ইসলামী বিশ্ববিদ্যালয়-এ ৫ বিভাগে ১৫ প্রভাষক নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশ (৯ম গ্রেড)

এই চাকরি সম্পর্কে


এই চাকরির বিবরণ

প্রতিষ্ঠান: ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

বিজ্ঞপ্তি প্রকাশ: ২০ জানুয়ারি,২০২৫

আবেদন শুরু: বিজ্ঞপ্তি প্রকাশের সময় থেকে

আবেদনের শেষ সময়:  আগামী ১৮ ফেব্রুয়ারি ২০২৫

পদ সংখ্যা: ১৫টি

আবেদন ফি: ১০০০ টাকা

আবেদন মাধ্যম: অফলাইন এবং অনলাইনে আবেদনপত্র সংগ্রহ করা যাবে।  

 

Ø  অফলাইন আবেদনের ক্ষেত্রে ফরম ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিম্নোক্ত উৎস থেকে সংগ্রহ করা যাবে:

o   অগ্রণী ব্যাংক (পিএলসি), ইবি শাখা, কুষ্টিয়া।

o   ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট

Ø  আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা: রেজিস্ট্রার, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

Ø  আবেদনের শর্তাবলী:

o   আবেদনপত্র পূরণের সময় নির্ধারিত ফরম যথাযথভাবে পূরণ করতে হবে।

o   আবেদনপত্রের সঙ্গে প্রাসঙ্গিক সকল প্রমাণপত্রের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে।

o   আবেদন ফি নির্ধারিত ব্যাংকে জমা দিয়ে চালানের কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

o   আবেদনপত্র অবশ্যই অফিস চলাকালীন সময়ের মধ্যে জমা দিতে হবে।

Ø  নোট:

o   নির্ধারিত সময়সীমার পর আর কোন আবেদন গ্রহণ করা হবে না।

Ø  আবেদনের ক্ষেত্রে নির্ধারিত শর্তাবলী নিয়ম মেনে চলুন।

Ø  অফিসিয়াল ওয়েবসাইট:  www.iu.ac.bd