বাংলাদেশ জাতীয় জাদুঘর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | BNM Job Circular 2025 | পদ সংখ্যা: ৮৮ টি | Biddabari

বাংলাদেশ জাতীয় জাদুঘর নিয়োগ বিজ্ঞপ্তি

এই চাকরি সম্পর্কে

বাংলাদেশ জাতীয় জাদুঘর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | BNM Job Circular 2025 | পদ সংখ্যা: ৮৮ টি | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২৮ অক্টোবর ২০২৫ ইং তারিখে বাংলাদেশ জাতীয় জাদুঘর নিয়োগ বিজ্ঞপ্তি | ২০২৫ BNM Job Circular 2025 প্রকাশিত হয়েছে। বাংলাদেশ জাতীয় জাদুঘর এর ওয়েবসাইটের তথ্য অনুসারে, একসাথে দুইটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় । এর মধ্যে একটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ জাতীয় জাদুঘর নিয়োগ বিজ্ঞপ্তি | ২০২৫ BNM Job Circular 2025 এর তথ্য মতে, ৯ম থেকে ১৬তম গ্রেডের ৩৬টি ক্যাটাগরিতে ৪১ জন নতুন বিজ্ঞপ্তিতে এবং পুনঃনিয়োগ বিজ্ঞপ্তিতে ১৪তম, ১৬তম এবং ২০তম গ্রেডের ১৫টি ক্যাটাগরিতে ৪৭ জন, সর্বমোট ৮৮ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। ০১ নভেম্বর ২০২৫ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ থেকে ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

বাংলাদেশ জাতীয় জাদুঘর নিয়োগ বিজ্ঞপ্তি | ২০২৫ BNM Job Circular 2025 এর তথ্যমতে, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকুরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।

বাংলাদেশ জাতীয় জাদুঘর নিয়োগ বিজ্ঞপ্তি | ২০২৫ BNM Job Circular 2025 এর গুরুত্বপূর্ণ তথ্য:

পদসংখ্যা:  ৮৮টি

আবেদনের বয়সসীমা: ০১ই নভেম্বর ২০২৫ ইং তারিখে অবশ্যই ১৮ হতে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের সময়সীমা:  ০৩ নভেম্বর ২০২৫ ইং সকাল ১০:০০ ঘটিকা থেকে ২৩শে নভেম্বর ২০২৫ ইং বিকেল ৫:০০ ঘটিকা।

আবেদন ফি: পদ অনুসারে ২২৩ টাকা থেকে ৫৬ টাকা।

আবেদন ফি জমাদানের মাধ্যম:  টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ‍SMS এর মাধ্যমে।

আবেদনের প্রক্রিয়া:  প্রার্থীদের অনলাইনে এই http://bnm.teletalk.com.bd/  ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।

এই চাকরির বিবরণ

বাংলাদেশ জাতীয় জাদুঘর নিয়োগ বিজ্ঞপ্তি | ২০২৫ BNM Job Circular 2025 এর বিস্তারিত:

[পুনঃনিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে,

(১) ১৪/০১/২০২২ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তির সাংবাদিক কাঙ্গাল হরিনাথ স্মৃতি মিউজিয়াম, কুষ্টিয়া এর হিসাব সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (অস্থায়ী পদ), অফিস সহায়ক (অস্থায়ী পদ) পদে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। তারা পূর্বের আবেদনেই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

(২) ১১/০৬/২০২২ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তির বাংলাদেশ জাতীয় জাদুঘরের অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, হিসাব সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহায়ক; আহসান মঞ্জিল জাদুঘরের অভ্যর্থনাকারী (অস্থায়ী), অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (অস্থায়ী), অফিস সহায়ক; ওসমানী জাদুঘর, সিলেট এর অফিস সহায়ক/ প্রহরী এবং জিয়া স্মৃতি জাদুঘরের অফিস সহায়ক পদে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। তারা পূর্বের আবেদনেই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

(৩) ১১/০৪/২০২৩ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তির পল্লীকবি জসিম উদদীন জাদুঘর ও লোক সাংস্কৃতিক কেন্দ্র, ফরিদপুর এর সংরক্ষণ সহকারী (অস্থায়ী পদ), অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (অস্থায়ী পদ), অফিস সহায়ক (অস্থায়ী পদ) পদে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। তারা পূর্বের আবেদনেই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।]

▪️ আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে:

(ক) ০১-১১-২০২৫ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮-৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

(খ) সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকুরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।

(গ) চাকুরির আবেদন ফরমে (Applicant's copy) সর্বশেষ শিক্ষাগত যোগ্যতাসহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় চাকুরির জন্য নির্বাচিত হলে চাকুরির আবেদনে উল্লিখিত সনদ ব্যতীত চাকুরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না।

(ঘ) নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে। কোটা পদ্ধতির ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৩ জুলাই ২০২৪ তারিখের ১৪১ নম্বর স্মারক অনুসরণ করা হবে।

(৪) লিখিত পরীক্ষা/ ব্যবহারিক পরীক্ষা। মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণের জন্য কোন প্রকার টিএ/ ডিএ প্রদান করা হবে না। (চ) মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্রসহ সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত Application

form (রঙিন) সহ সত্যায়িত একসেট ফটোকপি দাখিল করতে হবে।

(ছ) নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগ বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।

(জ) যে কোন ধরণের তদবীর প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। কেউ তথ্য গোপন করে চাকরি গ্রহণ করলে নিয়োগপত্র বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

▪️ আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী:

(ক) আগ্রহী প্রার্থীগণ https://bnm.teletalk.com.bd  এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:

1. Online এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০৩-১১-২০২৫ খ্রিঃ সকাল- ১০:০০ টা।

11. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৩-১১-২০২৫ খ্রিঃ বিকাল-০৫:০০ টা।

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

(খ) Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০) pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ X প্রস্থ ৮০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।

(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online- এ আবেদনপত্র submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

(ঘ) প্রার্থী Online- এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এককপি জমা দিবেন।

(৪) SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: আবেদন Submit করা প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবেন। যদি Applicant's Copy তে কোন ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/ সম্পূর্ণ সাদা/ ঘোলা) বা ছবি/ স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে, আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয়। তাই, আবেদন ফি জমাদানের পূর্বে অবশ্যই Applicant's Copy তে সম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর নিশ্চিত হয়ে PDF Copy ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট সম্পন্ন করে সংরক্ষণ করবেন। Applicant's copy-তে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিন্মোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে: ৯ম গ্রেডের জন্য পরীক্ষার ফি বাবদ ২০০/-(দুইশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহঅফেরতযোগ্য) ২৩/-টাকাসহ মোট ২২৩/-(দুইশত তেইশ) টাকা, ১০ম গ্রেডের জন্য পরীক্ষার ফি বাবদ ২০০/-(দুইশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ২৩/-টাকাসহ মোট ২২৩/-(দুইশত তেইশ) টাকা, ১১তম থেকে ১২তম গ্রেডের জন্য পরীক্ষার ফি বাবদ ১৫০/-(একশত পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১৮/-টাকাসহ মোট ১৬৮/-(একশত আটষট্টি) টাকা, ১৩তম থেকে ১৬তম গ্রেডের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/-(একশত) টাকা ও Teletalk-এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২/-(বারো) টাকাসহ মোট ১১২/- (একশত বারো) টাকা, ১৭তম থেকে ২০তম গ্রেডের জন্য ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk-এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/-(ছয়) টাকাসহ মোট ৫৬/- (ছাপান্ন) টাকা, অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের) প্রার্থীরা (সকল গ্রেড) এর জন্য ৫০/-(পঞ্চাশ) টাকা ও Teletalk-এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/-(ছয়) টাকাসহ মোট ৫৬/- (ছাপান্ন) টাকা অনলাইনে আবেদন submit-এর পর অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য যে, Online-এ আবেদনপত্রের সকল অংশ পুরণ করে submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।

প্রথম SMS: BNM<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: BNM ABCDEF

Reply: Applicant's name. TK. xxx will be charged as application fee. Your PIN is xxxxxxxxx. To pay fee type BNM<space>YES<space>PIN and send to 16222

দ্বিতীয় SMS BNM<space>YES<space>PIN লিখে send করতে হবে ১৬২২২ নম্বরে।

Example: BNM YES xxxxxxXXX

Reply: Congratulations Applicant's name, payment completed successfully for BNM. Application for xxxxxxx User ID is (ABCDEF) and password (*******)

(চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://bnm.teletalk.com.bd  অথবা বাংলাদেশ জাতীয় জাদুঘরের ওয়েবসাইট-এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রেখে SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

(ছ) SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের। কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙ্গিন প্রিন্ট করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।

(জ) শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।

i. User ID জানা থাকলে:

BNM<space>Help<space>User<space>User ID লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে। Example: BNM HELP USER ABCDEF

ii. PIN Number জানা থাকলে:

BNM<space>Help<space>PIN<space>PIN No লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে।

Example: BNM HELP PIN………

(ক) Online-এ আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক থেকে ১২১ নম্বরে অথবা alljobs.query@teletalk.com.bd  এ-মেইলে যোগাযোগ করা যাবে, এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজে https://www.facebook.com/alljobsbdteletalk -এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail মেসেজ এর subject Organization Name: BNM. Post Name: xxxx. Applicant's User ID Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে।)

(ঞ) নিয়োগ বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও http://bangladeshmuseum.gov.bd  এবং https://bnm.teletalk.com.bd  অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd  ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে।

▪️ প্রার্থীর যোগ্যতা যাচাই:

প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য। জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোন প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ০১(এক) টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে:

(ক) প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্রসহ);

(খ) প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন/ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ প্রশাসক, পৌরসভার মেয়র/ সিটি কর্পোরেশনের মেয়র/ প্রশাসক অথবা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র;

(গ) কোটা দাবির সমর্থনে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/ প্রমাণপত্রের মূলকপি ও সত্যায়িত অনুলিপি;

(ঘ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ প্রশাসক, পৌরসভার প্রশাসক/ সিটি কর্পোরেশনের মেয়র/ প্রশাসক অথবা নবম গ্রেড বা তদুর্ধ্ব

গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র;

(৪) জাতীয় পরিচয়পত্র/ জন্ম সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) এর সত্যায়িত অনুলিপি:

(5) Online-এ পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant's copy)

▪️ উপরে উল্লেখ করা হয়নি এমন ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বিধি-বিধান/ বাংলাদেশ জাতীয় জাদুঘরের আইন/প্রবিধানমালা/ বিধি-বিধান প্রযোজ্য হবে।

**শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ প্রদান করা হয়েছে।