রেলপথ মন্ত্রণালয় (mor) এ প্যানেল / অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগ প্রদান

রেলপথ মন্ত্রণালয় (mor) এ প্যানেল

এই নোটিশের বিবরণ

রেলপথ মন্ত্রণালয় (mor) এ প্যানেল / অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগ প্রদান

রেলপথ মন্ত্রণালয়ের বিভিন্ন ক্যাটাগরির শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্ত লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিদ্যমান বিধি-বিধান অনুসরণপূর্বক এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৫/০৮/২০২৫ তারিখের ০৫.০০.০০০০.১৭০.১১.০২০.২৪.২১৭ নং স্মারকের পরিপত্র অনুযায়ী অপেক্ষমাণ তালিকা হতে 'বিভাগীয় নির্বাচন কমিটি' কর্তৃক নিম্নবর্ণিত ০১ (এক) জন প্রার্থীকে 'অফিস সহায়ক' পদে নিয়োগ প্রদান করা হয়েছে।