সমন্বিত ৭ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | Combined 7 bank circular 2025 | পদ সংখ্যা: ৮৫২ টি | Biddabari
এই চাকরি সম্পর্কে
সমন্বিত ৭ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | Combined 7 bank
circular 2025 | পদ সংখ্যা: ৮৫২ টি | Biddabari
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির
জন্য জানানো যাচ্ছে যে, ০৬ নভেম্বর ২০২৫ ইং তারিখে সমন্বিত ৭ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি
২০২৫ | Combined 7 bank circular 2025 প্রকাশিত হয়েছে। সমন্বিত ৭ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি
২০২৫ | Combined 7 bank circular 2025 এর তথ্যমতে, অফিসার(ক্যাশ) পদে মোট ৮৫২ জনকে
নিয়োগ প্রদান করে হবে। সকল প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ০১ জুলাই ২০২৫ ইং তারিখে সর্বনিম্ন
২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর।
সমন্বিত ৭ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ |
Combined 7 bank circular 2025 এর তথ্য অনুসারে, সোনালী ব্যাংক পিএলসি ৮৪টি, অগ্রণী
ব্যাংক পিএলসি ৩০০টি, রূপালী ব্যাংক পিএলসি ২০০টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি
৪১টি, বেসিক ব্যাংক লিমিটেড ৪৮টি, বাংলাদেশ কৃষি ব্যাংক ১৬২টি এবং প্রবাসী কল্যাণ ব্যাংক
১৭টি, সর্বমোট ৮৫২টি পদে নিয়োগ প্রদান করা হবে। আবেদনের ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়
হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক/স্নাতক (সম্মান)
ডিগ্রি থাকতে হবে।
সমন্বিত ৭ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ |
Combined 7 bank circular 2025 এর গুরুত্বপূর্ণ তথ্য:
পদসংখ্যা: ৮৫২টি
আবেদনের বয়সসীমা: ০১ জুলাই ২০২৫ ইং তারিখে সর্বনিম্ন ২১ বছর
এবং সর্বোচ্চ ৩২ বছর।
আবেদনের সময়সীমা: ০৭ ডিসেম্বর ২০২৫ ইং রাত ১১:৫৯ ঘটিকা।
তবে আবেদন ফি প্রদান, Payment Verify এবং Tracking Page সংগ্রহের শেষ তারিখ ও সময় ০৯
ডিসেম্বর ২০২৫ ইং রাত ১১.৫৯ টা।
আবেদন ফি: ২০০ টাকা।
আবেদন ফি জমাদানের মাধ্যম: ডাচ বাংলা ব্যাংক পিএলসি এর মোবাইল ফিন্যান্সিয়াল
সার্ভিস (MFS) 'রকেট' এর অ্যাপ বা ম্যানুয়াল পদ্ধতির "Bill Pay” অপশন ব্যবহার
করে ফি প্রদান করতে হবে।
আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে এই https://erecruitment.bb.org.bd/ ওয়েবসাইটে প্রবেশ
করে আবেদন করতে হবে।
এই চাকরির বিবরণ
সমন্বিত ৭ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | Combined 7 bank
circular 2025 এর বিস্তারিত:
▪️ বয়স: ০১/০৭/২০২৫ তারিখে সকল প্রার্থীর ক্ষেত্রে
সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর।
▪️ আবেদনপত্র দাখিলের শেষ তারিখ ও সময়: ০৭/১২/২০২৫
তারিখ, রাত ১১.৫৯ টা।
▪️ আবেদন ফি প্রদান, Payment Verify এবং
Tracking Page সংগ্রহের শেষ তারিখ ও সময়: ০৯/১২/২০২৫ তারিখ, রাত ১১.৫৯ টা।
▪️ আবেদন ফি: অফেরতযোগ্য টা: ২০০/-(টাকা দুইশত
মাত্র)। ফি প্রদান সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ১০ (ঞ) দ্রষ্টব্য।
(সকল প্রার্থীকেই আবেদন ফি বাবদ টা: ২০০/- হারে প্রদান করতে হবে তবে অনগ্রসর
নাগরিক গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য সরকার নির্ধারিত আবেদন ফি টা: ৫০/-(টাকা পঞ্চাশ
মাত্র) যা পরবর্তীতে তাদের আবেদন ও দাখিলকৃত দলিলাদি যাচাই সাপেক্ষে সমন্বয় করা হবে।
এ বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে)।
▪️ আবেদন পদ্ধতি:
ক. Online Registration কেবল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট
(https://erecruitment.bb.org.bd ) এ
নির্ধারিত ছক পূরণের মাধ্যমে Online এ নিবন্ধনকরতঃ আবেদন করতে হবে। ইতঃপূর্বে নিবন্ধনকৃত
প্রার্থী বিদ্যমান CV ব্যবহার করে আবেদন করতে পারবেন। আবেদন দাখিলের বিস্তারিত নিয়ম
ও শর্তাবলী ওয়েবসাইটেই পাওয়া যাবে।
খ. CV ID Number: বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে ইতঃপূর্বে নিবন্ধনকৃত প্রার্থীকে
বিদ্যমান CV ID Number এবং Password ব্যবহার করে আবেদন দাখিল করতে হবে। নতুন প্রার্থী
Online এ নিবন্ধন সম্পন্ন করলে একটি CV ID Number এবং Password প্রাপ্ত হবেন যা ভবিষ্যতে
ব্যবহারের জন্য অবশ্যই সংরক্ষণ করতে হবে। একজন প্রার্থী একের অধিক CV তৈরি করতে পারবেন
না।
গ. প্রার্থীর বিবরণ: প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম এবং জন্ম তারিখ অবশ্যই
এসএসসি অথবা সমমানের সনদ অনুযায়ী Online আবেদনে লিখতে হবে।
ঘ. প্রার্থীর বর্তমান ঠিকানা: প্রার্থীর বর্তমান বসবাসের স্থান এবং নিয়োগ
সংক্রান্ত চিঠিপত্র পেতে ইচ্ছুক ঠিকানাকে বর্তমান ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে।
ঙ. প্রার্থীর স্থায়ী ঠিকানা: প্রার্থীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার
মেয়র/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদে উল্লিখিত স্থায়ী ঠিকানাকে প্রার্থীর
স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে। বিবাহিত মহিলা প্রার্থী তাঁর স্বামীর স্থায়ী
ঠিকানাকে নিজের স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে পারবেন। তবে আবেদন দাখিলের পরে কোন
প্রার্থী বিবাহবন্ধনে আবদ্ধ হলে যথাযথ প্রমাণ সাপেক্ষে স্বামীর স্থায়ী ঠিকানার অনুকূলে
নিজের স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে পারবেন।
চ. ছবি (Photo): ইতঃপূর্বে নিবন্ধনকৃত প্রার্থী বিদ্যমান ছবি ব্যবহার করতে
পারবেন। তবে নতুন প্রার্থীকে অবশ্যই নির্ধারিত স্থানে 600x600 pixel file size 100
KB এর বেশি নয় এরূপ মাপের অনধিক তিন মাস পূর্বে তোলা রঙিন ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড
সম্বলিত) scan করে আপলোড করতে হবে। ছবি তোলার সময় মুখ ও কানের উপর আবরণ রাখা যাবে না।
সাদাকালো ছবি এবং Informal ছবি আপলোড করলে প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে।
ছ. স্বাক্ষর (Signature): নির্ধারিত স্থানে 300x80 pixelও file size 60
KB এর বেশি নয় এরূপ মাপের (প্রার্থীর নিজের) স্বাক্ষর scan করে আপলোড করতে হবে। স্বাক্ষর
অবশ্যই সাদা কাগজের উপর কালো কালিতে হতে হবে।
**নিবন্ধনকৃত কোন প্রার্থীর ছবি/স্বাক্ষর পরিবর্তনের প্রয়োজন হলে CV ID
Number উল্লেখপূর্বক স্ক্যানকৃত ছবি/স্বাক্ষরসহ (.jpg/.gif/.png ফরম্যাটে) প্রার্থীর
নিবন্ধিত ই-মেইল হতে info.bscs@bb.org.bd
-এ ই-মেইল প্রেরণ করতে হবে।
জ. অর্জিত ডিগ্রির ফলাফলের তারিখ: পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক প্রকাশিত সংশ্লিষ্ট
ডিগ্রির ফলাফল প্রকাশের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে।
ঝ. প্রতিষ্ঠান পছন্দক্রম: Online আবেদনে প্রার্থীকে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত
প্রত্যেক প্রতিষ্ঠানকে বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠান পছন্দের ক্রম নির্ধারণ করতে হবে। প্রার্থীগণকে
তাদের অর্জিত মেধাক্রম এবং Online আবেদনে উল্লিখিত পছন্দক্রম অনুসারে শূন্য পদ থাকা
সাপেক্ষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নিয়োগের জন্য মনোনীত করা হবে। আবেদন দাখিলের পর আবেদনকৃত
প্রতিষ্ঠান পছন্দের ক্রম কোনো অবস্থাতেই পরিবর্তন করা যাবে না।
এক. Application Fee Payment পদ্ধতি: ডাচ বাংলা ব্যাংক পিএলসি এর মোবাইল
ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) 'রকেট' এর অ্যাপ বা ম্যানুয়াল পদ্ধতির "Bill
Pay" অপশন ব্যবহার করে ফি প্রদান করতে হবে। এক্ষেত্রে Biller ID হিসেবে
Bankers Selection Committee Secretariat অথবা 499 সিলেক্ট করতে হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে
সংশ্লিষ্ট Job ID Number, নিজ CV ID Number এর ১ম অংশ (হাইফেনের (-) আগের অংশ), ফি
এর পরিমাণসহ প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে ফি প্রদান করতে হবে। ফি প্রদান করলে প্রার্থী
মোবাইলের মেসেজ অপশনে একটি Transaction ID (TxnID) নম্বর পাবেন। প্রাপ্ত TxnID নম্বরটি
ব্যবহার করে প্রার্থীকে অবশ্যই 'ট' ক্রমিকে উল্লিখিত পদ্ধতিতে পৃথকভাবে Payment
Verify সম্পন্ন করতে হবে। অন্যথায় আবেদন অসম্পূর্ণ রয়ে যাবে।
***আবেদন ফি'র Payment পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে https://erecruitment.bb.org.bd/onlineapp/rocketpreepay.pdf
ওয়েবসাইটটি ভিজিট করতে হবে।
ট. Payment Verify: প্রার্থীকে ফি প্রদানের পর প্রাপ্ত TxnID বাংলাদেশ ব্যাংকের
erecruitment সাইটের নির্দিষ্ট ফিল্ডে বসিয়ে Payment Verify সম্পন্ন করতে হবে। কোনো
আবেদনকারী Payment Verify সম্পন্ন না করলে পরবর্তীতে Admit Card ডাউনলোড করতে পারবেন
না। ভুল JOB ID বা ভুল CV ID ব্যবহারপূর্বক ফি জমা দিলে বা নির্দিষ্ট সময়ের মধ্যে
Payment Verify না করলে আবেদন গ্রহণযোগ্য হবে না এবং এক্ষেত্রে আবেদন ফি ফেরৎ প্রদান
কিংবা সমন্বয় করা সম্ভব হবে না।
. Tracking Page সংগ্রহ: Payment Verify সম্পন্ন হওয়ার পর প্রার্থীকে
Tracking ID Number সম্বলিত একটি Tracking Page প্রদান করা হবে। Tracking Page টি প্রার্থীর
আবেদন দাখিলের প্রমানস্বরূপ নিজের কাছে সংরক্ষণ করতে হবে। আবেদন দাখিলের সর্বশেষ সময়ের
পরে কোনো অবস্থাতেই Tracking Page এর Duplicate Copy সরবরাহ করা হবে না।
ড. একজন প্রার্থী কোন একটি পদের বিপরীতে একবারই আবেদন দাখিল করতে পারবেন।
দাখিলকৃত আবেদন পরিবর্তন, পরিমার্জন কিংবা বাতিল করা যাবে না। কাজেই আবেদন দাখিলের
পূর্বে CV-তে উল্লিখিত তথ্যাদির (নাম, পিতা ও মাতার নাম ইত্যাদি) সঠিকতা এবং প্রতিষ্ঠান
পছন্দক্রম সর্তকতার সাথে যাচাইপূর্বক আবেদন দাখিল করতে হবে। আবেদনে প্রদত্ত সার্বিক
তথ্য, ছবি, স্বাক্ষর ইত্যাদি verification সাপেক্ষে প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীকে
পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে। অসম্পূর্ণ/ভুল তথ্য সম্বলিত আবেদন কোনো
প্রকার যোগাযোগ ব্যতিরেকেই বাতিল করা হবে।
▪️ প্রাথমিকভাবে যোগ্য
প্রার্থীদের প্রবেশপত্র ডাউনলোড ও নির্বাচনী পরীক্ষার তারিখ সংক্রান্ত বিজ্ঞপ্তি যথাসময়ে
বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে।
▪️ প্রার্থীকে প্রাথমিক
নির্বাচনী, লিখিত এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
▪️ প্রার্থীকে
Online আবেদনের সময় কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে
অনলাইন আবেদনে প্রদত্ত প্রতিটি তথ্যের স্বপক্ষে যথাযথ সনদ/প্রত্যয়নপত্র মৌখিক পরীক্ষার
দিন দাখিল করতে হবে। Online আবেদনে প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যের সঠিকতা যাচাইয়ান্তে
কোনো গুরুতর (substantive) ত্রুটি ধরা পড়লে বা প্রদত্ত তথ্য মিথ্যা প্রমানিত হলে মৌখিক
পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে না। তাছাড়া, মৌখিক পরীক্ষা শেষে প্যানেল প্রস্তুতকালে
কোনো প্রকার ত্রুটি পরিলক্ষিত হলেও প্রার্থীকে প্যানেলভুক্ত করা হবে না।
▪️ চাকুরীরত প্রার্থীকে
তাঁর নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমোদনক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার দিন
উক্ত অনুমোদনের কপি প্রদর্শন করতে হবে।
▪️ নিয়োগের ক্ষেত্রে
কোটা সংক্রান্ত সরকারি সর্বশেষ নীতিমালা ও অন্যান্য বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করা
হবে।
▪️ সংশ্লিষ্ট ব্যাংক/আর্থিক
প্রতিষ্ঠানসমূহ তাদের স্ব স্ব বিধিবিধান অনুসরণপূর্বক চূড়ান্ত নিয়োগ প্রদান করবে।
▪️ শেষ তারিখ ও সময়ের
জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদনপত্র দাখিল, নির্ধারিত ফি প্রদান ও
Payment Verify সম্পন্ন করতঃ Tracking Page টি হার্ডকপি ও সফটকপি আকারে সংরক্ষণ করার
জন্য পরামর্শ দেয়া যাচ্ছে।



