আপডেট:
13 July 2025

NTRCA- তে কীভাবে আপনি প্রথমবারেই সফল হবেন?


আর গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে না বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ (NTRCA) অর্থাৎ ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির পর ৭ম গণবিজ্ঞপ্তির কথা থাকলেও সেটি আর হবে না জানিয়েছে NTRCA কর্তৃপক্ষ। দেশের এমপিও ভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক সংকট মোকাবিলায় ১ লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি ইতোমধ্যে প্রকাশ করেছে NTRCA কর্তৃপক্ষ।  শিক্ষকতার মতো মহান পেশায় যারা নিজেদের ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য NTRCA একটি সূবর্ণ সুযোগ। আমরা জানি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে ১৯ তম বেসরকারি শিক্ষক নিবন্ধন সার্কুলার। সারাদেশে ৩৬ হাজার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়ে থাকে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রক্রিয়া: বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা তিনটি পর্যায়ে হয়ে থাকে।

১। প্রিলিমিনারি।

২। লিখিত।

৩। ভাইবা।

 # প্রিলিমিনারি: NTRCAপরীক্ষায় ১০০ নম্বরের প্রিলিমিনারি MCQ পদ্ধতিতে হয়ে থাকে। প্রিলি ৪০% মার্কস পেলেই সাধারণত উত্তীর্ণ হওয়া যায়। এক্ষেত্রে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হতে নিন্মোক্ত কৌশলগুলা পরীক্ষার্থীদের যথেষ্ঠ সহায়ক হবে—

১। নিয়মিত রুটিন মাফিক পড়াশোনা [ দিনে অন্তত ৫-৬ ঘন্টা]।

২। সিলেবাস পর্যালোচনা করে অধিকবার পরীক্ষায় আসা টপিকগুলো বার বার পড়া।

৩। বিগত BCS + NTRCA এর প্রশ্নগুলো ভালোভাবে আয়ত্ত করা।

৪। বাজারের যে কোনো একটি প্রিলিমিনারি NTRCA – ডাইজেস্ট প্লাস বই অনুসরণ করতে পারেন।  

৫। বিদ্যাবাড়ির 19th NTRCA Preli Advance Gold Live Batch কোর্স আপনার সহায়ক হতে পারে।

৬। ক্রমাগত Exam-  দেওয়ার মাধ্যমে নিজের দুর্বলতা খুজে বের করা ও উত্তরোত্তর উন্নত করা।

NTRCA- এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কৌশল:

NTRCA – এর লিখিত পরীক্ষা ১০০ নম্বরের হয়ে থাকে। লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য প্রথমে সংশ্লিষ্ট বিষয়ের সিলেবাস ভালোভাবে বিশ্লেষণ করতে হবে। লিখিত পরীক্ষায় সবচেয়ে বেশি নম্বর পাওয়ার চেষ্টা করতে হবে। কেননা  লিখিত মার্কের উপরই NTRCA এর শিক্ষক হওয়ার সুযোগ নিহিত।

অর্থাৎ এটি শিক্ষক হওয়ার প্রায় চূড়ান্ত পর্যায়। শিক্ষক নিবন্ধনের লিখিত অংশের  সিলেবাসের বিষয়গুলো বেশির ভাগ স্নাতক পর্যায়ে পঠিত বিভিন্ন বিষয়ের  চম্বুক অংশ এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের বোর্ড বইয়ের অংশবিশেষ সংযোজন। তাই মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের মৌলিক বই অনুসরণ করা জরুরি। পাশাপাশি নিন্মোক্ত নির্দেশনাগুলো অনুসরণ করলে আপনার শিক্ষক হওয়ার স্বপ্ন  পূরণ সম্ভব।

১। বাজারের গাইডবই অনুসরণ না করে নিজে হ্যান্ডনোট প্রস্তুত করা

২। দীর্ঘদিন লেখার চর্চা না থাকলে লেখার চর্চা বাড়ানো।

৩। বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ।

৪। প্রতিটা প্রশ্নের উত্তর যতটা সম্ভব গুছিয়ে সংক্ষিপ্তভাবে লেখা।

৫। নির্দিষ্ট সময়ের মধ্যে সবগুলো প্রশ্নের উত্তর করার সর্বোচ্চ চেষ্টা করা। কোনো প্রশ্নের উত্তর না করা বোকামি হবে।

৬। প্রাসঙ্গিক উদাহরণ ও তথ্য ব্যবহার করা

৭। সাধারণত যেসব প্রশ্নের উত্তর গুছিয়ে ও অল্প সময়ে দেওয়া সম্ভব, সেগুলোর উত্তর করা শ্রেয়।

৮। পরীক্ষার হলে সময়কে সঠিকভাবে ভাগ করে প্রতিটি প্রশ্নের জন্য পর্যাপ্ত সময় বরাদ্দ রাখা।

 
ভাইভা

 NTRCA – এর ভাইভা পরীক্ষায় ২০ মার্কস নির্ধারিত। তবে এর মধ্যে ১২ মার্কস সার্টিফিকেটের জন্য এবং ৮ মার্কস attendance presentation এবং পোশাক পরিচ্ছেদের উপর হয়ে থাকে। নিম্নোক্ত নির্দেশগুলো আপনার VIVA যাত্রাকে সহজতর করতে পারে।

* বেশি বেশি মক ভাইভা দেওয়া।

* নিজ নাম, জেলা, মুক্তিযুদ্ধ সম্পর্কে ধারণা থাকা।

* নিজ পঠিত বিষয় সম্পর্কে ধারণা রাখা।

* যেদিন ভাইভা দিবেন, সেই দিনের পত্র/পত্রিকা পড়া।

* সুন্দর পোষাক, পরিচ্ছন্নভাবে নিজেকে উপস্থাপন করা।

* ইতিবাচক মনোভাব নিয়ে বোর্ডে প্রবেশ করুন এবং নম্র ভদ্রতা বজায় রাখুন।




Leave A Reply

Already have an account ? Sign in to leave a reply

Comments

Top Categories

BCS

10

Primary

6

NTRCA

4

Digital Marketing

4

Graphic design

2

Technology

1

More Blogs

NTRCA

NTRCA- তে কীভাবে আপনি প্রথমবারেই সফল হবেন?

Biddabari |

13 July 2025

Primary

আসমা আক্তারের প্রাথমিক শিক্ষিকা হয়ে ওঠার সফলতার গল্প

Biddabari |

05 July 2025

Primary

২০২৫ সালে প্রাইমারি শিক্ষক হিসেবে চাকরি পাওয়ার স্পেশাল প্রস্তুতি!

Humyara Yeasmin |

25 June 2025

পরিশ্রমে গড়া ভাগ্যের মিশেলে আসবে অবধারিত সাফল্য

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই