ভূমি আপীল বোর্ড (lab) এর বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচী

ভূমি আপীল বোর্ড (lab) এর বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচী

এই নোটিশের বিবরণ

ভূমি আপীল বোর্ড (lab) এর বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচী

১। ভূমি আপীল বোর্ডের রাজস্ব খাতভুক্ত সাঁট-মুদ্রাক্ষরিক-কাম কম্পিউটার অপারেটর, সহকারী লাইব্রেরীয়ান, ক্যাশিয়ার, ড্রাইভার (গাড়ীচালক), ডেসপাচ রাইডার, অফিস সহায়ক পদে লিখিত ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় নিম্নবর্ণিত রোল নম্বরধারী প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন। নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা নিম্নলিখিত তারিখ ও সময়ে কক্ষ নং-৬০১, ভূমি আপীল বোর্ড, ভূমি ভবন (লেভেল-৫), ৯৮, শহীদ তাজউদ্দীন আহমদ সরণি, তেজগাঁও, ঢাকা-১২০৮ এ অনুষ্ঠিত হবে।

২। মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের নির্ধারিত তারিখ ও সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। মৌখিক পরীক্ষার দিন সকল সনদের মূলকপি অবশ্যই প্রদর্শণ করতে হবে এবং নিম্নোক্ত কাগজপত্রের ১ সেট ফটোকপি (সত্যায়িত) বোর্ডে জমা দিতে হবে।

২.১ পরীক্ষার প্রবেশপত্রের কপি (কালার প্রিন্ট);

২.২ প্রার্থীর অনলাইন আবেদনের কপি (Applicant's copy) (কালার প্রিন্ট);

২.৩ জাতীয় পরিচয়পত্র (NID);

২.৪ শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র;

২.৫ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদ:

২.৬ অনধিক ৩ মাস পূর্বে তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি;

২.৭আবেদনকারীর স্থায়ী ঠিকানা পরিবর্তন হলে পরিবর্তিত স্থায়ী ঠিকানার স্বপক্ষে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা সিটি কর্পোরেশন/পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন পত্র;

২.৮ কোটার স্বপক্ষে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের (মুক্তিযোদ্ধা), শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান কোটার ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি কোটার ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক প্রদত্ত সনদ, শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সমাজসেবা কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধী সনদ/পরিচয়পত্র, তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদ/প্রত্যয়নের সত্যায়িত কপি [প্রযোজ্য ক্ষেত্রে)। এক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ২৩ জুলাই ২০২৪ তারিখে জারিকৃত ০৫.০০.০০০০.১৭০.১১.০১৪.২৪-১৪১ নং প্রজ্ঞাপন প্রযোজ্য হবে;

৩। মৌখিক পরীক্ষার নির্ধারিত সময়ে ন্যূনতম আধাঘন্টা (৩০ মিনিট) পূর্বে অবশ্যই উপস্থিত হতে হবে। নির্ধারিত তারিখ ও সময়ে মৌখিক পরীক্ষায় অনুপস্থিত প্রার্থীর পরবর্তীতে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকবে না।

৪। কোন প্রার্থীর সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত কোন শর্তের ঘাটতি পাওয়া গেলে মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে যে কোন পর্যায়ে উক্ত প্রার্থীর প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে।

পড়াশোনা ও জ্ঞানার্জনের মাধ্যমে ভালভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করুন।

চাকরির ক্ষেত্রে যে কোন ধরণের তদবীর প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে।