বাংলাদেশ বিমান বাহিনী অফিসার ক্যাডেট সার্কুলার ২০২৫ | B A F Officer Cadet Job Circular 2025 | Biddabari
এই চাকরি সম্পর্কে
বাংলাদেশ বিমান বাহিনী অফিসার ক্যাডেট সার্কুলার ২০২৫ | B
A F Officer Cadet Job Circular 2025 | Biddabari
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ
বিমান বাহিনী অফিসার ক্যাডেট সার্কুলার ২০২৫ | B A F
Officer Cadet Job Circular
2025 প্রকাশিত
হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী অফিসার ক্যাডেট সার্কুলার ২০২৫ | B A F
Officer Cadet Job Circular
2025 এর তথ্য
মতে, অফিসার ক্যাডেট নিয়োগ প্রদান করা হবে। প্রার্থীদের বয়স ২৩ জুন ২০২৬ তারিখে ১৬
বছর ৬ মাস হতে ২২ বছর , বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়।
বাংলাদেশ বিমান বাহিনী অফিসার ক্যাডেট সার্কুলার ২০২৫ | B A F
Officer Cadet Job Circular
2025 এর তথ্যমতে,
প্রার্থীর বৈবাহিক অবস্থা অবিবাহিত অথবা অবিবাহিতা হতে হবে। বিপত্নীক/বিধবা/বিবাহ বিচ্ছেদকারী/তালাকপ্রাপ্ত
গ্রহণযোগ্য হবে না।
বাংলাদেশ বিমান বাহিনী অফিসার ক্যাডেট সার্কুলার ২০২৫ | B
A F Officer Cadet Job Circular 2025 এর গুরুত্বপূর্ণ তথ্য:
আবেদনের বয়সসীমা: প্রার্থীদের বয়স
২৩ জুন ২০২৬ তারিখে ১৬ বছর ৬ মাস হতে ২২ বছর।
আবেদনের সময়সীমা: ০১ জানুয়ারি ২০২৫
ইং থেকে ২৫ মার্চ ২০২৬ ইং পর্যন্ত।
আবেদন ফি: পদানুসারে
২২৩
টাকা থেকে ১১২ টাকা। অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে ৫৬টাকা।
আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে
এই https://joinairforce.baf.mil.bd/
ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।
পরীক্ষার তারিখ:
০৬,
০৮, ১৩, ১৫, ২০, ২২ ও ২৭ জানুয়ারি ২০২৬ ইং এবং ০৩, ০৫, ১০, ১২, ১৫, ১৬ ও ৩১ মার্চ ২০২৬
ইং।
পরীক্ষার তারিখ (সকল জেলা): বাংলাদেশ বিমান বাহিনী
তথ্য ও নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫।
** বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি পড়ুন
এই চাকরির বিবরণ
বাংলাদেশ বিমান বাহিনী অফিসার ক্যাডেট হিসেবে ভর্তি পরবর্তী
সুবিধাদি:
ক্যারিয়ার: বৈমানিক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ।
এছাড়াও এয়ার ট্রাফিক কন্ট্রোলার এবং এয়ার ডিফেন্স উইপন কন্ট্রোলার হিসেবে প্রতিষ্ঠিত
হওয়ার সুযোগ।
বিদেশে প্রশিক্ষণ: প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে মেধাবী অফিসার
ক্যাডেটদের এবং কমিশনপ্রাপ্তির পর অফিসারগণের পেশাগত প্রশিক্ষণের জন্য বিদেশ গমনের
সুযোগ।
উচ্চ শিক্ষা সুবিধা: বিমান বাহিনীর তত্ত্বাবধানে অ্যাভিয়েশন
অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি বাংলাদেশ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস
(বিইউপি)-সহ দেশে/বিদেশে মাস্টার্স ও পিএইচডিসহ উচ্চতর শিক্ষা অর্জনের সুযোগ।
জাতিসংঘ মিশন: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের সুযোগ।
বাংলাদেশ দূতাবাস: বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসসমূহে সামরিক/সহকারী
সামরিক উপদেষ্টা পদে নিয়োগ প্রাপ্তির সুযোগ।
বাসস্থান ও রেশন: নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত, সুসজ্জিত
বাসস্থান এবং ভর্তুকি মূল্যে রেশনপ্রাপ্তির সুযোগ।
সন্তানদের অধ্যয়ন: সন্তানদের যোগ্যতার ভিত্তিতে অ্যাভিয়েশন
অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি বাংলাদেশ, বিইউপি, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, এমআইএসটি,
ক্যাডেট কলেজ ও বিমান বাহিনী পরিচালিত বিএএফ শাহীন কলেজে (বাংলা ও ইংলিশ ভার্সন) এবং
ইংলিশ মিডিয়াম (ব্রিটিশ কারিকুলাম) এ অধ্যয়নের সুযোগ।
যাতায়াত: বিমান বাহিনীর এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে
সপরিবারে বিমান বা হেলিকপ্টারযোগে যাতায়াতের সুযোগ।
গাড়ি ঋণ ও ডিওএইচএস প্লট: শর্তসাপেক্ষে সুদমুক্ত
গাড়ি ঋণ ও ডিওএইচএস-এ প্লটপ্রাপ্তির সুযোগ।
চিকিৎসা: সামরিক হাসপাতালে নিজ, স্ত্রী ও সন্তানদের
উন্নত চিকিৎসা; প্রয়োজনে আর্থিক সহায়তা প্রদানসহ বিদেশে চিকিৎসার সুযোগ। পাশাপাশি সামরিক
হাসপাতালে পিতা, মাতা, শ্বশুর ও শাশুড়ির উন্নত চিকিৎসার সুযোগ রয়েছে।
শাখা পরিবর্তনের সুযোগ: উড্ডয়নে অকৃতকার্য প্রার্থীদের শিক্ষাগত
যোগ্যতা অনুযায়ী শূন্যপদ সাপেক্ষে অন্যান্য শাখায় কমিশনপ্রাপ্তির সুযোগ।



