বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ ২০২৫ | Bangladesh Rural Electrification Board Job Circular 2025 | BREB Job Circular 2025 | পদ সংখ্যা: ৬৮টি | Biddabari

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ ২০২৫

এই চাকরি সম্পর্কে

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ ২০২৫ | Bangladesh Rural Electrification Board Job Circular 2025 | BREB Job Circular 2025 | পদ সংখ্যা: ৬৮টি | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ০৩ নভেম্বর ২০২৫ ইং তারিখে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ ২০২৫ | Bangladesh Rural Electrification Board Job Circular 2025 | BREB Job Circular 2025 প্রকাশিত হয়েছে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ ২০২৫ | Bangladesh Rural Electrification Board Job Circular 2025 | BREB Job Circular 2025 এর প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য মতে, সহকারী জেনারেল ম্যানেরজার (ওএন্ডএম/পিএন্ডএম/ইএন্ডএম)। প্রার্থীর বয়সসীমা ২৮ নভেম্বর ২০২৫ ইং তারিখে আনূর্ধ্ব ৩২ বছরের মধ্যে হতে হবে। ১৮ বছর এর কম বয়সীদের আবেদন করার প্রয়োজন নেই। প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ ২০২৫ | Bangladesh Rural Electrification Board Job Circular 2025 | BREB Job Circular 2025 এর প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুসারে, উল্লিখিত পদের ক্ষেত্রে প্রার্থী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সন্তান অথবা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অথবা শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কোটায় আবেদন করতে চাইলে Online-এ আবেদন ফরমের নির্ধারিত ঘর পূরণ করতে হবে।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ ২০২৫ | Bangladesh Rural Electrification Board Job Circular 2025 | BREB Job Circular 2025 এর গুরুত্বপূর্ণ তথ্য:

পদসংখ্যা: ৬৮টি।

আবেদনের বয়সসীমা: ২৮ নভেম্বর ২০২৫ ইং তারিখে ১৮ থেকে ৩২ বছর।

আবেদনের সময়সীমা: ০৩ নভেম্বর ২০২৫ ইং সকাল ০৯:০০ ঘটিকা থেকে ২৮ নভেম্বর ২০২৫ ইং বিকাল ০৫:০০ ঘটিকা।

আবেদন ফি:  ১১২ ও ৫৬ টাকা , তবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধি ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণের জন্য ৫৬ টাকা।

আবেদন ফি জমা দেওয়া পদ্ধতি:  টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে টাকা জমা দিতে পারবেন।

আবেদনের প্রক্রিয়া:  অনলাইনে এই লিঙ্কে https://brebhr.teletalk.com.bd  প্রবেশ করে আবেদন করতে হবে।

এই চাকরির বিবরণ

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ ২০২৫ | Bangladesh Rural Electrification Board Job Circular 2025 | BREB Job Circular 2025 এর বিস্তারিত:

আবেদন ফরম পুরণ এবং পরীক্ষায় অংশগ্রহণ সংক্রান্ত শর্তাবলীঃ

০১। Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়ঃ ১৪/১১/২০২৫ খ্রিঃ, সকাল ১০:০০ ঘটিকা হতে।

০২। Online-এ আবেদনের ক্ষেত্রে প্রদেয় পরীক্ষা ফিঃ

বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ ২০০/- (দুইশত) টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ ২৩/- (তেইশ) টাকাসহ (অফেরতযোগ্য) ২২৩/-(দুইশত তেইশ) টাকা এবং অনগ্রসর নাগরিকের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ ৬/- (ছয়) টাকাসহ (অফেরতযোগ্য) ৫৬/- (ছাপ্পান্ন) টাকা মাত্র Teletalk এর Prepaid নাম্বার থেকে SMS এর মাধ্যমে প্রদান করতে হবে।

০৩। ২৮/১১/২০২৫ খ্রিঃ তারিখে প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তির ৪ নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে।

081 ১৮ বছর এর কম বয়সীদের আবেদন করার প্রয়োজন নেই। প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

০৫। উল্লিখিত পদের ক্ষেত্রে প্রার্থী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সন্তান অথবা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অথবা শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কোটায় আবেদন করতে চাইলে Online-এ আবেদন ফরমের নির্ধারিত ঘর পূরণ করতে হবে।

০৬। নিয়োগের ক্ষেত্রে সরকারি নির্দেশাবলী, কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও অন্যান্য নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হবে।

091 যে সকল প্রার্থী নিয়োগ প্রাপ্ত হবেন তাদের চাকুরি পল্লী বিদ্যুৎ সমিতির চাকুরি বিধি দ্বারা নিয়ন্ত্রিত হবে।

০৮। নির্ধারিত তারিখ ও সময়ের পর আবেদনপত্র গ্রহণ করা হবে না।

০৯। সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত সংস্থা/প্রকল্প খাতে/পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং এ সংক্রান্ত নির্ধারিত ঘর পূরণ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে।

১০। প্রার্থীদের লিখিত (MCQ ও রচনামূলক) পরীক্ষা গ্রহণ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবল মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন।

১১। বাপবিবোর্ড কর্তৃপক্ষ শূন্য পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল বা নিয়োগ সংক্রান্ত যে কোন সিদ্ধান্ত গ্রহণ করার অধিকার সংরক্ষণ করেন।

১২। প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত তথ্য অসম্পূর্ণ বা অসত্য বা অসঙ্গতিপূর্ণ প্রমাণিত হলে নিয়োগ প্রক্রিয়ার যেকোনো পর্যায়ে তার প্রার্থিতা বাতিল করা হবো

১৩। চাকুরীর জন্য যে কোন ব্যক্তিগত যোগাযোগ বা তদবির বা সুপারিশ চাকুরি লাভের ক্ষেত্রে অযোগ্যতা বলে গণ্য হবে।

১৪। বাংলাদেশের নাগরিক নন এরূপ কোন ব্যক্তিকে বিয়ে করলে বা বিয়ে করার প্রতিশ্রুতিবদ্ধ হয়ে থাকলে অথবা যদি তিনি পূর্ববর্তী নিয়োগকারী কর্তৃক অসততা, নৈতিকস্খলন এর কারণে অপসারিত বা বরখাস্তকৃত হয়ে থাকেন অথবা যদি দেশের কোন ফৌজদারী আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে উক্ত প্রার্থী বা আবেদনকারী নিয়োগ লাভের জন্য বিবেচিত হবেন না।

১৫। চাহিত শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সংশ্লিষ্ট পরীক্ষায় অ্যাপিয়ার্ড প্রার্থীগণের আবেদন বিবেচনা করা হবে না।

১৬। কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন আবেদন গ্রহণ বা বাতিলের অধিকার বাপবিবোর্ড কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

১৭।

Online-এ আবেদনের পদ্ধতিঃ

(ক) পল্লী বিদ্যুৎ সমিতিসমূহের নিয়োগ পরীক্ষায় আবেদন করতে ইচ্ছুক প্রার্থীগণ যে কোন ওয়েব ব্রাউজারের মাধ্যমে http://brebhr.teletalk.com.bd  ঠিকানায় গিয়ে Online Application Form পূরণপূর্বক রেজিস্ট্রেশনের কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

(খ) Application Form পূরণ করার সময় প্রার্থীকে অবশ্যই Mandatory (লাল তারকা চিহ্নিত) Field গুলো পুরণ করতে হবে।

(গ) Application Form এ Color Photo এবং Signature Upload করার জন্য ৩০০০ ৩০০ Pixel কালার ছবি যা ১০০ KB এর অধিক হবে না এবং সাদা কাগজে প্রার্থীর স্বহস্তে স্বাক্ষর করতে হবে (টাইপ/মুদ্রণ নয়) যা ৩০০০ ৮০ Pixel হতে হবে এবং কোনভাবেই ৬০ KB এর অধিক হবে না।

(ঘ) সঠিকভাবে Application Form পূরণের পর প্রার্থীকে Submit বাটন-এ ক্লিক করে চূড়ান্তভাবে Application Form Submit করতে হবে।

(ঙ) চূড়ান্তভাবে Submission করার পরে User ID (যা এসএমএস এর মাধ্যমে টাকা প্রদানের সময় ব্যবহার করতে হবে) সহ প্রার্থী একটি Applicant's Copy পর্দায় দেখতে পাবেন এবং তা প্রিন্ট করে সংরক্ষণ করবেন।

(চ) অতিরিক্ত তথ্য পাওয়ার জন্য বাপবিবোর্ডের ওয়েব সাইট (http://www.reb.gov.bd ) নিয়মিত Visit করতে হবে। তাছাড়া আবেদন ফরম পূরণের ক্ষেত্রে কোন অসুবিধার সম্মুখীন হলে টেলিটক সিম হতে ১২১ এ কল করতে হবে অথবা vas.query@teletalk.com.bd কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে।

(ছ) পরীক্ষার ফি জমা প্রদান: Applicant's Copy তে প্রাপ্ত User ID ব্যবহার করে নির্দিষ্ট সময়ের মধ্যে টেলিটকের Prepaid নাম্বার থেকে SMS এর মাধ্যমে BREB নিয়োগ পরীক্ষার ফি বাবদ নির্দিষ্ট পরিমাণ টাকা (শর্তাবলীর ক্রমিক নং-০২ অনুযায়ী) জমা দিতে হবে।

প্রথম SMS: BREBHR<SPACE> USER ID SEND TO 16222 নম্বরে পাঠাতে হবে।

Example: BREBHR 654789 SEND TO 16222

উক্ত SMS প্রাপ্তির পর Teletalk হতে প্রার্থীকে স্বাগত জানিয়ে একটি PIN নম্বর এবং পরীক্ষার ফি জমাদানের নির্দেশ দেয়া হবে।

নির্দেশমতে প্রার্থী ২য় SMS এর মাধ্যমে নিম্নোক্ত পদ্ধতিতে পরীক্ষার নির্ধারিত ফি জমা দিবেন:

দ্বিতীয় SMS: BREBHR<SPACE>YES<SPACE>PIN SEND TO 16222

Example: BREBHR YES 12145214 SEND TO 16222 নম্বরে পাঠাতে হবে।

উক্ত SMS প্রাপ্তির পর Teletalk হতে SMS এর মাধ্যমে প্রার্থীকে পরীক্ষার ফি জমাদান নিষ্পন্ন হয়েছে মর্মে অবহিতকরণপূর্বক USER

ID ও PASSWORD প্রদান করা হবে।

(জ) আবেদন শুরুর তারিখ ও সময়ঃ ১৪/১১/২০২৫ খ্রিঃ, সকাল ১০:০০ ঘটিকা হতে এবং আবেদনের সর্বশেষ তারিখ ও সময়ঃ ২৮/১১/২০২৫ খ্রিঃ, বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত। তবে আবেদন ফরম পূরণের সর্বশেষ সময় পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে শুধুমাত্র পরীক্ষার ফি জমা প্রদান করা যাবে।

(ঝ) পরীক্ষার তারিখ, সময়, পরীক্ষা কেন্দ্র ও Admit Card (প্রবেশপত্র) প্রাপ্তি: Admit Card (প্রবেশপত্র) ডাউনলোড/প্রিন্ট করার নির্ধারিত সময়সীমা SMS/Online Notice এর মাধ্যমে প্রার্থীকে জানিয়ে দেয়া হবে। পরবর্তীতে উক্ত USER ID ও PASSWORD ব্যবহার করে প্রার্থী Admit Card (প্রবেশপত্র) উপরিউক্ত ওয়েবসাইট (http://brebhr.teletalk.com.bd ) থেকে ডাউনলোড/প্রিন্ট করতে পারবেন। উক্ত Admit Card (প্রবেশপত্র) এ পরীক্ষার তারিখ, সময়, পরীক্ষা কেন্দ্র উল্লেখ থাকবে।