প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে ১৮৬ টি বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তিপ্রকাশ (সংশোধিত)-২০২৫
আবেদনের শেষ তারিখ- ৩১ জানুয়ারি, ২০২৫। সময়-বিকাল ৫টা পর্যন্ত।
পদের নাম,শুন্য পদ সংখ্যা,পদের গ্রেড ও গ্রেড অনুসারে বেতন-
১।নিরাপত্তা উপ-পরিদর্শক (এসএসআই):০৩ টি পদ (গ্রেড-১২,বেতন স্কেল-১১,৩০০ টাকা থেকে ২৭,৩০০ টাকা)
২।সহকারী অধীক্ষক: ০১ টি পদ (গ্রেড-১৩, বেতন স্কেল- ১১,০০০ টাকা থেকে ২৬,৫৯০ টাকা)
৩।কম্পিউটার অপারেটর:০২ টি পদ (গ্রেড-১৩,বেতন স্কেল-১১,০০০ টাকা থেকে ২৬,৫৯০ টাকা)
৪।সাঁটলিপিকার কাম- কম্পিউটার অপারেটর:০১ টি পদ (গ্রেড-১৩,বেতন স্কেল- ১১,০০০ টাকা থেকে ২৬,৫৯০ টাকা)
৫।নক্সাকার গ্রেড-২: ০৫ টি পদ (গ্রেড-১৩,বেতন স্কেল ১১,০০০ টাকা থেকে ২৬,৫৯০ টাকা)
৬।উচ্চমান সহকারী: ১১ টি পদ (গ্রেড-১৪, বেতন স্কেল ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা)
৭।পরিসংখ্যান সহকারী:০১ টি পদ (গ্রেড-১৪,বেতন স্কেল ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা)
৮।সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর:১১ টি পদ (গ্রেড-১৪,বেতন স্কেল ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা)
৯।অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক:৫৬ টি পদ (গ্রেড-১৬, বেতন স্কেল ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা)
১০।টেলিফোন অপারেটর:০১ টি পদ (গ্রেড-১৬,বেতন স্কেল ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা)
১১।নিরাপত্তা তত্ত্বাবধায়ক(এস এস):০৯ টি পদ (গ্রেড-১৬,বেতন স্কেল ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা)
১২।লাইন্সম্যান-০১ টি পদ (গ্রেড-১৭,বেতন স্কেল ৯,০০০ টাকা থেকে ২১,৮০০ টাকা)
১৩।ইলেক্ট্রিশিয়ান-০১ টি পদ (গ্রেড-১৮,বেতন স্কেল ৮,৮০০ টাকা থেকে ২১,৩১০ টাকা)
১৪।ইএন্ডবিআর/বুট মেকার-০১ টি পদ (গ্রেড-১৮,বেতন স্কেল ৮,৮০০ টাকা থেকে ২১,৩১০ টাকা)
১৫।ফটোকপি অপারেটর-০১ টি পদ (গ্রেড-১৮,বেতন স্কেল ৮,৮০০ টাকা থেকে ২১,৩১০ টাকা )
১৬।অফিস সহায়ক-৫৩ টি পদ (গ্রেড-২০,বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা)
১৭।বাবুর্চি-০৪ টি পদ (গ্রেড-২০,বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা)
১৮।সহকারী বাবুর্চি-০২ টি পদ (গ্রেড-২,বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা)
১৯।মেস ওয়েটার-০৫ টি পদ (গ্রেড-২০,বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা)
২০।লস্কর-০১ টি পদ (গ্রেড-২০, বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা)
২১।নিরাপত্তা প্রহরী-০৫ টি পদ (গ্রেড-২০,বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা)
২২।মালী/গার্ডেনার-০৫ টি পদ (গ্রেড-২,বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা)
২৩।পরিচ্ছন্নতা কর্মী-০৬ টি পদ (গ্রেড-২০, বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা)
আবেদনের যোগ্যতাঃ পদ অনুযায়ী ভিন্ন ভিন্ন।
আবেদন ফিঃ ক্রমিক ১ নং পদের জন্য ১৫০ টাকা, ক্রমিক ২ হতে ১১ নং পদের জন্য ১০০ টাকা ও ক্রমিক ১২ হতে ২৩ নং পদের জন্য ৫০ টাকা। (ভ্যাট/ট্যাক্স ছাড়া) আবেদন করুনঃ http://dcd.teletalk.com.bd ওয়েবসাইটঃ www.dcd.gov.bd