পটুয়াখালী মেডিকেল কলেজে ১১ থেকে ২০ তম গ্রেডের ৮ টি ভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ- ২০২৫

এই চাকরি সম্পর্কে


এই চাকরির বিবরণ

আবেদন শুরু- ১৪/০১/২০২৫।সকাল ১০টা থেকে।

আবেদন শেষ- ০৪/০২/২০২৫।বিকাল ৫টা পর্যন্ত। 

পদসংখ্যা- ১৬ টি 

বেতন- গ্রেড অনুযায়ী ভিন্ন ভিন্ন 

আবেদন ফি- পদ অনুযায়ী ভিন্ন ভিন্ন (১ম-২য় ক্রমিক নং পদের জন্য ১৫০ টাকা, ৩য়-৭ম ক্রমিক নং পদের জন্য ১০০ টাকা, ৮ম ক্রমিক নং পদের জন্য ৫০ টাকা) (ভ্যাট/চার্জ ছাড়া)

আবেদন করুন- http://pkmc.teletalk.com.bd