বাংলাদেশ ডাক বিভাগের অধিভুক্ত পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়ে বিভিন্ন পদে ৫২৪ জন লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে

এই চাকরি সম্পর্কে
এই চাকরির বিবরণ
বাংলাদেশ ডাক বিভাগের অধিভুক্ত পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়ে (পূর্বাঞ্চল) বিভিন্ন পদে ৫২৪ জন লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে
আবাদনের শেষ তারিখ- ৩১ জানুয়ারি,২০২৫
বয়সসীমা- ১১/০১/২৫ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৩২ বছর
আবেদন ফি-৫০ টাকা
যেসব জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন-চট্টগ্রাম এর অধিভুক্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের অন্তর্গত সকল জেলা (তবে, সুনামগঞ্জ জেলার মহানগর ও ধর্মপাশা উপজেলা ব্যতিত)
গ্রেড- (১৭ তম থেকে ২০ তম)
বেতনস্কেল- ১৭ তম পদের জন্য (৯,০০০-২১,৮০০) টাকা
১৮ তম পদের জন্য (৮,৮০০-২১,৩১০) টাকা
১৯ তম পদের জন্য (৮,৫০০-২০,৫৭০) টাকা
২০ তম পদের জন্য (৮২৫০-২০০১০) টাকা
আবেদন করুন- http://pmgec.teletalk.com.bd