১৯তম বিসিএস প্রশ্ন সমাধান | 19th BCS Question Solution | Biddabari
১৯তম বিসিএস প্রশ্ন সমাধান | 19th BCS Question Solution | Biddabari
প্রিয় চাকরি প্রত্যাশী,
আপনারা ইতোমধ্যে জানেন যে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (BPSC) নির্ধারিত টাইমলাইন অনুযায়ী বর্তমানে নিয়মিতভাবে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১ নভেম্বর ২০২৫ ইং তারিখে ৫০তম বিসিএস সার্কুলার প্রকাশিত হওয়ার কথা রয়েছে। সার্কুলার প্রকাশের পর প্রস্তুতির সময় খুবই সীমিত থাকবে। তাই যারা ৫০তম বিসিএস টার্গেট করছেন, তাদের এখন থেকেই সুপরিকল্পিতভাবে পড়াশোনা শুরু করা অত্যন্ত জরুরি।
সাম্প্রতিক বিসিএস পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণে দেখা গেছে, প্রশ্নপত্রে এসেছে অনেক পরিবর্তন। তাই প্রস্তুতিও হতে হবে আরও গোছানো, বিশ্লেষণভিত্তিক এবং আপডেট তথ্যনির্ভর।
আরও দেখুন
১০ম বিসিএস প্রশ্ন সমাধান - 10th BCS Question Solution - Biddabari
১১তম বিসিএস প্রশ্ন সমাধান - 11th BCS Question Solution – Biddabari
১২তম বিসিএস প্রশ্ন সমাধান | 12th BCS Question Solution | Biddabari
🎯 ৫০তম বিসিএস প্রস্তুতি নেওয়ার কিছু কার্যকর টিপস:
বিসিএসের সিলেবাস, বিষয়ভিত্তিক মানবণ্টন, পরীক্ষা পদ্ধতি ও বিগত প্রশ্নপত্র ভালোভাবে বিশ্লেষণ করুন।
গুরুত্বপূর্ণ টপিকগুলো অ্যানালাইসিস করুন—কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে তা চিহ্নিত করুন।
প্রিলি ও লিখিত উভয় পরীক্ষার জন্য সমন্বিত রুটিন তৈরি করুন।
প্রতিদিন নির্দিষ্ট সময় অনুযায়ী পড়াশোনা করুন।
বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি, সুশাসন ও নৈতিকতা—প্রত্যেকটি বিষয়ের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করুন।
খুঁটিনাটি তথ্য নোট করুন এবং নিয়মিত রিভিশন দিন।
বাংলা সাহিত্যের যুগ, সাহিত্যিক ও তাঁদের রচনা, ইংরেজি Grammar & Literature অংশের নিয়মিত অনুশীলন করুন।
গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতার সমস্যাগুলো প্রতিদিন খাতায় লিখে চর্চা করুন।
যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয়, তাহলে বিদ্যাবাড়ির YouTube চ্যানেল-এর ভিডিও টিউটোরিয়ালগুলো দেখুন।
লিখিত পরীক্ষায় ভালো উপস্থাপনা বজায় রাখতে প্রতিদিন রচনা, প্যারাগ্রাফ, রিপোর্ট ইত্যাদি লেখার অভ্যাস গড়ে তুলুন।
গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তথ্য পড়তে বিদ্যাবাড়ির BCS ডাইজেস্ট প্লাস বইটি পড়ুন
বিসিএস প্রস্তুতির জন্য বিদ্যাবাড়ির 50th BCS Target Live Batch-এ ভর্তি হয়ে বিশেষজ্ঞ শিক্ষকদের অধীনে প্রস্তুতি নিতে পারেন।
আরও দেখুন:
১৩তম বিসিএস প্রশ্ন সমাধান | 13th BCS Question Solution | Biddabari
১৪তম বিসিএস প্রশ্ন সমাধান | 14th BCS Question Solution | Biddabari
🎯 কেন বিগত প্রশ্ন সমাধান গুরুত্বপূর্ণ:
বিসিএস পরীক্ষার ধরণ, প্রশ্নের ধরন ও গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে হলে বিগত বিসিএস প্রশ্ন সমাধান অপরিহার্য।
১৯তম বিসিএস প্রশ্ন সমাধানের মাধ্যমে আপনি জানতে পারবেন—
✍কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে
✍কোন টপিকগুলোতে আপনি দুর্বল
✍কোন অংশে বেশি মনোযোগ দিতে হবে
নিয়মিত প্রশ্ন সলভের মাধ্যমে আপনার প্রস্তুতি হবে দৃঢ় ও আত্মবিশ্বাসী। এছাড়া বিগত প্রশ্ন থেকে অনেক সময় সরাসরি কমন প্রশ্ন পাওয়া যায়, যা ভালো নম্বর তুলতে সাহায্য করে
আপনাদের বিসিএস প্রস্তুতির সহায়তায় বিদ্যাবাড়ি ধারাবাহিকভাবে পূর্ববর্তী বিসিএস প্রশ্নগুলো নির্ভুল উত্তরসহ প্রকাশ করে আসছে। আপনি চাইলে প্রশ্নগুলো PDF ফরম্যাটে ডাউনলোড করে সংরক্ষণ করতে পারেন এবং যেকোনো ডিভাইসে পড়তে পারবেন।
আজ আমরা প্রকাশ করছি —
🎯 ১৯তম বিসিএস প্রশ্ন সমাধান PDF | 19th BCS Question Solution PDF
এটি আপনার বিসিএস প্রস্তুতির জন্য একটি গুরুত্বপূর্ণ রিসোর্স, যা প্রিন্ট করে পড়াশোনার উপযোগী করে রাখতে পারেন।
আরও দেখুন:
51th BCS Dynamic Advance Live Batch
Biddabari আপনার বিসিএস প্রস্তুতির নির্ভরযোগ্য সহযাত্রী —
সঠিক গাইডলাইন, মানসম্মত কোর্স এবং অভিজ্ঞ শিক্ষকদের দিকনির্দেশনা পেতে নিয়মিত ভিজিট করুন
১৯তম বিসিএস প্রশ্ন সমাধান | 19th BCS Question Solution | Biddabari PDF Download
More Question Bank
Primary
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৮ (সেট: ৭২৭৭) | Primary Question Solution 2018 | Biddabari
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৮ (সেট: ৭২৭৭) | Primary Question Solution 2018| Biddabari প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৮ (সেট: ৭২৭৭) | Primary Question Solution 2018 | Biddabari সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে। নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যা...
Primary
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৮ (সেট: ৭১৪২) | Primary Question Solution 2018 | Biddabari
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৮ (সেট: ৭১৪২) | Primary Question Solution 2018| Biddabari প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৮ (সেট: ৭১৪২) | Primary Question Solution 2018 | Biddabari সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে। নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যা...
Primary
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৮ (সেট: ৯৫৭৩) | Primary Question Solution 2018 | Biddabari
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৮ (সেট: ৯৫৭৩) | Primary Question Solution 2018| Biddabari প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৮ (সেট: ৯৫৭৩) | Primary Question Solution 2018 | Biddabari সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে। নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যা...




