প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৯ (৩য় পর্যায়-০১) | Primary Question Solution 2019 | Biddabari

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৯ (৩য় পর্যায়-০১) | Primary Question Solution 2019 | Biddabari

 

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৯ (৩য় পর্যায়-০১) | Primary Question Solution 2019 | Biddabari

 

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,

আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে।

নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।

 

🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:

 

    বাংলা— ২৫

    ইংরেজি— ২৫

    গণিত ও দৈনন্দিন বিজ্ঞান— ২০

    সাধারণ জ্ঞান—২০

    মোট: ৯০ নম্বর

সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে প্রতিটি বিষয়ের জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ, টপিকভিত্তিক প্রস্তুতি।

 

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (১ম ধাপ)–২০১৫| Primary Question Solution 2015| Biddabari

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার (২য় ধাপ) প্রশ্ন সমাধান-২০১৫ | primary question solution PDF-2015

 

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৯ (২য় পর্যায়) | primary question solution PDF – 2019 (2nd phase)

 

 

🎯বিগত প্রশ্নপত্রের গুরুত্ব

প্রাইমারির সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ ও সমাধান অত্যন্ত কার্যকর। কারণ, কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ, নিজের দুর্বল দিকগুলো কোথায় এসব জানা যায় প্রশ্ন বিশ্লেষণের মাধ্যমেই। এছাড়া অসংখ্য প্রশ্ন সলভ করার ফলে একটি শক্ত ভিত্তি তৈরি হয় এবং বিগত প্রশ্ন থেকেই অনেক প্রশ্ন সরাসরি কমন পাওয়া যায়, যা পরীক্ষায় ভালো নম্বর তুলতে সাহায্য করে।

আপনাদের প্রস্তুতির সহায়তায় বিদ্যাবাড়ি ধারাবাহিকভাবে বিগত সালের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্নপত্রসমূহ নির্ভুল উত্তরসহ PDF ফরমেটে প্রকাশ করছে। ফলে আপনাকে আলাদা করে এই প্রশ্নগুলো কোথাও খুঁজতে হবে না — সবকিছু এক জায়গায়, এক ক্লিকেই পাবেন।

 

📘 আজ প্রকাশ করা হচ্ছে-

📄 প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৯ (৩য় পর্যায়-০১) এর প্রশ্ন সমাধান PDF

 

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার (৪র্থ ধাপ) প্রশ্ন সমাধান-২০১৫ | primary question solution PDF-2015

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২য় পর্যায়)-২০২২| primary question solution 2022| Biddabari

 

📚 প্রস্তুতির জন্য দেখুন:Primary Advance Diamond Live Batch

ফাইলটি ডাউনলোড করে আপনি যেকোনো ডিভাইসে পড়তে পারবেন এবং প্রয়োজনে প্রিন্ট করে সংরক্ষণও করতে পারবেন।

প্রাইমারির সহকারী শিক্ষক হিসেবে সফলতা অর্জনের জন্য বিদ্যাবাড়ির Primary Advance Diamond Live Batch এ ভর্তি হয়ে অভিজ্ঞ শিক্ষকদের সঠিক গাইডলাইন অনুসরণ করুন— ইনশাআল্লাহ আপনার কাঙ্ক্ষিত সাফল্য নিশ্চিত হবে।

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৯ (৩য় পর্যায়-০১) | Primary Question Solution 2019 | Biddabari PDF Download

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৯ (৩য় পর্যায়-০১)

১. ‘রিরি করা’ দিয়ে কি প্রকাশ পায়?

ক. কড়া মেজাজ

খ. তীব্র ক্রোধ

গ. তীব্র ব্যথা

ঘ. কড়া কথা

উত্তর: তীব্র ক্রোধ

২. যিনি বক্তৃতা দানে পটু-

ক. বাগ্মী

খ. বাকপটু

গ. সুবক্তা

ঘ. অনলবর্ষী

উত্তর: বাগ্মী

৩. নিচের কোন বাগধারাটি ভিন্নার্থক?

ক. শরতের শিশির

খ. দুধের মাছি

গ. সুখের পায়রা

ঘ. লক্ষ্মীর বরযাত্রী  

নোট: সঠিক উত্তর নেই।

৪. নিচের কোনটি মিশ্র শব্দ?

ক. হরতাল

খ. আলকাতরা

গ. খ্রিস্টাব্দ

ঘ. ফটোকপি

উত্তর: খ্রিস্টাব্দ

৫. দুবার জন্মে যা-

ক. দ্বৈত জন্ম

খ. দ্বিজ

গ. দ্বিজন্ম

ঘ. পুনর্জন্ম

উত্তর: দ্বিজ

৬. কোনটি অনুজ্ঞা প্রকাশক?

ক. তুমি যাচ্ছিলে

খ. তুমি গিয়েছিলে

গ. তুমি যাচ্ছ 

ঘ. তুমি যাও

উত্তর: তুমি যাও

৭. ‘অদিতি’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক. ক্ষিতি

খ. অবনি

গ. নীর

উত্তর: পৃথিবী

নোট: অদিতি শব্দের সমার্থক হচ্ছে- ক্ষিতি, অবনি, পৃথিবী।

অন্যদিকে, নীর হচ্ছে পানির সমার্থক শব্দ।    

৮. ধ্বনিজ্ঞাপক দ্বিরুক্ত শব্দ কোনটি?

ক. নড়নড়

খ. কড়কড়

গ. দরদর

ঘ. মরমর

উত্তর: কড়কড়

৯. কোনটি শুদ্ধ বানান?

ক. দুষণ

খ. দূষণ

গ. দূশন

ঘ. দুশন

উত্তর: দূষণ

১০. ‘চাঁদের হাট’ কথাটির অর্থ কী?

ক. পূর্ণিমা রাত

খ. জ্যোৎস্না

গ. আনন্দের প্রাচুর্য

ঘ. কচিকাঁচার মেলা

উত্তর: আনন্দের প্রাচুর্য

১১. ‘এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি’ পঙক্তির রচয়িতা কে? 

ক. জীবনানন্দ দাশ

খ. সুকান্ত ভট্টাচার্য

গ. নজরুল ইসলাম

ঘ. শামসুল হক

উত্তর: সুকান্ত ভট্টাচার্য

১২. শুদ্ধ বানান কোনটি?

ক. গ্রীহস্ত

খ. গৃহস্থ

গ. গ্রীহস্থ

ঘ. গৃহস্ত

উত্তর: গৃহস্থ

১৩. পাখির ডাক-

ক. হ্রেষা

খ. কেকা

গ. অজিন

ঘ. কূজন

উত্তর: কূজন

১৪. ‘লোকটি দরিদ্র কিন্তু সৎ’-এ বাক্যে কিন্তু হলো-

ক. সংকোচক অব্যয়

খ. সংযোজক অব্যয়

গ. অনন্বয়ী অব্যয়

ঘ. অনুকার অব্যয়

উত্তর: সংকোচক অব্যয়

১৫. ‘অপমান’ শব্দের ‘অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?

ক. বিপরীত

খ. অভাব

গ. নিখুঁত

ঘ. নিকৃষ্ট

উত্তর: বিপরীত

১৬. ‘আটকপালে’ অর্থ কি?

ক. হতাশ

খ. সৌভাগ্যবান

গ. জ্ঞানী

ঘ. হতভাগ্য

উত্তর: হতভাগ্য

১৭. যা স্থায়ী নয়-

ক. অস্থায়ী

খ. ক্ষণস্থায়ী

গ. ক্ষণিক

ঘ. নশ্বর

উত্তর: অস্থায়ী

১৮. ‘চানাচুর’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?

ক. চীনা

খ. হিন্দি

গ. উর্দু

ঘ. আরবি

উত্তর: হিন্দি

১৯. ‘জোঁক’ গল্পের রচয়িতা:

ক. শওকত আলী

খ. আল মাহমুদ

গ. আবু ইসহাক

ঘ. শাহেদ আলী

উত্তর: আবু ইসহাক

২০. ‘তত্ত্ববোধিনী’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

খ. প্যারিদাস মিত্র

গ. ঈশ্বরচন্দ্র গুপ্ত

ঘ. অক্ষয়কুমার দত্ত

উত্তর: অক্ষয়কুমার দত্ত

২১. ‘Manifesto’ means—

ক. policy statement

খ. well behaved

গ. various forms

ঘ. manifold things

উত্তর: policy statement

২২. What is the antonym of ‘Gentle’---

ক. Rude

খ. Clever

গ. Modest

ঘ. Harsh

উত্তর: Rude

২৩. Optimist is to cheerful as pessimist is to—

ক. mean

খ. helpful

গ. gloomy

ঘ. petty

উত্তর: gloomy

২৪. The opposite of ‘Purchase’—

ক. produce

খ. procure

গ. sell

ঘ. buy

উত্তর: sell

২৫. ‘Mankind’ means---

ক.  the people in general

খ.  kind men

গ.  the male kind

ঘ.  the human race

উত্তর:  the human race

২৬. ‘Harvest’ is related to –

ক. tractor

খ. stockpile

গ. crop

ঘ. autumn

উত্তর: crop

২৭. ‘অবাক কাজ’-এর ইংরেজি-

ক. The wornderful work

খ. The beautiful work

গ. The work wonderful

ঘ. What is strange?

উত্তর: The wornderful work

২৮. ‘Competent’ means—

ক. competitie

খ. communicative

গ. forceful

ঘ. able

উত্তর: able

২৯. Choose the correct spelling:

ক. ascertain

খ. assertain

গ. asertain

ঘ. asartain

উত্তর: ascertain

৩০. The headmaster is the --- person in the village.

ক. better

খ. wisest

গ. best

ঘ. wise

উত্তর: wisest

৩১. He said, “What is pity!” বাক্যের indirect speech —

ক. He exclaimed that it is a great pity.

খ. He exclaimed that it is very pity.

গ. He exclaimed that it is great pity.

ঘ. He exclaimed that it was a great pity.

উত্তর: He exclaimed that it was a great pity.

৩২. The opposite of ‘Friendship’—

ক. loggerheads

খ. enmity

গ. dislike

ঘ. bitterness

উত্তর: enmity

৩৩. What is the correct antonym of ‘panic’?

ক. dence

খ. relax

গ. sit

ঘ. laugh

উত্তর: relax

৩৪. ‘Hardly’ means —

ক. scarcely

খ. positively

গ. frequently

ঘ. very often

উত্তর: scarcely

৩৫. Choose the correct sentence —

ক. The poor are not always dishonest.

খ. The poors are not always dishonest.

গ. The poor is not always dishonest.

ঘ. Poors are not always dishonest.

উত্তর: The poor are not always dishonest.

৩৬. Choose the correct sentence ---

ক. Fifty mile is a long distance.

খ. Fifty miles is a long distance.

গ. Fifty miles has a long a long distance.

ঘ. Fifty miles are a long distance.

উত্তর: Fifty miles is a long distance.

৩৭. ‘Pass for’ means —

ক. allow

খ. brush aside

গ. qualify

ঘ. appear to be

উত্তর: appear to be

৩৮. Everybody longs --- happiness.

ক. in

খ. for

গ. from

ঘ. over

উত্তর: for

৪০. What is the antonym of ‘famous’?

ক. illiterate

খ. obscure

গ. mmature

ঘ. opaque

উত্তর: obscure

৪০. He sleeps a sound sleep. Here ‘sound’ is a/an —

ক. Pronoun

খ. Adverb

গ. Adjective

ঘ. Noun

উত্তর: Adjective

৪১. ক ও খ একত্রে একটি কাজ ১০ দিনে শেষ করতে পারে। খ একা কাজটি ১৪ দিনে শেষ করতে পারলে ক একা কতদিনে কাজটি শেষ করতে পারবে?

ক. ৩৫

খ. ২৫

গ. ২৮

ঘ. ৩২

উত্তর: ৩৫

৪২. সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে ৭, ১৪, ২১, ৩৫, ৪২ সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না?

ক. ২৪০

খ. ২১০

গ. ২২০

ঘ. ২৩০

উত্তর: ২১০

৪৩. ১৫০ মিটার লম্বা ট্রেন ৪৫০ মিটার লম্বা একটি প্লাটফর্ম ২০ সেকেন্ডে অতিক্রম করলে ঐ ট্রেনেবর গতিবেগ প্রতি সেকেন্ডে কত হবে?

ক. ২০ মিটার

খ. ৪০ মিটার

গ. ৩০ মিটার

ঘ. ২৫ মিটার

উত্তর: ৩০ মিটার

৪৪. তিনটি পরপর মৌলিক সংখ্যার প্রথম দুটির গুণফল ৯১, শেষ দুটির গুণফল ১৪৩ হলে সংখ্যা তিনটি কত?

ক. ১১, ৭, ১৩

খ. ১১, ১৩, ৭

গ. ৭, ১৩, ১১

ঘ. ৭, ১১, ১৩

উত্তর: ৭, ১৩, ১১

৪৫. রাজশাহী থেকে খুলনার দূরত্ব ২৮২ কিমি। একটি বাস ৭ ঘণ্টায় খুলনা থেকে রাজশাহী চলে আসলো। পথে বাসটি ১ ঘণ্টা যাত্রা বিরতি করলো। বাসটির গড় গতিবেগ কত কিলোমিটার/ঘণ্টা?

ক. ৪২

খ. ৪৯

গ. ৫৫

ঘ. ৪৭

উত্তর: ৪৭

৪৬. পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের ৩ গুণ। ৫ বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?

ক. ৩৬, ১২

খ. ৪৮, ১৬

গ. ২৪, ৮

ঘ. ৪৬, ১৫

ব্যাখ্যা: অপশনে সঠিক উত্তর নেই। সঠিক উত্তর হবে : ৪৫, ১৫।

৪৭. শতকরা বার্ষিক কত হার সুদে কোন মূলধন ১০ বছরে সুদে-মূলে তিনগুণ হবে?

ক. ১০%

খ. ১৫%

গ. ১২%

ঘ. ২০%

উত্তর: ২০%

৪৮. ১ হতে ৯৯ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?

ক. ৪৮৫০

খ. ৪৯৫০

গ. ৪৬৫০

ঘ. ৪৭৫০

উত্তর: ৪৯৫০

৪৯. দুটি সংখ্যার গ. সা. গু ও ল. সা. গু যথাক্রমে ২ ও ৩৬০। একটি সংখ্যা ১০ হলে অপর সংখ্যাটি কত?

ক. ৬০

খ. ৭২

গ. ৪৮

ঘ. ২৪

উত্তর: ৭২

৫০. দুটি সংখ্যার অনুপাত ৩ : ৭। উভয় সংখ্যার সাথে ১০ যোগ করলে নতুন অনুপাত ১ : ২। ছোট সংখ্যাটি কত?

ক. ৩৫

খ. ১৫

গ. ২১

ঘ. ৩০

উত্তর: ৩০

৫১. একটি ব্যক্তি গাড়িযোগে ঘণ্টায় ৬০ কিমি বেগে কিছুদূর অতিক্রম করে ঘণ্টায় ৪০ কিমি বেগে অবশিষ্ট পথ অতিক্রম করলো। সে মোট ৫ ঘণ্টায় ২০০ কিমি অতিক্রম করে। সে ৬০ কিমি/ঘণ্টা বেগে কত কিমি গিয়েছিল?

ক. ১০০

খ. ১২০

গ. ১৫০

ঘ. ১৮০

ব্যাখ্যা: প্রশ্নটিতে ভুল রয়েছে। এখানে মোট দূরত্ব ২৪০ কিমি হবে। তখন উত্তর হবে ১২০কিমি।

৫২. a + b + c = 9, a2 + b2 + c2 = 29 হলে ab + bc + ca = কত?

ক. 26

খ. 28

গ. 20

ঘ. 26

উত্তর: 26

৫৩. x + y = 7 এবং xy = 10 হলে (x – y)2এর মান কত?

ক. 12

খ. 4

গ. 9

ঘ. 6

উত্তর: 9

৫৪. a ও b দুটি পূর্ণ সংখ্যা হলে a2 + b2 এর সাথে কোন সংখ্যাটি যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে-

ক. 3ab

খ. – ab

গ. ab

ঘ. 2ab

উত্তর: 2ab

৫৫. কোন শ্রেণিতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান টাকা চাঁদা দেয়ায় মোট ৪২০ টাকা চাঁদা উঠলো। ঐ শ্রেণির ছাত্রছাত্রীর সংখ্যা কত?

ক. ২২

খ. ২১

গ. ২৩

ঘ. ২০

উত্তর: ২১

৫৬. দুই সমকোণ অপেক্ষা বড় ও চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে বলে-

ক. সম্পূরক কোণ

খ. বিপ্রতীপ কোণ

গ. স্থূলকোণ

ঘ. প্রবৃদ্ধকোণ

উত্তর: প্রবৃদ্ধকোণ

৫৭. সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় ৩ ও ৪ সেমি হলে এর অতিভুজের মান কত?

ক. ৮ সেমি

খ. ৪ সেমি

গ. ৫ সেমি

ঘ. ৭ সেমি

উত্তর: ৫ সেমি

৫৮. একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আতয়ক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ এবং ক্ষেত্রফল ৭৬৮ বর্গমিটার। বর্গক্ষেত্রটির একবাহুর দৈর্ঘ্য কত মিটার?

ক. ৩১

খ. ৩২

গ. ৩৩

ঘ. ৩০

উত্তর: ৩২

৫৯. ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিঃস্থ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি-

ক. বিষয়বাহু

খ. সমদ্বিবাহু

গ. সমবাহু

ঘ. সমকোণী

উত্তর: সমবাহু

৬০. দুটি লাইন একে অন্যের থেকে ২ মিটার দূরে সমান্তরালভাবে চলে যাচ্ছে। তারা একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে?

ক. কখনই নয়

খ. ২০০

গ. ৪০০

ঘ. ৬০০

উত্তর: কখনই নয়

৬১. বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত করেন-

ক. আলাউদ্দিন খলজি

খ. ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খলজি

গ. সম্রাট বাবর

ঘ. ফখরুদ্দিন মোবারক শাহ

উত্তর: ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খলজি

৬২. ‘মাৎস্যন্যায়’ কোন শাসন আমলে দেখা দেয়?

ক. সেন শাসন আমলে

খ. মোগল শাসন আমলে

গ. পাল তাম্র শাসন আমলে

ঘ. খিলজি শাসন শাসন আমলে

উত্তর: পাল তাম্র শাসন আমলে

৬৩. বঙ্গবন্ধুর ‘স্বাধীনতা ঘোষণা’ ২৬ মার্চ চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে কে প্রথম প্রচার করেন?

ক. আবুল কাশেম সন্দ্বীপ

খ. মেজর রফিকুল

গ. এম এ হান্নান

ঘ. মেজর জিয়াউর রহমান

উত্তর: এম এ হান্নান

৬৪. বাংলাদেশের কোন নৃ-গোষ্ঠীর উৎসব ‘সাংগ্রাই’?

ক. গারো

খ. সাঁওতাল

গ. মারমা

ঘ. চাকমা

উত্তর: মারমা

৬৫. বাগেরহাটের ‘মিঠাপুকুর’ কে খনন করেন?

ক. সম্রাট হুমায়ুন

খ. সুজাউদ্দীন

গ. আলাউদ্দীন হোসেন শাহ

ঘ. সুলতান নুসরত শাহ

উত্তর: সুলতান নুসরত শাহ

৬৬. ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয়?

ক. অসাম্প্রদায়িক মনোভাব

খ. স্বজাত্যবোধ

গ. বাঙালি জাতীয়তাবাদ

ঘ. দ্বিজাতিতত্ত্ব

উত্তর: বাঙালি জাতীয়তাবাদ

৬৮. বাংলায় ‘স্বাধীন সুলতানী’ শাসন প্রতিষ্ঠা করেন কে?

ক. নবাব আলীবর্দি খা

খ. ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খলজি

গ. নবাব সিরাজউদ্দৌলা

ঘ. ফকরুদ্দিন মোবারক শাহ

উত্তর: ফকরুদ্দিন মোবারক শাহ

৬৯. আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর খেলোয়াড় ‘উইলিয়ামসন’ কোন দেশের খেলোয়াড়?

ক. ইংল্যান্ড

খ. নিউজিল্যান্ড

গ. সাউথ আফ্রিকা

ঘ. ওয়েস্ট ইন্ডিজ

উত্তর: নিউজিল্যান্ড

৭০. বিশ্ব পরিবেশ দিবস কোন তারিখে পালিত হয়?

ক. ৮ জুন

খ. ২০ জুন

গ. ৫ জুন

ঘ. ১৯ জুন

উত্তর: ৫ জুন

৭১. এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি?

ক. হোয়াংহো

খ. ইয়াংসিকিয়াং

গ. ইউফ্রেটিস

ঘ. ব্রহ্মপুত্র

উত্তর: ইয়াংসিকিয়াং

৭২. নিউ ডেভেলমেন্ট ব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

ক. মস্কো

খ. সাংহাই

গ. ওয়াশিংটন

ঘ. দিল্লি

উত্তর: সাংহাই

৭৩. ‘স্কটল্যান্ড ইয়ার্ড’ কোথায় অবস্থিত?

ক. লন্ডন

খ. ম্যানচেস্টার

গ. স্কটল্যান্ড

ঘ. মায়ামী

উত্তর: লন্ডন

৭৪. কোন দেশের প্রধানমন্ত্রী বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী?

ক. শ্রীলংকা

খ. ভারত

গ. যুক্তরাজ্য

ঘ. ইসরাইল

উত্তর: শ্রীলংকা

৭৫. জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে কত বছর নির্ধারণ করা হয়েছে?

ক. ২৪

খ. ৮৭

গ. ১৫

ঘ. ১৭

উত্তর: ১৫

৭৬. আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত?

ক. জেনেভা

খ. আমস্ট্রারডাম

গ. হেগ

ঘ. প্যারিস

উত্তর: হেগ

৭৭. মহেঞ্জোদারোতে পাওয়া গেছে কোনটি?

ক. গ্রন্থাগার

খ. গোসলখানা

গ. শস্যাগার

ঘ. রত্নভান্ডার

উত্তর: গোসলখানা

৭৮. নিচের কোন ভিটামিন পানিতে দ্রবণীয়?

ক. ভিটামিন ডি

খ. ভিটামিন ই

গ. ভিটামিন সি ও বি

ঘ. ভিটামিন এ

উত্তর: ভিটামিন সি ও বি

৭৯. প্রোটিনের অভাবে মানুষের কি রোগ হয়?

ক. রিকেটস

খ. ডিপথেরিয়া

গ. কোয়াশিয়রকর

 ঘ. বেরিবেরি

উত্তর: কোয়াশিয়রকর

৮০. রূপান্তরিত মূল কোনটি?

ক. মিষ্টি আলু

খ. কচু

গ. ওলকপি

ঘ. আদা

উত্তর: মিষ্টি আলু

 

More Question Bank

Primary

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৪ (বিটা) | Primary Question Solution 2014 | Biddabari

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৪ (বিটা) | Primary Question Solution 2014 | Biddabari   প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৪ (বিটা) | Primary Question Solution 2014 | Biddabari   সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে। নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের...

Primary

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৪ (আলফা) | Primary Question Solution 2014 | Biddabari

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৪ (আলফা) | Primary Question Solution 2014 | Biddabari   প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৪ (আলফা) | Primary Question Solution 2014 | Biddabari   সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে। নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের...

Primary

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৯ (৪র্থ পর্যায়-০৪) | Primary Question Solution 2019 | Biddabari

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৯ (৪র্থ পর্যায়-০৪) | Primary Question Solution 2019 | Biddabari   প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৯ (৪র্থ পর্যায়-০৪) | Primary Question Solution 2019 | Biddabari   সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে। নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই