আমি আসমা আক্তার, প্রাথমিক সহকারী শিক্ষক
তৃতীয় ধাপে ২০২৪ সালে কুমিল্লা জেলা থেকে পরীক্ষায় অংশগ্রহণ করি। ঠিক যতটুকু মনে পড়ে
আমি পরীক্ষার ৬ মাস পূর্বে প্রাথমিক শিক্ষককে টার্গেট করে পড়াশোনা শুরু করি। পড়াশোনা
শুরুর পূর্বে আমি প্রাইমারি বিগত সালের প্রশ্নগুলো ভালভাবে বিশ্লেষণ করে একটি কমপ্লিট
পড়ার রুটিন তৈরি করি। প্রতিদিন পড়ার রুটিনে গণিত ও ইংরেজি প্রতিটা বিষয় ২ ঘণ্টা করে
বরাদ্দ রাখি এবং অন্যান্য বিষয়গুলো দিনে ২ থেকে ৩ ঘণ্টার মতো সময় দিতে থাকি। তবে পরীক্ষা
অনুষ্ঠিত হওয়ার তিনমাস পূর্বে পড়াশুনার প্রতি আমি আরো বেশি সময় দেওয়া শুরু করি। এসময়
গড়ে ১০ ঘণ্টা করে পড়াশুনায় সময় দিতাম। পাশাপাশি সার্কুলারের সময় থেকে বিদ্যাবাড়ি কোচিং
প্রাইমারি কোর্স এ যুক্ত হই। এসময় আমি বিদ্যাবাড়ির পরীক্ষা ব্যাচেও ভর্তি হই। এবং প্রচুর
পরীক্ষা দেওয়ার মাধ্যমে উত্তরোত্তর নিজের দূর্বল স্থান খুঁজে বের করতাম।
এভাবে অধ্যবসায় করতে করতে ২৯.০৩.২০২৪ সালে
কাঙ্খিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় আমি ৭৫টি MCQ প্রশ্নের মধ্যে ৭০টি প্রশ্নের
উত্তর করি। কিন্তু কোটা না থাকায় উত্তীর্ণ হওয়ার বিষয়টা অনিশ্চয়তার মধ্যে থেকে যায়।
তবে, আল্লাহর অশেষ রহমতে আমি উত্তীর্ণ হই এবং বর্তমানে আমি চৌয়ারা সরকারি প্রাথমিক
বিদ্যালয়, কুমিল্লায় কর্মরত রয়েছি।
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২৩
বর্তমান কর্মস্থল: চৌয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর দক্ষিণ, কুমিল্লা।
নাম: আসমা আক্তার
রোল: ৪৮১১৩৯১
জেলা: কুমিল্লা
Real Viva
পরিক্ষার্থী : আসসালামু আলাইকুম স্যার।
বোর্ড চেয়ারম্যান : উত্তর নিলেন, মাথা ঝোকায় আস্তে করে বললেন বসেন।
পরিক্ষার্থী : ধন্যবাদ স্যার।
বোর্ড চেয়ারম্যান : আপনার নাম আসমা খাতুন?
পরিক্ষার্থী : জি স্যার।
বোর্ড চেয়ারম্যান : বাচ্চা পড়াতে পারবেন?
পরিক্ষার্থী : জি স্যার।
বোর্ড চেয়ারম্যান : কুমিল্লা ও নজরুল সম্পর্কে একটু বলেন?
পরিক্ষার্থী : কাজী নজরুল ইসলাম ১৯২১ সালে প্রথম
কুমিল্লায় এসেছিলেন। কুমিল্লায় মোট দুইটি বিয়ে করেছিলেন। বিখ্যাত কবিতা ‘আনন্দময়ীর
আগমনে’ কবিতা লিখে গ্রেপ্তার হয়েছিলেন। কুমিল্লার দৌলদপুর কবির স্মৃতিবিজড়িত স্থান।
প্রথম স্ত্রী নার্গিস ও দ্বিতীয় স্ত্রী আশালতা সেনগুপ্তর সঙ্গে বিয়ে হয় কবির।
পরীক্ষক-১ : সকালে খেয়েছেন?
পরিক্ষার্থী : জি স্যার।
পরীক্ষক-১ : বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু
হয় কবে?
পরিক্ষার্থী : ১লা জানুয়ারি, ১৯৯২ সালে।
পরীক্ষক-২ : RBC সম্পর্কে বলেন?
পরিক্ষার্থী : RBC বলতে লোহিত রক্ত কণিকাকে বোঝায়। এটি
ফুসফুস থেকে শরীরের টিস্যুতে অক্সিজেন বহন করে।
পরিক্ষক-২ : IMF এর পূর্ণরূপ কী?
পরিক্ষার্থী : International Monetary Fund.
পরীক্ষক-২ : নজরুল ইসলামের একটি গান বলেন?
পরিক্ষার্থী : গান বললাম দুই লাইন।
পরীক্ষক-২ : ঠিক আছে।
পরিক্ষার্থী : সালাম দিলাম।
বোর্ড চেয়ারম্যান : এবার আসতে পারেন।
পরিক্ষার্থী : ধন্যবাদ স্যার।
[প্রাথমিক সহকারী
শিক্ষক নিয়োগ-২০২৩
নাম: আসমা আক্তার
রোল: ৪৮১১৩৯১
জেলা: কুমিল্লা]
Comments