৭ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি (বিশেষ)-২০২৬
এই নোটিশের বিবরণ
৭ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি (বিশেষ)-২০২৬
দেশের সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল, কলেজ, মাদ্রাসা,
কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা) নিম্নবর্ণিত শূন্যপদে শিক্ষক নিয়োগ প্রদান করা হবে।
আগ্রহী নিবন্ধন সনদধারী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে e-Application আহবান
করা হয়েছে:
শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক শূন্যপদের বিবরণ:
|
শিক্ষাপ্রতিষ্ঠানের ধরন |
পদের ধরন |
সংখ্যা |
|
স্কুল ও কলেজ |
এমপিও |
২৯,৫৭১ |
|
মাদ্রাসা |
এমপিও |
৩৬,৮০৪ |
|
কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান |
এমপিও |
৮৩৩ |
|
সর্বমোট |
৬৭,২০৮ |
1. e-Application ফরম পূরণ ও ফি জমা প্রদানের তারিখ: ১০ জানুয়ারি ২০২৬ খ্রি.
হতে ১৭ জানুয়ারি ২০২৬ খ্রি. দিবাগত রাত ১২.০০ ঘটিকা পর্যন্ত।
2. আবেদনকারীর বয়স ও শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ: ০৪ জুন ২০২৫ খ্রি. তারিখে
সর্বোচ্চ ৩৫ বছর এবং শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ
হতে ০৩ (তিন) বছর (শিক্ষা মন্ত্রণালয়ের গত ০১ জানুয়ারি ২০২৬ তারিখের ৩৭.০০.০০০০,০০০,০৭৩,০৮,০০০১,২৫.১
স্মারক)।
3. ইনডেক্সধারী কর্মরত শিক্ষকদের আবেদন সংক্রান্ত নির্দেশনা: কর্মরত ইনডেক্সধারী
শিক্ষকগন সমপদে আবেদনের যোগ্য হবেন না।
4. শূন্য পদ এবং নিয়োগের অন্যান্য শর্তাবলী: পদভিত্তিক শূন্যপদের তালিকা,
আবেদন ফরম এবং নিয়োগের অন্যান্য তথ্য ও শর্তাবলী এনটিআরসিএ এর ওয়েবসাইট www.ntrca.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইট http://ngi.teletalk.com.bd পাওয়া যাবে।



