১৮তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণদের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময় জানাল এনটিআরসিএ

১৮তম শিক্ষক নিবন্ধন

এই নোটিশের বিবরণ

১৮তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণদের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময় জানাল এনটিআরসিএ

“পরবর্তী নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক এমপিওভুক্ত শিক্ষকদের শূন্যপদে অনলাইনে চাহিদা প্রদান (e-Requisition) সংক্রান্ত বিজ্ঞপ্তি (শুধুমাত্র MPO পদের জন্য প্রযোজ্য)

এতদ্বারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ১৮ নভেম্বর ২০২৫ তারিখের ৩৭.০০.০০০০.০০০.০৭৩.০৮.০০০১.২৫. ২১৭ সংখ্যক স্মারক মূলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) কর্তৃক পরবর্তী নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবেশ পর্যায়ের (Entry Level) শূন্যপদে শিক্ষক নিয়োগ সুপারিশের লক্ষ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ (স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা) থেকে এমপিওভুক্ত শূন্যপদের অনলাইনে চাহিদা (e-Requisition) সংগ্রহের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। পরবর্তী নিয়োগ সুপারিশের জন্য ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্যপদের চাহিদা (e-Requisition) ১৯ নভেম্বর ২০২৫ তারিখ থেকে ২৮ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে অনলাইনে প্রদান করতে হবে। অনলাইনে চাহিদা (e-Requisition) প্রদানের পর পরবর্তী ০৩ (তিন) দিনের মধ্যে e-Requisition ফি জমা প্রদান করতে হবে।

২। পরবর্তী নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির আওতায় শূন্যপদে অনলাইনে চাহিদা প্রদানে ইচ্ছুক এনটিআরসিএ-তে নিবন্ধনকৃত সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে অনলাইনে চাহিদা (e-Requisition) প্রদান করতে হবে। পূর্বে জারিকৃত কোন নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির আওতায় প্রদত্ত অনলাইনে চাহিদা কোনভাবেই বহাল থাকবে না। অফলাইনে, হার্ডকপিতে অথবা ই-মেইলে কোন চাহিদা গ্রহণযোগ্য হবে না।

৩। প্রসঙ্গত: উল্লেখ্য যে, পরবর্তী নিয়োগ সুপারিশের জন্য ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে যে পদ শূন্য হয়েছে, সে সকল শূন্যপদের চাহিদা (e-Requisition) প্রদান করতে হবে।

81 প্রতিষ্ঠানপ্রধানগণ তাদের নিজস্ব User ID এবং Password ব্যবহার করে http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটে অথবা NTRCA ওয়েবসাইটের (www.ntrca.gov.bd) ই-রিকুজিশন নামক সেবা বক্সের ই-রিকুজিশন লগইন অপশনে ক্লিক করে e-Requisition প্লাটফরমে প্রবেশ করত অনলাইন ফরমটি পূরণপূর্বক শুধুমাত্র এমপিওভুক্ত শূন্যপদের অনলাইনে চাহিদা প্রেরণ করবেন। উল্লেখ্য, e-Requisition ফরমটি পূরণের সময় এনটিআরসিএ'র ওয়েবসাইটে প্রদর্শিত ই-রিকুজিশন সংক্রান্ত নির্দেশিকাটি যথাযথভাবে অনুসরণ করতে হবে।“