সমন্বিত ০৫টি ব্যাংকের এর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচী প্রকাশ
এই নোটিশের বিবরণ
সমন্বিত ০৫টি ব্যাংকের এর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচী প্রকাশ
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ০৫টি ব্যাংকের ২০২২ সালভিত্তিক সিনিয়র
অফিসার (প্রকৌশলী-সিভিল)/এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)/সহকারী প্রকৌশলী (সিভিল)
(৯ম গ্রেড) (Job ID-10211) এর ২৯টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠেয় MCQ Test ও
লিখিত পরীক্ষার কেন্দ্র সংক্রান্ত বিজ্ঞপ্তি।
এ সচিবালয়ের বিগত ১৫/১২/২০২৫ তারিখের বিজ্ঞপ্তি নম্বর: ১৫৬/২০২৫ এর প্রতি
দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, BSC -এর সদস্যভুক্ত ০৫টি ব্যাংকের ২০২২ সালভিত্তিক
সিনিয়র অফিসার (প্রকৌশলী-সিভিল)/এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)/সহকারী প্রকৌশলী
(সিভিল) (৯ম গ্রেড) (Job ID-10211) এর ২৯টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠেয়
MCQ Test (১ ঘণ্টাব্যাপী) এবং লিখিত পরীক্ষা (২ ঘণ্টাব্যাপী) এক সেশনে আগামী ১০/০১/২০২৬
তারিখ, শনিবার সকাল ১০.০০টা দুপুর ১.০০টা পর্যন্ত (মোট ৩ ঘণ্টা) লালমাটিয়া গার্লস হাই
স্কুল এন্ড কলেজ (ঠিকানা: ৯/১৫, ব্লক-ডি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭) কেন্দ্রে
অনুষ্ঠিত হবে।
এ সচিবালয়ের বিগত ১৫/১২/২০২৫ তারিখের বিজ্ঞপ্তি নম্বর: ১৫৬/২০২৫ এর অন্যান্য
নির্দেশাবলি অপরিবর্তিত থাকবে।
MCQ Test এর ক্ষেত্রে প্রতিটি সঠিক উত্তরের জন্য ১.২৫ নম্বর প্রদান এবং
প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে।
উক্ত পদের জন্য প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীদের প্রবেশপত্র বাংলাদেশ
ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে (https://erecruitment.bb.org.bd)
আপলোড করা হয়েছে। প্রবেশপত্র ব্যতিরেকে কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে
না।
পরীক্ষা কেন্দ্রের নাম ও আসনবিন্যাস বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত
ওয়েবসাইটে (https://erecruitment.bb.org.bd)
যথাসময়ে অবহিত করা হবে।
সুশৃঙ্খলভাবে কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ এবং চেকিং কার্যক্রম সম্পন্ন করার
জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে ১ ঘন্টা পূর্বে পরীক্ষার্থীদেরকে কেন্দ্রে উপস্থিত হতে
হবে। পরীক্ষা শুরুর পর কোনো পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। এক্ষেত্রে
বিলম্বে উপস্থিতির কোনো অজুহাতই গ্রহণযোগ্য হবে না।
প্রবেশপত্র (০১ কপি) ব্যতীত কোনো ধরণের কাগজ, বই, মানিব্যাগ, বোতল, মোবাইল
ফোন, ক্যালকুলেটর, ইলেক্ট্রনিক কার্ড (স্মার্ট কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা
অনুরূপ অন্য কোন কার্ড), ডিজিটাল/স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে
পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না। পরীক্ষা চলাকালীন উল্লিখিত কোনো কিছু পাওয়া গেলে
কিংবা কোনো ধরনের অসদুপায় অবলম্বনের চেষ্টা করলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল
করা হবে। প্রবেশপত্রে কোনোরূপ খসড়া বা কোনো কিছু লেখা যাবে না।
পরীক্ষার সময় পরীক্ষার্থীদের উভয় কান দৃশ্যমান রাখতে হবে।



