জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে (dphe) অফিস সহায়ক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

এই চাকরি সম্পর্কে


এই চাকরির বিবরণ

৫২ টি অস্থায়ী রাজস্বভুক্ত শুন্য পদে জনস্বাস্থ্য প্রকৌশল এর অধীনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে

আবেদন শুরু- ২৯ জানুয়ারি, ২০২৫। সকাল ১০ টা থেকে।

আবেদনের শেষ তারিখ- ২৭ ফেব্রুয়ারি, ২০২৫।বিকাল ৫ টা পর্যন্ত।

আবেদনের যোগ্যতা- মাধ্যমিক বা সমমান। 

বেতন স্কেল- ৮,২৫০ টাকা- ২০,০১০ টাকা।

আবেদনের মাধ্যম-অনলাইন।

আবেদন ফি- ৫০ টাকা (ভ্যাট/ট্যাক্স ব্যাতিত)।

আবেদন করুন-  http://dphe.teletalk.com.bd/