প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৯ (৩য় পর্যায়-০৩) | Primary Question Solution 2019 | Biddabari

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৯ (৩য় পর্যায়-০৩) | Primary Question Solution 2019 | Biddabari

 

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৯ (৩য় পর্যায়-০৩) | Primary Question Solution 2019 | Biddabari

 

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,

আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে।

নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।

 

🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:

 

    বাংলা— ২৫

    ইংরেজি— ২৫

    গণিত ও দৈনন্দিন বিজ্ঞান— ২০

    সাধারণ জ্ঞান—২০

    মোট: ৯০ নম্বর

সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে প্রতিটি বিষয়ের জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ, টপিকভিত্তিক প্রস্তুতি।

 

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (১ম ধাপ)–২০১৫| Primary Question Solution 2015| Biddabari

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার (২য় ধাপ) প্রশ্ন সমাধান-২০১৫ | primary question solution PDF-2015

 

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৯ (৩য় পর্যায় – ০২) | primary question solution PDF – 2019 (3rd phase – 02)

 

 

🎯বিগত প্রশ্নপত্রের গুরুত্ব

প্রাইমারির সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ ও সমাধান অত্যন্ত কার্যকর। কারণ, কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ, নিজের দুর্বল দিকগুলো কোথায় এসব জানা যায় প্রশ্ন বিশ্লেষণের মাধ্যমেই। এছাড়া অসংখ্য প্রশ্ন সলভ করার ফলে একটি শক্ত ভিত্তি তৈরি হয় এবং বিগত প্রশ্ন থেকেই অনেক প্রশ্ন সরাসরি কমন পাওয়া যায়, যা পরীক্ষায় ভালো নম্বর তুলতে সাহায্য করে।

আপনাদের প্রস্তুতির সহায়তায় বিদ্যাবাড়ি ধারাবাহিকভাবে বিগত সালের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্নপত্রসমূহ নির্ভুল উত্তরসহ PDF ফরমেটে প্রকাশ করছে। ফলে আপনাকে আলাদা করে এই প্রশ্নগুলো কোথাও খুঁজতে হবে না — সবকিছু এক জায়গায়, এক ক্লিকেই পাবেন।

 

📘 আজ প্রকাশ করা হচ্ছে-

📄 প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৯ (৩য় পর্যায়-০৩) এর প্রশ্ন সমাধান PDF

 

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার (৪র্থ ধাপ) প্রশ্ন সমাধান-২০১৫ | primary question solution PDF-2015

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২য় পর্যায়)-২০২২| primary question solution 2022| Biddabari

 

📚 প্রস্তুতির জন্য দেখুন:Primary Advance Diamond Live Batch

ফাইলটি ডাউনলোড করে আপনি যেকোনো ডিভাইসে পড়তে পারবেন এবং প্রয়োজনে প্রিন্ট করে সংরক্ষণও করতে পারবেন।

প্রাইমারির সহকারী শিক্ষক হিসেবে সফলতা অর্জনের জন্য বিদ্যাবাড়ির Primary Advance Diamond Live Batch এ ভর্তি হয়ে অভিজ্ঞ শিক্ষকদের সঠিক গাইডলাইন অনুসরণ করুন— ইনশাআল্লাহ আপনার কাঙ্ক্ষিত সাফল্য নিশ্চিত হবে।

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৯ (৩য় পর্যায়-০৩) | Primary Question Solution 2019 | Biddabari PDF Download

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৯ (৩য় পর্যায়-০৩)

১. ‘সংবিধান শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. সং + অবিধান

খ. সম + ধান

গ. সম্ + বিধান

ঘ. সং + বিধান

উত্তর: সম্ + বিধান

২. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?

ক. কানাকানি

খ. ভাইবোন

গ. গাছপালা

ঘ. সিংহাসন

উত্তর: ভাইবোন

৩. ‘রাতুল শব্দের অর্থ কি?

ক. কালো

খ. লাল

গ. নীল

ঘ. সাদা

উত্তর: লাল

৪. কোনগুলো ওষ্ঠ্য ধ্বনি?

ক. ত, থ, দ, ধ, ন

খ. ক, খ, গ, ঘ, ঙ

গ. চ, ছ, জ, ঝ, ঞ

ঘ. প, ফ, ব, ভ, ম,

উত্তর: প, ফ, ব, ভ, ম,

৫. ‘সূর্য উঠলে আঁধার দূরীভূত হয়- এখানে ‘উঠলে কোন ক্রিয়া পদ?

ক. প্রযোজ্য

খ. অসমাপিকা

গ. প্রযোজক

ঘ. সমাপিকা

উত্তর: অসমাপিকা

৬. ‘পক্ষী শব্দের সংযুক্ত বর্ণ কোন কোন বর্ণ নিয়ে গঠিত?

ক. ষ্ + ঞ

খ. ক্ + ষ

গ. ক্ + খ

ঘ. ষ্ + ন

উত্তর: ক্ + ষ

৭. ‘সর্বজন-এর বিশেষণ কি?

ক. বিশ্বজন

খ. সর্বজনীন

গ. ঐশ্বরিক

ঘ. বিশ্বজনীন

উত্তর: সর্বজনীন

৮. মৌলিক স্বরধ্বনি কয়টি?

ক. ৫টি

খ. ৯টি

গ. ৭টি

ঘ. ৩টি

উত্তর: ৭টি

৯. ‘তিলে তৈল হয়- কোন কারকে কোন বিভক্তি?

ক. সম্প্রদান কারকে চতুর্থ

খ. কর্তৃকারকে প্রথমা

গ. অধিকরণ কারকে সপ্তমী

ঘ. অপাদান কারকে সপ্তমী

উত্তর: অপাদান কারকে সপ্তমী

১০. ‘শশব্যস্ত কোন সমাস?

ক. অব্যয়ীভাব

খ. তৎপুরুষ

গ. কর্মধারয়

ঘ. বহুব্রীহি

উত্তর: কর্মধারয়

১১. বাক্যে একের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কি বলে?

ক. আকাঙ্ক্ষা

খ. দৃঢ়তা

গ. আসত্তি

ঘ. যোগ্যতা

উত্তর: আকাঙ্ক্ষা

১২. শুদ্ধ বাক্য কোনটি?

ক. রফিক, তুমি ও আমি সিনেমা দেখতে যাব।

খ. তুমি, শফিক ও আমি সিনেমা দেখতে যাব।

গ. আমি, শফিক ও তুমি সিনেমা দেখতে যাব।

ঘ. তুমি, আমি ও শফিক সিনেমা দেখতে যাব।

উত্তর: রফিক, তুমি ও আমি সিনেমা দেখতে যাব।

১৩. ‘শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে- বাক্যে ‘পাঠে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্মে সপ্তমী

খ. অধিকরণে সপ্তমী

গ. অপাদানে সপ্তমী

ঘ. করণে সপ্তমী

উত্তর: অধিকরণে সপ্তমী

১৪. ‘পরাজয়ের শব্দটিতে কোনটি উপসর্গ?

ক. জয়ের

খ. এর

গ. জয়

ঘ. পরা

উত্তর: পরা

১৫. শুদ্ধ বানান কোনটি লেখা হয়েছে?

ক. পুন্য

খ. ত্রিভুজ

গ. শূণ্য

ঘ. ভূবন

উত্তর: ত্রিভুজ

১৬. কোনটি যৌগিক বাক্য?

ক. তুমি আমার বাড়িতে আসলে আমি খুশি হব।

খ. তুমি আমার বাড়িতে এসো, আমি খুশি হব।

গ. তুমি যদি আমার বাড়িতে আস আমি খুশি হব।

ঘ. তুমি আমার বাড়িতে না আসলে আমি অখুশি হব।

উত্তর: তুমি আমার বাড়িতে এসো, আমি খুশি হব।

১৭. ‘উগ্র শব্দের বিপরীতার্থক কোনটি?

ক. চপল

খ. মেজাজ

গ. বিজ্ঞ

ঘ. সৌম্য

উত্তর: সৌম্য

১৮. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

ক. আমি সাক্ষী দিলাম

খ. আমি সাক্ষী দিয়েছি

গ. আমি সাক্ষ্য দিয়েছি

ঘ. আমি সাক্ষী দিতেছি

উত্তর: আমি সাক্ষ্য দিয়েছি

১৯. ‘চারটা বাজলে স্কুল ছুটি হবে- বাক্যে ‘বাজলে কি অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. সম্ভাব্যতা

খ. আবশ্যকতা

গ. কারণ

ঘ. ইচ্ছা

উত্তর: আবশ্যকতা

২০. At least one of the students — full marks every time.

ক. have got

খ. get

গ. are getting

ঘ. gets

উত্তর: gets

২১. Choose the correctly spelt word---

ক. Voluntory

খ. Volantory

গ. Volantary

ঘ. Voluntary

উত্তর: Voluntary

২২. Ambiguous means—

ক. Unclear

খ. Eager

গ. Large

ঘ. Increase

উত্তর: Unclear

২৩. The Ambassador called – the president.

ক. in

খ. on

গ. one of them

ঘ. at

উত্তর: on

২৪. The synonym of ‘Stringent’ is---

ক. Rigorous

খ. Shrill

গ. Dry

ঘ. Strained

উত্তর: Rigorous

২৫. All of the people at the conference are -

ক. mathematic teachers

খ. mathematics teachers

গ. mathematics teacher

ঘ. mathematic’s teacher

উত্তর: mathematics teachers

২৬. ‘কোনো মানুষ একা বাস করতে পারে না- সঠিক ইংরেজি কী?

ক. No one can live alone.

খ. None can live alone.

গ. Nobody can live alone.

ঘ. No man can live alone.

উত্তর: No man can live alone.

২৭. ‘Dog Days’ means—

ক. a period of being care free

খ. hot weather

গ. a period of misfortune

ঘ. a fine when does roamd the street

উত্তর: hot weather

২৮. ‘কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো-সঠিক ইংরেজি কী?

ক. The authority criticised him.

খ. The authority took him to book.

গ. The authority gave reins to him.

ঘ. The authority took him to task.

উত্তর: The authority took him to task.

২৯. I cannot – to pay such high prices.

ক. but

খ. try

গ. afford

ঘ. able

উত্তর: afford

৩০. What is the adjective of the word ‘Heart’?

ক. Heartening

খ. Hearty

গ. Heart

ঘ. Heartful

উত্তর: ক. Heartening ও খ. Hearty

৩১. The correct spelling is ----.

ক. Beaurocrat

খ. Burocrat

গ. Bureaucrat

ঘ. Buroucrat

উত্তর: Bureaucrat

৩২. The lady prides herself — her beauty.

ক. upon

খ. in

গ. of

ঘ. about

উত্তর: upon

৩৩. Choose the correct sentence—

ক. Each of the three boys got a prize.

খ. Every of the three boys got a prize.

গ. All of the three boys got a prize.

ঘ. A few of the three boys got a prize.

উত্তর: Each of the three boys got a prize.

৩৪. ‘Look before you leap.’

ক. লাফ দেয়ার আগে তাকাও

খ. ভাবিয়া করিও কাজ

গ. আগে ভাবিয়া পরে লাফ দাও

ঘ. দেখে নাও পরে লাফ দাও

উত্তর: ভাবিয়া করিও কাজ

৩৫. ‘Frequency’ is---

ক. Noun

খ. Adverb

গ. Verb

ঘ. Adjective

উত্তর: Noun

৩৬. Which one is plural?

ক. Each

খ. None of these

গ. Anyone

ঘ. Someone

উত্তর: None of these

৩৭. ‘Counsel’ means -

ক. Cabinet

খ. Meeting

গ. Advice

ঘ. Trade

উত্তর: Advice

৩৮. That synonym of ‘Sanguine’ is---

ক. Sparkle

খ. Cheerful

গ. Careful

ঘ. Scared

উত্তর: Cheerful

৩৯. AFTER : BEFORE

ক. successor : predecessor

খ. first : second

গ. conlemporary : historic

ঘ. present : past

উত্তর: successor : predecessor

৪০. ভাজক ভাগফলের ১০ গুণ, ভাজক ০.৫ হলে, ভাজ্য কত?

ক. ০.০২৫

খ. ০.২৫

গ. ২৫

ঘ. ২.৫

উত্তর: ০.০২৫

৪১. 0.4 ´ 0.02 ´ 0.08 = ?

ক. 6.4

খ. 0.64

গ. 0.064

ঘ. 0.00064

উত্তর: 0.00064

৪২. একটি সংখ্যা থেকে ৪০% বিয়োগ করলে ৩০ থাকে। সংখ্যাটি কত?

ক. ৬০

খ. ৩০

গ. ৫০

ঘ. ৫৬

উত্তর: ৫০

৪৩. এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা বেয়ে ঘণ্টায় ১০ কিমি বেগে চলে কোনো স্থানে গেলো এবং ঘণ্টায় ৬ কিমি বেগে স্রোতের প্রতিকূলে চলে যাত্রারম্ভের স্থানে ফিরে এলো। যাতায়াতে তার গড় গতিবেগ ঘণ্টায় কত কিলোমিটার?

ক. ৭.৫

খ. ৫.৫

গ. ৬.৫

ঘ. ৮.৫

উত্তর: ৭.৫

৪৪. যদি ১৫ জন ছাত্র ইংরেজিতে পড়ে শতকরা ৮০ নম্বর এবং ১০ জন ছাত্র গড়ে শতকরা ৯০ নম্বর পায়, তাহলে, ২৫ জন ছাত্রের শতকরা হিসেবে গড় নম্বর কত?

ক. ৮৫

খ. ৮৬

গ. ৮৮

ঘ. ৮৪

উত্তর: ৮৪

৪৫. ২৪৫০ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে?

ক. ২

খ. ৪

গ. ৫

ঘ. ৩

উত্তর:

৪৬. ৫ টি বিড়াল ৫ টি ইঁদুর ধরতে ৫ মিনিট সময় লাগায়। ১০০ টি বিড়াল ১০০ টি ইঁদুর ধরতে কত মিনিট সময় লাগবে?

ক. ২০

খ. ৫

গ. ১০

ঘ. ১৫

উত্তর:

৪৭. কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪ ও ৫ ভাগশেষ থাকবে?

ক. ১২

খ. ১০

গ. ১৬

ঘ. ১৪

উত্তর: ১২

৪৮. ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪, . . . . . . ধারাটির পরের সংখ্যাটি কত?

ক. ১৬

খ. ৫৫

গ. ১৩

ঘ. ৩৫

উত্তর: ৫৫

৪৯. একটি শেয়ারের মূল্য গতকাল ২৫% বেড়ে গেলো। আজকে আবার ২৫% কমে গেলো। প্রকৃত বাড়া/কমার হার কত?

ক. ৬.২৫

খ. ২০০

গ. ০.০২

ঘ. ০.২

উত্তর: ৬.২৫

৫০. ৩ ভাইয়ের বয়সের গড় ১৬ বছর। তাদের বাবাসহ তাদের বয়সের গড় ২৫ বছর। তাদের বাবার বয়স কত?

ক. ৫২

খ. ৪১

গ. ৪৫

ঘ. ৪২

উত্তর: ৫২

৫১. ৬ ফুট দীর্ঘ বাঁশের ৪ ফুট দীর্ঘ ছায়া হয়। একই সময়ে একটি গাছের ছায়া ৬৪ ফুট লম্বা। গাছটির উচ্চতা কত ফুট?

ক. ৯৬

খ. ১০০

গ. ১১০

ঘ. ১০৫

উত্তর: ৯৬

৫২. ৮% সরল মুনাফায় ৬,০০০ টাকা বিনিয়োগে ৫ বছরে যে মুনাফা হয়, কোন সরল হারে বিনিয়োগে ১০,০০০ টাকার ৩ বছরে ঐ মুনাফা হবে?

ক. ০.১

খ. ০.১২

গ. ০.০৯

ঘ. ০.০৮

উত্তর: ০.০৮

৫৩. এক দোকানদার ১২.৫% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করেন। যে মূল্য দিয়ে তিনি দ্রব্যটি বিক্রি করলেন তার চাইতে ৩০ টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয়মূল্যের উপর ২৫% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

ক. ৮৫

খ. ৮০

গ. ৭৫

ঘ. ৯০

উত্তর: ৮০

৫৪. বাবু ও তপুর কাছে কিছু মার্বেল আছে। বাবু যদি তপুকে ১০টি মার্বেল দিয়ে দেয় তবে তাদের মার্বেলের সংখ্যা সমান হবে। আবার তপু যদি বাবুকে ২০টি মার্বের দেয় তবে বাবুর মার্বেলের সংখ্যা দ্বিগুণ হবে। বাবুর কাছে কতটি মার্বেল আছে?

ক. ১১০

খ. ১০০

গ. ৯০

ঘ. ১২০

উত্তর: ১০০

৫৫. y এর মান কত হলে, 16x2 – xy + 25 একটি পূর্ণবর্গ রাশি হবে?

ক. 64

খ. 49

গ. 25

উত্তর: 36

ব্যাখ্যা: অপশনে সঠিক উত্তর নেই। সঠিক উত্তর হবে : y = 40।

৫৬. x - 1x = 2 হলে, x4 + 1x4 = কত?

ক. 32

খ. 33

গ. 34

ঘ. 35

উত্তর: 34

৫৭. 32 এর 2 ভিত্তিক লগারিদম কত?

ক. 3

খ. 4

গ. 5

ঘ. 6

উত্তর: 5

৫৮. সমকোণী ত্রিভুজের বাহুগুলির অনুপাত কোনটি?

ক. ১৩ : ১২ : ৫

খ. ৬ : ৪ : ৩

গ. ৬ : ৫ : ৩

ঘ. ১২ : ৮ : ৪

উত্তর: ১৩ : ১২ : ৫

৫৯. স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের সংখ্যা-

ক. ৩টি

খ. কোনোটিই নয়

গ. ১টি

ঘ. ২টি

উত্তর: ১টি

৬০. কোন খ্রিস্টাব্দে দিল্লীর সুলতানি শাসনের অবসান হয়?

ক. ১৫২৭

খ. ১৫২৩

গ. ১৫২৬

ঘ. ১৫২৪

উত্তর: ১৫২৬

৬১. মাৎস্যন্যায় কোন শাসন আমলে দেখা দেয়?

ক. খিলজি শাসন আমলে

 খ. সেন শাসন আমলে

গ. মোগল শাসন আমলে

ঘ. পাল তাম্র শাসন আমলে

উত্তর: পাল তাম্র শাসন আমলে

৬২. ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয়?

ক. বাঙালি জাতীয়তাবাদ

খ. দ্বিজাতিতত্ত্ব

গ. অসাম্প্রদায়িক মনোভাব

ঘ. স্বজাত্যবোধ

উত্তর: বাঙালি জাতীয়তাবাদ

৬৩. কে ‘অপারেশন সার্চলাইট এর নীলনকশা তৈরি করেন?

ক. ভুট্টো

খ. টিক্কা খান

গ. মো. আলী জিন্নাহ

ঘ. ইয়াহিয়া

উত্তর: টিক্কা খান

৬৪. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?

ক. এ. এইচ. এম কামারুজ্জামান

খ. সৈয়দ নজরুল ইসলাম

গ. তাজউদ্দীন আহমদ

ঘ. ক্যাপ্টের এম মনসুর আলী

উত্তর: ক্যাপ্টের এম মনসুর আলী

৬৫. প্রতি বছর কোন তারিখে বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস উদযাপন করা হয়?

ক. ২১ ফেব্রুয়ারি

খ. ১ মে

গ. ৬ মার্চ

ঘ. ২ ফেব্রুয়ারি

উত্তর: ২ ফেব্রুয়ারি

৬৬. বাংলাদেশের কোন নৃ-গোষ্ঠীর ভাষার নাম ‘আচিক খুসিক?

ক. মারমা

খ. সাঁওতাল

গ. চাকমা

ঘ. গারো

উত্তর: গারো

৬৭. ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের কতটি আসন পায়?

ক. ১৬৭

খ. ১৬২

গ. ২৯৮

ঘ. ৩০০

উত্তর: ১৬৭

৬৮. স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়?

ক. ৭ জন

খ. ২ জন

গ. ৬ জন

ঘ. ৫ জন

উত্তর: ২ জন

৬৯. ‘অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের রচয়িতা কে?

ক. শেখ মুজিবুর রহমান

খ. রবীন্দ্রনাথ ঠাকুর

গ. কাজী নজরুল ইসলাম

ঘ. আবুল মনসুর আহমেদ

উত্তর: শেখ মুজিবুর রহমান

৭০. ঢাকার ‘ধোলাই খাল কে খনন করেন?

ক. ঈসা খান

খ. শায়েস্তা খান

গ. পরিবিবি

ঘ. ইসলাম খান

উত্তর: ইসলাম খান

৭১. বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত করেন-

ক. আলাউদ্দিন খলজি

খ. ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খলজি

গ. সম্রাট বাবর

ঘ. ফকরুদ্দিন মোবারক শাহ

উত্তর: ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খলজি

৭২. নিচের কোনটি প্রবাল দ্বীপ?

ক. কুতুবদিয়া

খ. মহেশখালি

গ. মনপুরা

ঘ. সেন্ট মার্টিন

উত্তর: সেন্ট মার্টিন

৭৩. কোন দেশের প্রধানমন্ত্রী বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী?

ক. শ্রীলঙ্কা

খ. ভারত

গ. যুক্তরাজ্য

ঘ. ইসরাইল

উত্তর: শ্রীলঙ্কা

৭৪. কবে জাতিসংঘ শিশু অধিকার সনদের মূল দলিল স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়?

ক. ১৯৯০ সালের ২৬ জানুয়ারি

খ. ১৯৯০ সালের ২৬ আগস্ট

গ. ১৯৯০ সালের ২৬ নভেম্বর

ঘ. ১৯৯০ সালের ২৬ মে

উত্তর: ১৯৯০ সালের ২৬ জানুয়ারি

৭৫. ‘স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত?

ক. স্কটল্যান্ড

খ. মায়ামী

গ. লন্ডন

ঘ. ম্যানচেস্টার

উত্তর: লন্ডন

৭৬. কত সালে পাণ্ডুলিপিবিহীন এবং অলিখিত কোনো বিষয়কে ইউনেস্কো World International Heritage Register -এ তালিকাভুক্ত করেন?

ক. ২০১৫

খ. ২০১৭

গ. ২০১৮

ঘ. ২০১৬

উত্তর: ২০১৭

৭৭. সাপের বিষে কি থাকে?

ক. লেড মনোক্সাইড

খ. ফ্লোরিক এসিড

গ. জিঙ্ক সালফাইড

ঘ. কপার সালফাইড

উত্তর: জিঙ্ক সালফাইড

৭৮. কচুরীপানা পানিতে ভাসে কেন?

ক. পাতা হালকা বলে

খ. পানির ঘনত্ব বেশি বলে

গ. শিকড় শক্ত বলে

ঘ. কাণ্ড ফাঁপা বলে

উত্তর: কাণ্ড ফাঁপা বলে

৭৯. কত মেগা বাইটে ১ গিগাবাইট?

ক. ২১০

খ. ২১১

গ. ২১২

ঘ. ২৯

উত্তর: ২১০

৮০. সৌরজগতে গ্রহের সংখ্যা কয়টি?

ক. ৮

খ. ৭

গ. ৬

ঘ. ১০

উত্তর:

 

More Question Bank

Primary

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৪ (বিটা) | Primary Question Solution 2014 | Biddabari

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৪ (বিটা) | Primary Question Solution 2014 | Biddabari   প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৪ (বিটা) | Primary Question Solution 2014 | Biddabari   সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে। নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের...

Primary

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৪ (আলফা) | Primary Question Solution 2014 | Biddabari

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৪ (আলফা) | Primary Question Solution 2014 | Biddabari   প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৪ (আলফা) | Primary Question Solution 2014 | Biddabari   সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে। নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের...

Primary

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৯ (৪র্থ পর্যায়-০৪) | Primary Question Solution 2019 | Biddabari

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৯ (৪র্থ পর্যায়-০৪) | Primary Question Solution 2019 | Biddabari   প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৯ (৪র্থ পর্যায়-০৪) | Primary Question Solution 2019 | Biddabari   সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে। নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই