এই চাকরি সম্পর্কে
এই চাকরির বিবরণ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এমবিএসটিইউ)-এ ২৯ টি শূন্য পদে জনবল নিয়োগের জন্য পুনঃবিজ্ঞপ্তি প্রকাশ -২০২৫
আবেদনের শেষ তারিখ: ৫ মার্চ ২০২৫
পদের তালিকা ও বেতন স্কেল
৫ম গ্রেড:- উপ-রেজিস্ট্রার (রেজিস্ট্রার অফিস) – ১টি পদ
- উপপরিচালক (অডিট সেল, হিসাব অফিস) – ১টি পদ
- বেতন স্কেল: ৪৩,০০০–৬৯,৮৫০ টাকা।
৭ম গ্রেড:- সহকারী পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস অফিস) – ১টি পদ
- সহকারী গ্রন্থাগারিক (কেন্দ্রীয় গ্রন্থাগার) – ১টি পদ
- বেতন স্কেল: ২৯,০০০-৬৩,৪১০ টাকা।
৯ম গ্রেড:- রিসার্চ অফিসার (রিসার্চ সেন্টার) – ১টি পদ
- বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
১০ম গ্রেড:- ক্যাটালগার (কেন্দ্রীয় গ্রন্থাগার) – ১টি পদ
- সেকশন অফিসার (রেজিস্ট্রার অফিস) – ১টি পদ
- প্রশাসনিক কর্মকর্তা (বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল – নারী অগ্রাধিকার) – ১টি পদ
- বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
১৩তম গ্রেড:- ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ) – ১টি পদ
- বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা।
১৬তম গ্রেড:- অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট (বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ও শেখ রাসেল হল) – ২টি পদ
- সেমিনার গ্রন্থাগার সহকারী (ইংরেজি ও হিসাববিজ্ঞান বিভাগ) – ২টি পদ
- বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
১৭তম গ্রেড:- ইলেকট্রিশিয়ান (বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল – ২টি পদ, শেখ রাসেল হল – ১টি পদ) – মোট ৩টি পদ
- বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা।
১৯তম গ্রেড:- লিফট অপারেটর (বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল) – ২টি পদ
- বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা।
২০তম গ্রেড:- অফিস সহায়ক (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ) – ১টি পদ
- সহকারী বাবুর্চি (বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল – ১টি, আলেমা খাতুন ভাসানী হল – ২টি পদ) – মোট ৩টি পদ
- টেবিল বয় (শেখ রাসেল হল) – ৩টি পদ
- সিক বয় (শেখ রাসেল হল) – ২টি পদ
- অফিস অ্যাটেনডেন্ট (পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস অফিস) – ১টি পদ
- ক্লিনার (রেজিস্ট্রার অফিস ও পরীক্ষা নিয়ন্ত্রক অফিস) – ২টি পদ
- বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।
আবেদন ফি ও জমাদানের নির্দেশনা- ৫ম থেকে ১০ম গ্রেডের পদের জন্য: ৮০০ টাকা
- ১৩তম থেকে ২০তম গ্রেডের পদের জন্য: ৫০০ টাকা
ওয়েবসাইট- https://mbstu.ac.bd/