বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) সার্কুলার ২০২৫ | BUP Job Circular 2025 | Biddabari
এই চাকরি সম্পর্কে
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) সার্কুলার ২০২৫
| BUP Job Circular 2025 | Biddabari
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ০৯ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে বাংলাদেশ ইউনিভার্সিটি
অব প্রফেশনালস (বিইউপি) সার্কুলার
২০২৫ | BUP Job Circular 2025 প্রকাশিত
হয়েছে। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) সার্কুলার ২০২৫ | BUP Job Circular 2025 এর তথ্য মতে, ৩য় থেকে ২০তম গ্রেডের ৭টি
ক্যাটাগরিতে শিক্ষক ও অফিস সহকারী পদে নিয়োগ প্রদান করা হবে। প্রার্থীদের বয়সসীমা পদ
অনুসারে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৫৫ বছর পর্যন্ত।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) সার্কুলার ২০২৫ | BUP Job Circular 2025 এর তথ্যমতে,
সরাসরি বিইউপিতে কোনো আবেদনপত্র জমা নেওয়া হবে না।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) সার্কুলার ২০২৫
| BUP Job Circular 2025 এর গুরুত্বপূর্ণ তথ্য:
আবেদনের বয়সসীমা: পদ অনুসারে সর্বনিম্ন
১৮ বছর থেকে সর্বোচ্চ ৫৫ বছর পর্যন্ত।
আবেদনের সময়সীমা: ২৩ ডিসেম্বর ২০২৫
তারিখ পর্যন্ত অফিস চলাকালীন (০৮০০ হতে ১৪৩০ ঘটিকা)
আবেদন ফি: ২০০, ১০০ ও ৫০ টাকা।
আবেদন ফি জমাদানের মাধ্যম: 'রেজিস্ট্রার, বাংলাদেশ ইউনিভার্সিটি
অব প্রফেশনালস (বিইউপি)'-এর অনুকূলে সোনালী ব্যাংকের যে কোন শাখা হতে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার
এর মাধ্যমে।
আবেদনের প্রক্রিয়া: শিক্ষক পদসমূহের
জন্য ফরম নং-১ এবং কর্মচারী পদসমূহের জন্য ফরম নং-৩ প্রযোজ্য। বিইউপির ওয়েবসাইট
www.bup.edu.bd/career লিংকে প্রবেশ করে ARCHIVE এর Form হতে ফরম ডাউনলোড করে আবেদন
করতে হবে। 'রেজিস্ট্রার, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, মিরপুর সেনানিবাস, ঢাকা-১২১৬'
এই ঠিকানায় ডাকযোগে পৌছাতে হবে।
এই চাকরির বিবরণ
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) সার্কুলার ২০২৫
| BUP Job Circular 2025 এর গুরুত্বপূর্ণ বিস্তারিত:
শর্তাবলি:
১। প্রার্থীদের দরখাস্ত স্বহস্তে পূরণ করে আগামী ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখ
পর্যন্ত অফিস চলাকালীন (০৮০০ হতে ১৪৩০ ঘটিকা) 'রেজিস্ট্রার, বাংলাদেশ ইউনিভার্সিটি
অব প্রফেশনালস, মিরপুর সেনানিবাস, ঢাকা-১২১৬' এই ঠিকানায় ডাকযোগে পৌঁছাতে হবে। সরাসরি
বিইউপিতে কোনো আবেদনপত্র জমা নেওয়া হবে না।
২। শিক্ষক পদসমূহের জন্য ফরম নং-১ এবং কর্মচারী পদসমূহের জন্য ফরম নং-৩
প্রযোজ্য। বিইউপির ওয়েবসাইট www.bup.edu.bd/career লিংকে প্রবেশ করে ARCHIVE এর
Form হতে ফরম ডাউনলোড করে আবেদন করতে হবে।
৩। 'রেজিস্ট্রার, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)'-এর অনুকূলে
সোনালী ব্যাংকের যে কোন শাখা হতে শিক্ষক পদের জন্য ২০০.০০ টাকা, অফিস সহকারী কাম ডাটা
প্রসেসর পদের জন্য ১০০.০০ টাকা এবং অফিস সহায়ক পদের জন্য ৫০.০০ টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক
ড্রাফটের মূল কপি (অফেরতযোগ্য) আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে (পোস্টাল অর্ডার
গ্রহণযোগ্য হবে না)। আবেদনপত্রে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার নম্বর, ব্যাংকের নাম, শাখা,
টাকার পরিমাণ ও তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে। পে-অর্ডার/ব্যাংক ড্রাফটের মূল কপি প্রেরণ
না করলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
৪। আবেদনপত্রের সাথে সদ্যতোলা ০৪ কপি পাসপোর্ট সাইজের ফর্মাল রঙিন ছবি
(সাদা ব্যাগ্রাউন্ডযুক্ত) সত্যায়িতসহ সংযুক্ত করতে হবে।
৫। সকল পরীক্ষা পাসের সার্টিফিকেট, মার্কশিট এবং সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠান
প্রধানের নিকট হতে প্রশংসাপত্রের অনুলিপি সত্যায়িতসহ সংযুক্ত করতে হবে।
৬। অভিজ্ঞতা সনদপত্রের (যদি থাকে) সত্যায়িত অনুলিপি সংযুক্ত করতে হবে।
৭। জাতীয় পরিচয়পত্র এবং জাতীয়তার সনদপত্রের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে।
৮। বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান হতে প্রাপ্ত ডিগ্রির ক্ষেত্রে ইউজিসি কর্তৃক
প্রদত্ত ডিগ্রি সমমান নির্ধারণী পত্রের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে।
৯। খামের উপর প্রার্থীত পদের নাম ও নিজ জেলা অবশ্যই উল্লেখ করতে হবে।
১০। ০৪ সেট আবেদনপত্র (প্রযোজ্য সকল কাগজপত্রসহ) দাখিল করতে হবে।
১১। চাকুরিরত প্রার্থীদের তাদের স্ব স্ব নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে
নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে হবে।
১২। লিখিত পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে
না।
১৩। নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। আবেদনপত্রের
উপর কোনো ধরণের সুপারিশ অযোগ্যতা হিসেবে গণ্য হবে।
১৪। অসম্পূর্ণ, ক্রুটিপূর্ণ, ভুল তথ্য সংবলিত অথবা বিলম্বে প্রাপ্ত আবেদনপত্রসমূহ
বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্র গ্রহণ অথবা বাতিল করার ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই
চূড়ান্ত বলে গণ্য হবে।
১৫। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষার
তারিখ ডাকযোগে/ মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমে/বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে
জানানো হবে।
১৬। কর্তৃপক্ষ বিজ্ঞাপিত পদসমূহের পদসংখ্যা হ্রাস/বৃদ্ধি করার ক্ষমতা সংরক্ষণ
করেন। অধ্যয়ন ছুটির বিপরীতে বিজ্ঞাপিত পদে (চুক্তিভিত্তিক প্রভাষক-ইংরেজি) নিয়োগপ্রাপ্তদের
পরবর্তীতে স্থায়ী পদে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে।
১৭। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ অনুযায়ী বয়স এবং অভিজ্ঞতার (প্রযোজ্য
ক্ষেত্রে) শর্ত পূরণ করতে হবে।
১৮। অভিজ্ঞতা গণনা বিষয়ক শর্তাবলী ও তফশিল 'ঙ' (পরীক্ষার ফলাফলের মান) বিইউপির
ওয়েবসাইট www.bup.edu.bd/career লিংকে প্রবেশ করে ARCHIVE এর Form হতে ডাউনলোড করা
যাবে। বিশেষ ক্ষেত্রে কর্তৃপক্ষ কর্তৃক অভিজ্ঞতা গণনা বিষয়ক শর্তাবলী শিথিলযোগ্য।
১৯। কোনো পরীক্ষায় ফলাফল প্রত্যাশী (Appeared) থাকলে আবেদনপত্র গ্রহণযোগ্য
হবে না।
২০। কোটা সম্পর্কিত প্রচলিত সরকারি নীতিমালা অনুসরণ করা হবে।
২১। "সক্রিয় শিক্ষকতা” অর্থ চাকুরিকালীন পাঠদান ও গবেষণা অথবা উচ্চতর
ডিগ্রী অর্জনের জন্য যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত পূর্ণবেতনে শিক্ষাছুটির সময়কে
বুঝায়; যদি সংশ্লিষ্ট শিক্ষক অর্জিত ডিগ্রী সম্পন্ন করে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের
কাজে যোগদান করেন।



