সমন্বিত ০৯টি ব্যাংক ও ০২টি আর্থিক প্রতিষ্ঠানে 'সিনিয়র অফিসার (সাধারণ)' পদের পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রতালিকা

ব্যাংকার্স সিলেকশন কমিটি

এই নোটিশের বিবরণ

সমন্বিত ০৯টি ব্যাংক ও ০২টি আর্থিক প্রতিষ্ঠানে 'সিনিয়র অফিসার (সাধারণ)' পদের পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রতালিকা

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ০৯টি ব্যাংক ও ০২টি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে 'সিনিয়র অফিসার (সাধারণ)' (৯ম গ্রেড) (Job ID-10220) এর ১৫৫৪টি শূন্য পদে নিয়োগের উদ্দেশ্যে অনুষ্ঠেয় প্রিলিমিনারি (MCQ Test) পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রতালিকা সংক্রান্ত বিজ্ঞপ্তি।

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ০৯টি ব্যাংক ও ০২টি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে 'সিনিয়র অফিসার (সাধারণ)' (৯ম গ্রেড) (Job ID-10220) এর ১৫৫৪ টি শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে এ সচিবালয়ের বিগত ৩১/১২/২০২৪ তারিখের বিজ্ঞপ্তি নম্বর: ১৯০/২০২৪ মোতাবেক আবেদনকারী প্রার্থীদের মধ্যে যোগ্য বিবেচিত প্রার্থীদের ১০০ নম্বরের প্রিলিমিনারী পরীক্ষা (MCQ) আগামী ০৫/১২/২০২৫ তারিখ, শুক্রবার (সকাল ১০টা-১১টা; ১ ঘণ্টাব্যাপী) নিম্নবর্ণিত ৫২টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।