বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ৬৬ টি (শুন্য) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ-২০২৫

এই চাকরি সম্পর্কে


এই চাকরির বিবরণ

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ৬৬ টি (শুন্য) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ-২০২৫


আবেদন শুরু-১লা ফেব্রুয়ারি, ২০২৫।সকাল ১০ টা থেকে।

আবেদন শেষ-২রা মার্চ,২০২৫।বিকাল ৫ টা পর্যন্ত। 

বয়সসীমা- ৩২ বছর (১/২/২৫ তারিখ অনুযায়ী)

আবেদন ফি- ১ম থেকে ৫ম ক্রমিক নং-এ থাকা পদের জন্য ২০০ টাকা,  ৬ষ্ঠ থেকে ১৪ তম নং পদের জন্য ১০০ টাকা এবং ১৫ তম থেকে ১৬ তম ক্রমিক নং-এ থাকা পদের জন্য ৫০ টাকা (ভ্যাট/চার্জ ছাড়া) 

বেতন- গ্রেড ও পদ অনুযায়ী ভিন্ন ভিন্ন স্কেল 

আবেদন করুন - https://eservice.bba.gov.bd/recruitment/