প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নসমাধান-২০০৯ (জবা) | primary head teacher question solution 2009

প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নসমাধান-২০০৯ (জবা) | primary head teacher question solution 2009

 
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগের লক্ষ্যে ১১২২টি স্থায়ী পদে সার্কুলার প্রকাশিত হয়েছে। প্রায় ১৩ বছর পরে সরাসরি পরীক্ষার মাধ্যমে প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক এই নিয়োগ পরীক্ষা গ্রহণ করা হবে। ধারণা করা যাচ্ছে, বিপুল সংখ্যক চাকরি প্রার্থী নন ক্যাডার পদ মর্যাদার এই প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগের জন্য আবেদন করবেন  এবং তুমুল প্রতিযোগিতার মাধ্যমে সেরা মেধাবীরাই এই পদে চাকরি পাবেন। কোটা ব্যবস্থা উঠে যাওয়ায় প্রতিযোগিতা আরও বাড়বে। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র খুবই স্ট্যান্ডার্ড মানের হবে। ৯০ নম্বরের MCQ Type লিখিত পরীক্ষা এবং ১০ নম্বরের ভাইভা পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে। যদিও উভয় ক্ষেত্রে পাস নম্বর ৫০% কিন্তু এত কম নম্বর নিয়ে প্রতিযোগিতায় টিকে থাকা যাবে না বা প্রধান শিক্ষক পদে চাকরিটি নিশ্চিত করা যাবে না।

আরও দেখুন:প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান (১ম ধাপ)-২০২২ | primary question solution 2022

আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার (১ম ধাপ) প্রশ্ন সমাধান PDF-২০২৩ | primary question solution PDF-2023

আরও দেখুন: প্রাইমারি প্রধান শিক্ষক Success লাইভ ব্যাচ-২

 

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে চাকরিটি নিশ্চিত করতে হলে আপনাকে লিখিত পরীক্ষায় কমপক্ষে ৮০+ নম্বর নিশ্চিত করতে হবে। বিষয়টি কঠিন মনে হলেও এই নিয়োগ পরীক্ষায় সফল হতে হলে বেশ কিছু কৌশল অবলম্বন করতে হবে। চলুন আজ আমরা দেখে নেই, কীভাবে প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিলে সফল হওয়া সম্ভব:

  • প্রথমেই একটি কার্যকর রুটিন তৈরি করুন।
  • আপনার সামর্থ্য অনুযায়ী দৈনিক কত ঘণ্টা পড়াশোনা করবেন সেই টার্গেট নির্ধারণ করুন।
  • প্রাইমারির প্রধান শিক্ষক পদের পরীক্ষা পদ্ধতি, বিষয়ভিত্তিক মানবণ্টন, সিলেবাস সম্পর্কে বিস্তারিত জানুন।
  • বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ টপিকগুলো খুঁজে বের করুন।
  • অপ্রয়োজনীয় তথ্য পড়ে সময় নষ্ট করা যাবে না।
  • যেহেতু প্রায় ১৩ বছর পর সরাসরি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ হচ্ছে সে কারণে এই নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে অনেকেই জানেন না।
  • যদিও প্রাইমারির প্রধান শিক্ষক পরীক্ষা নতুন নিয়মে (সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫ এর তফসিল-২ অনুযায়ী) হবে তবুও বিগত সালের প্রশ্নগুলো সমাধানের মাধ্যমে একজন চাকরি প্রার্থী প্রাইমারির প্রধান শিক্ষক পদের প্রশ্নের ধরণ ও বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ টপিকগুলো সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন।
  • বিদ্যাবাড়ির ফেসবুক পেইজ ওয়েবসাইটে বিগত প্রাইমারির প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন পাওয়া যাবে।
  • যেহেতু বাংলা ও ইংরেজি মিলিয়ে মোট ৫০ নম্বর তাই এই দুইটি বিষয়ে গুরুত্ব দিতে হবে সবচেয়ে বেশি।
  • তবে গণিত ও দৈনন্দিন বিজ্ঞান এবং সাধারণ জ্ঞানের জন্যও আলাদা সময় রাখতে হবে।
  • কোনো বিষয়কে কম গুরুত্ব দেওয়া যাবে না।
  • সামনের কয়েকটি মাসকে পুরোপুরি কাজে লাগাতে হবে।
  • প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিটি বিষয়ে বিগত বিসিএস প্রাইমারি, শিক্ষক নিবন্ধন ও বিভিন্ন নন-ক্যাডার পদের বিগত ১০ সালের প্রশ্ন সমাধান করতে হবে।
  • প্রতিটি বিষয়ের প্রস্তুতির জন্য নির্ধারিত বোর্ড বই সহ বিষয় সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বইগুলো পড়তে হবে।
  • শুধু বোর্ড বই পড়লেই হবে না বরং সব বিষয়ের গুরুত্বপূর্ণ বাছাইকৃত কমন উপযোগী তথ্যগুলো একত্রে গুছিয়ে পড়ার জন্য একটি মানসম্পন্ন গাইড বই অনুসরণ করতে হবে। সেক্ষেত্রে বাজারের বহুল প্রচলিত বিদ্যাবাড়ির প্রাইমারি ডাইজেস্ট প্লাস বইটি পড়তে পারেন।
  • অনেকেই আছেন যারা সঠিক ভাবে বুঝতে পারেন না যে কি পড়বেন, কীভাবে শুরু করবেন, কীভাবে পড়বেন বা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক আসলে কোনগুলো। এই পর্যায়ে আপনাদের সহয়তার জন্য বিদ্যাবাড়ি সবসময় আপনাদের পাশে আছে। দেশসেরা মেধাবী শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে আপনার চাকরিটি নিশ্চিত করতে হলে নিতে হবে একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি।
  • আপনাদের যেকোনো তথ্যের প্রয়োজনে বিদ্যবাড়ির ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব চ্যানেলে সংযুক্ত থাকুন। সঠিক গাইডলাইন সহ আপনার নিয়মিত পড়াশোনা নিশ্চিত করে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে বিদ্যাবাড়ি হতে পারে আপনার অন্যতম সহায়ক।


আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার (২য় ধাপ) প্রশ্ন সমাধান-২০২৪ | primary question solution PDF-2024

আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার (৩য় ধাপ) প্রশ্ন সমাধান-২০২৪ | primary question solution PDF-2024

আপনাদের প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতির সহায়তার জন্য আমরা ধারাবাহিক ভাবে প্রধান শিক্ষক পদের বিগত সালের প্রশ্নসমাধান PDF ফরমেটে প্রকাশ করবো।

আজ আমরা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নসমাধান-২০০৯ (জবা) PDF ফরমেটে প্রকাশ করছি। 

প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নসমাধান-২০০৯ (জবা) | primary head teacher question solution 2009 PDF Download

প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ-২০০৯

পরীক্ষার তারিখ: ১১.০৯.২০০৯

সেট কোড: জবা


সময়: ১ ঘণ্টা ২০ মিনিট

পূর্ণমান: ৮০


১.   কোনটি শুদ্ধ বানান?

      ক. Psychology       খ. Sychology

      গ. Psykology         ঘ. Sycology


      উত্তর: Psychology


২.   ‘You should drive the car at a speed compatible ....... safety.' বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

      ক. for                  খ. towards

      গ. at                   ঘ. with


      উত্তর: with


৩.   ‘Vertical’ শব্দটির Synonym হচ্ছে-

      ক. Horizontal        খ. Inclined

      গ. Erect               ঘ. Prone

                     

      উত্তর: Erect


৪.   ‘At home’ এর অর্থ  হচ্ছে-

      ক. Home made of bricks

      খ. One who has lost home

      গ. Try to make a home

      ঘ. Familiar with

                                     

      উত্তর: Familiar with


৫.   রম্বসের কর্ণদ্বয় পরস্পর ‘O’ বিন্দুতে ছেদ করেছে। কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ-

      ক. সূক্ষ্মকোণ            খ. স্থূলকোণ

      গ. সরলকোণ           ঘ. সমকোণ


      উত্তর: সমকোণ


৬.   বাড়ী থেকে নদী দেখা যায়’ -বাক্যে নিম্নরেখ শব্দ কোন কারকে কোন বিভক্তি?

      ক. কর্মকারকে পঞ্চমী

      খ. করণ কারকে সপ্তমী

      গ. কর্তৃকারকে দ্বিতীয়া

      ঘ. অধিকরণ কারকে পঞ্চমী

                             

      উত্তর: অধিকরণ কারকে পঞ্চমী


৭.   কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলে-

      ক. অক্টাল               খ. দশমিক

      গ. হেক্সাডেসিমেল       ঘ. বাইনারি


      উত্তর: বাইনারি


৮.   কোনটি সামাজিক পরিবর্তনের উপাদান নয়?

      ক. শিল্পায়ন             খ. বাসস্থান

      গ. নগরায়ন             ঘ. শিক্ষা

                       

      উত্তর: বাসস্থান


৯.   বাংলাদেশ প্রথম বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেয়?

      ক. ১৯৯২ সালে         খ. ১৯৯৬ সালে

      গ. ১৯৯৯ সালে         ঘ. ১৯৮৭ সালে


      উত্তর: ১৯৯৯ সালে


১০. সবুজ তরিতরকারিতে সবচেয়ে বেশি থাকে-

      ক. শর্করা

      খ. আমিষ

      গ. খনিজ পদার্থ ও ভিটামিন

      ঘ. স্নেহজাতীয় পদার্থ

                                    

      উত্তর: খনিজ পদার্থ ও ভিটামিন


১১. ‘কবর’ নাটকটির রচয়িতা কে?

      ক. জসীমউদ্‌দীন

      খ. নুরুল মোমেন

      গ. মুনীর চৌধুরী

      ঘ. আবদুল্লাহ আল মামুন

                                   

      উত্তর: মুনীর চৌধুরী


১২. কোনটি শুদ্ধ বানান?

      ক. বিভীষিকা            খ. বিভিষীকা

      গ. বীভিষিকা            ঘ. বীভিষীকা


      উত্তর: বিভীষিকা


১৩. ‘বিদ্যালয়’ এর সন্ধি বিচ্ছেদ-

      ক. বিদ্যা + আলয়       খ. বিদ্য + আলয়

      গ. বিদ্যা + লয়          ঘ. বিদ + আলয়


      উত্তর: বিদ্যা + আলয়


১৪. ‘কদাচার’ শব্দটি কোন সমাস?

      ক. কর্মধারয়            খ. তৎপুরুষ

      গ. বহুব্রীহি              ঘ. দ্বন্দ্ব


      উত্তর: কর্মধারয়


১৫. ‘খড়গ’- এর সমার্থক শব্দ নয়-

      ক. অসি                 খ. চাকু

      গ. কৃপাণ                ঘ. তরবারি

                     

      উত্তর: চাকু


১৬. ‘নিরাকার’ শব্দের বিপরীতার্থক শব্দ-

      ক. আকার               খ. সাকার

      গ. অদৃশ্য                ঘ. দৃশ্যমান


      উত্তর: সাকার


১৭. একটি বহুভুজের বাহুর সংখ্যা ৬ হলে বহুভুজের  অন্তঃকোণগুলোর সমষ্টি কত হবে?

      ক. সাত সমকোণ        খ. আট সমকোণ

      গ. চার সমকোণ         ঘ. ছয় সমকোণ


      উত্তর: আট সমকোণ


১৮. ‘তাঁর চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি’ -এটি  কোন ধরনের বাক্য?

      ক. সরর বাক্য           খ. জটিল বাক্য

      গ. যৌগিক বাক্য         ঘ. মিশ্র বাক্য


      উত্তর: যৌগিক বাক্য


১৯. কোনটি শুদ্ধ বানান?

      ক. Mutach            খ. Moustach

      গ. Mustache          ঘ. Moustache

               

      উত্তর: Mustache, Moustache


২০. ৬০ লিটার মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩ : ৭ হবে?

      ক. ৭০                  খ. ৮০

      গ. ৯০                   ঘ. ৯৮

                         

      উত্তর: ৮০


২১. ‘Some children were helping the wounded man’ এর Passive form হবে-

      ক. The wounded man was helped by some children.

      খ. The wounded man was helping some children.

      গ. The wounded man was being helped by some children.

      ঘ. The wounded man was to be helped by some children.


      উত্তর: The wounded man was being helped by some children.



২৩. টাকায় ৬টা ক্রয় করে টাকায় কয়টা বিক্রয় করলে ২০% লাভ হবে?

      ক. ৩টা                  খ. ৪টা

      গ. ৫টা                  ঘ. ৬টা

                         

      উত্তর: ৫টা


২৪. নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রয় করাতে ২০% ক্ষতি হলো। এটি ৬০ টাকা বেশি মূল্যে বিক্রয় করতে পারলে ১০% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

      ক. ২০০ টাকা           খ. ৩০০ টাকা

      গ. ১৬০ টাকা            ঘ. ২২০ টাকা


      উত্তর: ২০০ টাকা


২৫. চালের দাম শতকরা ২৫ টাকা বৃদ্ধি পেলে চালের ব্যবহার কত কমালে চাল বাবদ খরচ বৃদ্ধি পাবে না?

      ক. ২০%                খ. ২১%

      গ. ৩০%                ঘ. ৩১%

                       

      উত্তর: ২০%


২৬. কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর ৮০% গণিত এবং ৭০% বাংলায় পাস করল। উভয় বিষয়ে পাস করল ৬০%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?

      ক. ১৫%                খ. ১২%

      গ. ১১%                 ঘ. ১০%

                       

      উত্তর: ১০%



২৮. ১ থেকে ২০ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত?

      ক. ১৩                  খ. ১২

      গ. ১০                   ঘ. ৮


      উত্তর: ১০


২৯. ২০৫৭৩.৪ মি.লি. গ্রামে কত কিলোগ্রাম?

      ক. ২.০৫৭৩৪           খ. ০.২০৫৭৩৪

      গ. ০.০২০৫৭৩৪        ঘ. ২০.৫৭৩৪০০

               

      উত্তর: ০.০২০৫৭৩৪


৩০. ১ বর্গমিটার কত বর্গ সেন্টিমিটারের সমান?

      ক. ১০০                 খ. ১০,০০০

      গ. ১,০০০               ঘ. ১০


      উত্তর: ১০,০০০


৩১. ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪, ..... ধারাটির পরবর্তী সংখ্যা কত?

      ক. ৪০                  খ. ৫৫

      গ. ৬৮                  ঘ. ৯০


      উত্তর: ৫৫


৩২. ৮, ১১, ১৭, ২৯, ৫৩, .... ধারাটির পরবর্তী সংখ্যা কত?

      ক. ১৫০                 খ. ১০৫

      গ. ১০১                 ঘ. ৭৫


      উত্তর: ১০১


৩৩. ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার কে উন্মোচন করেন?

      ক. শহীদ শফিউর রহমানের বাবা

      খ. শহীদ জব্বারের বাবা

      গ. শহীদ বরকতের মা

      ঘ. শহীদ সালামের বাবা


      উত্তর: শহীদ বরকতের মা


৩৪. পূর্ব বাংলার যুক্তফ্রন্টের মন্ত্রিসভার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?

      ক. এ. কে ফজলুল হক

      খ. চৌধুরী খালেকুজ্জামান

      গ. মুহাম্মদ আলী

      ঘ. ইস্কান্দার মীর্জা

                                       

      উত্তর: এ. কে ফজলুল হক


৩৫. একজন ভালো শিক্ষকের কী কী যোগ্যতা ও দক্ষতা দরকার?

      ক. জ্ঞানী ও শিক্ষিত হতে হবে

      খ. বিষয়ে ব্যুৎপত্তি থাকা দরকার

      গ. পড়ানো ও শাসন করার ক্ষমতা

      ঘ. পড়ানো, সঠিক পরিচালনা ও গাইড করা

             

      উত্তর: পড়ানো, সঠিক পরিচালনা ও গাইড করা


৩৬. বিখ্যাত সাধক সুলতান বলখীর মাজার কোথায় অবস্থিত?

      ক. শাহজাদপুরে         খ. নেত্রকোণায়

      গ. রামপালে             ঘ. মহাস্থানগড়

                 

      উত্তর: মহাস্থানগড়


৩৭. বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়-

      ক. ১৯৮২ সালে         খ. ১৯৮৪ সালে

      গ. ১৯৮৬ সালে         ঘ. ১৯৮৮ সালে

                

      উত্তর: ১৯৮৬ সালে


৩৮. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখ হতে?

      ক. জানুয়ারী ১০, ১৯৭৩

      খ. অক্টোবর ১১, ১৯৭২

      গ. নভেম্বর ৪, ১৯৭২

      ঘ. ডিসেম্বর ১৬, ১৯৭২

 

      উত্তর: ডিসেম্বর ১৬, ১৯৭২

                              

৩৯. বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?

      ক. চট্টগ্রামে             খ. বগুড়ায়

      গ. সোনারগাঁয়ে          ঘ. রাঙ্গামাটিতে

                 

      উত্তর: সোনারগাঁয়ে


৪০. পূর্ব বাংলার প্রথম গভর্নর ছিলেন?

      ক. ইস্কান্দার মীর্জা       খ. চৌধুরী খালেকুজ্জামান

      গ. সোহরাওয়ার্দী        ঘ. এ কে ফজলুল হক

         

      উত্তর:

      [নোট: সঠিক উত্তর-ফ্রেডেরিক চালমার্স বোরন।]


৪১. ‘Act’ শব্দটির Verb কোনটি?

      ক. Action             খ. Enact

      গ. Acted               ঘ. Actress

                   

      উত্তর: Enact


৪২. “ধন ধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশে এক-সকল দেশের সেরা” কবিতাংশটুকু কোন কবির রচনা?

      ক. দ্বিজেন্দ্রলাল রায়

      খ. রবীন্দ্রনাথ ঠাকুর

      গ. শামসুর রাহমান

      ঘ. কৃষ্ণচন্দ্র মজুমদার


      উত্তর: দ্বিজেন্দ্রলাল রায়


৪৩. নিচের কোনটি Conjunction এর উদাহরণ?

      ক. very                খ. our

      গ. or                   ঘ. for

                         

      উত্তর: or


৪৪. নিচের কোনটি একবচন?

      ক. public              খ. crowd

      গ. knife               ঘ. mice

                      

      উত্তর: knife


৪৫. নিচের কোনটি Abstract noun এর উদাহরণ?

      ক. Child               খ. Boy

      গ. Family              ঘ. Childhood

                

      উত্তর: Childhood


৪৬. “জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে।” কবিতাংশটুকুর রচয়িতা কে?

      ক. কাজী নজরুল ইসলাম

      খ. সুফিয়া কামাল

      গ. জসীমউদ্‌দীন

      ঘ. জীবনানন্দ দাশ

                                      

      উত্তর: সুফিয়া কামাল


৪৮. x – y = 10, xy = 5 হলে (x + y)2 = কত?

      ক. 80                   খ. 120

      গ. 110                  ঘ. 90


      উত্তর: 120


৪৯. x + y = 5, xy = 6 হলে x3 + y3 = কত?

      ক. 30                   খ. 35

      গ. 215                  ঘ. 230

                        

      উত্তর: 35



৫১. সূর্যের নিকটতম গ্রহ কোনটি?

      ক. বৃহস্পতি            খ. শনি

      গ. পৃথিবী                ঘ. বুধ


      উত্তর: বুধ


৫২. পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?

      ক. শুক্র                 খ. বৃহস্পতি

      গ. বুধ                   ঘ. মঙ্গল

                       

      উত্তর: শুক্র


৫৩. আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম-

      ক. বুধ                  খ. লুব্ধক

      গ. প্রক্সিমা সেন্টারাই    ঘ. বৃহৎ কুক্কুর

                 

      উত্তর: লুব্ধক


৫৪. দক্ষিণ গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয়-

      ক. ১ ডিসেম্বর           খ. ২১ জুলাই

      গ. ২১ জুন              ঘ. ১ জুলাই

                    

      উত্তর: ২১ জুন


৫৫. ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ গ্রন্থটির রচয়িতা কে?

      ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ

      খ. মুহম্মদ আবদুল হাই

      গ. আতাউর রহমান

      ঘ. আবুল মনসুর আহমদ


      উত্তর: আবুল মনসুর আহমদ


৫৬. ‘চাচা কাহিনির’র লেখক কে?

      ক. সৈয়দ শামসুল হক

      খ. সৈয়দ মুজতবা আলী

      গ. শওকত ওসমান

      ঘ. ফররুখ আহমদ

                                      

      উত্তর: সৈয়দ মুজতবা আলী


৫৭. কোনটি শুদ্ধ বানান?

      ক. Forefiet            খ. Forefeit

      গ. Forefit             ঘ. Forfeit

                    

      উত্তর: Forfeit


৫৮. ‘Open the window’- বাক্যটির Passive form হচ্ছে-

      ক. The window should be opened.

      খ. Let the window be opened.

      গ. Let the window be opened by you.

      ঘ. The window must be opened.

                 

      উত্তর: Let the window be opened.


৫৯. She asked me, “Are you happy in your new job?” বাক্যটির Inderect form হচ্ছে-

      ক. She asked me if I was happy in my new job.

      খ. She asked me if I have been happy in my new job.

      গ. She asked me whether I am happy in my new job.

      ঘ. She asked me if I had been happy in my new job.


      উত্তর: She asked me if I was happy in my new job.


৬০. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

      ক. Walking in the garden, a snake bite him.

      খ. Grammar is the better servant than a master.

      গ. It has been raining for three days.

      ঘ. He gave the examination.


      উত্তর: It has been raining for three days.


৬১. He said, “Good morning, Mr. Kamal.” বাক্যটির Indirect speech হচ্ছে-

      ক. He had wished Mr. Kamal good morning.

      খ. He wished Mr. Kamal good morning.

      গ. He said Mr. Kamal good morning.

      ঘ. He told Mr. Kamal good morning.


      উত্তর: He wished Mr. Kamal good morning.


৬২. কোনটি শুদ্ধ বাক্য?

      ক. He is my elder brother.

      খ. He went for the examination.

      গ. It is raining for three days.

      ঘ. He was bitten by the snake while walking in the garden.


      উত্তর:He is my elder brother., He was bitten by the snake while walking in the garden.


৬৩. He is accessible ...... all. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

      ক. into                খ. to

      গ. of                   ঘ. on


      উত্তর: to


৬৪. ‘Utilize’ শব্দের Synonym হচ্ছে-

      ক. Discard            খ. Employ

      গ. Discharge          ঘ. Reject

                     

      উত্তর: Employ


৬৫. ‘By all means’ phrase টির অর্থ হচ্ছে-

      ক. Meaningless

      খ. Meaningful

      গ. Certainly          

      ঘ. Uncertainly


      উত্তর: Certainly



৬৭. একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে ১০, ১২ ও ১৫ ঘণ্টায় পূর্ণ হতে পারে। তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে?

      ক. ৪ ঘণ্টা               খ. ৬ ঘণ্টা

      গ. ৩ ঘণ্টা               ঘ. ২ ঘণ্টা

                     

      উত্তর: ২ ঘণ্টা


৬৮. একজন মানুষ কি অবস্থায় পৃথিবীকে সবচেয়ে কম চাপ দেয়?

      ক. দৌড়ানো অবস্থায়

      খ. দাঁড়ানো অবস্থায়

      গ. বসা অবস্থায়

      ঘ. শোয়া অবস্থায়


      উত্তর: শোয়া অবস্থায়


৬৯. সমুদ্র নীল দেখানোর কারণ হলো আপতিত সূর্যরশ্মির-

      ক. প্রতিফলন           খ. প্রতিসরণ

      গ. বিক্ষেপণ             ঘ. শোষণ


      উত্তর: বিক্ষেপণ


৭০. শব্দ বিস্তারের জন্য-

      ক. কোন মাধ্যমের প্রয়োজন হয় না

      খ. স্থিতিস্থাপক মাধ্যমের প্রয়োজন হয়

      গ. বায়বীয় মাধ্যমের প্রয়োজন হয়

      ঘ. উপরের কোনোটিই নয়

                              

      উত্তর: স্থিতিস্থাপক মাধ্যমের প্রয়োজন হয়


৭১. কোন লোহায় বেশি পরিমাণ কার্বন থাকে?

      ক. রট আয়রন

      খ. কাস্ট আয়রন বা পিগ আয়রন

      গ. ইস্পাত

      ঘ. কোনোটিই নয়

                                       

      উত্তর: কোনোটিই নয়


৭২. ‘পরীক্ষা’ এর সন্ধি বিচ্ছেদ-

      ক. পরী + ঈক্ষা          খ. পরি + ইক্ষা

      গ. পরি + ঈক্ষা          ঘ. পরী + ইক্ষা


      উত্তর: পরি + ঈক্ষা


৭৩. সুষম খাদ্যে প্রধান তিনটি খাদ্য উপাদানের অনুপাত (শর্করা : আমিষ : স্নেহপদার্থ)-

      ক. ৪ : ১ : ১            খ. ১ : ১ : ৪

      গ. ১ : ৪ : ১            ঘ. ৪ : ৩ : ২


      উত্তর: ৪ : ১ : ১


৭৪. ‘অলীক’ এর বিপরীতার্থক শব্দ-

      ক. অলৌকিক           খ. লৌকিক

      গ. বাস্তব                ঘ. অবাস্তব

                     

      উত্তর: বাস্তব


৭৫. ‘গৃহ’ এর সমার্থক শব্দ নয়-

      ক. নিবাস               খ. ঘর

      গ. ঘরোয়া               ঘ. ভবন


      উত্তর: ঘরোয়া


৭৬. ‘উপকথা’ শব্দটি কোন সমাস?

      ক. অব্যয়ীভাব           খ. তৎপুরুষ

      গ. দ্বিগু                  ঘ. দ্বন্দ্ব


      উত্তর: অব্যয়ীভাব


৭৭. ‘আমার গানের মালা আমি করব কারে দান’- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

      ক. করণে সপ্তমী

      খ. কর্মে সপ্তমী          

      গ. কর্তায় সপ্তমী

      ঘ. অপাদানে সপ্তমী


      উত্তর: কর্মে সপ্তমী


৭৮. কোনটি শুদ্ধ বানান?

      ক. অভ্যন্তরীন           খ. অভ্যন্তরীণ

      গ. অভ্যন্তরিণ            ঘ. আভ্যন্তরীণ


      উত্তর: অভ্যন্তরীণ


৭৯. কোনটি শুদ্ধ বানান?

      ক. কৃষিজিবি            খ. কৃষিজীবি

      গ. কৃষিজীবী             ঘ. কৃষিজিবী

                   

      উত্তর: কৃষিজীবী


৮০. কোনটি শুদ্ধ বানান?

      ক. Examplary        খ. Exemplery

      গ. Examplery         ঘ. Exemplary


      উত্তর: Exemplary


 

More Question Bank

BCS

১৭তম বিসিএস প্রশ্ন সমাধান | 17th BCS Question Solution | Biddabari

১৭তম বিসিএস প্রশ্ন সমাধান | 17th BCS Question Solution | Biddabari প্রিয় চাকরি প্রত্যাশী, আপনারা অবগত আছেন যে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নির্ধারিত টাইমলাইন অনুসারে বর্তমানে নিয়মিত বিসিএস পরীক্ষা গুলো অনুষ্ঠিত হচ্ছে। আগামি ১ নভেম্বর ২০২৫ইং তারিখে ৫০তম বিসিএসের সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে। সার্কুলার প্রকাশিত হওয়ার পর প্রিলিমিনারি পরীক্ষার জন্য সময় পাওয়া যাবে খুবই কম। সুতরাং যারা ৫০তম বিসিএসকে টার্গেট করে প্রস্তুতি নিতে যাচ্ছেন তাদের এখন থেকেই পড়াশোনা শুরু করতে হবে। সাম্প্রতিক বিসিএস পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ থেকে দেখা গেছে যে, বিসিএসের মূলধারার প্রশ্নপত্রে অনেক পরিবর্তন এসেছে। সুতরাং প্রস্তুতি হতে হবে আরও গোছালো এবং সকল খুঁটিনাটি তথ্যগুলোও গুরুত্বের সাথে পড়তে হবে। আরও দেখুন: ১০ম বিসিএস প্রশ্ন...

Primary

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২য় পর্যায়)-২০২২| primary question solution 2022| Biddabari

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২য় পর্যায়)-২০২২| primary question solution 2022| Biddabari   সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনারা ইতোমধ্যে অবগত আছেন যে, খুব শীঘ্রই প্রাইমারির সহকারী শিক্ষক পদে নিয়োগ সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে। নতুন পদ্ধতিতে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা-২০২৫” অনুযায়ী এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট ৯০ নম্বরের লিখিত পরীক্ষা (MCQ Type) ও ১০ নম্বরের ভাইভা পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রদান করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস সহ অন্যান্য নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণের মাধ্যমে দেখা গেছে, মূলধারার প্রশ্নপত্রে অনেক বৈচিত্র্য এসেছে এবং প্রতিযোগিতা অন্য যেকোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি। এই প্রতিযোগিতায় তারাই টিকে থাকতে পারবেন যারা লি...

BCS

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান | 47th bcs question solution

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান | 47th bcs question solution প্রিয় চাকরি প্রত্যাশী, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আপনারা ইতোমধ্যে অবগত আছেন যে, গত ১৯ সেপ্টেম্বর ২০২৫ইং তারিখে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন বিগত অন্যান্য বিসিএসের তুলনায় অনেক  আলাদা হয়েছে। প্রশ্নপত্রে অনেক বৈচিত্র্য ছিল যা পরীক্ষার্থীদের কাছে ছিল একটি নতুন অভিজ্ঞতা। ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি প্রশ্ন সমাধান নিয়েও অনেকেই কনফিউশনে ভুগছেন। অনেক প্রশ্নের উত্তরেই দ্বিমত রয়েছে অনেক পরীক্ষার্থীর। এছাড়া ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার কার্ট মার্ক কত হতে পারে তা নিয়েও চলছে আলোচনা। আরও দেখুন: ১০ম বিসিএস প্রশ্ন সমাধান - 10th B...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই