৪৯তম বিসিএস (বিশেষ) প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধান | 49th bcs question solution

প্রিয় চাকরি প্রত্যাশী, আপনারা জানেন যে, গত ১০ অক্টোবর ২০২৫ইং তারিখে অনুষ্ঠিত হয়েছে ৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) এর প্রিলিমিনারি পরীক্ষা। এ পরীক্ষায় জেনারেল বিষয়ে ১০০ নম্বর এবং সাবজেক্টিভ বিষয়ে ১০০ নম্বর বরাদ্দ ছিল।

৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) এর প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র অন্যান্য বিসিএস পরীক্ষার তুলনায় বেশ ভিন্নধর্মী ছিল। বিশেষ করে জেনারেল বিষয়ে প্রশ্নগুলো ছিল ব্যতিক্রমধর্মী, যা অনেক পরীক্ষার্থীর জন্য নতুন অভিজ্ঞতা ছিল। একইসাথে সাবজেক্টিভ প্রশ্ন নিয়েও পরীক্ষার্থীদের মাঝে দেখা গেছে ভিন্ন ভিন্ন মতামত ও বিভ্রান্তি।

আরও দেখুন: ১০ম বিসিএস প্রশ্ন সমাধান - 10th BCS Question Solution - Biddabari

আরও দেখুন: ১১তম বিসিএস প্রশ্ন সমাধান - 11th BCS Question Solution – Biddabari

আরও দেখুন: ১২তম বিসিএস প্রশ্ন সমাধান | 12th BCS Question Solution | Biddabari

ফলে প্রশ্নপত্রের উত্তর সমাধান নিয়ে অনেকেই অনিশ্চয়তায় ভুগছেন। কিছু প্রশ্নের সঠিক উত্তর নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে দ্বিমত রয়েছে। এছাড়া, ৪৯তম বিশেষ বিসিএস প্রিলিমিনারির সম্ভাব্য কাট মার্কস নিয়েও চলছে আলোচনা ও জল্পনা।

সবকিছু বিবেচনায় নিয়ে, বিদ্যাবাড়ির পক্ষ থেকে বিসিএস পরীক্ষার্থীদের সহযোগিতার জন্য আমরা ৪৯তম বিশেষ বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার পূর্ণাঙ্গ ও নির্ভুল প্রশ্ন সমাধান PDF ফরমেটে প্রকাশ করছি।
👉 49th BCS Question Solution PDF ফাইলটি ডাউনলোড করে যেকোনো ডিভাইসে পড়তে পারবেন এবং চাইলে প্রিন্ট করে সংরক্ষণও করতে পারবেন।

আরও দেখুন: ১৩তম বিসিএস প্রশ্ন সমাধান | 13th BCS Question Solution | Biddabari

আরও দেখুন: ১৪তম বিসিএস প্রশ্ন সমাধান | 14th BCS Question Solution | Biddabari

প্রস্তুতির জন্য দেখুন: 50th BCS Target Live Batch 

প্রস্তুতির জন্য দেখুন: 51th BCS Gold Live Batch

এছাড়া, বিদ্যাবাড়ির বিসিএস প্রস্তুতি কোর্সে ভর্তি হয়ে অভিজ্ঞ শিক্ষকদের সঠিক গাইডলাইন অনুসরণ করলে আপনার সফলতা নিশ্চিত হবেই ইনশাআল্লাহ্।

৪৯তম বিসিএস (বিশেষ) প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধান | 49th bcs question solution PDF Download



৪৯তম বিসিএস লিখিত পরীক্ষা-২০২৫

বিষয়: আবশ্যিক

কোড: চামেলী

পরীক্ষার তারিখ: ১০-১০-২০২৫

সময়: ৬০ মিনিট, পূর্ণমান: ১০০


১. একটি সমান্তর ধারার 4র্থ (চতুর্থ) এবং 12তম পদের যোগফল 20। ঐ


ধারার প্রথম 15 পদের যোগফল কত?

(ক) 100

(খ) 150

(গ) 200

(ঘ) 300

উত্তর: (খ) 150

২. কোন ধ্বনি পরিবর্তনটি যথাযথ নয়?

(ক) ক্রন্দন > কাঁদা

(খ) অঞ্চল > আঁচল

(গ) সংগীত > গীতিকা

(ঘ) দন্ত > দাঁত

উত্তর: (গ) সংগীত > গীতিকা

৩. Who wrote ‘A Vindication of the Rights of Women”?

(ক) Claire Clairmont

(খ) Mary Wollstonecraft

(গ) Mary Wollstonecraft Godwin

(ঘ) Mary Shelley

উত্তর: (খ) Mary Wollstonecraft

৪. নিচের ধারার পরবর্তী সংখ্যা কোনটি?

১, ৯, ৫, ৪৯, ....;

(ক) ৮

(খ) ৯

(গ) ১০

(ঘ) ১২

উত্তর: (খ) ৯

৫. বাংলাদেশের সংবিধানের আলোকে নিম্নের কোন অধিকারটি মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয়?

(ক) বাক-স্বাধীনতার অধিকার

(খ) শিক্ষার অধিকার

(গ) সভা সমাবেশের অধিকার

(ঘ) ধর্মচর্চার অধিকার

উত্তর: (খ) শিক্ষার অধিকার

৬. প্রাচীনকালে কোন দেশে সিভিল সার্ভিসের ধারণা প্রথম উদ্ভূত হয়?

(ক) মিশর

(খ) গ্রিস

(গ) চীন

(ঘ) রোম

উত্তর: (গ) চীন

৭. Pick the correctly spelt word.

(ক) Conscintious

(খ) Consientious

(গ) Concientious

(ঘ) Conscientious

উত্তর: (ঘ) Conscientious

৮. মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট জাপানে পারমাণবিক বোমা নিক্ষেপের অনুমোদন করেছিলেন?

(ক) হ্যারি এস. ট্রুম্যান

(খ) ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট

(গ) রিচার্ড নিক্সন

(ঘ) জর্জ ডব্লিও বুশ

উত্তর: (ক) হ্যারি এস. ট্রুম্যান

৯. যদি M = {a, b, 1, 2} এবং N = {1, 2} হয়, তবে N – M এর মান কত?

(ক) { }

(খ) {a, b}

(গ) {0}

(ঘ) {–a, –b}

উত্তর: (ক) { }

১০. x2 + 6x – 27 < 0 অসমতাটির সমাধান সেট নিচের কোনটি?

(ক) [–9, 3]

(খ) [3, )

(গ) (–9, 3)

(ঘ) (, –9)

উত্তর: (গ) (–9, 3)

১১. বাংলাদেশের জাতীয় দিবস কোনটি?

(ক) ২৬ মার্চ

(খ) ২১ ফেব্রুয়ারি

(গ) ১৬ ডিসেম্বর

(ঘ) ৫ আগস্ট

উত্তর: (ক) ২৬ মার্চ

১২. পারিভাষিক শব্দ বলতে বোঝায়-

(ক) ইংরেজি শব্দের বাংলা রূপান্তর

(খ) বিদেশি শব্দের অনুবাদ

(গ) বিষয়গত সুনির্দিষ্ট অর্থবোধক শব্দ

(ঘ) ব্যবহারিক প্রয়োজনে নবনির্মিত শব্দ

উত্তর: (গ) বিষয়গত সুনির্দিষ্ট অর্থবোধক শব্দ

১৩. জিএসপি (GSP) এর পূর্ণরূপ কী?

(ক) Generalized System of Preference

(খ) Global System of Positioning

(গ) Global Strategic Partnership

(ঘ) Government Support Program

উত্তর: (ক) Generalized System of Preference

১৪. বাংলাদেশ ICCPR-এর স্বাক্ষরকারী একটি দেশ। ICCPR এর পূর্ণরূপ কী?

(ক) International Conference on Civil and Political Rights

(খ) International Conference of Civil and Political Rights

(গ) International Covenant on Civil and Political Rights

(ঘ) International Covenant of Civil and Political Rights

উত্তর: (গ) International Covenant on Civil and Political Rights

১৫. ‘We know that the earth is a planet’. The underlined part is a/an-

(ক) noun clause

(খ) adverbial clause

(গ) adjective clause

(ঘ) principal clause

উত্তর: (ক) noun clause

১৬. রবীন্দ্রনাথ ঠাকুর শব্দের শুরুতে মাত্রাযুক্ত এ-কার ব্যবহার করতেন কেন?

(ক) এ-কার মাত্রা যুক্ত বলে

(খ) ‘এ’ মাত্রাহীন বর্ণ বলে

(গ) ‘এ’ উচ্চারণ বোঝাতে

(ঘ) ‘অ্যা’ উচ্চারণ বোঝাতে

উত্তর: (ঘ) ‘অ্যা’ উচ্চারণ বোঝাতে

১৭. ধ্বনি ও বর্ণের পার্থক্য কোথায়?

(ক) লেখার ধরনে

(খ) উচ্চারণের বিশিষ্টতায়

(গ) সংখ্যাগত পরিমাণে

(ঘ) ইন্দ্রিয় গ্রাহ্যে

উত্তর: (ঘ) ইন্দ্রিয় গ্রাহ্যে

১৮. “Rubiyat of Khayyam” is attributed to-

(ক) Edward Fitzgerald

(খ) Scott Fitzgerald

(গ) Thomas Fitzgerald

(ঘ) William Fitzgerald

উত্তর: (ক) Edward Fitzgerald

১৯. Select the sentence in which ‘better’ is an adverb-

(ক) We’re helping of better weather tomorrow

(খ) Sound travels better in water than in air

(গ) It’s hard to decide which one is better

(ঘ) He joined the gym to better his health

উত্তর: (খ) Sound travels better in water than in air

২০. কোন শব্দটি বিসর্গসন্ধির মাধ্যমে গঠিত?

(ক) নীরব

(খ) উজ্জ্বল

(গ) মানোত্তীর্ণ

(ঘ) সংগ্রাম

উত্তর: (ক) নীরব

২১. নিম্নোক্ত কোন দেশটি ‘Five Eyes’ ভুক্ত নয়?

(ক) অস্ট্রেলিয়া

(খ) ফ্রান্স

(গ) নিউজিল্যান্ড

(ঘ) কানাডা

উত্তর: (ক) অস্ট্রেলিয়া

২২. দুইটি সংখ্যার ল.সা.গু 4x2 + 12x2 – 16x – 48, গ.সা.গু 2x + 4। একটি সংখ্যা 4x2 + 20x + 24 হলে অপরটি-

(ক) x2 – 4        

(খ) 2(x2 – 4)

(গ) 4(x2 – 4)      

(ঘ) (x + 2)        

উত্তর: (খ) 2(x2 – 4)

২৩. আশিস নন্দী, শশী থারুর প্রমুখ লেখকের মতো দ্বি-জাতি তত্ত্বের প্রথম প্রবক্তা কোন সংগঠনটি?

(ক) মুসলিম লীগ

(খ) সর্ব ভারতীয় জাতীয় কংগ্রেস

(গ) আরএসএস

(ঘ) জমিয়তে-ই-হিন্দ

উত্তর: (ক) মুসলিম লীগ

২৪. সম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়া পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী, ইসহাক দার পাকিস্তানের কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত?

(ক) পাকিস্তান পিপলস পার্টি (PPP)

(খ) পাকিস্তান তেহরিকে ইনসাফ (PTI)

(গ) পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ)

(ঘ) জামায়াতে ইসলামী পাকিস্তান

উত্তর: (গ) পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ)

২৫. Fill in the blanks with appropriate words. ‘Selina knocked it ––– the park with her performance in culinary art’.

(ক) outside

(খ) out of

(গ) inside

(ঘ) off

উত্তর: (খ) out of

২৬. The play “Englishmen for My Money” was written by-

(ক) Christopher Marlowe

(খ) Thomas Kyd

(গ) William Haughton

(ঘ) Ben Johnson

উত্তর: (গ) William Haughton

২৭. একটি গুণোত্তর ধারার পঞ্চম পদটি ৩২ ও অষ্টম পদটি ২৫৬ হলে উক্ত ধারার সাধারণ অনুপাত কত?

(ক) ৮

(খ) ১৬

(গ) ২

(ঘ) ১/২

উত্তর: (গ) ২

২৮. ১৯৫২ সালের ভাষা আন্দোলনে নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করে সাংস্কৃতিক সংগঠন ‘তমুদ্দুন মজলিস’। তমুদ্দুন মজলিস-এর প্রতিষ্ঠাতা অধ্যাপক আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের শিক্ষক ছিলেন?

(ক) রসায়ন

(খ) পদার্থ বিজ্ঞান

(গ) অর্থনীতি

(ঘ) ইসলামী শিক্ষা

উত্তর: (খ) পদার্থ বিজ্ঞান

২৯. যদি গতকাল শুক্রবার হতো, তাহলে আজ থেকে ৮১তম দিন কী বার হবে?

(ক) শুক্রবার

(খ) বুধবার

(গ) সোমবার

(ঘ) রবিবার

উত্তর: (খ) বুধবার

৩০. মধুসূদন দত্তের পূর্ববতী গুরুত্বপূর্ণ কবি কে?

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) কায়কোবাদ

(গ) ঈশ্বরচন্দ্র গুপ্ত

(ঘ) ইসমাইল হোসেন সিরাজী

উত্তর: (গ) ঈশ্বরচন্দ্র গুপ্ত

৩১. কাজী নজরুল ইসলামের কোন উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র জাহাঙ্গীর?

(ক) বাঁধন-হারা

(খ) মৃত্যুক্ষুধা

(গ) কুহেলিকা

(ঘ) শিউলিমালা

উত্তর: (গ) কুহেলিকা

৩২. চর্যাপদের খণ্ডিত পদগুলো তিব্বতি থেকে প্রাচীন বাংলায় রূপান্তর করেন-

(ক) সুনীতিকুমার চট্টোপাধ্যায়

(খ) হরপ্রসাদ শাস্ত্রী

(গ) রাজেন্দ্রলাল মিত্র

(ঘ) সুকুমার সেন

উত্তর: (ক) সুনীতিকুমার চট্টোপাধ্যায়

৩৩. বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা কোনটি?

(ক) তথ্য মন্ত্রণালয়

(খ) প্রেস কাউন্সিল

(গ) বিটিআরসি

(ঘ) বাংলাদেশ টেলিভিশন

উত্তর: (খ) প্রেস কাউন্সিল

৩৪. ‘মৃগয়া’ শব্দের ‘মৃগ’ বলতে কী বোঝানো হয়?

(ক) বানর

(খ) সিংহ

(গ) পশু

(ঘ) বন

উত্তর: (গ) পশু

৩৫. ‘কম-দামে কেনা বেশী দামে বেচা আমাদের স্বাধীনতা’- বইটির লেখক কে?

(ক) আবুল কালাম শামসুদ্দীন

(খ) আবুল মনসুর আহমদ

(গ) শামসুদ্দিন আবুল কালাম

(ঘ) এস ওয়াজেদ আলী

উত্তর: (খ) আবুল মনসুর আহমদ

৩৬. গ্রিনল্যান্ড নিচের কোন রাষ্ট্রের অন্তর্ভুক্ত?

(ক) সুইডেন

(খ) ডেনমার্ক

(গ) নরওয়ে

(ঘ) ফিনল্যান্ড

উত্তর: (খ) ডেনমার্ক

৩৭. ax + by = a2 : bx – ay = ab; এই সহ-সমীকরণের (x, y) এর সমাধান কোনটি?

(ক) (a2, b2)

(খ) (a, b)

(গ) (0, a)

(ঘ) (a, 0)

উত্তর: (ঘ) (a, 0)

৩৮. ‘শিক্ষককে বুঝতে হবে শিক্ষার্থী কী চায়’- এই বাক্যে শিক্ষক ও শিক্ষার্থীর প্রয়োগ হয়েছে-

(ক) একবচন বোঝাতে

(খ) বহুবচন বোঝাতে

(গ) একবচন ও বহুবচন উভয়ই বোঝাতে

(ঘ) প্রথমটি একবচন, পরেরটি বহুবচন বোঝাতে

উত্তর: (গ) একবচন ও বহুবচন উভয়ই বোঝাতে

৩৯. একটি থলিতে 3টি সবুজ এবং 2টি লাল বল আছে। অপর একটি থলিতে 2টি সবুজ এবং 5টি লাল বল আছে। নিরপেক্ষভাবে প্রত্যেক থলি থেকে একটি করে বল তোলা হলো। দুইটি বলের মধ্যে অন্তত একটি সবুজ হওয়ার সম্ভাব্যতা কত?

(ক) 5/7

(খ) 2/7

(গ) 5/12

(ঘ) 1/4

উত্তর: (ক) 5/7

৪০. ‘উৎক্ষেপণ’ শব্দে ‘উৎ’ উপসর্গ কোন অর্থ ধারণ করেছে?

(ক) জোর

(খ) ঊর্ধ্ব

(গ) আড়াল

(ঘ) গতি

উত্তর: (খ) ঊর্ধ্ব

৪১. হালিমা ইয়াকুব কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন?

(ক) ব্রুনাই

(খ) মালয়েশিয়া

(গ) সিঙ্গাপুর

(ঘ) তানজানিয়া

উত্তর: (গ) সিঙ্গাপুর

৪২. A person who leaves his/her own country to settle permanently in another is called a/an-

(ক) immigrant

(খ) expatriate

(গ) emigrant

(ঘ) migrant

উত্তর: (গ) emigrant

৪৩. ১৫ মিটার লম্বা একটি স্কেলের একপ্রান্তে১০কেজিওজনবাঁধাহয়েছে।একইপ্রান্তথেকেস্কেলেরদৈর্ঘ্যের : অনুপাতেএকটিপেরেকলাগানোআছে।অপরপ্রান্তেকতকেজিওজনদিলেস্কেলেরভারসাম্যথাকবে?

(ক) ৪৫

(খ) ৩০

(গ) ১৫

(ঘ) ৫

উত্তর: (গ) ১৫

৪৪. পাকিস্তানের ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন?

(ক) বিচারপতি সাত্তার

(খ) বিচারপতিসায়েম

(গ) বিচারপতি আবু সাঈদ চৌধুরী

(ঘ) বিচারপতিহামুদুররহমান

উত্তর: (ক) বিচারপতি সাত্তার

৪৫. একটি ত্রিভুজের প্রথম কোণ দ্বিতীয় কোণের অর্ধেক। তৃতীয়কোণঅপরদুইকোণেরবিয়োগফলেরতিনগুণ।দ্বিতীয়কোণটিকতডিগ্রী?

(ক) ৩০

(খ) ৬০

(গ) ৯০

(ঘ) ৪৫

উত্তর: (খ) ৬০

৪৬. কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত?

(ক) ডাক্তারখানা

(খ) হাসপাতাল

(গ) আকাশছোঁয়া

(ঘ) গুণমান

উত্তর: (ক) ডাক্তারখানা

৪৭. চব্বিশের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের জাতীয় সংসদের সংস্কার বিষয়ে ঐক্যমতের অন্যতম প্রস্তাব কী?

(ক) দ্বি-স্তর বিশিষ্ট সংসদ

(খ) সংসদের আসন বৃদ্ধি

(গ) সংরক্ষিত নারী আসন বাতিল

(ঘ) পি আর (PR) চালু করা

উত্তর: (ক) দ্বি-স্তর বিশিষ্ট সংসদ

৪৮. আয়নাঘর কী?

(ক) বন্ধ কামরা

(খ) পরিবেশ বান্ধব কৃষিকাজ

(গ) গোপন কারাগার

(ঘ) একটি হলিউড মুভি

উত্তর: (গ) গোপন কারাগার

৪৯. ‘স্বাধীন’ শব্দের ব্যাসবাক্য কোনটি?

(ক) স্বীয়-এর অধীন

(খ) সত্ত্বার অধীন

(গ) স্ব-এর অধীন

(ঘ) স্বত্তের অধীন

উত্তর: (গ) স্ব-এর অধীন

৫০. চীন, ভারত ও বাংলাদেশের প্রবাহিত ব্রহ্মপুত্র নদী, চীন বা তিব্বতে কী নামে পরিচিত?

(ক) ইয়াংসি

(খ) লিজিয়াং

(গ) হুয়াইলি

(ঘ) ইয়ারলাং সাংপো

উত্তর: (ঘ) ইয়ারলাং সাংপো

৫১. নিন্মোক্ত কোন রাষ্ট্রটি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা SCO এর সদস্য নয়?

(ক) আজারবাইজান

(খ) ভারত

(গ) পাকিস্তান

(ঘ) ইরান

উত্তর: (ক) আজারবাইজান

৫২. ... I cannot but conclude the Bulk of your Natives, to be the most pernicious race of little odious vermin that Nature ever suffered to crawl upon the surface of the Earth. the statement occurs in

(ক) Robinson Crusoe

(খ) A Doll’s House

(গ) Vanity Fair

(ঘ) Gulliver’s Travels

উত্তর: (ঘ) Gulliver’s Travels

৫৩. আহমদ শরীফের মতে মধ্যযুগে চণ্ডীদাস নামে কতজন কবি ছিলেন?

(ক) ২

(খ) ৩

(গ) ৪

(ঘ) ৫

উত্তর: (খ) ৩

৫৪. নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানইজেশন বা সামরিক জোট কত সালে স্বাক্ষরিত হয়?

(ক) ১৯৩৯

(খ) ১৯৪৩

(গ) ১৯৪৯

(ঘ) ১৯৬০

উত্তর: (গ) ১৯৪৯

৫৫. কেপ ভার্দে (Cape Verde) দ্বীপ রাষ্ট্রটি কোথায় অবস্থিত?

(ক) গালফ অব গিনি

(খ) ফ্রেঞ্চ পলিনেশিয়া

(গ) দক্ষিণ আফ্রিকা

(ঘ) পশ্চিম আফ্রিকা

উত্তর: (ঘ) পশ্চিম আফ্রিকা

৫৬. Choose the synonym for Fright

(ক) placidity

(খ) composure

(গ) apprehension

(ঘ) equanimity

উত্তর: (গ) apprehension

৫৭. ‘পরিবার থেকেই শিক্ষার শুরু’-এখানে ‘থেকেই’ শব্দের সাথে ‘ই’- এর ব্যাকরণিক পরিচয় কী?

(ক) উপসর্গ

(খ) প্রত্যয়

(গ) ধাতু

(ঘ) বলক

উত্তর: (ঘ) বলক

৫৮. একটি বাক্সে ৪টা লাল, ৩টা নীল, ২টা হলুদ ও ১টা সবুজ বল আছে। কমপক্ষে কয়টা বল উঠালে সেখানে অন্তত একটা লাল বল থাকবেই?

(ক) ৫

(খ) ৬

(গ) ৭

(ঘ) ৮

উত্তর: (গ) ৭

৫৯. PQR ত্রিভুজের Q = 90° এবং P = 2 R হলে নিচের কোনটি সঠিক?

(ক) PR = 2QR

(খ) PQ = 2PR

(গ) PR = 2PQ

(ঘ) QR = 2PQ

উত্তর: (গ) PR = 2PQ

৬০. Identify the correct passive form, People thought that the despot was corrupt.

(ক) The despot had been thought to be corrupt.

(খ) It was thought that the despot was corrupt.

(গ) The despot was thought to be corrupt.

(ঘ) The despot is thought to be corrupt.

উত্তর: (গ) The despot was thought to be corrupt.

৬১. একটি বই 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য 60 টাকা বেশি হলে 5% লাভ হতো। বইটির ক্রয়মূল্য কত টাকা?

(ক) 200

(খ) 300

(গ) 400

(ঘ) 500

উত্তর: (গ) 400

৬২. Identify the word that can be used as both singular and plural.

(ক) light

(খ) shot

(গ) criterion

(ঘ) cannon

উত্তর: (ঘ) cannon

৬৩. কোনো যান্ত্রিক গিয়ারের চাকা ছোট হলে সংযুক্ত অবস্থায় বড়টির চেয়ে ছোট চাকাটি কিভাবে ঘুরবে?

(ক) আস্তে

(খ) জোরে

(গ) একইভাবে

(ঘ) কোনোটিই নয়

উত্তর: (খ) জোরে

৬৪. বাংলাদেশের জুলাই বিপ্লবের শহিদ আবু সাঈদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন?

(ক) ঢাকা বিশ্ববিদ্যালয়

(খ) রংপুর বিশ্ববিদ্যালয়

(গ) রাজশাহী বিশ্ববিদ্যালয়

(ঘ) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

উত্তর: (ঘ) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

৬৫. তুরস্কের বিচ্ছিন্নতাবাদী দল Kurdistan Workers’ Party বা PKK এর প্রতিষ্ঠাতা কে?

(ক) জালাল তালাবানী

(খ) মাসুদ বারজানী

(গ) মাজলুম আবদি

(ঘ) আবদুল্লাহ ওচালান

উত্তর: (ঘ) আবদুল্লাহ ওচালান

৬৬. নিম্নোক্ত কোন ভারতীয় রাজ্যের বাংলাদেশের সাথে কোন ভূমি সীমানা নেই?

(ক) নাগাল্যান্ড

(খ) মিজোরাম

(গ) মেঘালয়

(ঘ) আসাম

উত্তর: (ক) নাগাল্যান্ড

৬৭. একটি ট্রেন প্রতি সেকেন্ডে ১০০ ফুট বেগে চলছে। এক ব্যক্তির বন্দুকের গুলির বেগ সেকেন্ডে ২০০ ফুট। উক্ত ব্যক্তি চলন্ত ট্রেনের ৩০০ ফুট সামনে একটি স্তম্ভ লক্ষ্য করে গুলি ছুড়লে কত সেকেন্ড পর তা স্তম্ভকে আঘাত করবে?

(ক) ৩

(খ) ১.৫

(গ) ১

(ঘ) ০.৫

উত্তর: (গ) ১

৬৮. Demographic Dividend বলতে কী বোঝায়?

(ক) শিশু মৃত্যুহার হ্রাস

(খ) জন্মহার শূন্যের কোটায় আনা

(গ) জনসংখ্যায় অধিকাংশ বেকার

(ঘ) কর্মক্ষম বয়স গোষ্ঠীর অনুপাত বৃদ্ধি

উত্তর: (ঘ) কর্মক্ষম বয়স গোষ্ঠীর অনুপাত বৃদ্ধি

৬৯. ভাষার অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম একক কোনটি?

(ক) অক্ষর

(খ) রূপমূল

(গ) শব্দ

(ঘ) বর্গ

উত্তর: (খ) রূপমূল

৭০. The novel Wuthering Heights was penned by the author under the penname.

(ক) Ellise Bellet 

(খ) Ellis Belle

(গ) Ellis Bell

(ঘ) Una Elis

উত্তর: (গ) Ellis Bell

৭১. ফর্‌রুখ আহমদের গ্রন্থ কোনটি?

(ক) হরফের ছড়া

(খ) বর্ণশিক্ষা

(গ) বর্ণপরিচয়

(ঘ) সহজ ছড়া

উত্তর: (ক) হরফের ছড়া

৭২. ‘তিনি কথা শুনে ঘুমাতে পারলেন না’- বাক্যটির অস্তিবাচক রূপ কী হবে?

(ক) তিনি কথা না শুনে ঘুমাতে পারলেন না

(খ) তিনি কথা না শুনে ঘুমাতে পারলেন

(গ) তিনি জেগে রইলেন কথা না শুনে

(ঘ) তিনি কথা শুনে জেগে রইলেন

উত্তর: (ঘ) তিনি কথা শুনে জেগে রইলেন

৭৩. ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদের পর ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ব্রিটিশ সরকারের কাছে দেনদরবার করার ক্ষেত্রে কোন নেতা অগ্রণী ভূমিকা পালন করেন?

(ক) হাকিম আজমল খান

(খ) শেরে বাংলা এ. কে. ফজলুল হক

(গ) স্যার সলিমুল্লাহ

(ঘ) স্যার আব্দুর রহিম

উত্তর: (গ) স্যার সলিমুল্লাহ

৭৪. একটা লোহার গোলক গলিয়ে কয়টি সমান আয়তনের গোলক তৈরী সম্ভব যাদের প্রত্যেকের ব্যাসার্ধ বড় গোলকটির অর্ধেক?

(ক) ৪

(খ) ৮

(গ) ১৬

(ঘ) ২

উত্তর: (খ) ৮

৭৫. বিশ্বের প্রথম জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী কোনটি?

(ক) UNOSOM

(খ) UNMOGIP

(গ) UNTSO

(ঘ) UNEF 1

উত্তর: (গ) UNTSO

৭৬. বাংলাদেশের রাজনীতি সম্পর্কে একজন আমেরিকান ঐতিহাসিক মন্তব্য করেছের, “বাংলাদেশের রাজনীতি ব্যক্তিত্বকে কেন্দ্র করে আবর্তিত হয়, ধারণা বা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে নয়” এই ঐতিহাসিকের নাম কী?

(ক) এন্থনি মাসকারেনহাস

(খ) লরেঞ্চ জিরিং

(গ) লরেঞ্চ লিফশুলজ্

(ঘ) হেনরি কিসিঞ্জার

উত্তর: (খ) লরেঞ্চ জিরিং

৭৭. ভাষা-পরিবার অনুযায়ী সাঁওতাল জনগোষ্ঠী প্রধানত কোন পরিবার ভুক্ত?

(ক) ইন্দো-আর্য

(খ) দ্রাবিড়

(গ) অস্ট্রিক-অস্ট্রো এশিয়াটিক (মুন্ডা)

(ঘ) তিব্বত-বর্মী

উত্তর: (গ) অস্ট্রিক-অস্ট্রো এশিয়াটিক (মুন্ডা)

৭৮. ‘After lunch we went for a leisurely stroll’. Here ‘leisurely’ is a/an-

(ক) adverb

(খ) adjective

(গ) noun

(ঘ) conjunction

উত্তর: (খ) adjective

৭৯. “কেবল আয়ের অভাব নয়, বরং সামর্থ্যের অভাবই দারিদ্র্যতার মূল কারণ”- অর্থনীতিবিদ অমর্ত্য সেন কোন গ্রন্থে এই যুক্তি তুলে ধরেন?

(ক) Development as Freedom

(খ) Women and Human Development

(গ) Development through Disposition

(ঘ) Development, Environment and Power

উত্তর: (ক) Development as Freedom

৮০. logx4 = –2 হলে x = কত?

(ক) 1/2

(খ) –1/2

(গ) 2

(ঘ) –2

উত্তর: (ক) 1/2

৮১. ‘সত্যকে স্বীকার করতে অনেক ব্যক্তিরাই চায়না’। -এখানে ভুল ঘটেছে-

(ক) বানান ও প্রত্যয়ের

(খ) অর্থ ও বচনের

(গ) অর্থ ও প্রত্যয়ের

(ঘ) বানান ও বচনের

উত্তর: (ঘ) বানান ও বচনের

৮২. ‘Someone sneezed loudly at the back of the hall’. In this sentence the verb ‘sneezed’ is-

(ক) causative

(খ) intransitive

(গ) transitive

(ঘ) factitive

উত্তর: (খ) intransitive

৮৩. বাংলাদেশে সর্বোচ্চ সংখ্যক চা বাগান রয়েছে কোন জেলায়?

(ক) সিলেট

(খ) চট্টগ্রাম

(গ) মৌলভীবাজার

(ঘ) পঞ্চগড়

উত্তর: (গ) মৌলভীবাজার

৮৪. Which gender is the noun ‘neighbour’?

(ক) Masculine

(খ) Feminine

(গ) Neuter

(ঘ) Common

উত্তর: (ঘ) Common

৮৫. নিম্নোক্ত কোন দেশটি ইউরোপিয়ান ইউনিয়নের (EU) সদস্য নয়?

(ক) বুলগেরিয়া

(খ) হাঙ্গেরি

(গ) পোল্যান্ড

(ঘ) সুইজারল্যান্ড

উত্তর: (ঘ) সুইজারল্যান্ড

৮৬. সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ইংরেজি নাম কী?

(ক) Parliament

(খ) National Parliament

(গ) Legislature

(ঘ) The House of Nation

উত্তর: (ঘ) The House of Nation

৮৭. ১ জন লোক ১ টা কলা ১ মিনিটে খেতে পারে। তাহলে ৫ জন লোক ৫ টা কলা খেতে কত মিনিট সময় লাগবে?

(ক) ৫

(খ) ২৫

(গ) ১

(ঘ) ১০

উত্তর: (গ) ১

৮৮. আফিম যুদ্ধ কোন দুইটি দেশের মধ্যে সংঘটিত হয়?

(ক) চীন ও আফগানিস্তান

(খ) চীন ও ইংল্যান্ড

(গ) চীন ও রাশিয়া

(ঘ) ইংল্যান্ড ও আফগানিস্তান

উত্তর: (খ) চীন ও ইংল্যান্ড

৮৯. ‘এ কাজ করতে আমি বদ্ধ পরিকর’- এখানে ‘পরিকর’ শব্দের অর্থ কী?

(ক) শ্বাস

(খ) প্রতিজ্ঞা

(গ) কোমর

(ঘ) প্রতিশ্রুত

উত্তর: (গ) কোমর

৯০. Which sentence is correct?

(ক) The picture was hanged on the wall

(খ) The picture was hung on the wall

(গ) The picture was hunged on the wall

(ঘ) The picture had hanged on the wall

উত্তর: (খ) The picture was hung on the wall

৯১. প্রথম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়?

(ক) প্যারিস চুক্তি

(খ) ভার্সাই চুক্তি

(গ) জেনেভা চুক্তি

(ঘ) রোম চুক্তি

উত্তর: (খ) ভার্সাই চুক্তি

৯২. বাংলাদেশের ওয়ারেন্ট অফ প্রিসিডেন্ট অনুযায়ী সর্ব প্রথম কে অবস্থান করেন?

(ক) প্রধানমন্ত্রী

(খ) রাষ্ট্রপতি

(গ) প্রধান উপদেষ্টা

(ঘ) প্রধান বিচারপতি

উত্তর: (খ) রাষ্ট্রপতি

৯৩. The idiom ‘icing on the cake’ means-

(ক) a slice of the cake

(খ) an attractive but unnecessary addition

(গ) an attractive service

(ঘ) an attractive and essential enhancement

উত্তর: (খ) an attractive but unnecessary addition

৯৪. ভারত পাকিস্তানের মধ্যে ইন্দাস ওয়াটার ট্রিটি (IWT) কোন সালে স্বাক্ষরিত হয়?

(ক) ১৯৪৮

(খ) ১৯৭৪

(গ) ১৯৬৫

(ঘ) ১৯৮০

উত্তর: নোট

নোট: অপশনে সঠিক উত্তর নেই। সঠিক উত্তর ১৯৬০।

৯৫. ODS (Ozone Depleting Substances) এর ব্যবহার কমানোর জন্য কোন চুক্তি সাক্ষরিত হয়?

(ক) কিয়োটো প্রটোকল

(খ) মন্ট্রিল প্রটোকল

(গ) প্যারিস চুক্তি

(ঘ) রামসার কনভেনশন

উত্তর: (খ) মন্ট্রিল প্রটোকল

৯৬. একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 48 বর্গমিটার। ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত?

(ক) 22 মিটার

(খ) 23 মিটার

(গ) 2 মিটার

(ঘ) 26 মিটার

উত্তর: (ঘ) 26 মিটার

৯৭. ‘They talked about going on a vacation’. Here ‘going’ is a/an

(ক) participle

(খ) infinitive

(গ) verbal noun

(ঘ) gerund

উত্তর: (ঘ) gerund

৯৮. নিম্নোক্তকোনদেশবাঅঞ্চলজাতিসংঘেরসদস্যদেশনয়?

(ক) তিমুরলিস্টি

(খ) দক্ষিণসুদান

(গ) ওয়েস্টার্নসাহারা

(ঘ) সেন্ট্রালআফ্রিকানরিপাবলিক

উত্তর: (গ) ওয়েস্টার্নসাহারা

৯৯. লর্ডকর্নওয়ালিসব্রিটিশভারতেরগভর্নরজেনারেলহওয়ায়পূর্বেকোনভূমিকায়ছিলেন?

(ক) ব্রিটেনেরপররাষ্ট্রমন্ত্রী

(খ) ফ্রান্সেনিযু্ক্তব্রিটেনেররাষ্ট্রদূত

(গ) যুক্তরাষ্ট্রেরস্বাধীনতাযুদ্ধেব্রিটিশবাহিনীরপ্রধান

(ঘ) কেমব্রিজবিশ্ববিদ্যালয়েরউপাচার্য

উত্তর: (গ) যুক্তরাষ্ট্রেরস্বাধীনতাযুদ্ধেব্রিটিশবাহিনীরপ্রধান

১০০. ‘We work every day except Friday’. In this sentence ‘except’ in a/an

(ক) adjective

(খ) noun

(গ) preposition

(ঘ) pronoun

উত্তর: (গ) preposition


 

More Question Bank

Primary

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৬ (মুক্তিযোদ্ধা কোটা) | Primary Question Solution 2016 | Biddabari

  সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০,২১৯ পদে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে। নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্নে এসেছে ব্যাপক বৈচিত্র্য এবং প্রতিযোগিতাও বেড়েছে বহুগুণে। এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাস নম্বর (৫০%) অর্জন যথেষ্ট নয়; বরং লিখিত পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করাই হতে হবে মূল লক্ষ্য।...

Primary

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (৪র্থ ধাপ)–২০১৫ | Primary Question Solution 2015 | Biddabari

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (৪র্থ ধাপ)–২০১৫ | Primary Question Solution 2015| Biddabari   প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (৪র্থ ধাপ)–২০১৫ | Primary Question Solution 2015| Biddabari   সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে। নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্য...

Primary

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (৩য় ধাপ)–২০১৫| Primary Question Solution 2015| Biddabari

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (৩য় ধাপ)–২০১৫ | Primary Question Solution 2015| Biddabari   প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (৩য় ধাপ)–২০১৫| Primary Question Solution 2015| Biddabari   সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে। নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যাটার্...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই