বাংলাদেশ বিমান বাহিনী অফিসার ক্যাডেট সার্কুলার ২০২৬ | B A F Officer Cadet Job Circular 2026 | SPSSC & DE 2026B | Biddabari

B A F Officer Cadet Job Circular 2026 | SPSSC & DE 2026B

এই চাকরি সম্পর্কে

বাংলাদেশ বিমান বাহিনী অফিসার ক্যাডেট সার্কুলার ২০২৬ | B A F Officer Cadet Job Circular 2026 | SPSSC & DE 2026B | Biddabari

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ বিমান বাহিনী অফিসার ক্যাডেট সার্কুলার ২০২৬ | B A F Officer Cadet Job Circular 2026 প্রকাশিত হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী অফিসার ক্যাডেট সার্কুলার ২০২৬ | B A F Officer Cadet Job Circular 2025 এর তথ্য মতে, ইঞ্জিনিয়ারিং, এটিসি, এডিডব্লিউসি, লিগ্যাল ও মিটিওরলজি শাখায় স্বল্পমেয়াদী কমিশন (DE 2026B) এবং শিক্ষা (পদার্থ বিজ্ঞান) শাখায় বিশেষ স্বল্পমেয়াদী কমিশন (SPSSC 2026B) কোর্স-এ অফিসার ক্যাডেট নিয়োগ প্রদান করা হবে। প্রার্থীদের বয়স ২৩ জুন ২০২৬ তারিখে- (ক) ২০ থেকে ৩০ বছর (DE 2026B কোর্সের প্রার্থীদের জন্য)। (খ) ২১ থেকে ৩৫ বছর (SPSSC 2026B কোর্সের প্রার্থীদের জন্য)। বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়।

বাংলাদেশ বিমান বাহিনী অফিসার ক্যাডেট সার্কুলার ২০২৬ | B A F Officer Cadet Job Circular 2026 এর তথ্যমতে, প্রার্থীর বৈবাহিক অবস্থা অবিবাহিত অথবা অবিবাহিতা হতে হবে। বিপত্নীক/বিধবা/বিবাহ বিচ্ছেদকারী/তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য হবে না।

বাংলাদেশ বিমান বাহিনী অফিসার ক্যাডেট সার্কুলার ২০২৬ | B A F Officer Cadet Job Circular 2026 | SPSSC & DE 2026B এর গুরুত্বপূর্ণ তথ্য:

আবেদনের বয়সসীমা: প্রার্থীদের বয়স ২৩ জুন ২০২৬ তারিখে ২০ বছর হতে ৩৫ বছর।

আবেদনের সময়সীমা:  ১১ জানুয়ারি ২০২৫ ইং থেকে ২৫ মার্চ ২০২৫ ইং পর্যন্ত।

আবেদনের প্রক্রিয়া:  প্রার্থীদের অনলাইনে এই https://joinairforce.baf.mil.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।

পরীক্ষার তারিখ: ২০, ২২ ও ২৭ জানুয়ারি ২০২৬ ইং এবং ০৩, ০৫, ১০, ১২, ১৫, ১৬ ও ৩১ মার্চ ২০২৬ ইং।

পরীক্ষার কেন্দ্র (সকল জেলা): বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫।

এই চাকরির বিবরণ

বাংলাদেশ বিমান বাহিনী অফিসার ক্যাডেট সার্কুলার ২০২৬ | B A F Officer Cadet Job Circular 2026 | SPSSC & DE 2026B এর বিস্তারিত:

নির্বাচন পদ্ধতি

১। প্রাথমিক লিখিত পরীক্ষাঃ ইঞ্জিনিয়ারিং/এটিসি/এডিডব্লিউসি/মিটিওরলজি শাখার জন্য আইকিউ, ইংরেজি, গণিত ও পদার্থ এবং শিক্ষা/লিগ্যাল শাখার জন্য আইকিউ, ইংরেজি ও সাধারণ জ্ঞান: ২। প্রাথমিক ডাক্তারি পরীক্ষা: ৩। প্রাথমিক মৌখিক পরীক্ষা; ৪। আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ (আইএসএসবি)/এসএসবি; ৫। কেন্দ্রীয় চিকিৎসা পর্ষদ (সিএমবি) কর্তৃক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা; ৬। ক্যাডেট চূড়ান্ত নির্বাচন পর্ষদ (সিএফএসবি)।

বিঃ দ্রঃ পরীক্ষাকেন্দ্রে সকল প্রকার ইলেক্ট্রনিক ডিভাইস (মোবাইল, ক্যালকুলেটর, ঘড়ি ইত্যাদি) এবং ব্যাগ বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ।

অনলাইনে আবেদনের নিয়মাবলী

সরাসরি https://joinairforce.baf.mil.bd  ওয়েবসাইটে 'Apply Now'-এ ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে নির্ধারিত ফি পরিশোধ করা হলে রেজিস্ট্রিকৃত মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। আবেদনকারীকে বিজ্ঞপ্তিতে উল্লেখকৃত পরীক্ষার তারিখসমূহের মধ্যে যেকোনো একটি তারিখ নির্বাচন করে আবেদন করতে হবে। কোন প্রার্থী নির্বাচিত তারিখে উপস্থিত হতে অপারগ হলে পরীক্ষা গ্রহণের জন্য নির্ধারিত পরবর্তী যেকোন দিন উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহন করতে পারবে। তবে পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়টি পূর্বেই সরাসরি পরীক্ষা কেন্দ্রে জানাতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে 'Login' করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। পূরণকৃত আবেদনপত্র চূড়ান্তভাবে 'Submit' করার পূর্বে আবেদনকারীগণ নিরীক্ষণের সুযোগ পাবেন এবং কেবলমাত্র আবেদনপত্রে প্রদানকৃত তথ্যসমূহের সঠিকতা সম্পর্কে নিশ্চিত হলেই তা চূড়ান্তভাবে 'Submit' করবেন। চূড়ান্তভাবে আবেদনপত্রটি 'Submit' করা হলে আবেদনকারীগণ আবেদনপত্র ও প্রবেশপত্র 'Download' করতে পারবেন। কোনো আবেদনকারী মোবাইল নম্বরে ইউজার আইডি ও পাসওয়ার্ড না পেলে ২৪ ঘন্টার মধ্যে তা helpdesk@baf.mil.bd -এ আবেদনের জন্য ব্যবহৃত ইমেইল এড্রেস হতে পেমেন্ট ইনভয়েসের কপি/প্রমাণসহ ইমেইল করে জানাতে হবে। উক্ত আবেদেনপত্র প্রাথমিক লিখিত পরীক্ষার নির্ধারিত তারিখে ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ ও অন্যান্য সনদের সত্যায়িত ফটোকপিসহ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে।

অনলাইনে আবেদনের সময়সীমাঃ ১১ জানুয়ারি ২০২৬ থেকে ২৫ মার্চ ২০২৬। * শর্ত প্রযোজ্য

আবেদনপত্র জমাদানের নিয়মাবলী

প্রার্থীদের আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতঃ পরীক্ষার সময় ইতঃপূর্বে ইস্যুকৃত প্রবেশপত্র ও নিম্নবর্ণিত সনদসহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে:

১। সকল শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদ, প্রশংসাপত্র এবং নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি।

২। নাগরিকত্ব, চারিত্রিক সনদ (বৈবাহিক অবস্থা উল্লেখপূর্বক) জমা দিতে হবে। উক্ত সনদ স্ব স্ব ইউনিয়ন পরিষদ/মিউনিসিপ্যাল চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর অথবা প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার নিকট হতে আনতে হবে। উক্ত সনদের সাথে সনাক্তকারীর মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে:

৩। সদ্য তোলা ১২ কপি পাসপোর্ট এবং ০৪ কপি স্ট্যাম্প আকারের সত্যায়িত ছবি (অবশ্যই ল্যাব প্রিন্ট)। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কলারসহ শার্ট পরিহিত এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কানসহ সম্পূর্ণ মুখমন্ডল প্রদর্শিত ছবি হতে হবে:

৪। বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ:

৫। চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে স্ব স্ব কর্মফুল/প্রতিষ্ঠানের প্রধানের নিকট হতে প্রার্থীতার জন্য অনুমতিপত্র।

৬। জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।

৭। দাবীকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত ফটোকপি।

পরীক্ষার তারিখ:

২০, ২২ ও ২৭ জানুয়ারি ২০২৬ এবং ০৩, ০৫, ১০, ১২, ১৫, ১৬ ও ৩১ মার্চ ২০২৬

পরীক্ষা কেন্দ্র (সকল জেলার প্রার্থীদের জন্য):

বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫।

পরীক্ষা গ্রহণের দিন সকাল ০৮:০০ ঘটিকার মধ্যে (শুধু রমজান মাসে ০৯:০০ ঘটিকার মধ্যে) প্রার্থীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে।

সরকারি স্বাস্থ্যবিধি মেনে সকল পরীক্ষা গ্রহণ করা হবে।

** বিস্তারিত জানতে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি পড়ুন।