বাংলাদেশ-চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি লিমিটেড সার্কুলার ২০২৫ | BCRECL Job Circular 2025 | Biddabari
এই চাকরি সম্পর্কে
বাংলাদেশ-চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি লিমিটেড সার্কুলার
২০২৫ | BCRECL Job Circular 2025 | Biddabari
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২৮ ডিসেম্বর
২০২৫ ইং তারিখে বাংলাদেশ-চায়না রিনিউয়েবল এনার্জি
কোম্পানি লিমিটেড সার্কুলার ২০২৫ | BCRECL Job Circular 2025 প্রকাশিত হয়েছে।
বাংলাদেশ-চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি লিমিটেড
সার্কুলার ২০২৫ | BCRECL Job Circular 2025 এর তথ্য মতে,
প্রথম বিজ্ঞপ্তিতে ফোরম্যান (ইলেক্ট্রিক্যাল) ও সিকিউরিটি সুপারভাইজার এবং দ্বিতীয়
বিজ্ঞপ্তিতে ম্যনেজার (HR & CS) এই তিনটি ক্যাটাগরিতে সর্বমোট ০৪ জন প্রার্থীকে
নিয়োগ প্রদান করা হবে। প্রার্থীদের বয়সসীমা ২৮ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে পদ অনুসারে
৩৬ বছর থেকে সর্বোচ্চ ৪৮ বছর হতে হবে।
বাংলাদেশ-চায়না রিনিউয়েবল এনার্জি
কোম্পানি লিমিটেড সার্কুলার ২০২৫ | BCRECL Job Circular 2025 এর তথ্যমতে,
সকল পদে আবেদনের ক্ষেত্রে সংস্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বাংলাদেশ-চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি লিমিটেড সার্কুলার
২০২৫ | BCRECL job circular 2025 এর গুরুত্বপূর্ণ তথ্য:
পদসংখ্যা: ০৪টি
আবেদনের বয়সসীমা: ২৮ ডিসেম্বর ২০২৫
ইং তারিখে পদ অনুসারে ৩৬ বছর থেকে সর্বোচ্চ ৪৮ বছর হতে হবে।
আবেদনের সময়সীমা: ১৮ জানুয়ারি ২০২৬
ইং তারিখে অফিস চলাকালিন সময় পর্যন্ত।
আবেদন ফি: পদানুসারে
১০০
টাকা থেকে ২০০ টাকা।
আবেদন ফি জমাদানের মাধ্যম: Bangladesh-China Renewable Energy
Company (PVT.) Limited এর অনুকূলে ১০০/- (একশত) টাকা মূল্যের (অফেরৎ যোগ্য) পে-অর্ডার
এর মাধ্যমে।
আবেদনের প্রক্রিয়া: আবেদন পত্র ব্যবস্থাপনা পরিচালক,
কর্পোরেট অফিস, বাংলাদেশ-চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি লিমিটেড (১৩ তলা), ০৮ পান্থপথ,
কাওরান বাজার, ঢাকা-১২১৫ বরাবর ১৮/০১/২০২৬ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সরাসরি/ডাকযোগে
পৌঁছাতে হবে। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।
এই চাকরির বিবরণ
বাংলাদেশ-চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি লিমিটেড সার্কুলার
২০২৫ | BCRECL job circular 2025 এর বিস্তারিত:
১ম সার্কুলারের ক্ষেত্রে,
১. সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ
কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
২. অবিবাহিত এবং পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ নিম্নোক্ত কাগজপত্রাদি সত্যায়িত
করে সংযুক্ত করতে হবে।
৩. শিক্ষাগত যোগ্যতা সনদ, জন্ম সনদ/জাতীয় পরিচয়পত্র, অভিজ্ঞতার সনদ (প্রযোজ্য
ক্ষেত্রে), প্রশিক্ষণ সনদ (যদি থাকে), পাসপোর্ট সাইজ ছবি, জাতীয়তা সনদ সংযুক্ত করতে
হবে।
৪. আবেদনপত্র পাঠানোর ঠিকানা: Bangladesh-China Renewable Energy
Company (PVT.) Limited, প্রধান কার্যালয়: ১০০১–এফ, (একতলা) ১০০ ফুট সড়ক, বসুন্ধরা
আবাসিক এলাকা, ঢাকা।
প্রার্থী আবেদনপত্রে যে সকল তথ্য উল্লেখ করবেন
|
(ক) পদবীর নাম |
(খ) পদের সংখ্যা |
(গ) বৈবাহিক অবস্থা |
|
(ঘ) পিতার নাম |
(ঙ) শিক্ষাগত যোগ্যতা |
(চ) মোবাইল নম্বর |
|
(ছ) মাতার নাম |
(জ) কর্ম অভিজ্ঞতা |
(ঝ) ইমেইল |
|
(ঞ) জন্ম তারিখ |
(ট) জাতীয়তা |
(ঠ) জাতীয় পরিচয়পত্র
নং |
৪. উপরিউক্ত তথ্যাদি উল্লেখপূর্বক অনুচ্ছেদ ০৪ এ উল্লিখিত কাগজপত্রসহ আবেদন
পত্র ব্যবস্থাপনা পরিচালক, কর্পোরেট অফিস, বাংলাদেশ-চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি
লিমিটেড (১৩ তলা), ০৮ পান্থপথ, কাওরান বাজার, ঢাকা-১২১৫ বরাবর ১৮/০১/২০২৬ তারিখ পর্যন্ত
অফিস চলাকালীন সরাসরি/ডাকযোগে পৌঁছাতে হবে। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোন আবেদনপত্র
গ্রহণ করা হবে না।
৫. আবেদনপত্রের খামের উপর পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
৬. অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
৭. প্রার্থীকে কোম্পানির আওতাধীন বিদ্যুৎ কেন্দ্রে কাজ করতে হবে।
৮. কর্তৃপক্ষ উপরিউক্ত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং এ নিয়োগ স্থগিত/বাতিল/নিয়োগের
বিষয়ে যে কোন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংরক্ষণ করে।
১ম সার্কুলারের ক্ষেত্রে,
আবেদনপত্র জমাদান
আবেদনপত্র (কভার লেটার) এর সাথে বিস্তারিত জীবনবৃত্তান্ত (CV) এবং সকল শিক্ষাগত
সনদের সত্যায়িত অনুলিপি, অন্যান্য কার্যক্রম (যদি থাকে), সকল শিক্ষাগত ট্রান্সক্রিপ্ট/মার্কশিট,
অভিজ্ঞতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্র এবং জাতীয়তা সনদের অনুলিপি,
সাম্প্রতিক (গত ০৬ মাসের মধ্যে তোলা) পাসপোর্ট সাইজ ছবি ০৩ (তিন) কপি সংযুক্ত করতে
হবে।
এছাড়া ২০০/- (দুইশত) টাকা ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের মাধ্যমে
Bangladesh-China Renewable Energy Company (PVT.) Limited-এর অনুকূলে প্রদান করতে
হবে।
সম্পূর্ণ আবেদনপত্র ১৮.০১.২০২৬ তারিখ বিকাল ৫:০০ ঘটিকার মধ্যে নিম্নলিখিত
ঠিকানায় পৌঁছাতে হবে—
The Managing Director
Bangladesh-China Renewable Energy Company Ltd.
Unique Trade Center (Level-13)
০৮, পান্থপথ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫।
জীবনবৃত্তান্তে (CV) যে সকল তথ্য বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত
করতে হবে
·
নাম
·
পিতার নাম
·
মাতার নাম
·
স্থায়ী ঠিকানা
·
বর্তমান/ডাক যোগাযোগের ঠিকানা
·
যোগাযোগ নম্বর (সমূহ)
·
জাতীয় পরিচয়পত্র নম্বর
·
জন্ম তারিখ
·
বয়স (২৮.১২.২০২৫ তারিখ অনুযায়ী)
·
শিক্ষাগত যোগ্যতা: বোর্ড/ইনস্টিটিউট/বিশ্ববিদ্যালয়, বিষয়,
পাসের সাল, বিভাগ/শ্রেণি/CGPA
·
অভিজ্ঞতা
·
পেশাগত যোগ্যতা ও সদস্যপদ নম্বর (যদি থাকে)
·
প্রশিক্ষণ (যদি থাকে)
·
বিশেষ কাজ/সম্পাদিত কার্যক্রম (যদি থাকে)
·
দুইজন রেফারেন্স (আত্মীয় নন)
·
আবেদনকারীর স্বাক্ষর



