প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৮ (সেট: ৭১৪২) | Primary Question Solution 2018 | Biddabari

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৮ (সেট: ৭১৪২) | Primary Question Solution 2018| Biddabari

 

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৮ (সেট: ৭১৪২) | Primary Question Solution 2018 | Biddabari

 

সুপ্রিয় চাকরি প্রত্যাশী,

আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে।

নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।

 

🔍লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:

 

    বাংলা— ২৫

    ইংরেজি— ২৫

    গণিত ও দৈনন্দিন বিজ্ঞান— ২০

    সাধারণ জ্ঞান—২০

    মোট: ৯০ নম্বর

সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে প্রতিটি বিষয়ের জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ, টপিকভিত্তিক প্রস্তুতি।

 

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (১ম ধাপ)–২০১৫| Primary Question Solution 2015| Biddabari

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার (২য় ধাপ) প্রশ্ন সমাধান-২০১৫ | primary question solution PDF-2015

 

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১৮ (সেট-৯৫৭৩)। | primary question solution PDF – 2018 (set: 9573)

 

 

🎯বিগত প্রশ্নপত্রের গুরুত্ব

প্রাইমারির সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ ও সমাধান অত্যন্ত কার্যকর। কারণ, কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ, নিজের দুর্বল দিকগুলো কোথায় এসব জানা যায় প্রশ্ন বিশ্লেষণের মাধ্যমেই। এছাড়া অসংখ্য প্রশ্ন সলভ করার ফলে একটি শক্ত ভিত্তি তৈরি হয় এবং বিগত প্রশ্ন থেকেই অনেক প্রশ্ন সরাসরি কমন পাওয়া যায়, যা পরীক্ষায় ভালো নম্বর তুলতে সাহায্য করে।

আপনাদের প্রস্তুতির সহায়তায় বিদ্যাবাড়ি ধারাবাহিকভাবে বিগত সালের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্নপত্রসমূহ নির্ভুল উত্তরসহ PDF ফরমেটে প্রকাশ করছে। ফলে আপনাকে আলাদা করে এই প্রশ্নগুলো কোথাও খুঁজতে হবে না — সবকিছু এক জায়গায়, এক ক্লিকেই পাবেন।

 

📘 আজ প্রকাশ করা হচ্ছে-

📄 প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৮ (সেট: ৭১৪২) এর প্রশ্ন সমাধান PDF

 

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার (৪র্থ ধাপ) প্রশ্ন সমাধান-২০১৫ | primary question solution PDF-2015

📚 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২য় পর্যায়)-২০২২| primary question solution 2022| Biddabari

 

📚 প্রস্তুতির জন্য দেখুন:Primary Advance Diamond Live Batch

ফাইলটি ডাউনলোড করে আপনি যেকোনো ডিভাইসে পড়তে পারবেন এবং প্রয়োজনে প্রিন্ট করে সংরক্ষণও করতে পারবেন।

প্রাইমারির সহকারী শিক্ষক হিসেবে সফলতা অর্জনের জন্য বিদ্যাবাড়ির Primary Advance Diamond Live Batch এ ভর্তি হয়ে অভিজ্ঞ শিক্ষকদের সঠিক গাইডলাইন অনুসরণ করুন— ইনশাআল্লাহ আপনার কাঙ্ক্ষিত সাফল্য নিশ্চিত হবে।

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৮ (সেট: ৭১৪২) | Primary Question Solution 2018 | Biddabari PDF Download

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৮

সেট ৭১৪২

১. চারটি বিরাম চিহ্নের মধ্যে পূর্ণচ্ছেদ কোনটি?

ক. ড্যাস

খ. হাইফেন

গ. সেমিকোলন

ঘ. দাঁড়ি

উত্তর: দাঁড়ি

২. সন্ধি বিচ্ছেদ করুন : ‘ক্ষুৎপিপাসা’

ক. ক্ষুধা = পিপাসা

খ. কোনোটিই নয়

গ. ক্ষুধ্ + পিপাসা

ঘ. ক্ষুৎ + পিপাসা

উত্তর: ক্ষুধ্ + পিপাসা

৩. ‘রাবণের চিতা’- বাগ্‌ধারাটির অর্থ কী?

ক. চির অশান্তি

খ. উভয় সংকট

গ. শেষ বিদায়

ঘ. চূড়ান্ত অশান্তি

উত্তর: চির অশান্তি

৪. যার দুই হাত সমান চলে, তাকে কী বলে?

ক. সব্যসাচী

খ. দু’হাতি

গ. সমান তালী

ঘ. সব্যচাষি

উত্তর: সব্যসাচী

৫. ‘এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি’- বাক্যটি কোন কালের

ক. সাধারণ অতীত

খ. নিত্যবৃত্ত অতীত

গ. ঘটমান বর্তমান

ঘ. পুরাঘটিত বর্তমান

উত্তর: পুরাঘটিত বর্তমান

৬. নিচের কোনটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ নয়?

ক. বেতার

খ. বিড়ালচোখী

গ. মেনিমুখো

ঘ. হাতেখড়ি

উত্তর: বেতার

৭. ‘যা দীপ্তি পাচ্ছে’- এক কথায় প্রকাশ করুন।

ক. দেদীপ্যমান

খ. দীপ্তমান

গ. উজ্জ্বল

ঘ. আলোকিত

উত্তর: দেদীপ্যমান

৮. ‘কপোল’ এর প্রতিশব্দ কী?

ক. ভাগ্য

খ. গাল

গ. ললাট

ঘ. কপাল

উত্তর: গাল

৯. ‘সন্ন্যাসী’ এর বিপরীত শব্দ কোনটি?

ক. কোনোটিই নয়

খ. সন্ন্যাস

গ. গৃহী

ঘ. গৃহি

উত্তর: গৃহী

১০. নিচের কোনটি যৌগিক স্বরধ্বনির চিহ্ন?

ক. উ

খ. আ

গ. ঔ

ঘ. উ

উত্তর:

১১. সন্ধি বিচ্ছেদ করুন- ‘কথাচ্ছলে’-

ক. কোনোটিই নয়

খ. কথা + চ্ছলে

গ. কথা + চ্ছলে

ঘ. কথা + ছলে

উত্তর: কথা + ছলে

১২. ‘ডাক্তার ডাক’ বাক্যটিতে ‘ডাক্তার’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্মকারকে ৭মী বিভক্তি

খ. অপাদান কারকে তৃতীয়া বিভক্তি

গ. কর্তৃকারক শূন্য বিভক্তি

ঘ. কর্মকারকে শূন্য বিভক্তি

উত্তর: কর্মকারকে শূন্য বিভক্তি

১৩. ‘লাজওয়াব’ শব্দটি ‘লা’ কোন ধরনের উপসর্গ?

ক. ফারসি উপসর্গ

খ. হিন্দি উপসর্গ

গ. ইংরেজি উপসর্গ

ঘ. আরবি উপসর্গ

উত্তর: আরবি উপসর্গ

১৪. নিচের শুদ্ধ বানানটি নির্দেশ করুন

ক. বুদ্ধিজীবি

খ. বুদ্ধিজীবী

গ. বুদ্ধিজীবি

ঘ. বুদ্ধিজিবী

উত্তর: বুদ্ধিজীবী

১৫. ‘বাংলা মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর’- কার লেখা?

ক. সত্যেন্দ্রনাথ দত্ত

খ. জসীমউদ্‌দীন

গ. রবীন্দ্রনাথ ঠাকুর

ঘ. জীবনানন্দ দাশ

উত্তর: জীবনানন্দ দাশ

১৬. ‘সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই’- উক্তিটি কার?

ক. কাজী নজরুল ইসলাম

খ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

গ. চণ্ডীদাস

ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তর: চণ্ডীদাস

১৭. ‘এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি’- পঙ্‌ক্তিটির রচয়িতা কে?

ক. সৈয়দ শামসুল হক

খ. জীবনানন্দ দাস

গ. সুকান্ত ভট্টাচার্য

ঘ. কাজী নজরুল ইসলাম

উত্তর: সুকান্ত ভট্টাচার্য

১৮. ‘আগুনের পরশমণি’ উপন্যাসের উপজীব্য বিষয় কি?

ক. ভাষা আন্দোলন

খ. বঙ্গভঙ্গ

গ. তেভাগা আন্দোলন

ঘ. মুক্তিযুদ্ধ

উত্তর: মুক্তিযুদ্ধ

১৯. The chain was ---- than we thought.

ক. stronger

খ. much

গ. strongest

ঘ. strong

উত্তর: stronger

২০. Which of the noun is used in the feminine form?

ক. anger

খ. time

গ. moon

ঘ. none

উত্তর: moon

২১. One should be careful about --- duty.

ক. one’s

খ. the

গ. his

ঘ. her

উত্তর: one’s

২২. The indirect form of the sentence “Farida said to her mother, I shall go to bed now.” is--

ক. Farida told her mother that she will go to bed now

খ. Farida told her mother that she will go to bed

গ. Farida told her mother that she will go to bed

ঘ. Farida told her mother that she would go to bed then

উত্তর: Farida told her mother that she would go to bed then

২৩. A ‘pilgrim’ is a person who undertakes a journey to a--

ক. Holy place

খ. Bazar

গ. Mosuqe

ঘ. New country

উত্তর: Holy place

২৪. ‘Man of straw’ means----

ক. respected person

খ. worthless man

গ. gentleman

ঘ. noted person

উত্তর: worthless man

২৫. Nasima arrived while I --- the dinner.

ক.. would cook

খ. had cooked

গ. cook

ঘ. was cooking

উত্তর: was cooking

২৬. The train --- from Rangpur.

ক. has already arrived

খ. have already arrived

গ. already has been arriving

ঘ. already arrive

উত্তর: has already arrived

২৭. The correct sentence of the following :

ক. The Padma is the longest river in Bangladesh

খ. The Padma is longest river in Bangladesh

গ. The Padma is longest river in the Bnalgadesh

ঘ. Padma is longest river in Bangladesh

উত্তর: The Padma is the longest river in Bangladesh

২৮. Indentify the correct passive form of-‘He is going to open a shop’.

ক. He is being gone to open a shop.

খ. A shop is being gone opened by him.

গ. A shop will be opened by him.

ঘ. A shop is going to be opened by him.

উত্তর: A shop is going to be opened by him.

২৯. Nine men were concerned ---- the plot.

ক. in

খ. for

গ. at

ঘ. with

উত্তর: in

৩০. If we want concrete proof, we are looking for--

ক. clear evidence

খ. building material

গ. a cement mixer

ঘ. something to cover a parth

উত্তর: clear evidence

৩১. Which is the correct spelling?

ক. Achievement

খ. Achevement

গ. Acheivment

ঘ. Achievment

উত্তর: Achievement

৩২. Find out the correct synonym of ‘tenuous’

ক. vital

খ. thin

গ. careful

ঘ. dangerous

উত্তর: thin

৩৩. He lives --- comfortable life.

ক. none of them

খ. an

গ. the

ঘ. a

উত্তর: a

৩৪. “Out and Out” means---

ক. Whole heartedly

খ. Not at all

গ. Brave

ঘ. Thoroughly

উত্তর: Thoroughly

৩৫. The word ‘Gravity’ is ---

ক. an adjective

খ. a gerund

গ. a noun

ঘ. an adverb

উত্তর: a noun

৩৬. The invigilator made us --- our identity card at the test center.

ক. to show

খ. showing

গ. show

ঘ. showed

উত্তর: show

৩৭. Shakespeare is known mostly for his—(26.5.18)

ক. drama

খ. novels

গ. films

ঘ. poetry

উত্তর: drama

৩৮. “A Voyage to Lilliput” is written by—(26.5.18)

ক. R. L Stevenson

খ. Thomas Hardly

গ. William Wordsworth

উত্তর: Jonathan Swift

উত্তর: Jonathan Swift

৩৯. শতকরা বার্ষিক কত হার সুদে কোন মূলধন ২৫ বছরে সুদে-মূলে ৪ গুণ হবে?

ক. ১৫%

খ. ১৬%

গ. ৮%

ঘ. ১২%

উত্তর: ১২%

৪০. ১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যাসমূহের গড় কত?

ক. ১০

খ. ২৫

গ. ৫০

ঘ. ১০০

উত্তর: ৫০

৪১. নিচের ভগ্নাংশগুলোর মধ্যে বৃহত্তম কোনটি?

ক. ৪/৭

খ. ৫/৮

গ. ৭/১১

ঘ. ২/৩

উত্তর: ২/৩

৪২. রেল লাইনের পাশে একটি তালগাছ রয়েছে। ঘণ্টায় ৪৫ কি.মি. বেগে ধাবমান ১৫০ মি. লম্বা একটি ট্রেন কত সময়ে ঐ তালগাছটি অতিক্রম করবে?

ক. ১১ সেকেন্ড

খ. ১২ সেকেন্ড

গ. ১৩ সেকেন্ড

ঘ. ১৪ সেকেন্ড

উত্তর: ১২ সেকেন্ড

৪৩. ৬১২ টাকায় একটি ব্যাগ বিক্রয় করায় ১৫% ক্ষতি হয়। ব্যাগটি কত টাকায় বিক্রি করলে ১০% লাভ হবে?

ক. ২০০

খ. ৭০০

গ. ৬০০

ঘ. ৭৯২

উত্তর: ৭৯২

৪৪. ৬৫৫৮ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?

ক. ২

খ. –২

গ. ০

ঘ. ৩

উত্তর:

৪৫. ৬০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি নলকে ৩ : ৭ : ১০ অনুপাতে টুকরা করা হয়েছে। ছোট টুকরাটি কত মিটার?

ক. ৯

খ. ১০

গ. ৭

ঘ. ৮

উত্তর:

৪৬. ১৫ জনের কোন কাজের অর্ধেক করতে ২০ দিন লাগে, কত দিনে ২০ জন লোক পুরো কাজটি শেষ করতে পারবে?

ক. ৩০

খ. ৪০

গ. ২০

ঘ. ১৫

উত্তর: ৩০

৪৭. কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে ১ বিয়োগ করলে বিয়োগফল ৯, ১২ ও ১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?

ক. ২৪১

খ. ৩৬১

গ. ১২১

ঘ. ১৮১

উত্তর: ১৮১

৪৮. কোনো পরীক্ষায় ৫২% পরীক্ষার্থী ইংরেজিতে এবং ৪২% পরীক্ষার্থী গণিতে ফেল করল। যদি উভয় বিষয়ে ১৭% ফেল করে থাকে, তবে কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করেছে?

ক. ২৪ জন

খ. ২৫ জন

গ. ২৬ জন

ঘ. ২৩ জন

উত্তর:২৩জন

৪৯. ৩/৪, ৪/৫, ৫/৬ এর গ.সা.গু কত?

ক. ৩০

খ. ১/৩০

গ. ১/৬০

ঘ. ৬০

উত্তর: ১/৬০

৫০. x-3 – 0.001 = 0 হলে, x2 এর মান-

ক. 1/10

খ. 10

গ. 1/100

ঘ. 100

উত্তর: 100

৫১. ৭ এর গুণিতকের সেট কোন ধরনের সেট?

ক. সসীম সেট

খ. ফাঁকা সেট

গ. সার্বিক সেট

ঘ. অসীম সেট

উত্তর: অসীম সেট

৫২. x2 – 3x + 2 এর একটি উৎপাদক কোনটি?

ক. x – 1

খ. x + 2

গ. x – 3

ঘ. x + 1

উত্তর: x – 1

৫৩. যদি x + 3y = 40 এবং y = 3x হয়, তবে y = ?

ক. 12

খ. 18

গ. 22

ঘ. 10

উত্তর: 12


৫৪. একটিবৃত্তেরযেকোনদুটিবিন্দুরসংযোজকরেখাকেবলে?

. জ্যা

. ব্যাস

. ব্যাসার্ধ

. চাপ

উত্তর:জ্যা

৫৫. মিলিমিটারকিলোমিটারেরকতঅংশ?

ক. ১/১০০

খ. ১/১০০০

গ. ১/১০০০০০০

ঘ. ১/১০০০০০

উত্তর: ১/১০০০০০০


৫৬. সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোণ ৫০° হলে, অপর কোণটি কত?

ক. ৫০°

খ. ২০°

গ. ৩০°

ঘ. ৪০°

উত্তর: ৪০°

৫৭. একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৬ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

ক. ৬৪ বর্গমিটার

খ. কোনোটিই নয়

গ. ১৬ বর্গমিটার

ঘ. ৩২ বর্গমিটার

উত্তর: কোনোটিই নয়

৫৮. সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে, সামান্তরিকটি হবে-

ক. আয়তক্ষেত্র

খ. ট্রাপিজিয়াম

গ. রম্বস

ঘ. বর্গক্ষেত্র

উত্তর: আয়তক্ষেত্র

৫৯. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রচনা ‘অসমাপ্ত আত্মজীবনী’ প্রকাশিত হয় কোন সনে?

ক. ২০১৫ সনে

খ. ২০১১ সনে

গ. ২০১২ সনে

ঘ. ২০১৩ সনে

উত্তর: ২০১২ সনে

৬০. ঐতিহাসিক ‘একুশে ফেব্রুয়ারি’ বাংলা কত তারিখ ছিল?

ক. ৩১ পৌষ

খ. ২৯ মাঘ

গ. ৯ মাঘ

ঘ. ৮ ফাল্গুন

উত্তর: ৮ ফাল্গুন

৬১. ভারতে প্রথম মুদ্রা প্রবর্তন করেন-

ক. লর্ড কর্নওয়ালিশ

খ. শের শাহ

গ. মুহম্মদ বিন তুঘলক

ঘ. ইলতুৎমিশ

উত্তর: ইলতুৎমিশ

৬২. কোন বীরশ্রেষ্ঠর সমাধিস্থল পাকিস্তানের করাচিতে ছিল?

ক. ক্যাপ্টের মহিউদ্দিন জাহাঙ্গীর

খ. সিপাহী মোস্তফা কামাল

গ. ফ্লাইট লেফটেন্যান্স মতিউর রহমান

ঘ. সিপাহী হামিদুর রহমান

উত্তর: ফ্লাইট লেফটেন্যান্স মতিউর রহমান

৬৩. স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশের অস্থায়ী সরকার কোন তারিখে গঠিত হয়?

ক. ২৬ মার্চ

খ. ১৭ এপ্রিল

গ. ১৬ ডিসেম্বর

ঘ. ২৫ মার্চ

উত্তর: ১৭ এপ্রিল

৬৪. ‘বরেন্দ্রভূমি’ নামে পরিচিত-

ক. ময়নামতি ও লালমাই পাহাড়

খ. মধুপুর ও ভাওয়ালগড়

গ. সুন্দরবন

ঘ. রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিমাংশ

উত্তর: রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিমাংশ

৬৫. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার ব্যক্ত আছে?

ক. ১৬

খ. ১৭

গ. ১৪

ঘ. ১৫

উত্তর: ১৭

৬৬. ১৯৪৩ সালের দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী?

ক. কামরুল হাসান

খ. শিল্পচার্য জয়নুল আবেদিন

গ. হাশেম খান

ঘ. রফিকুন্নবী

উত্তর: শিল্পচার্য জয়নুল আবেদিন

৬৭. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন-

ক. কফি আনান

খ. কুর্টওয়ার্ল্ড হেইম

গ. দ্যাগ হ্যামারশোল্ড

ঘ. উ থান্ট

উত্তর: উ থান্ট

৬৮. বাংলাদেশের বীরত্বসূচক উপাধিগুলোর মধ্যে কোনটির স্থান মর্যাদার দিক থেকে দ্বিতীয়?

ক. বীর শ্রেষ্ঠ

খ. বীর উত্তম

গ. বীর প্রতীক

ঘ. বীর বিক্রম

উত্তর: বীর উত্তম

৬৯. কোন আমলে ‘মসলিন কাপড়’ ঢাকায় তৈরি হতো?

ক. সেন আমলে

খ. ইংরেজ আমলে

গ. পাল আমলে

ঘ. মুঘল আমলে

উত্তর: মুঘল আমলে

৭০. জনসংখ্যা ও আয়তনের ভিত্তিতে সার্কভুক্ত কোন দেশটি সবচেয়ে ছোট?

ক. শ্রীলংকা

খ. মালদ্বীপ

গ. নেপাল

ঘ. ভুটান

উত্তর: মালদ্বীপ

৭১. নোবেল পুরস্কার প্রবর্তনের মূল আবিষ্কার প্রধানত কি কাজে ব্যবহৃত হয়?

ক. সৃষ্টির জন্য

খ. ধ্বংসের জন্য

গ. শিল্প উন্নয়নের জন্য

ঘ. যোগাযোগের জন্য

উত্তর: শিল্প উন্নয়নের জন্য

৭২. দূরপ্রাচ্যের (Far-East) দেশ-

ক. সিরিয়া

খ. ভিয়েতনাম

গ. ওমান

ঘ. জাপান

উত্তর: জাপান

৭৩. গেটিসবার্গ শহরের সাথে মার্কিন কোন প্রেসিডেন্টের নাম জড়িত?

ক. আব্রাহাম লিংকন

খ. জর্জ ওয়াশিংটন

গ. ট্রুম্যান

ঘ. উড্রো উইলসন

উত্তর: আব্রাহাম লিংকন

৭৪. মানব দেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র-

ক. স্ফিগমোম্যানোমিটার

খ. স্টেথোসকোপ

গ. কার্ডিওগ্রাফ

ঘ. ইকোকার্ডিওগ্রাফ

উত্তর: স্ফিগমোম্যানোমিটার

৭৫. ভিটামিন সি এর রাসায়নিক নাম কি?

ক. নাইট্রিক এসিড

খ. অ্যাসকরবিক এসিড

গ. সাইট্রিক এসিড

ঘ. ফরমিক এসিড

উত্তর: অ্যাসকরবিক এসিড

৭৬. নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস?

ক. নাইট্রোজেন

খ. অক্সিজেন

গ. কার্বন ডাই-অক্সাইড

ঘ. হাইড্রোজেন

উত্তর: কার্বন ডাই-অক্সাইড

৭৭. ঈস্ট (Yeast) কি?

ক. একটি ভাইরাস

খ. একটি ব্যাকটেরিয়া

গ. একটি ছত্রাক

ঘ. একটি ফার্ন

উত্তর: একটি ছত্রাক

৭৮. কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কী বলে-

ক. সফটওয়্যার

. RAM

. ROM

. হার্ডওয়্যার

উত্তর: ROM

৭৯. নিচের কোনটি পূর্ণাঙ্গ ইমেইল এড্রেস?

ক. resel yahoo.com

খ. resel.yahoo@com

গ. resel.@com

ঘ. resel@yahoo.com

উত্তর: resel@yahoo.com

৮০. In order to access the world wide web you need---

ক. An Internet connection, an Internet service provider & Browser

খ. Internet Explorer

গ. Modern & Browser

ঘ. Nother

উত্তর: An Internet connection, an Internet service provider & Browser

More Question Bank

Primary

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৯ (১ম পর্যায়) | Primary Question Solution 2019 | Biddabari

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৯ (১ম পর্যায়) | Primary Question Solution 2019 | Biddabari   প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৯ (১ম পর্যায়) | Primary Question Solution 2019 | Biddabari   সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে। নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্য...

Primary

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৮ (সেট: ৭২৭৭) | Primary Question Solution 2018 | Biddabari

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৮ (সেট: ৭২৭৭) | Primary Question Solution 2018| Biddabari   প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৮ (সেট: ৭২৭৭) | Primary Question Solution 2018 | Biddabari   সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে। নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যা...

Primary

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৮ (সেট: ৭১৪২) | Primary Question Solution 2018 | Biddabari

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৮ (সেট: ৭১৪২) | Primary Question Solution 2018| Biddabari   প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৮ (সেট: ৭১৪২) | Primary Question Solution 2018 | Biddabari   সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে। নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যা...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই