১৯তম বিসিএস প্রশ্ন সমাধান | 19th BCS Question Solution | Biddabari

১৯তম বিসিএস প্রশ্ন সমাধান | 19th BCS Question Solution | Biddabari

প্রিয় চাকরি প্রত্যাশী,

আপনারা ইতোমধ্যে জানেন যে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (BPSC) নির্ধারিত টাইমলাইন অনুযায়ী বর্তমানে নিয়মিতভাবে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১ নভেম্বর ২০২৫ ইং তারিখে ৫০তম বিসিএস সার্কুলার প্রকাশিত হওয়ার কথা রয়েছে। সার্কুলার প্রকাশের পর প্রস্তুতির সময় খুবই সীমিত থাকবে। তাই যারা ৫০তম বিসিএস টার্গেট করছেন, তাদের এখন থেকেই সুপরিকল্পিতভাবে পড়াশোনা শুরু করা অত্যন্ত জরুরি।

সাম্প্রতিক বিসিএস পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণে দেখা গেছে, প্রশ্নপত্রে এসেছে অনেক পরিবর্তন। তাই প্রস্তুতিও হতে হবে আরও গোছানো, বিশ্লেষণভিত্তিক এবং আপডেট তথ্যনির্ভর।

আরও দেখুন

১০ম বিসিএস প্রশ্ন সমাধান - 10th BCS Question Solution - Biddabari

১১তম বিসিএস প্রশ্ন সমাধান - 11th BCS Question Solution – Biddabari

১২তম বিসিএস প্রশ্ন সমাধান | 12th BCS Question Solution | Biddabari

🎯 ৫০তম বিসিএস প্রস্তুতি নেওয়ার কিছু কার্যকর টিপস:

বিসিএসের সিলেবাস, বিষয়ভিত্তিক মানবণ্টন, পরীক্ষা পদ্ধতি ও বিগত প্রশ্নপত্র ভালোভাবে বিশ্লেষণ করুন।

গুরুত্বপূর্ণ টপিকগুলো অ্যানালাইসিস করুন—কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে তা চিহ্নিত করুন।

প্রিলি ও লিখিত উভয় পরীক্ষার জন্য সমন্বিত রুটিন তৈরি করুন।

প্রতিদিন নির্দিষ্ট সময় অনুযায়ী পড়াশোনা করুন।

বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি, সুশাসন ও নৈতিকতা—প্রত্যেকটি বিষয়ের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করুন।

খুঁটিনাটি তথ্য নোট করুন এবং নিয়মিত রিভিশন দিন।

বাংলা সাহিত্যের যুগ, সাহিত্যিক ও তাঁদের রচনা, ইংরেজি Grammar & Literature অংশের নিয়মিত অনুশীলন করুন।

গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতার সমস্যাগুলো প্রতিদিন খাতায় লিখে চর্চা করুন।

যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয়, তাহলে বিদ্যাবাড়ির YouTube চ্যানেল-এর ভিডিও টিউটোরিয়ালগুলো দেখুন।

লিখিত পরীক্ষায় ভালো উপস্থাপনা বজায় রাখতে প্রতিদিন রচনা, প্যারাগ্রাফ, রিপোর্ট ইত্যাদি লেখার অভ্যাস গড়ে তুলুন।

গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তথ্য পড়তে বিদ্যাবাড়ির BCS ডাইজেস্ট প্লাস বইটি পড়ুন

বিসিএস প্রস্তুতির জন্য বিদ্যাবাড়ির 50th BCS Target Live Batch-এ ভর্তি হয়ে বিশেষজ্ঞ শিক্ষকদের অধীনে প্রস্তুতি নিতে পারেন।

আরও দেখুন:

১৩তম বিসিএস প্রশ্ন সমাধান | 13th BCS Question Solution | Biddabari

১৪তম বিসিএস প্রশ্ন সমাধান | 14th BCS Question Solution | Biddabari

 

 

🎯 কেন বিগত প্রশ্ন সমাধান গুরুত্বপূর্ণ:

 

বিসিএস পরীক্ষার ধরণ, প্রশ্নের ধরন ও গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে হলে বিগত বিসিএস প্রশ্ন সমাধান অপরিহার্য।

১৯তম বিসিএস প্রশ্ন সমাধানের মাধ্যমে আপনি জানতে পারবেন—

কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে

কোন টপিকগুলোতে আপনি দুর্বল

কোন অংশে বেশি মনোযোগ দিতে হবে

নিয়মিত প্রশ্ন সলভের মাধ্যমে আপনার প্রস্তুতি হবে দৃঢ় ও আত্মবিশ্বাসী। এছাড়া বিগত প্রশ্ন থেকে অনেক সময় সরাসরি কমন প্রশ্ন পাওয়া যায়, যা ভালো নম্বর তুলতে সাহায্য করে

আপনাদের বিসিএস প্রস্তুতির সহায়তায় বিদ্যাবাড়ি ধারাবাহিকভাবে পূর্ববর্তী বিসিএস প্রশ্নগুলো নির্ভুল উত্তরসহ প্রকাশ করে আসছে। আপনি চাইলে প্রশ্নগুলো PDF ফরম্যাটে ডাউনলোড করে সংরক্ষণ করতে পারেন এবং যেকোনো ডিভাইসে পড়তে পারবেন।

 

আজ আমরা প্রকাশ করছি —

🎯 ১৯তম বিসিএস প্রশ্ন সমাধান PDF | 19th BCS Question Solution PDF

এটি আপনার বিসিএস প্রস্তুতির জন্য একটি গুরুত্বপূর্ণ রিসোর্স, যা প্রিন্ট করে পড়াশোনার উপযোগী করে রাখতে পারেন।

 

আরও দেখুন:

50th BCS Target Live Batch

51th BCS Dynamic Advance Live Batch

 

 

Biddabari আপনার বিসিএস প্রস্তুতির নির্ভরযোগ্য সহযাত্রী —

সঠিক গাইডলাইন, মানসম্মত কোর্স এবং অভিজ্ঞ শিক্ষকদের দিকনির্দেশনা পেতে নিয়মিত ভিজিট করুন

www.biddabari.com, Facebook পেজ, এবং

YouTube চ্যানেল।

১৯তম বিসিএস প্রশ্ন সমাধান | 19th BCS Question Solution | Biddabari PDF Download

 



১৯তম বিসিএস  প্রিলিমিনারি

প্রশ্ন সমাধান


 



১. ওজোন স্তরের ফাটলের জন্য মূখ্যত দায়ী কোন গ্যাস?

(ক) ক্লোরোফ্লোরো কার্বন
(খ) কার্বন মনোক্সাইড
(গ) কার্বন ডাই-অক্সাইড
(ঘ) মিথেন

উ: ক্লোরোফ্লোরো কার্বন  

২. কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট ভূমির
(ক) ১৬ শতাংশ
(খ) ২০ শতাংশ
(গ) ২৫ শতাংশ
(ঘ) ৩০ শতাংশ

উ:  ২৫ শতাংশ

৩. বাংলাদেশে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’
(ক) ১৪ ডিসেম্বর
(খ) ১৬ ডিসেম্বর
(গ) ২১ ডিসেম্বর
(ঘ) ২৩ ডিসেম্বর

উ: ১৪ ডিসেম্বর

৪. মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?
(ক) ২০ জোড়া
(খ) ২২ জোড়া
(গ) ২৩ জোড়া
(ঘ) ২৫ জোড়া

উ: ২৩ জোড়া

৫. উত্তরা গণভবন কোথায় অবস্থিত?
(ক) রাজশাহী
(খ) নওগাঁ
(গ) বগুড়া
(ঘ) নাটোর

উ: নাটোর

৬. ‘বিদ্রোহী’ কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
(ক) অগ্নিবীণা
(খ) বিষের বাঁশি
(গ) দোলনচাঁপা
(ঘ) বাঁধনহারা

উ: অগ্নিবীণা

৭. কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায়?
(ক) পেপসিন
(খ) এমাইলেজ
(গ) রেনিন
(ঘ) ট্রিপসিন

উ: রেনিন

৮. ২০১৮ ফুটবল বিশ্বকাপে গোল্ডেন বুট কে পান?
(ক) রোনাল্ডো
(খ) মেসি
(গ) সুয়ারেজ
(ঘ) হ্যারি কেন

উ: হ্যারি কেন

৯. বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার (FAO) সদর দপ্তর কোথায় অবস্থিত?
(ক) জেনেভা
(খ) প্যারিস
(গ) লন্ডন
(ঘ) রোম

উ: রোম

১০. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা কে?
(ক) আব্দুল গাফফার চৌধুরী
(খ) আলতাফ মাহমুদ
(গ) আব্দুল লতিফ
(ঘ) আব্দুল আলীম

উ: আব্দুল গাফফার চৌধুরী

১১. রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হল
(ক) পরশুরাম
(খ) নীললোহিত
(গ) ভানুসিংহ ঠাকুর
(ঘ) গাজী মিয়া

উ: ভানুসিংহ ঠাকুর

১২. ‘দ্য লিবারেশন অফ বাংলাদেশ’ গ্রন্থের রচয়িতা
(ক) রফিকুল ইসলাম
(খ) রশীদ করিম
(গ) মেজর জেনারেল সুখওয়ান্ত সিং
(ঘ) কর্নেল সিদ্দিক মালিক

উ: মেজর জেনারেল সুখওয়ান্ত সিং

১৩. বাগেরহাট খানজাহান আলীর প্রতিষ্ঠিত মসজিদটি কত গম্বুজবিশিষ্ট?
(ক) আশি
(খ) সাতাশি
(গ) ষাট
(ঘ) একাশি

উ: একাশি

১৪. স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ কতগুলো সেক্টরে বিভক্ত ছিল?
(ক) ১৯ টি
(খ) ৯ টি
(গ) ৮ টি
(ঘ) ১১ টি

উ: ১১ টি

১৫. বাংলাদেশের জাতীয় পাখি
(ক) ময়না
(খ) কাক
(গ) শালিক
(ঘ) দোয়েল

উ: দোয়েল

১৬. রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত
(ক) পলল গঠিত সমভূমি
(খ) বরেন্দ্রভূমি
(গ) উত্তরবঙ্গ
(ঘ) মহাস্থানগড়

উ: বরেন্দ্রভূমি

১৭. বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ মোট ভূমির কত শতাংশ?
(ক) ১৯ শতাংশ
(খ) ১২ শতাংশ
(গ) ১৬ শতাংশ
(ঘ) ১৩ শতাংশ

উ: ১৩ শতাংশ

১৮. বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য
(ক) ৫.৫ কিলোমিটার
(খ) ৪.৮ কিলোমিটার
(গ) ৬ কিলোমিটার
(ঘ) ৬.২ কিলোমিটার

উ: ৪.৮ কিলোমিটার

১৯. বাংলাদেশের নৌবাহিনীর প্রতীক কী?
(ক) বলাকা
(খ) শাপলা
(গ) কাছিবেষ্টিত নোঙর
(ঘ) রণতরী

উ: কাছিবেষ্টিত নোঙর

২০. বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায়?
(ক) ময়মনসিংহে
(খ) বগুড়ায়
(গ) সোনারগাঁয়ে
(ঘ) রাঙামাটিতে

উ: সোনারগাঁয়ে

২১. কসোভো কোথায় অবস্থিত?
(ক) আলবেনিয়ায়
(খ) সার্বিয়ায়
(গ) রুমানিয়ায়
(ঘ) গ্রিসে

উ: সার্বিয়ায়

২২. ‘গিল্ডার’ কোন দেশের মুদ্রার নাম ছিল?
(ক) নরওয়ে
(খ) নেদারল্যান্ড
(গ) পোল্যান্ড
(ঘ) প্যারাগুয়ে

উ: নেদারল্যান্ড

২৩. নেপালের পার্লামেন্টের নাম কী?
(ক) সিনেট
(খ) পঞ্চায়েত
(গ) কংগ্রেস
(ঘ) পার্লামেন্ট

উ: পার্লামেন্ট

২৪. ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়?
(ক) গ্রিসে
(খ) ইতালিতে
(গ) তুরস্কে
(ঘ) স্পেনে

উ: তুরস্কে

২৫. ‘নাসা’ কোন দেশের সংস্থা?
(ক) জার্মানি
(খ) রাশিয়া
(গ) ফ্রান্স
(ঘ) যুক্তরাষ্ট্র

উ: যুক্তরাষ্ট্র

২৬. জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি?
(ক) বাংলাদেশ
(খ) পাকিস্তান
(গ) সৌদি আরব
(ঘ) ইন্দোনেশিয়া

উ: ইন্দোনেশিয়া

২৭. ভায়াগ্রা কী?
(ক) একটি জলপ্রপাত
(খ) নতুন একটি ওষুধ
(গ) সাড়া জাগানো চলচ্চিত্রের নাম
(ঘ) নতুন জাহাজের নাম

উ: নতুন একটি ওষুধ

২৮. এশীয় উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় কোথায়?
(ক) ব্যাংকক
(খ) সিঙ্গাপুর
(গ) টোকিও
(ঘ) ম্যানিলা

উ: ম্যানিলা

২৯. কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান কোনটি?
(ক) গিগাবাইট
(খ) ইনটেল
(গ) এ্যাপল ম্যাকিনটশ
(ঘ) মাইক্রোসফট

উ: মাইক্রোসফট

৩০. যুক্তরাষ্ট্র চায় ইসরাইল কত শতাংশ জায়গা ফিলিস্তিনিদের কাছে হস্তান্তর করবে?
(ক) ১২ শতাংশ
(খ) ১০ শতাংশ
(গ) ১৩ শতাংশ
(ঘ) ১১ শতাংশ

উ: ১৩ শতাংশ

৩১. অর্থনৈতিক সমীক্ষা ২০২১ মতে, ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের জিডিপিতে পশুসম্পদের অবদান কত ছিল?
(ক) ১.২%
(খ) ১.৪৬%
(গ) ১.৬%
(ঘ) ১.৫৩%

উ: ১.৪৬%

৩২. বর্তমানে বিদেশ থেকে কত টাকার গুঁড়া দুধ আমদানি করা হয়?
(ক) ৫,৬০০ কোটি টাকা
(খ) ৪,৬০০ কোটি টাকা
(গ) ৩,৬০০ কোটি টাকা
(ঘ) ১২,৫০০ কোটি টাকা

নোট: এই তথ্যগুলো প্রতিনিয়ত পরিবর্তিত হয়, আপডেট তথ্য সম্পর্কে জানতে বিদ্যাবাড়ি ফেসবুক পেজের ‘আজকের পাতা থেকে’ পোষ্টগুলো নিয়মিত দেখুন।

৩৩. বাংলাদেশের কেন্দ্রীয় গো-প্রজনন খামার কোথায় অবস্থিত?
(ক) রাজশাহী
(খ) চট্টগ্রাম
(গ) সিলেট
(ঘ) সাভার

উ: সাভার

 ৩৪. বাংলাদেশের জাতীয় পশু কোনটি?
(ক) গরু
(খ) ছাগল
(গ) গয়াল
(ঘ) রয়েল বেঙ্গল টাইগার

উ: রয়েল বেঙ্গল টাইগার

৩৫. রপ্তানি আয়ে বর্তমানে পশুসম্পদের অবদান কত?
(ক) ৮.৮৯ ভাগ
(খ) ১০.৫৭ ভাগ
(গ) ৭.৪৯ ভাগ
(ঘ) ৪.৭৯ ভাগ

নোট: বর্তমানে - ৪.৩১%; এই তথ্যগুলো প্রতিনিয়ত পরিবর্তিত হয়, আপডেট তথ্য সম্পর্কে জানতে বিদ্যাবাড়ি ফেসবুক পেজের ‘আজকের পাতা থেকে’ পোষ্টগুলো নিয়মিত দেখুন।

৩৬. অর্থনৈতিক সমীক্ষা ২০২১ মতে, ২০১৯-২০ অর্থবছরে দেশের রপ্তানি আয়ের মধ্যে চামড়ার অবস্থান কত?
(ক) চতুর্থ
(খ) নবম
(গ) অষ্টম
(ঘ) পঞ্চম

উ: পঞ্চম

নোট: এই তথ্যগুলো প্রতিনিয়ত পরিবর্তিত হয়, আপডেট তথ্য সম্পর্কে জানতে বিদ্যাবাড়ি ফেসবুক পেজের ‘আজকের পাতা থেকে’ পোষ্টগুলো নিয়মিত দেখুন।

৩৭. ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারী ভেড়ার নাম কী?
(ক) নেনী
(খ) টর্মি
(গ) শেলী
(ঘ) ডলি

উ: ডলি

৩৮. প্রাণীর মলমূত্র থেকে ব্যাকটেরিয়ার সাহায্যে ফারমেন্টেশন প্রক্রিয়ায় উৎপন্ন হয়
(ক) ইথেন
(খ) এমোনিয়া
(গ) মিথেন
(ঘ) বিউটেন

উ: মিথেন

৩৯. কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম উপাচার্য কে ছিলেন?
(ক) ড. এস ডি চৌধুরী
(খ) ড. কাজী ফজলুর রহিম
(গ) ড. ওসমান গণি
(ঘ) অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমেদ

উ: ড. ওসমান গণি

৪০. ১৯৯৯ সালে নোবেল পুরস্কারপ্রাপ্ত কোন কৃষি বিজ্ঞানী বাংলাদেশ সফর করেন?
(ক) প্রফেসর ড. আব্দুস সালাম
(খ) প্রফেসর নরম্যান বোরলগ
(গ) ড. আব্দুল কাদের
(ঘ) ড. স্বামীনাথন

উ: প্রফেসর নরম্যান বোরলগ

৪১. গবাদিপশুর জাত উন্নয়নে পাক ভারত উপমহাদেশে কোন ব্রিটিশ প্রথম অগ্রণী ভূমিকা পালন করেন?
(ক) মি. জে এইচ বি হেলেন
(খ) লর্ড লিনলিথগো
(গ) লর্ড ক্লাইভ
(ঘ) ওয়ারেন হেস্টিংস

উ: লর্ড লিনলিথগো

৪২. বাংলাদেশের কোন অঞ্চলে গোচারণের জন্য বাথান আছে?
(ক) সিরাজগঞ্জ
(খ) দিনাজপুর
(গ) বরিশাল
(ঘ) ফরিদপুর

উ: সিরাজগঞ্জ

৪৩. ২০২১-২২ অর্থবছরের বাজেট অনুযায়ী মাথাপিছু আয় (প্রক্ষেপন) ____ মার্কিন ডলার।
(ক) ২৪৬২
(খ) ২,১৫৩
(গ) ২,১৭৩
(ঘ) ২,২২৭

উ: ২৪৬২

নোট: বর্তমানে (২০২৫) মাথাপিছু আয় ২,৮২০ ডলার।

৪৪. বাংলাদেশে পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়
(ক) ২ ডিসেম্বর, ১৯৯৭
(খ) ৩ ডিসেম্বর, ১৯৯৭
(গ) ২২ ডিসেম্বর, ১৯৯৭
(ঘ) ৩ জানুয়ারি, ১৯৯৮

উ: ডিসেম্বর, ১৯৯৭

৪৫. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
(ক) জেনেভা
(খ) নিউইয়র্ক
(গ) হেগ
(ঘ) প্যারিস

উ: নিউইয়র্ক

৪৬. বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি?
(ক) কয়লা
(খ) চুনাপাথর
(গ) সাদামাটি
(ঘ) গ্যাস

উ: গ্যাস

৪৭. যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কী?
(ক) জর্জ ওয়াশিংটন
(খ) আব্রাহাম লিংকন
(গ) রুজভেল্ট
(ঘ) কেনেডী

উ: আব্রাহাম লিংকন

৪৮. বহুমূত্র রোগে কোন হরমোনের দরকার?
(ক) ইনসুলিন
(খ) থাইরক্সিন
(গ) এনড্রোজেন
(ঘ) এস্ট্রোজেন

উ: ইনসুলিন

৪৯. বাংলাদেশের একজন ভোটারের সর্বনিম্ন বয়স কত?
(ক) ১৬ বছর
(খ) ১৮ বছর
(গ) ২০ বছর
(ঘ) ২১ বছর

উ: ১৮ বছর

৫০. গ্রীন হাউজ এফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কী হবে?
(ক) উত্তাপ অনেক বেড়ে যাবে
(খ) বৃষ্টিপাত কমে যাবে
(গ) নিম্নভূমি নিমজ্জিত হবে
(ঘ) সাইক্লোনের প্রবণতা বাড়বে

উ: নিম্নভূমি নিমজ্জিত হবে


 



 

More Question Bank

Primary

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৮ (সেট: ৭২৭৭) | Primary Question Solution 2018 | Biddabari

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৮ (সেট: ৭২৭৭) | Primary Question Solution 2018| Biddabari   প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৮ (সেট: ৭২৭৭) | Primary Question Solution 2018 | Biddabari   সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে। নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যা...

Primary

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৮ (সেট: ৭১৪২) | Primary Question Solution 2018 | Biddabari

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৮ (সেট: ৭১৪২) | Primary Question Solution 2018| Biddabari   প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৮ (সেট: ৭১৪২) | Primary Question Solution 2018 | Biddabari   সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে। নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যা...

Primary

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৮ (সেট: ৯৫৭৩) | Primary Question Solution 2018 | Biddabari

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৮ (সেট: ৯৫৭৩) | Primary Question Solution 2018| Biddabari   প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৮ (সেট: ৯৫৭৩) | Primary Question Solution 2018 | Biddabari   সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪,৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে “সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫” অনুযায়ী নতুন পদ্ধতিতে। নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯০ নম্বরের লিখিত (MCQ Type) ও ১০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে (৯৩%) প্রার্থী নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ে বিসিএস ও অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশ্নের প্যা...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই