বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারী কাউন্সিলের রেজিষ্ট্রেশন সনদ প্রাপ্ত হওয়ার পর থেকে ৬ (ছয়) মাস চাকুরীর অভিজ্ঞতার সনদ সংযুক্ত করতে হবে। উক্ত সনদে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক তারিখ সম্বলিত স্বাক্ষর ও সীলমোহর থাকতে হবে।

৪.৭ মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদপত্র দাখিল করতে হবে।

৫। প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ 'পরিচালক' বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এর অনুকূলে ১০০০/- (এক হাজার) টাকা সমমূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট বাংলাদেশের যে কোন সিডিউল ব্যাংক থেকে সংগ্রহ করে তা আবেদন ফরমের সাথে সংযুক্ত করতে হবে।

৬। খামের উপর আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে। নির্দিষ্ট সময়সীমার পর প্রাপ্ত আবেদন এবং অসম্পূর্ণ বা মিথ্যা তথ্য সম্বলিত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।

৭। নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল ও পদসংখ্যা হ্রাস বা বৃদ্ধি করার ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

৮। নিয়োগ প্রক্রিয়া চলাকালীন বা নিয়োগ প্রাপ্তির পরেও যদি কোন শর্তাদিতে অসঙ্গতি বা ভুল তথ্য প্রমাণিত হয় তবে নির্বাচন বা নিয়োগ বাতিল করার ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

৯। উপযুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।

১০। লিখিত ও মৌখিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য প্রার্থীদের কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।