৪৫তম বি.সি.এস. এর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ
এই নোটিশের বিবরণ
বিজ্ঞপ্তি: ৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার
তারিখ ও সময়সূচি প্রকাশ
১. ৪৫তম
বি.সি.এস. এর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে (Provisionally) উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে
শুধু কারিগরি/পেশাগত ক্যাডারের ৩৬৮ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নিম্নোক্ত (PDF এ উল্লেখিত)
তারিখ ও সময়সূচি অনুযায়ী বাংলাদেশ সরকারী কর্ম কমিশন-এর প্রধান কার্যালয় আগারগাঁও,
শেরে বাংলা নগর, ঢাকায় অনুষ্ঠিত হবে।
৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত
নির্দেশনা:
নির্ধারিত অনলাইন ফরম অর্থাৎ BPSC
Form-1 (Applicant's Copy):
২. ৪৫তম
বি.সি.এস. পরীক্ষা-২০২২ এর নিয়োগ বিজ্ঞপ্তি ১৬ নম্বর অনুচ্ছেদের শর্ত অনুযায়ী লিখিত
পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ৪৫তম বি.সি.এস. এর জন্য নির্ধারিত অনলাইন ফরম কমিশনের
ওয়েবসাইট www.bpsc.gov.bd হতে ডাউনলোড করে সংগ্রহ করবেন। কমিশনের ওয়েবসাইট থেকে সংগৃহীত
অনলাইন করম নিম্নে ৩ নম্বর অনুচ্ছেদে বর্ণিত কাগজপত্রসহ মৌখিক পরীক্ষার দিন সংশ্লিষ্ট
মৌখিক পরীক্ষার বোর্ডে ৩০ মিনিট পূর্বে জমা দিতে হবে। বিশেষভাবে উল্লেখ্য, সংশ্লিষ্ট
সকল সনদ/কাগজপত্রসহ BPSC Fonn-1 মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট
প্রাণীর প্রার্থিতা বাতিল হবে এবং তিনি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
৩.
৪৫তম বি.সি.এস. এর জন্য নির্ধারিত অনলাইন ফরম (BPSC Form-1] এর সাথে নিম্নোক্ত প্রয়োজনীয়
সনদ/ডকুমেন্টস এর ২ (দুই) সেট সত্যায়িত কপি মৌখিক পরীক্ষা বোর্ডে জমা দিতে হবে এবং
মূল সনদসমূহ বোর্ডে প্রদর্শন করতে হবে:
[নিয়ের
ক্রমনম্বর অনুযায়ী কাগজপত্র সংযুক্ত করতে হবে এবং প্রতিটি ডকুমেন্ট এর ওপর সংশ্লিষ্ট
ডকুমেন্ট-এর ক্রমনম্বর লিখতে হবে]
৩.১
প্রার্থীর স্বাক্ষরযুক্ত এবং প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অনধিক
৩ (তিন) মাস পূর্বে তোলা ৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের ছবি BPSC Form-1 এর ওপরে বাম
পাশে স্ট্যাপলারের সাহায্যে সংযুক্ত করতে হবে।
৩.২
শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ বোর্ড এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সকল মূল/সাময়িক
সনদের সত্যায়িত ফটোকপি।
৩.৩
বয়স প্রমাণের জন্য শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত এস.এস.সি./সমমানের পরীক্ষার মূল/সাময়িক
সনদের সত্যায়িত কপি। "ও লেভেল" এবং "এ লেভেল উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে
জন্ম তারিখ সংবলিত দালিলিক প্রমাণ। উল্লেখ্য, বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য
হবে না।
৩.৪
চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রিধারী প্রার্থীদের সনদ/মার্কশিট/টেস্টিমোনিয়ালে
যদি ৪ বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) উল্লেখ না থাকে তবে অর্জিত ডিগ্রি ৪ বছর মেয়াদি
স্নাতক/স্নাতক (সম্মান) মর্মে বিভাগীয় প্রধান/পরীক্ষা নিয়ন্ত্রক/রেজিস্ট্রার কর্তৃক
প্রদত্ত প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি আবেদনপত্রের সাথে অবশ্যই জমা দিতে হবে। অন্যখায়,
তাদের অর্জিত ডিগ্রি ৩ বছর মেয়াদি হিসেবে গণ্য করা হবে।
৩.৫
বিদেশ থেকে অর্জিত ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে ৩০.১১.২০২২ তারিখে প্রকাশিত ৪৫তম
বি.সি.এস. পরীক্ষার বিজ্ঞাপনের ১.২ অনুচ্ছেদ অনুযায়ী সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি/শিক্ষা
মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত কপি।
৩.৬
মেডিকেল (এম.বি.বি.এস.) বি.ডি.এস. ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে বি.এম.ডি.সি, পশুপালন
(ডি.ভি.এম.) ডিগ্রিধারীদের ক্ষেত্রে ভেটেরিনারি কাউন্সিল এবং অন্যান্য বিষয়ের ডিগ্রিধারীদের
ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়/সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত রেজিস্ট্রেশন সনদের
একটি সত্যায়িত ফটোকপি। আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানার সাথে বি.এম.ডি.সি./ভেটেরিনারি
কাউন্সিলের সনদে বর্ণিত ঠিকানায় পরিবর্তন হয়ে থাকলে জাতীয় পরিচয়পত্র (NID) এর সত্যায়িত
ফটোকপি বা সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন/পৌরসভার চেয়ারম্যান, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
বা পৌরসভা/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর, নোটারি পাবলিক অথবা প্রথম শ্রেণির (গ্রেড-৯)
বা তদূর্ধ্ব সরকারি কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রত্যয়নপত্র জমা দিতে হবে।
৩.৭
যে সকল অবতীর্ণ (appeared) প্রার্থী হিসেবে শর্তসাপেক্ষে আবেদন করেছেন তাদের ক্ষেত্রে
স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ের সকল লিখিত পরীক্ষা ৪৫তম বি.সি.এস. পরীক্ষার আবেদনপত্র
গ্রহণের শেষ তারিখের মধ্যে (৩১.১২.২০২২) সম্পূর্ণরূপে শেষ হয়েছে মর্মে সংশ্লিষ্ট পরীক্ষা
নিয়ন্ত্রক/বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চেয়ারম্যান বা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক
প্রদত্ত পরীক্ষা শুরু ও শেষ হওয়ার তারিখ সংবলিত প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি। লিখিত
পরীক্ষা শুরু ও শেষ হওয়ার তারিখ বিহীন প্রত্যয়নপত্র গ্রহণযোগ্য হবে না।
৩.৮
৪৫তম বি.সি.এস. পরীক্ষার বিজ্ঞাপনের ২৯ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রার্থীর ওজন (কে.জি),
উচ্চতা (সে.মি.) ও বুকের মাপ (সে.মি.) সম্পর্কে বি.এম.ডি.সি. রেজিস্ট্রার্ড মেডিকেল
প্রাকটিশনার কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি। প্রত্যয়নপত্রে মেডিকেল প্রাকটিশনারের
রেজিস্ট্রেশন নম্বর অবশ্যই উল্লেখ থাকতে হবে।
৩.৯
বর্তমানে কোনো সরকারী/আধা-সরকারী/স্বায়ত্তশাসিত/স্থানীয় সরকার সংস্থার চাকরিতে নিযুক্ত
থাকলে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ছাড়পত্রের (clearance certificate) সত্যায়িত
কপি। [ছাড়পত্রের ফরমেট কমিশনের ওয়েবসাইট হতে প্রার্থীগণকে ডাউনলোড করে সংগ্রহ করতে
হবে]।
৩.১০
কোনো প্রার্থী সরকারী/আধা-সরকারী/স্বায়ত্তশাসিত/আধা-স্বায়ত্বশাসিত/স্থানীয় সরকার সংস্থার
চাকরি থেকে ইস্তফা দান করলে বা চাকরি থেকে অপসারিত হলে সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ
কর্তৃক প্রদত্ত ছাড়পত্র/গৃহীত ইস্তফাপত্র/অপসারণ আদেশের সত্যায়িত কপি।
৩.১১
প্রার্থী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নিকট হতে
প্রাপ্ত সনদের সত্যায়িত ফটোকপি। উল্লেখ্য, জেলা প্রশাসক ব্যতীত অন্য কোনো কর্মকর্তা
কর্তৃক প্রদত্ত সনদ গ্রহণযোগ্য হবে না।
৩.১২
প্রার্থী প্রতিবন্ধী হলে সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক/
সমমর্যাদা সম্পন্ন/দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী
সনদের সত্যায়িত কপি অথবা সমাজসেবা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত
"সুবর্ণ নাগরিক কার্ড" এর সত্যায়িত কপি;
৩.১৩
তৃতীয় লিঙ্গভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত
ফটোকপি।
৩.১৪
যে সকল প্রার্থীর জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর রয়েছে সে সকল প্রার্থী NID এর সত্যায়িত
কপি জমা দিবেন। যে সকল প্রার্থীর NID নম্বর নেই সে সকল প্রার্থী NID প্রাপ্তির পর কমিশনের
পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) বরাবর দরখাস্তসহ NID এর সত্যায়িত কপি জমা দিবেন। তবে
NID না থাকার কারণে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে না।
৩.১৫
মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার পুত্র-কন্যা হিসেবে আবেদনকারী প্রার্থীকে
পিতার/মাতার মুক্তিযোদ্ধা/মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে।
এক্ষেত্রে সনদ হিসেবে নিম্নের যে কোন একটি গ্রহণযোগ্য বিবেচিত হবে;
(ক)
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত ২৬.০২.২০০২ তারিখের মু:বি:ম/সনদ-১/প্র-১/২০০২/০২
নং প্রজ্ঞাপন অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ইস্যুকৃত পিতা/মাতার মুক্তিযোদ্ধা/
মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) সনদ;
অথবা
(খ)
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ০১.০২.২০০৯ তারিখের মুবিম/সনদ-১/প্র-৩/৩১/০২/১৪০ নং
প্রজ্ঞাপন অনুযায়ী ১৯৯৭ থেকে ২০০১ সাল পর্যন্ত সরকার প্রধান কর্তৃক প্রতিস্বাক্ষরিত
এবং মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক ইস্যুকৃত পিতা/মাতার মুক্তিযোদ্ধা সনদ।
৩.১৬
স্থায়ী ঠিকানার সপক্ষে জাতীয় পরিচয়পত্র (NID) এর সত্যায়িত কপি, স্ব-স্ব সিটি কর্পোরেশনের
মেয়র/ওয়ার্ড কমিশনার/পৌর চেয়ারম্যান/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/নোটারি পাবলিক কর্তৃক
স্বাক্ষরিত সনদপত্র জমা দিতে হবে।
৩.১৭
প্রাক চাকরি বৃত্তান্ত যাচাই ফরম (পুলিশ ভেরিফিকেশন ফরম) কমিশনের ওয়েবসাইট
www.bpsc.gov.bd থেকে ডাউনলোড করে উভয় পৃষ্ঠায় মুদ্রণ করে ফরমের সকল তথ্য পূরণ ও স্বাক্ষর
করে সংশ্লিষ্ট কাগজপত্রসহ ফরমের তিন কপি মৌখিক পরীক্ষার দিন সংশ্লিষ্ট বোর্ডে জমা দিতে
হবে।
৩.১৮
বিশেষভাবে উল্লেখ্য, উল্লিখিত সকল সনদ/কাগজপত্রসহ BPSC Form-1 মৌখিক পরীক্ষা বোর্ডে
জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
www.prebd.com
8.
BPSC Form-3 অনলাইনে পূরণ এবং জমাদান:
লিখিত
পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার পূর্বে কমিশন কর্তৃক নির্ধারিত সময়ে
অনলাইনে Teletalk BD Ltd. এর Web Address: http://bpsc.teletalk.com.bd অথবা বাংলাদেশ
সরকারী কর্ম কমিশনের Web Address: www.bpsc.gov.bd এর মাধ্যমে অতিরিক্ত তথ্য সংবলিত
BPSC Form-3 অনলাইনে বাংলায় পূরণ করে জমা দিতে হবে। এ বিষয়ে কমিশন কর্তৃক প্রেসবিজ্ঞপ্তি
এবং BPSC Form-1 এ বর্ণিত প্রার্থীর মোবাইল নম্বরে Teletalk হতে এস.এম.এস. এর মাধ্যমে
প্রার্থীদের যথাসময়ে নির্দেশনা প্রদান করা হবে। কমিশনের নির্দেশনা অনুযায়ী অনলাইনে
পূরণকৃত উক্ত BPSC Form-3 এর ২ (দুই) টি কপি আবশ্যিকভাবে মৌখিক পরীক্ষার বোর্ডে প্রার্থীকে
জমা দিতে হবে।
৫.
BPSC Form-1 অনুপুঙ্খ যাচাইয়ের পর শুধু ত্রুটিমুক্ত আবেদনপত্রের বিপরীতে সংশ্লিষ্ট
প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া
মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার একমাত্র যোগ্যতা নয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যে
সকল প্রার্থী BPSC Form-1 পূরণ করে সংশ্লিষ্ট সকল কাগজপত্রসহ মৌখিক পরীক্ষা বোর্ডে
জমা দিতে ব্যর্থ হবেন তাদের প্রার্থিতা বাতিল হবে এবং তারা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ
করতে পারবেন না।
৬.
কোনো প্রার্থীর নামে কমিশন হতে ডাকযোগে মৌখিক পরীক্ষার সাক্ষাৎকারপত্র প্রেরণ করা হবে
না। কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) কর্তৃক স্বাক্ষরিত ৪৫তম বি.সি.এস. পরীক্ষা-২০২২
এর সাক্ষাৎকারপত্রটি কমিশনের ওয়েবসাইটে www.bpsc.gov.bd আপলোড করা থাকবে। কমিশন কর্তৃক
মৌখিক পরীক্ষাসূচি ঘোষণার পর ৪৫তম বি.সি.এস. পরীক্ষা-২০২২ এর সাক্ষাৎকারপত্রটি কমিশনের
ওয়েবসাইট হতে প্রার্থী ডাউনলোড করে সংগ্রহ করতে পারবেন। মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তিতে
বর্ণিত ৪৫তম বি.সি.এস. পরীক্ষা-২০২২ এর মৌখিক পরীক্ষার সময়সূচি অনুযায়ী প্রার্থীর জন্য
নির্ধারিত মৌখিক পরীক্ষার তারিখ ও রেজিস্ট্রেশন নম্বর সাক্ষাৎকারপত্রের ১ নম্বর অনুচ্ছেদের
নির্ধারিত স্থানে প্রার্থী স্বহস্তে লিখবেন। মৌখিক পরীক্ষার নির্ধারিত তারিখ ও সময়ে
সাক্ষাৎকারপত্রে বর্ণিত সকল কাগজপত্র এবং সাক্ষাৎকারপত্রসহ প্রার্থী সরকারী কর্ম কমিশনের
ঢাকাস্থ প্রধান কার্যালয়ে 'মৌখিক পরীক্ষা বোর্ডে উপস্থিত হবেন।
৭.
কোন অবস্থাতেই প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন করা হবে না।



