বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (btcl) এর "হিসাবরক্ষক" পদের MCQ পরীক্ষার ফলাফল প্রকাশ
এই নোটিশের বিবরণ
বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (btcl) এর
"হিসাবরক্ষক" পদের MCQ পরীক্ষার ফলাফল প্রকাশ
বিটিসিএল প্রধান কার্যালয় এর স্মারক নং-১৪.৩৩.০০০০.০০০.০২৬.১১.০০০২.২৩.১৩৬,
তারিখ: ১৮/১২/২০২৫ খ্রি. এর মাধ্যমে বিটিসিএল এর হিসাবরক্ষক পদে সরাসরি জনবল নিয়োগের
নিমিত্ত উক্ত পদে আবেদনকারীদের প্রতি সাধারণ নির্দেশনা এবং প্রাক-যাচাই ও লিখিত পরীক্ষা
গ্রহণের সময়সূচি প্রকাশ করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় বিটিসিএল এর হিসাবরক্ষক পদের
নিয়োগের প্রাক-যাচাই পরীক্ষা বিগত ০২/০১/২০২৬ খ্রি. তারিখে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীগণের লিখিত পরীক্ষা আগামী
০৯ জানুয়ারি, ২০২৬ খ্রিঃ, রোজ শুক্রবার, বিকাল ০৩:৩০-০৪:৩০ ঘটিকায় আইবিএ কর্তৃক নির্ধারিত
উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ৩/৩ ফুলার রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ঢাকা-১০০০-এ
অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীগণের রোলক্রম অনুসারে তালিকা
নিম্নে প্রদান করা হলো। উল্লেখ্য যে, প্রাক-যাচাই পরীক্ষায় ব্যবহৃত প্রবেশপত্রই লিখিত
পরীক্ষার জন্য ব্যবহৃত হবে।



