আপডেট:
31 July 2025

শর্ট টাইমে ৪৯তম BCS (স্পেশাল)-এ সফল হওয়ার কৌশল

শর্ট টাইমে ৪৯তম BCS (স্পেশাল)-এ সফল হওয়ার কৌশল

 

আপনি কী ৪৯তম BCS (স্পেশাল) প্রত্যাশী? তাহলে আপনি সঠিক প্লাটফর্মে যুক্ত হয়েছেন। আপনি হয়তো অবগত আছেন ইতোমধ্যে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (BPSC) শিক্ষা ক্যাডারে ৬৮৩ টি শুন্যপদ পূরনে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২২ জুলাই ২০২৫ থেকে ২২ আগস্ট পর্যন্ত আবেদনের সময়সীমা নির্ধারণ করেছে BPSC. লক্ষ লক্ষ তরুন তরুনীরা বিশেষ এ BCS-ক্যাডার হওয়ার জন্য দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছে। ৪৯তম বিশেষ বিসিএস হতে পারে তাই আপনার জীবনের সেরা সুযোগ। একটি মাত্র ক্যাডার আপনার জীবনকে বদলে দিতে পারে। আর এ জন্য দরকার আপনার কৌশলী পড়াশোনা ও সঠিক গাইড লাইন।

 

৪৯তম পরীক্ষা পদ্ধতি: ৪৯তম বিশেষ বিসিএস এ মোট ৩০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাতে মোট ২০০ টি প্রশ্ন থাকবে। ২০০ টি প্রশ্নে ২০০ মার্কস এর মধ্যে ১০০ মার্কস স্ব-স্ব সাবজেক্টভিত্তিক এবং ১০০ মার্কস থাকবে বাংলা, ইংরেজী, সাধারন জ্ঞান (বাংলাদেশ + আন্তর্জাতিক), মানষিক দক্ষতা ও গানিতিক যুক্তির উপর। আর ১০০ মার্কস থাকবে আপনার ভাইভা পরীক্ষার উপর। উল্লেখ্য যে, প্রার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে।

আপনি জানেন কী? জেনারেল বিসিএস এ প্রিলিমিনারি পরীক্ষার নম্বর যোগ হয় না কিন্তু স্পেশাল বিসিএস এ প্রিলিমিনারি ও ভাইভার নম্বর যোগ করেই ক্যাডার নির্ধারণ হয়। তাই প্রিলিমিনারি পরীক্ষায় যে যত বেশি নম্বর তুলতে পারবে সে ক্যাডার হওয়ার দৌড়ে ততবেশি এগিয়ে থাকবে। তাই আর দেরি না করে যুক্ত হউন দেশের শীর্ষ প্লাটফর্মে

 

৪৯তম BCS (স্পেশাল) প্রিলি টার্গেট মার্কস: আপনি অবগত আছেন কী? ১০ তম – থেকে ৩৪তম BCS পর্যন্ত প্রিলিমিনারি পরীক্ষা ছিল ১০০ নম্বরের, ৩৫তম BCS – থেকে ২০০ মাকর্সের প্রিলিমিনারি পরীক্ষা চালু হয়। টিম বিদ্যাবাড়ি ৩৫তম BCS থেকে ৪৮তম BCS পরীক্ষাসমূহ পর্যালোচনা করে জানতে পেরেছে যে, ৩৫তম থেকে ৪৮ তম BCS এর গড় কাট মার্কস ছিল ১০০ থেকে ১২৩ মার্কস। তবে ৩৫ তম থেকে ৪৮তম BCS এর মধ্যে বিশেষ BCS পরীক্ষা হয়েছে ৩৯তম, ৪২তম ও ৪৮তম আর এদের কাট মার্কস ছিল যথাক্রমে ১০০, ১০৩ ও ১০৫।

 

বিশ্লেষণ: ৪৯তম BCS (স্পেশাল) প্রিলির টার্গেট মার্কস কী হওয়া উচিত?

       * জেনারেল (কোটা ছাড়া) ১১০-১২০ + মার্কস লক্ষ্য রাখা নিরাপদ।

       * কোটাধারী প্রার্থীরা ১০৫-১০৮ এর মধ্যে মাকর্স অনেক ভালো।

তবে ১২০ + মার্কস এটি একটি Safe zone হবে।

 

* মনে রাখবেন

  প্রিলিতে Negative Mark থাকে (০.৫০) তাই কোনো ভাবেই ভুল উত্তর করা যাবে না। প্রথমে ১০০% শিয়োরগুলো উত্তর করুন।

 

 

৪৯তম বিসিএস টার্গেট: ১২৫ + মার্কস (Safe zone)

বিষয়

পূর্ণ মার্কস

লক্ষ্য নম্বর

বাংলা ভাষা ও সাহিত্য

২০

১০ – ১২

ইংরেজী ভাষা ও সাহিত্য

২০

১২ – ১৪

বাংলাদেশ বিষয়াবলি

২০

১৫ – ১৬

আন্তর্জাতিক বিষয়াবলি

২০

১২ – ১৩

গণিত

১০

৪ – ৫

মানসিক দক্ষতা

১০

৫ – ৭

নিজ পঠিত বিষয়

১০০

৬০ – ৬৫

নিজ পঠিত বিষয় + সকল বিষয়

 


৫৮ + ৬৫

মোট =

১২৩ + মার্কস

নোট: ৪৯তম বিসিএস এর উপর কমপক্ষে ২৫ – ৩০ টি মডেল টেস্ট দেওয়া এবং দুর্বল জায়গা গুলো চিহ্নিত করা এবং উত্তরোত্তর দুর্বল জায়গাগুলো উন্নত করা। তাহলে আপনি সফল হবেন আশা করা যায়।

 

৪৯তম BCS (স্পেশাল) -এ নেগেটিভ মার্কস এড়ানোর কার্যকর কৌশল: আসন্ন-৪৯তম BCS (স্পেশাল) প্রত্যাশীদের অবশ্যই সতর্কতার সহিত পরীক্ষার হলে প্রশ্নোত্তর করতে হবে। কোনোভাবেই নেগেটিভ উত্তর করা যাবে না। নিম্মোক্ত নির্দেশনাগুলো আপনার সহায়ক হতে পারে।

* প্রথম পর্যায়ঃ আপনি ১০০% নিশ্চিত প্রশ্নের উত্তর দিন।

* দ্বিতীয় পর্যায়ঃ ৮০ – ১০০% নিশ্চিত প্রশ্নের উত্তর দিন।

নোট: যদি ১০০% ও ৮০% উত্তর করা প্রশ্নসমূহ ১২৩ + মার্কস বা ১২০ এর কাছাকাছি থাকে তবে আপনার আর উত্তর না করা শ্রেয়। এর পরেও যদি আপনার ১২৩ বা ১২০ এর কাছাকাছি মার্কস না আসে বলে আপনি মনে করেন তবে খুব অল্প সংখ্যক ৬০ – ৭০% সম্ভব্য প্রশ্নগুলোর উত্তর করতে পারেন।

 

* অপশন চয়েস কৌশল: বিসিএস পরীক্ষার হলে স্বাভাবিকভাবে পরীক্ষার্থীরা স্নায়ুচাপে থাকে এবং অনেক সময় পারা প্রশ্নেরও উত্তর ভুল করে থাকে। তাই প্রতিটি পরীক্ষার্থীর উচিত মানষিকভাবে নিজেকে প্রস্তুত রাখা ও কৌশলী হওয়া। নিম্মোক্ত কৌশলগুলো আপনার সহায়ক হতে পারে।

* ৪ টি অপশনের মধ্যে ২ টি ভুল মনে হলে বাকি ২ টি নিয়ে চিন্তা করুন। তাহলে আপনার সঠিক উত্তর দেওয়ার সম্ভাবনা বাড়বে।

* যে প্রশ্নসমূহ সম্পর্কে আপনি মোটেও অবগত নয়, সে প্রশ্নসমূহ প্রথম দেখাতেই বর্জন করুন বা ক্রস মার্কিং করে রাখুন।

* কঠিন প্রশ্নে বেশি সময় নষ্ট না করে সহজগুলো আগে উত্তর দিন।

* অতিরিক্ত সময় পাইলে ৬০-৭০% সম্ভব্য প্রশ্নসমূহের উত্তর করার চেষ্টা করুন।

* বিদ্যাবাড়ির Mock Test (Mcq) দিয়ে ভুল চিহ্নিত করুন।

 

 

মডেল টেস্টের কৌশল: অধিকাংশ পরীক্ষার্থীরা মডেল টেস্ট দেওয়ার পর তাদের দূর্বলতা বা না পারা প্রশ্নসমূহ নিয়ে পর্যালোচনা করে না। কিন্তু এটা মোটেও ঠিক নয়। প্রতিটি মডেল টেস্ট দেওয়ার পর নিম্মোক্ত বিষয়গুলো  

* কয়টি ভুল হয়েছে।

* কেন ভুল হয়েছে।

* এই ভুলগুলোর ধরন বুঝে, ভুল করার কারণ বিশ্লেষণ করুন এবং ভুল এড়িয়ে চলুন।

 

৪৯তম BCS (স্পেশাল)-গাইডলাইন: যেহেতু ৪৯তম BCS (স্পেশাল)-পরীক্ষা অক্টোবরের ১ম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে সেহেতু আপনার হাতে খুব অল্পদিনে সময় আছে। আমাদের বিদ্যাবাড়ির অভিজ্ঞ শিক্ষকগণ ইতোমধ্যে ৪৯তম স্পেশাল বিসিএস প্রিলি ব্যাচ চালু করেছে। দেশের সেরা সব শিক্ষকমন্ডলী ৪৯তম প্রত্যাশীদের নিয়ে দিন রাত গবেষণা করে এ স্বল্প সময়ে সঠিক গাইডলাইন প্রস্তুত করেছে। এ ছাড়াও টিম বিদ্যাবাড়ি সাবজেক্ট ভিত্তিক ২০টি কোর্স চালু করেছে। আপনি আজই আপনার সাবজেক্টের প্রিপারেশন নিন এখানে, আমরা আপনার সুবিধার্থে নিচে সংক্ষেপে তুলে ধরলাম-

 

৪৯তম বিসিএস ১০০ নম্বরের শর্ট সাজেশন:

* বাংলা – ২০ মার্কস: ৪৯তম বিসিএস এ বাংলায় নির্ধারিত নম্বর ২০ এর মধ্যে ব্যাকরণ অংশ থেকে ১৫ মার্কস থাকে। বানান, শব্দ, ধ্বনি, বাক্য, সন্ধি ও সমাস থেকে অধিকাংশ BCS-এ নিশ্চিত কমন প্রশ্ন থেকেই থাকে। বাংলা সাহিত্যের প্রাচীন ও মধ্যযুগ, আধুনিক যুগ থেকে ৫ মার্কস থাকবে। যেমন: চর্যাপদ, শ্রীকৃষ্ণকীত্তন, আধুনিক যুগের ১১ জন সাহিত্যিকদের সম্পর্কে পড়লে কমন পড়বে আশা করা যায়।

* ইংরেজি – ২০ মার্কস: ৪৯তম বিসিএস এ ইংরেজিতে নির্ধারিত নম্বর ২০। এর মধ্যে ইংরেজি গ্রামার অংশ থেকে ১৫ মার্কস থাকবে। যেমন: Parts of Speech, Idioms & Phrases, Clause, Corrections, Sentences & Transformations, Words, Composition থেকে কমন থাকবে। অন্যদিকে ইংরেজি সাহিত্য অংশে থাকবে ৫ মার্কস। যার মধ্যে এলিজাবেথ পিরিয়ড থেকে আধুনিক যুগ পর্যন্ত ১২ – ১৫ টি সাহিত্যিকদের সম্নন্ধে ভালো ধারনা রাখতে হবে।

* বাংলাদেশ বিষয়াবলি – ২০ মার্কস: ৪৯তম বিসিএস এ বাংলাদেশ বিষয়াবলির নির্ধারিত নম্বর ২০। এর মধ্যে PSC-এর সিলেবাস অনুযায়ী, বাংলাদেশের জাতীয় বিষয়াবলি, বাংলাদেশের কৃষি সম্পদ, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের শিল্প ও বানিজ্য, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা, বাংলাদেশ সরকার ব্যবস্থা, বাংলাদেশের জাতীয় অর্জন থেকে প্রশ্ন থাকবে আশা করা যায়।

* আন্তর্জাতিক বিষয়াবলি – ২০ মার্কস: ৪৯তম বিসিএস এ আন্তর্জাতিক বিষয়াবলির নির্ধারিত নম্বর ২০। এর মধ্যে PSC-এর সিলেবাস অনুযায়ী, বৈশ্বিক ভূ-রাজনীতি, যুদ্ধ, আন্তর্জাতিক নিরাপত্তা, বিশ্বের চলামন ঘটনাপ্রবাহ, পরিবেশগত ইস্যু, অর্থনৈতিক প্রতিষ্ঠান, সিভিল সার্ভিস এর গোড়াপত্তন, USA, UK, চীন, জাপান, ভারত নেপাল, শ্রীলংকা, পাকিস্তান এই টপিকগুলো থেকে প্রশ্ন থাকবে আশা করা যায়।

* গণিত – ১০ মার্কস: ৪৯তম বিসিএস এ গণিত বিষয়াবলির নির্ধারিত নম্বর ১০। এর মধ্যে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, নবম – দশম শ্রেণীর বোর্ডবই ফলো করলে কাঙ্খিত মার্কস পাওয়া যাবে।

* মানসিক দক্ষাতা – ১০ মার্কস: বিদ্যাবাড়ির মডেল টেস্ট পরীক্ষাগুলো থেকে ৬ – ৮ মার্কস কমন পাওয়া যাবে।

* ৪৯তম BCS (স্পেশাল) এর জন্য যেভাবে নিজেকে প্রস্তুত করবেন? আপনি জানেন কী? ৪৯-তম বিসিএস (বিশেষ) পরীক্ষা – ২০২৫ সালের অক্টোবর মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। সুনির্দিষ্ট তারিখ ও সময় যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে জানানো হবে (PSC)। যদি সবকিছু ঠিক থাকে তাহলে আপনি প্রায় ২ মাস ১০ দিনের মতো সময় বা ৭০ দিনের মতো সময় পাবেন। আর এই প্রতিটি দিনই সঠিকভাবে কাজে লাগাতে হবে। মনে রাখবেন আপনার প্রচেষ্টাই আপনাকে সফলতা এনে দিবে। তবে এ ক্ষেত্রে আপনি বিদ্যাবাড়ি বা ফিদ্যাবাড়ি যে কোনো একটি প্রতিষ্ঠানের সাথে নিজেকে যুক্ত রাখতে পারেন। কেননা দেশের সেরা সেরা শিক্ষকদের দীর্ঘদিনের গবেষণালব্ধ জ্ঞান ও সেরা সেরা চাকরিপ্রত্যাশীদের সহিত আপনার অবস্থান মূল্যায়নের সুযোগ পাবেন। আপনার প্রস্ততি   

* শেষকথা: ৪৯-তম বিসিএস নিজস্ব পরীক্ষার কৌশল গড়ে তুলুন।

* মোট ২০০ প্রশ্ন, আপনি ১৪০ টি দাগাবেন, এমন পরিকল্পনা তৈরী করুন।

* যদি ১০ টি ভুল হয়, তাহলে আপনি Safe Zone-এ থাকবেন। 

* আপনার সফলতাই টিম বিদ্যাবাড়ির কাম্য।

 

Leave A Reply

Already have an account ? Sign in to leave a reply

Comments

Top Categories

BCS

12

Primary

7

NTRCA

4

Digital Marketing

4

Graphic design

2

Technology

1

More Blogs

BCS

শর্ট টাইমে ৪৯তম BCS (স্পেশাল)-এ সফল হওয়ার কৌশল

Biddabari |

31 July 2025

BCS

৪৯তম (বিশেষ) বিসিএস প্রস্তুতি কীভাবে শুরু করবেন?

Biddabari |

24 July 2025

Primary

প্রাথমিক শিক্ষক নিয়োগ VIVA প্রস্তুতি কীভাবে নিবেন?

Biddabari |

20 July 2025

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই